Health Care Voluntary Organization HVO

Health Care Voluntary Organization HVO নিরাপদ রক্ত ও ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন। একটি রক্ত দান ও স্বাস্থ্য সংস্থা।

ব্রঙ্কোডাইলেটর কি? কেন খায়? সাইড ইফেক্ট কি?   আসুন জেনে নেই।
16/11/2023

ব্রঙ্কোডাইলেটর কি? কেন খায়? সাইড ইফেক্ট কি? আসুন জেনে নেই।

15/10/2023

[বিয়ের ফুল ফুটা! অথবা মেয়েদের মোটা হওয়া]

ছেলেদের টেস্টোস্টেরন পাওয়ার ফলে একটা মেয়ে'র মোটা হওয়াতে ভূমিকা রাখে কি না। সেই প্রসঙ্গ আপাতত বাদ!
জানার ও বুঝার বিষয় হলো, আপনি একটু সেলফ্ ইনজয়ের জন্য আপনার স্ত্রী'কে যে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াচ্ছেন তা কিন্তু আপনার স্ত্রী কে মোটা করেই ছাড়বে!

এ কথা শুনে যাদের বউ চিকন তারা আবার খুশি হয়ে ঘোড়ার মতো স্বপ্নে দৌড়াতে শুরু করেন না, কথা তো এখনো শেষ হয় নি। এই যে, পিল খাওয়ার পর মোটা হচ্ছে এইটা কিন্তু আসলে কোন ফায়দা নাই, পুরাই লস প্রজেক্ট, শুধু লস হলে হইতো এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর লস প্রজেক্ট।
কিভাবে? শুনেন! এই পিলে'র অনেক সাইড ইফেক্ট আছে। এই পিল খাওয়ানো মানে তিলে তিলে আপনি আপনার বউ'রে শুধু মাত্র সেলফ্ ইনজয়ের জন্য মেরে ফেলছেন!
আমাদের দেহে পাঁচটা ভাইটাল (গুরুত্বপূর্ণ) অর্গান আছে। এই পাঁচটা ভাইটাল অর্গানে'র সরাসরি ক্ষতি'তেই হাত আছে এই জন্মনিয়ন্ত্রণ পিলে'র। আমাদের মেডিকেলে যখন স্যার ম্যাম রা ক্লাস নেই তখন বলে কি জানো? আমরা যেন তোমাদের শুধু নরমাল সাইড ইফেক্ট গুলা বলি, এই যেমন ধরো একটু মাথা ঘুরবে, বমি বমি ভাব হবে, কখনো বমিও আসবে, একটু শরীর দুর্বল লাগবে, হেনতেন যেন তোমাদের আগে থেকেই বলি যাতে তোমরা ভয় না পাও। এগুলা স্বাভাবিক সাইড ইফেক্ট বললেও মোটেও কিন্তু স্বাভাবিক না।

আরও আছে তো, উপরের গুলা তো মাস্ট হবেই এইরকম সাইড ইফেক্ট যা তুমি দেখতে পাচ্ছো এবং ফিল করতে পারছো। কিন্তু এর থেকেও বড় বড় সাইড ইফেক্ট আছে যেগুলো আমাদের পড়া-ই ঠিকই কিন্তু বলতে বারণ করে। কেন জানো? যদি বলি তাহলে তো পিলের ক্যাম্পেইন থমকে যাবে, ব্রড আকারে মানুষ এইটাতে অংশগ্রহণ করবে না। তবে বড় ক্ষতি টা আমি আপাততঃ বলছি না। তোমার বউ'কে তুমি ভালোবাসো না? বাসো তো, তুমি কষ্ট করে জেনে নিয়ো ভাই ওকে?

ক্ষতি'টা তো বুঝলাম, কিন্তু এখন কি সারা বছর বাচ্চা নিতেই থাকবো?

