Mosabbir Cancer Care Center

Mosabbir Cancer Care Center Non-Profit charity organisation giving Free treatment to Cancer patients. Email for donations : lets We seek support & advice from all in realising our goals.

Our objective at Mosabbir Cancer Care Centre is to translate Mosabbirs’ dreams into reality. Mosabbir would survive through our success in achieving our goals. The word Mosabbir stands not as a name but as a symbol of hope for thousands of helpless cancer patients, especially children. About Mosabbir Memorial Foundation

Mosabbir Memorial Foundation has been set up in memory of our beloved son Mos

abbir Hossain Khan (Pritom). As stated in the preceding lines, the most outstanding features of Mosabbir’s character was his strong faith in the Almighty Allah and his deep concern and love for humanity. The foundation therefore aims at giving a permanent and tangible shape to his belief, love and his youthful dream for creating services and facilities in health, food, education and other socio-economic fields for millions of people deprived of these basic birth rights, particularly the children. Mosabbir Cancer Care Centre is one of such projects that have been established to provide services to the patients suffering from the dreadful disease cancer through utmost care comfort and best available treatment

Proshanti - Accomodation Facility

Proshanti, an accommodation facility of Mosabbir Cancer Care Centre (MCCC) for paediatric cancer patient and their attending guardians has been started from April 2004. It is situated at Dhanmondi Residential Area in Dhaka. This accommodation facility aims at redressing the shelter problem of the cancer patients who cannot afford to have accommodation in Dhaka during the course of treatment. The patients are being taken care by the Doctors and Nurses of MCCC during their stay at Proshanti.

10/05/2025

Mosabbir Cancer Care Center is now Mosabbir Memorial Alok Nibash run by BANCAT,
মোসাব্বির আলোক নিবাস ব্যানক্যাট এর একটি মহৎ উদ্যোগ যেটি সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগী এবং তাদের পরিবারের জন্য একটি আশ্রয়ের স্থান। এখন পর্যন্ত ১২০০-এরও বেশি রোগীকে সেবা প্রদান করেছে মোসাব্বির আলোক নিবাস এবং তাদের কঠিন সময়গুলো আরও সহজ ও নিরাপদ করে তুলেছে।

আলোক নিবাস রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক আশ্রয়ের ব্যবস্থা করে। এখানে থাকাকালীন রোগীরা পুষ্টিকর খাবার এবং ২৪ ঘন্টা নার্সিং সেবা পান। শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রেখে রোগীদের মানসিক সুস্থতা সেবা প্রদান করা হয়। এছাড়াও, নিরাপদ যাতায়াত ব্যবস্থা থাকায় রোগীরা নিশ্চিন্তে চলাচল করতে পারেন।

আপনার প্রতিটি সাহায্য এই সকল সুবিধাবঞ্চিত মানুষের জীবন বদলে দিতে পারে। তাই আজই এগিয়ে আসুন এবং এই মহৎ উদ্যোগের অংশ হোন।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার যোদ্ধাদের সাহায্য করতে ডোনেট করুন:
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট
ব্যাংক এশিয়া লিমিটেড: স্কটিয়া ব্রাঞ্চ
একাউন্ট নম্বর : 00733004894
বিকাশ / নগদ (মার্চেন্ট একাউন্ট)
+8801612226223
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন : +8801303073503 নম্বরে।

#মোসাব্বিরআলোকনিবাস #ব্যানক্যাট #ক্যান্সারসাপোর্ট

10/05/2025

মোসাব্বির আলোক নিবাস

মোসাব্বির আলোক নিবাস
10/05/2025

মোসাব্বির আলোক নিবাস

মোসাব্বির আলোক নিবাস — BANCAT এর একটি মহৎ ও মানবিক উদ্যোগ, যেখানে ক্যান্সার রোগীরা পান সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা।

কিন্তু এই নিবাসে অবস্থানরত ক্যান্সার রোগীদের পরিবারের সদস্যরাও আমাদের গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবসর সময়কে অর্থবহ করে তোলার লক্ষ্যে গড়ে উঠেছে আলোক কাঁথা।

