বৈশাখী ফার্মেসি

বৈশাখী ফার্মেসি pharmacy

© MS Word Keyboard শটকার্টঃ--------------------------------------------------------1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select...
06/02/2024

© MS Word Keyboard শটকার্টঃ
--------------------------------------------------------
1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)
3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
7. Ctrl + G = গো টু কমান্ড।
8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)
12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File)
24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)
---
® ফাংশন Key এর ব্যাবহারঃ
---------------------------------------------------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2। মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7।
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউজের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।
- সংগৃহীত

⬇️⬇️Fever (জ্বর)⬇️আসলে জ্বর কেন হয়?এক কথায় এর কারন হলো-ইনফেকশন,ইনফ্লামেশন,মেটাবলিক বা নিওপ্লাজম।⬇️ব্যাক্টেরিয়া-ভাইরাস না...
11/09/2023

⬇️⬇️Fever (জ্বর)

⬇️আসলে জ্বর কেন হয়?এক কথায় এর কারন হলো-ইনফেকশন,ইনফ্লামেশন,মেটাবলিক বা নিওপ্লাজম।

⬇️ব্যাক্টেরিয়া-ভাইরাস নামক জীবানু সন্ত্রাসী শরীরে ঢুকে, আর শরীরে থাকা ইম্যুনিটি নামক পুলিশ বাহিনীরা গুলি করা শুরু করে।অর্থাৎ ব্যাক্টেরিয়া,ভাইরাসের বিরূদ্বে ইম্যুনিটির যে গোলাগুলি হয় এতে শরীরের তাপমাত্রার পরিবর্তন হয় আর এই গোলাগুলিতেই জ্বর আসে।জ্বরের জন্য কিন্ত শরীর নিজেই দায়ী। শরীরের গুলি হলো Cytokines. এরা Hypothalamus এর Temperature Set point পরিবর্তন করে,ফলেই জ্বর আসে।

⬇️জ্বর নিজে কোন রোগ নয়,এটি অন্য রোগের সিম্পটম মাত্র। জ্বরের প্যাটানগুলো জানা থাকলে অন্য ফিচার গুলো মিলিয়ে ডায়াগনোসিস সহজ হয়।
যেমন নিউমোনিয়া,ব্রংকাইটিস, মেলেরিয়া,টাইপয়েড,রিউমাটিক ফিভারেও জ্বর হয় সব জ্বরের লক্ষন বা সিম্পটম এক নয়। ইনফেকশন,ইনফ্লামেশনে সব রোগেই জ্বর হয় তাই সব জ্বর একই রোগ নয়।

সঠিক ও নির্ভুলভাবে ডায়াবেটিস পরিমাপের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস ও স্ট্রিপ। (SQUARE PHARMACEUTICAL).
11/08/2023

সঠিক ও নির্ভুলভাবে ডায়াবেটিস পরিমাপের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস ও স্ট্রিপ। (SQUARE PHARMACEUTICAL).

জলবায়ু পরিবর্তন এর সাথে সাথে অ্যালার্জিজনিত রোগ এবং এমন রোগীদের  সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।আজ জেনে নেই এলার্জির উপসর্...
05/08/2023

জলবায়ু পরিবর্তন এর সাথে সাথে অ্যালার্জিজনিত রোগ এবং এমন রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

আজ জেনে নেই এলার্জির উপসর্গ সর্ম্পর্কে৷ লক্ষণগুলো দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন |

01/08/2023
চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না
15/07/2023

চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না

১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ময়মনসিংহে এসেছিলেন।
08/07/2023

১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ময়মনসিংহে এসেছিলেন।

রাইট 👍👍
06/07/2023

রাইট 👍👍

ডেক্সট্রোমিথরফান (Dextromethorphan) একটি নিবারন যা কাশির কারণে ব্যবহৃত হয় যা হাঁপানি ,ধূমপান এবং এমফিসেমা দ্বারা সৃষ্টি...
19/06/2023

ডেক্সট্রোমিথরফান (Dextromethorphan) একটি নিবারন যা কাশির কারণে ব্যবহৃত হয় যা হাঁপানি ,ধূমপান এবং এমফিসেমা দ্বারা সৃষ্টি । এটি মস্তিষ্কের সংকেতগুলিকে প্রভাবিত করে যা কাশি প্রতিফলনকে ট্রিগার করে। যদি আপনার দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস থাকে তবে ডেক্সট্রোমিথরফান (Dextromethorphan) গ্রহন করুন।

টোফেন সিরাপের নানাবিধ ব্যবহার দেখা যায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি এই ওষুধ হাঁপানি, সর্দি-কাশি, অ্যালার্...
19/06/2023

টোফেন সিরাপের নানাবিধ ব্যবহার দেখা যায়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি এই ওষুধ হাঁপানি, সর্দি-কাশি, অ্যালার্জি, চোখ ওঠা ( কনজাংটিভাইটিস) এর মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই আর্টিকেলে আপনাদের জানানো হবে টোফেন সিরাপের আসল ব্যবহার , বাচ্চাদের জন্য টোফেন সিরাপের কাজ, ব্যবহারবিধি সম্পর্কে।

এই অ্যান্টিবায়োটিক fluoroquinolones নামক ওষুধের একটি শ্রেণির অংশ, যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য কাজ করে। ...
19/06/2023

এই অ্যান্টিবায়োটিক fluoroquinolones নামক ওষুধের একটি শ্রেণির অংশ, যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য কাজ করে। এটি সংক্রামক ডায়রিয়া যেমন অবস্থার চিকিৎসা অত্যন্ত কার্যকর, সেলুলাইটিস , prostatitis , প্লেগ, নিউমোনিয়া এবং ত্বক।

র‍্যাসিডট ১০০ এম জি ক্যাপসুল (Racedot 100 MG Capsule) শিশুরোগ রোগীদের তীব্র ডায়রিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়।
19/06/2023

র‍্যাসিডট ১০০ এম জি ক্যাপসুল (Racedot 100 MG Capsule) শিশুরোগ রোগীদের তীব্র ডায়রিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়।

Address

Sujapur Bazer
Joydebpur

Telephone

+8801881990299

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈশাখী ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram