04/03/2022
#লং_কোভিড_Or_Long_Covid_কি?
কোন ব্যক্তি যখন কোভিড আক্রান্ত হয়, তখন করোনা ভাইরাস ফুসফুসে inflammatory mediators যেমনঃ- cytokines (IL-1β, TNF-α, IL-6, IL-15) and chemokines (IL-8, GRO-α) রিলিজ করে। যার ফলে ফুসফুস আস্তে আস্তে নষ্ট হতে থাকে ফলে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। পরবর্তীতে যখন আক্রান্ত ব্যক্তি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার ফলে কোন এক সময় সুস্থ হয়ে যায়, তার পরবর্তী অবস্থায় ফুসফুস আর আগের মতো কাজ করে না। শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায়। তখন করোনা থেকে সুস্থ হলেও দীর্ঘ-মেয়াদী ফুসফুসের জটিলতায় ভোগে। কোভিড পরবর্তী সুস্থ অবস্থায় ফুসফুসের এই দীর্ঘ-মেয়াদী সমস্যাকেই লং-কোভিড বা Long-Covid বলা হচ্ছে । এই ধরনের সমস্যা থেকে নিজেদের নিরাপদে রাখতে বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে সুস্থ অবস্থায় ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা নেয়ার কথা।
এর তথ্যমতে,,,,,,!
যদি সুস্থ অবস্থায় এই টিকা নেওয়া থাকে তাহলে কোন ব্যক্তি যদি করোনাতে আক্রান্ত হয়, তখন করোনার বেশির-ভাগ অংশ বার্ডেন কমে যায়, মৃত্যু হার সর্বোচ্চ হারে কমে যায় এবং খুব সহজেই কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যায় এবং করোনা পরবর্তী সুস্থ সময়ে ফুসফুস সংক্রান্ত দীর্ঘমেয়াদী লং-কোভিড জনিত সমস্যা থেকে নিরাপদে থাকবে।
এছাড়াও কোভিড ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন একই সাথে কিন্তু বিপরীত বাহুতে দেওয়া যাবে এবং Co-administration করলে efficacy প্রদান করে সর্বোচ্চ হারে।
তাই সবার উচিত Influenza এর চারটি ভ্যারিয়েন্ট প্রতিরোধী টিকা Influvax Tetra এর একটি শট নিয়ে নেয়া।
#ইন্ফ্লুয়েঞ্জার_চারটি_ভ্যারিয়েন্ট_হচ্ছে,,,,,,!
1.H1N1 virus.
2.H3N2 virus.
3.B/Victoria lineage virus.
4.B/Yamagata lineage virus.
#যারা_এই_টিকাটি_নিতে_পারবেঃ-
১.স্বাস্থ্য কর্মী,
২.৬ মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সবাই,
৩.COPD, CKD, এ্যাজমা রোগী,
৪.গর্ভবতী মা,
৫.বয়স্ক ব্যক্তি,
৬.ডায়াবেটিকস রোগী,
৭.হার্টের রোগী এবং যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় ধূলা-বালি বা ডাস্টের কারণে।
তাই করোনা পরবর্তী সুস্থ অবস্থায় ফুসফুস সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যা থেকে নিরাপদে থাকতে এবং জ্বর,সর্দি, হাঁচি,কাশি,ঠান্ডা অর্থাৎ Influenza থেকে নিজেদের নিরাপদে রাখতে ১টি "Influvax Tetra Vaccine" নিন।
#এছাড়াও_একটি_বিশেষ_ব্যবস্থা_হচ্ছেঃ-
"করোনা টিকা এবং ইনফ্লুয়েঞ্জা টিকা একই সাথে বিপরীত বাহুতে নেওয়া যাবে" অর্থাৎ Co-administration দেয়া যায়"
#বর্তমান_বাজার_মূল্যঃ- ৯৫০ টাকা
#প্রয়োগের_স্থানঃ- মাংস পেশীতে বা IM
ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
মোবাইল নম্বরঃ- 01686169298
অথবা,
Gazipur Drug House And Departmental Store
এই পোস্টটি শেয়ারের মাধ্যমে সকলের উপকার করার অনুরোধ রইল। ধন্যবাদ।