
13/01/2025
Ertaco Cream (2%)
বা, Sertaconazole nitrate(2%) topical
🧑⚕️কার্যকারিতা বা নির্দেশনা
টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস,টিনিয়া পেডিস,টিনিয়া ভার্সিকুলার,অনিকোমাইয়োসিস ইত্যাদি ছত্রাক সংক্রমণ এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
◽টিনিয়া কর্পোরিস কি?
উত্তরঃ দেহের মধ্যে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া কর্পোরিস বলে।
◽টিনিয়া ক্রুরিস কি?
উত্তরঃ কুচকিতে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া ক্রুরিস বলে।
◽টিনিয়া পেডিস কি?
উত্তরঃ পায়ে বা আঙুলের ফাঁকে যদি ছত্রাকের ইনফেকশন হয় তাকে টিনিয়া পেডিস বলে।
◽ব্যবহারব্যাধি
আক্রান্ত স্থানে দিনে দুইবার লাগাবে (প্রয়োজন অনুযায়ী)
@টিনিয়া পেডিসের ক্ষেত্রে
আক্রান্ত স্থানে দিনে ২ বার লাগাবে (৪সাপ্তাহ)
🧑⚕️কোন কোন স্থানে প্রয়োগ করা যাবে না?
উত্তরঃচোখে, মুখে, ও যোনিপথে এটি ব্যবহার করা যাবে না।
🧑⚕️পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, লাল লাল ভাব বা ত্বকে শুষ্কতা দেখা দেওয়া, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে।
🧑⚕️এটি শিশুদের দেওয়া যাবে কি?
উত্তরঃ ১২ বছরের নিচে দেওয়া যাবে না।
🧑⚕️গর্ভবস্থায় দেওয়া যাবে কি?
উত্তরঃএটি প্রেগন্যান্সি ক্যাটাগরি C.
অর্থাৎ,এই ক্রিম কোনো হিউম্যান এর উপর ট্রায়াল করা হয়নি কিন্তু প্রাণিদের উপর ট্রায়াল করা হয়েছে এবং তাতে গর্ভস্থ শিশুর উপর ক্ষতিকর প্রভাব পাওয়া গেছে , তাই দেওয়া যাবে না। যদি এটি ছাড়া আর কোন বিকল্প ড্রাগ না তাকে, তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসক বেনিফিট ও রিস্কের রেসিও হিসাব করে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।
🧑⚕️স্তন্যদানকালে দেওয়া যাবে কি?
উত্তরঃসেই সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি, যদি দিতে হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে দিতে হবে।
📜এটি আর কি কি নামে পাওয়া যায়?
ইত্যাদি নামে পাওয়া যায়
📜সতর্কতা
এই পোস্টটি শুধু মেডিকেল পারসনদের জন্য, নন মেডিকেল পারসনদের জন্য নয় তাই আপনারা নিজে নিজে এটি ব্যবহার করবেন না।
📜পোস্টের উদ্দেশ্য
এই পোস্টের উদ্দেশ্য হলো, ক্রিমটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটি আপনি নিজে নিজে ব্যবহার করবেন , তার আপনার নিজেরই ক্ষতি হবে, তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে
বিঃদ্রঃ সবাইকে জানার সুযোগ করে দিন