Bangladesh Psychiatric Care Ltd.

Bangladesh Psychiatric Care Ltd. বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড
Bangladesh Psychiatric Care Ltd. Reg No: C-170618

Bangladesh Psychiatric Care Limited (BPCL) is the first ever consultation center in Bangladesh that brings complete psychiatric solutions. Mental health is an integral part of human wellbeing along with physical and spiritual health.
∆ Mission:
One stop solution for any mental health needs provided by renowned experienced psychiatrists and expert psychotherapists.

∆ Vision:
Quality care for quali

ty life.

∆ Objectives:
> Provide treatment and management of various psychiatric disorders, psycho-social problems and difficulties.
> Comprehensive management of associated other physical illness.
> Offer training to different interest groups
> Conduct research in the field of Psychiatry.
> Undertake social initiatives to create awareness, for advocacy in the field of Psychiatry.

∆ Specialization:
> Adult Psychiatry
> Child and Adolescent Psychiatry
> Sexual dysfunction
> Substance/addiction psychiatry

🧩 বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডঃ এ এস এম মোরশেদ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় টিভি চ্য...
10/07/2025

🧩 বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডঃ এ এস এম মোরশেদ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় টিভি চ্যানেল বিটিভির 'উত্তর খুঁজি' নামক অনুষ্ঠানে। সাক্ষাৎকারে সমাজে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যাপ্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য কিছু উৎসাহমূলক বার্তা দেন, যেখানে তিনি আলোচনা করেছেন:
🎯আত্মহত্যার ঝুঁকির সাথে সম্পর্কিত কারণ
🎯সামাজিক দৃষ্টিভঙ্গি ও স্টিগমা দূরীকরণে করণীয়
🎯পরিবার, সমাজ ও পলিসিমেকারদের সম্পৃক্ততা

#আত্মহত্যাপ্রতিরোধ #মানসিকস্বাস্থ্য

🧩 বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডঃ এ এস এম মোরশেদ সাক্ষাৎকার দিয়েছেন জাতী....

07/07/2025

We are delighted to welcome Md. Aminul Haque, our Senior Occupational Therapist, to the team at Nurture Nest, the child care unit of Bangladesh Psychiatric Care Ltd.!
With over 14 years of experience in Occupational Therapy and Assessment, Mr. Aminul brings specialized expertise in Neuro-rehabilitation, Gross motor & fine motor Sensory integration, cognitive & perceptual retraining, ADL'S training, behavioural modification, social skill training, etc.

📍 Available for consultation at Nurture Nest, Bangladesh Psychiatric Care.
📞 Book an appointment today! Call 09677604604

21/06/2025

বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার-এর নতুন সংযোজনNurture Nestt, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে একটি আশার আলো।💚

অনেক শিশু নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা ADHD এর মতো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। এ ধরনের শিশুদের ওষুধের পাশাপাশি থেরাপিই হয় মূল চিকিৎসা।
নার্চার নেস্ট-এ রয়েছে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের থেরাপি ও বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান।

একটি সুন্দর আগামীর পথে আমাদের ছোট্টদের পাশে থাকুক নার্চার নেস্ট।🌺

অভিজ্ঞ শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া আফরিন শুভকামনা জানিয়েছেন এই উদ্যোগকে। 💝

#শিশু_মন #বিশেষ_শিশুর_যত্ন

Meet Ms. Israt Jahan (Bithi) – Psychotherapist at Bangladesh Psychiatric Care.With a rich background in mental health se...
11/06/2025

Meet Ms. Israt Jahan (Bithi) – Psychotherapist at Bangladesh Psychiatric Care.

With a rich background in mental health services across Canada and Bangladesh, Israt specializes in supporting individuals facing trauma, anxiety, depression, and relationship challenges.

Her therapeutic approach integrates Cognitive Behavioral Therapy (CBT), Dialectical Behavior Therapy (DBT), Emotion-Focused Counseling, Family and Couple Therapy, and Psychodrama.

Israt's academic credentials include a Bachelor's and Master's in Psychology, along with M.Phil Part-1 in Clinical Psychology from the University of Dhaka, and an International Education in Social Work Practice from Toronto Metropolitan University.

She has collaborated with esteemed organizations such as LOFT Community Services in Toronto, McDonald's Youth Care Services in Manitoba.

To schedule an appointment, please call 09677604604.