এই কাঁথা শুধু একটি শিল্প নয়, এটি ভালোবাসা, ধৈর্য আর আশার প্রতিচ্ছবি।
মোসাব্বির আলোক নিবাস সেইসব মানুষদের প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে, যেন তারা তাদের হাতে তৈরি করা কাঁথার মাধ্যমে নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং মানসিক প্রশান্তি ও আত্মমর্যাদার পথও খুলে দেয়।




মোসাব্বির আলোক নিবাস
10/05/2025

মোসাব্বির আলোক নিবাস

20/07/2023

ডেঙ্গু জ্বর নিয়ে এই জরুরি তথ্য:

সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ অবস্থায় ডেঙ্গু জ্বরসম্পর্কিত কিছু জরুরি তথ্য সবার জেনে রাখা প্রয়োজন।

১) ডেঙ্গু জ্বরে একেবারে শুরু থেকেই চিকিৎসা নেওয়া জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে জীবন সংশয়ের কারণ হতে পারে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু রোগীর মৃত্যুর প্রধান কারণ হাসপাতালে চিকিৎসকের কাছে দেরি করে আসা। তাই এই মৌসুমে জ্বর হলে দেরি না করে প্রথম বা দ্বিতীয় দিনই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসকের পরামর্শে থাকা আরও বেশি জরুরি।

২) অনেকের ধারণা ডেঙ্গু রোগের পরীক্ষা জ্বরের তিন দিন পার না হওয়া পর্যন্ত করা যায় না। কথাটা সত্য না। ডেঙ্গুর পরীক্ষা জ্বর আসার প্রথম দিন থেকেই করা যায় এবং ডেঙ্গু হয়েছে কি না, প্রথম দিনই শনাক্ত করা যায়।

৩) ডেঙ্গু জ্বর সাধারণত তিন থেকে ছয় দিন পর্যন্ত থাকতে পারে। জ্বর ভালো হয়ে যাওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টাকে বলা হয় সংকটকাল। কারণ, ডেঙ্গু রোগজনিত বিভিন্ন জটিলতা এ সময়ে হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই জ্বর সেরে গেলে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই।

যেসব লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে :

প্রচণ্ড পেটব্যথা, বমি।

শ্বাসকষ্ট অথবা পেট ফুলে যাওয়া।

আঘাত ছাড়াই অস্বাভাবিক রক্তক্ষরণ।

জ্ঞানের মাত্রা কমে যাওয়া বা অস্বাভাবিক আচরণ করা।

অত্যধিক দুর্বলতা।

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।

এই লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলে দেরি না করে হাসপাতালে চলে যেতে হবে অথবা জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সতর্ক হোন:
এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এর প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে।

২. পানি জমে থাকতে দেওয়া যাবে না।

৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তাঁরা দিনের বেলায় মসকুইটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকুইটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন।

লিখেছেনঃ
ডা. তাসনোভা মাহিন
সহযোগী কনসালট্যান্ট, মেডিসিন বিভাগ
স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা

....আজ সেই বেদনা-বিধুর ২রা এপ্রিল,২১বছর পূর্বে এই দিনটিতে সৃস্টিকর্তা পুরস্কৃত এক অমূল্য রত্ন,”প্রীতম”কে তিনি ফিরিয়ে নেব...
03/04/2023

....আজ সেই বেদনা-বিধুর ২রা এপ্রিল,২১বছর পূর্বে এই দিনটিতে সৃস্টিকর্তা পুরস্কৃত এক অমূল্য রত্ন,”প্রীতম”কে তিনি ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নেন।সাধ জাগলো,প্রীতমের হৃদয়ে রক্ষিত এবং ইতিপূর্বে উচ্চারিত কটি কথা পুনর্বার প্রচার করার।

(পুণঃপ্রচারিত)

- (সন্তানহারা সকল যন্ত্রণাকাতর বাবা মা’দের নামে উৎসর্গৃীকৃত)
রচনা ও কন্ঠে ধারণ:
চলে যাওয়া প্রীতমের ফেলে যাওয়া বাবা-মোদাসসের হোসেন খান,বীর প্রতীক।

আমি প্রীতম বলছি- (সন্তানহারা সকল যন্ত্রণাকাতর বাবা মা’দের নামে উৎসর্গৃীকৃত)রচনা ও কন্ঠে ধারণ:চলে যাওয়া প্রীতমের .....

