
03/09/2025
এই দেশে ক্ষমতা থাকলে রাস্তা বন্ধ করে গুলশান থেকে গাজীপুর পর্যন্ত যেতে পারে, আর একজন মেধাবী চিকিৎসক তার মেয়ের জীবন -মৃত্যুর সন্ধিক্ষণে একটা সিগনাল টপকাতে পারে না!!
রনি আমার ব্যাচমেট, বন্ধু,ভাই...ব্যক্তিগত ভাবে ওকে আমি চিনি আজ ২৫ বছর। রনির মতো ছেলের পক্ষে বিনা উস্কানিতে একটা তেলাপোকাও মারার কথা না।তার একমাত্র মেয়ে তার আত্মা ।তীব্র পেটে ব্যথায় ছটফট করা মেয়ের একিউট এপেন্ডিসাইটিস হতে পারে বুঝতে পেরেছে চিকিৎসক বাবা।ট্রাফিক সিগনালে আটকে পরে মেয়ের ব্যথা কাতর মুখটা নিতে না পেরে ট্রাফিক পুলিশ কে রিকুয়েষ্ট করছে...কিন্তু মন গলাতে পারেনি।কারন সে তো শুধু একজন চিকিৎসক... বড় কোন নেতা বা আমলা তো আর নয়!!
কোন দেশে বসবার করি আমরা!!যেখানে মানবতা নেই,নেই মেধার মূল্যায়ন!!