10/06/2025

ইন্টারনেট, আশীর্বাদ নাকি আসক্তি⁉️

আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন। তবে ইন্টারনেটের অপব্যবহার ও আসক্তি আমাদের মন ও জীবনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।

সারাদিন স্ক্রিনে ডুবে থাকা কি স্বাভাবিক❓
ইন্টারনেট আসক্তি কি আমাদের কর্মক্ষমতা, ঘুম ও সম্পর্ককে প্রভাবিত করছে❓
কিভাবে বুঝবেন যে আপনি বা আপনার সন্তান ইন্টারনেট আসক্তিতে ভুগছেন❓

Internet Addiction নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. সিফাত-ই-সাঈদ।
ইউটিউব ভিডিও লিংক : https://youtu.be/-UQ8Yew3Oo8

09/06/2025

অনেকের হাতেই দেখা যায় ছোট ছোট কাটার দাগ। অনেকেই ভাবেন এটা আত্মহত্যার চেষ্টা। কিন্তু এর পেছনে থাকে আরও জটিল মানসিক কারণ।

📌কেন অনেকে নিজের হাত কাটে❓
📌এটা কি শুধু দৃষ্টি আকর্ষণের চেষ্টা, নাকি মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ❓
📌কখন এটি নিয়ে চিকিৎসা প্রয়োজন❓

এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন,ডা. মো. রাহেনুল ইসলাম।

ইউটিউব ভিডিও লিংক : https://youtu.be/was7e0lnDC8

08/06/2025

আজকাল প্রচলিত ও কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে Psychotherapy বা কথার মাধ্যমে মানসিক চিকিৎসা।

কী এই চিকিৎসা❓
Psychotherapy কেন এটি প্রয়োজন❓
কারা উপকৃত হতে পারেন❓
Psychotherapy কার্যকারিতা কতটা❓

এই বিষয়ে মূল্যবান বিষয়ে কথা বলেছেন অভিজ্ঞ সাইকোলজিস্ট মোঃ জহির উদ্দিন।
ইউটিউব ভিডিও লিংক : https://youtu.be/97x-b6PECZI

06/06/2025

আত্মত্যাগ, ধৈর্য আর ভালোবাসা - কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনের প্রতিটি কাজে। পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক"
❤️

Bangladesh Psychiatric Care Ltd. (BPCL) and Daraz Bangladesh inked a partnership agreement today at Daraz Bangladesh hea...
03/06/2025

Bangladesh Psychiatric Care Ltd. (BPCL) and Daraz Bangladesh inked a partnership agreement today at Daraz Bangladesh head office.

This collaboration aimed to raise awareness of mental health issues, promote workers' psychological well-being, and enhance workplace mental health. Employees of Daraz will be able to access mental health services at a discounted rate at BPCL.

Mr. Syed Abdullah Morshed, Head of People & Organization, Daraz Bangladesh, and Ashfaqul Haq Tanim, CCO & CTO, BPCL, signed the Mou on behalf of their organization. Dr. A S M Morshed, MD & CEO, Dr. Towhidul Islam, Md. Araf Ferdous, COO of BPCL and other high officials from Daraz were also present at the occasion.

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এখন থেকে বিকাশের মাধ্যমে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল) এর মার্চে...
02/06/2025

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এখন থেকে বিকাশের মাধ্যমে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল) এর মার্চেন্ট একাউন্ট ০১৮৭২৮৬৩০০২ এ পেমেন্ট করলে গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে।😍❤

💥অফারের বিস্তারিত:
* ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই 'H2' কোড ব্যবহার করতে হবে
* পেমেন্ট করার সময় গ্রাহকেরা কুপন কোডটি অ্যাড করতে পারবে
(অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে)
* গ্রাহকেরা অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে কুপন অ্যাড করতে পারবে
* ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্টে ডিসকাউন্ট পাবে
* দিনে ১ বার ১০০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবে
* ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে
* নতুন একটি কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি ব্যবহার করতে হবে
* একটি কুপন একটি পেমেন্টে একবারই ব্যবহার করতে পারবে

Celebrating the 8th Anniversary of the Society of Speech and Language Therapists (SSLT) ❤On May 29 2025, Bangladesh Psyc...
31/05/2025

Celebrating the 8th Anniversary of the Society of Speech and Language Therapists (SSLT) ❤
On May 29 2025, Bangladesh Psychiatric Care proudly commemorated the 8th anniversary of SSLT at Nurture Nest
The event brought Md. Abdullah Al Mamun and Shihab Waresi, Speech & Language Therapists of Nurture Nest, Dr. A S M Morshed, MD & CEO of Bangladesh Psychiatric Care to celebrate eight exceptional years of commitment, teamwork, and steadfast dedication to advancing speech and language therapy in Bangladesh.
We eagerly anticipate ongoing progress, professional unity, and meaningful service in the future!❤

On May 23, 2025, Dr. Raisul Islam Parag, consultant, Bangladesh Psychiatric Care, led a group relaxation therapy session...
24/05/2025

On May 23, 2025, Dr. Raisul Islam Parag, consultant, Bangladesh Psychiatric Care, led a group relaxation therapy session. The participants engaged in guided techniques designed to reduce stress and enhance mental health in the peaceful setting of Nurture Nest.❤

Address

Jigatala

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801872863002

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Psychiatric Care Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Psychiatric Care Ltd.:

Share