17/03/2023

ডায়াবেটিক রোগী অসুস্থ হলে কী করবেন?

জ্বর, বমি, ডায়রিয়া বা যেকোনো অসুস্থতায় অন্যদের তুলনায় একজন ডায়াবেটিক রোগীর পরিস্থিতি জটিল হয়ে পড়ার ঝুঁকি বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিগুলো হলো, রক্তের শর্করা বা গ্লুকোজ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া এবং পানিশূন্যতা। অসুস্থ হলে প্রথমেই ডায়াবেটিসের রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ কেমন আছে, সেটা আগে দেখে নিতে হবে।

রক্তে শর্করা যদি বেশি হয় (১১ মিলিমোল/লিটার বা তার বেশি) তাহলে সতর্ক থাকতে হবে, যেন পানিশূন্যতা না হয়। প্রচুর পানি পান করাতে হবে, প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে নরমাল স্যালাইন দিতে হবে। স্যালাইনের গতি কেমন হবে, তা রোগীর রক্তচাপ, ইসিজি বা ক্রিয়েটিনিন না জেনে বাসায় কখনো দেওয়া উচিত নয়।

আর যদি রক্তে গ্লুকোজের মাত্রা ৪ মিলিমোল/লিটারের কম হয়, তাহলে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন সাময়িকভাবে বন্ধ বা কমিয়ে দিতে হবে। সেই সঙ্গে রোগীকে গ্লুকোজ বা চিনি গুলিয়ে শরবত খাওয়াতে হবে। রোগী যদি মুখে খেতে না পারেন বা যদি অচেতন হয়ে যান, তাহলে মুখে কিছু জোর করে খাওয়াতে যাবেন না। দ্রুত তাঁকে হাসপাতালে নিন। শিরায় গ্লুকোজ স্যালাইন দিয়ে আবার রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হবে। প্রয়োজন হলে দুই-তিন দিন হাসপাতালে ভর্তি রাখতে হবে।

বাড়িতে যাঁরা আছেন, তাঁরা লক্ষ করুন, দীর্ঘ মেয়াদে কাজ করে এমন কোনো ওষুধ তিনি নিচ্ছেন কি না। গ্লিক্লাজাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিমেপিরাইড এ ধরনের ওষুধ বন্ধ করে দেওয়াই ভালো। বমি ডায়রিয়া হলে মেটফরমিন ওষুধটিও এ সময় বন্ধ করতে হবে। পানিশূন্যতা হতে পারে বলে অসুস্থতার সময় এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধও বন্ধ করতে হবে। অসুস্থ অবস্থায় স্বল্পমেয়াদি ইনসুলিন সবচেয়ে ভালো।

৭০/৩০ বা ৫০/৫০ অনুপাতে যেসব মিক্সড ইনসুলিন ব্যবহার করা হচ্ছে, সেগুলো বন্ধ করা ভালো। দিনে একবার যে ব্যাসাল ইনসুলিন দেওয়া হচ্ছে, সেটা কম মাত্রায় দেবেন। কম সময় ধরে কাজ করে এমন ওষুধ (রিপাগ্লিনাইড) এবং ইনসুলিন এ সময় ব্যবহার করা যাবে। যদি অরুচি থাকে, তাহলে রোগী যদি দৈনিক চাহিদার মোটে অর্ধেকটা খাবার খান, তাহলে ওষুধের মাত্রাটি হবে পূর্বের মাত্রার অর্ধেক। যদি খাবার খান দুই–তৃতীয়াংশ, ওষুধের মাত্রা হবে দুই–তৃতীয়াংশ এবং সব ক্ষেত্রেই রক্ত পরীক্ষা করতে হবে গ্লুকোমিটারে। নিজে নিজে পরীক্ষা করবেন সকালে খালি পেটে, নাশতার দুই ঘণ্টা পর, দুপুরে খাবারের দুই ঘণ্টা পর ও রাতে খাবারের দুই ঘণ্টা পর। এই চার্ট নিয়ে আপনার ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন।

লিখেছেনঃ
ডা. রোজানা রউফ
সহযোগী কনসালট্যান্ট
স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা

05/12/2022

Cancer Q & A..

24/09/2022

Chittagong, Coxsbazar, Dhaka and several cities of Bangladesh are having an epidemic of Conjunctivitis.
What is Conjunctivitis?

চোখ ওঠায় যা করবেন, যা করবেন না:

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের সমস্যার সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এটি একটি ভাইরাসজনিত সমস্যা। কোনো কোনো সময় বা মৌসুমে একসঙ্গে অনেক মানুষ এ রোগে আক্রান্ত হন। কারণ, এটি সংক্রামক রোগ।

উপসর্গ:
বেশির ভাগ সময় দুই চোখ লাল হতে দেখা যায়। তবে এক চোখেও হতে পারে।

চোখে পুঁজের মতো জমা হয়, ঘুম থেকে উঠলে অনেক সময় চোখের পাতা লেগে থাকতে দেখা যায় এবং চোখ থেকে পানি ঝরে।

চোখ জ্বালাপোড়া করে।

চোখে খচখচ ভাব, অস্বস্তি হয়।

হালকা ব্যথা ও ফটোফোবিয়া বা রোদে তাকাতে অসুবিধা হতে পারে।

চিকিৎসা:
সাধারণ চোখ ওঠা এক থেকে তিন সপ্তাহে সেরে যায়। চোখ উঠলে যা করবেন—

ঠান্ডা বা সর্দির মতো উপসর্গ থাকলে কেবল অ্যান্টিহিস্টামিন সেবনই যথেষ্ট।

অ্যান্টিবায়োটিক ড্রপ ডোজ মেনে ব্যবহার করা যেতে পারে। তবে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চোখে ওষুধ ব্যবহার না করাই উত্তম।

সতর্কতা:
চোখে পিঁচুটি জমলে হালকা নরম পরিষ্কার কাপড় দিয়ে বা পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করা যেতে পারে। তবে কোনোমতেই চোখ রগড়ানো যাবে না।

কালো চশমা রোদে বা আলোতে কিছুটা স্বস্তিদায়ক হয়। তাই বাইরে বেরোলে কালো চশমা পরুন।

চোখে কোনোমতেই হাত দেওয়া যাবে না।

একজনের ব্যবহার করা রুমাল, গামছা, তোয়ালে বা কাপড়চোপড় অন্য কেউ ব্যবহার করবেন না।

হাত সব সময় সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখতে হবে।

জনসমাগম, অনুষ্ঠান, ক্লাস ইত্যাদি পরিহার করে চলাই ভালো। এ সময়টায় অনেক শিক্ষার্থীর ক্লাস চলছে। চোখ ওঠা নিয়ে ক্লাসে উপস্থিত না হওয়াই ভালো। তবে পরীক্ষা থাকলে ওপরের নিয়মগুলো যথাযথভাবে মেনে স্কুলে যাওয়া যাবে। অবশ্যই কালো চশমা পরে থাকতে হবে এবং অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা যাবে না।

লিখেছেনঃ
ডা. মো. ছায়েদুল হক
চক্ষুবিশেষজ্ঞ, সাবেক সহযোগী অধ্যাপক
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

20/08/2022

.. Stay safe from Dengue..

Address

Jigatala

Alerts

Be the first to know and let us send you an email when Mosabbir Cancer Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mosabbir Cancer Care Center:

Share

Category