এটা তোমার ব্যপার। বাচ্চা নিবে কি নিবে না। তবে শুধু পিলের মাধ্যমেই যে জন্মনিয়ন্ত্রণ করা যায় এটা ভুল কথা। আরও অনেক গুলা পদ্ধতি আছে যেগুলা করলে ক্ষতিও হবে না আবার তোমার প্রিয়তম স্ত্রীও ভালো থাকবে আবার বোথ ইনজয়ও কম হবে না। এখন সব কথা তো সব জায়গায় বলা যায় না। তাই না! So তুমি ঐ পদ্ধতি গুলা সম্পর্কে জেনে নিয়ো। মনে থাকবে তো আমার কথা?

স্ত্রী'দের ক্ষতি'র হাত থেকে বাঁচান।

[The way of virginity]ভাই মেয়েটি ভার্জিন কি না৷ বুঝবো কিভাবে?সেদিন ফেসবুকে একটা পোস্ট পড়লাম। একটা ছেলে বিয়ে করছে, বাসর শ...
17/09/2023

[The way of virginity]

ভাই মেয়েটি ভার্জিন কি না৷ বুঝবো কিভাবে?

সেদিন ফেসবুকে একটা পোস্ট পড়লাম। একটা ছেলে বিয়ে করছে, বাসর শেষ। এখন সকালে বউ যখন ঘুমাচ্ছে সে তখন বিছানায় রক্ত খুঁজছে। দেখছে কোন রক্ত নাই। সে হতাশ!
চিন্তা'র সর্বচ্চো লেভেল পার করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়ছে যে, তার বউ বিয়ের আগে কারও সাথে In*******se করছে। তার পর যা হয় আর কি! Ignored!!

প্রথমতঃ There is know way to actual test virginity at home ! ভার্জিনিটি টেস্ট করার কোন উপায় নেই! তাহলে রক্ত বের হওয়াকে আমরা ভার্জিনিটি কেন বলি?

বুঝতে হবে রক্ত কেন বের হয়? Cause H***n!! H***n কি জিনিস?
The h***n is a thin piece of tissue that partially covers the opening of the va**na... Va**na তে দুইটা opening থাকে। একটা Urethral opening আর একটা S*xual opening or also called birth canal...এই birth canal কে-ই মেইনলি বলা হয় Va**na.... Va**na এর ভিতরের দিকে একটা পাতলা পর্দা দ্বারা পরিবেষ্টন থাকে যখন একটা মেয়ে তার নির্দিষ্ট একটা বয়সে পৌঁছায় তখন এই পর্দার সামান্য অংশ ওপেন হয় এবং ঐ ওপেনিং দিয়ে তার ফাস্ট মিনস্ট্রুয়েশন শুরু হয় যাকে আমরা বলি Menarche... যেই পর্দা ভেদ করে মিনস্ আসে। ঐ পর্দাকেই বলি H***n..

যখন স্বামী স্ত্রী First in*******se করে তখন এই পর্দা অথাৎ H***n টা ছিঁড়ে যায় এবং কেনেল টাও বড় হয়। এর কারনে H***n এবং এর আশেপাশের কিছু blood vessels (কৈশিক জালিকা) ও ছিঁড়ে যায় যার কারনে রক্ত বের হয়৷ এটা হয় মাত্র ২০-৩০% মেয়েদের ক্ষেত্রে। সবার হবে এমন না।
এটাকেই মোটামুটি আমাদের পুরুষ সমাজ ভার্জিনিটি টেস্ট বলে থাকে। কিন্তু আদোও এটা কোন একচুয়াল টেস্ট না৷ রক্ত বের হতেই হবে। রক্ত বের না হলে ভার্জিন না৷ এই গুলা ভিত্তিহীন অযৌক্তিক কথা ছাড়া আর কিছুই নয়।

যেই ২০-৩০% মেয়েদের রক্ত বের হওয়ার কথা। তাদের ক্ষেত্রেও মেলা সমস্যা আছে। ইন্টারনেটের সহজ লভ্যতা এবং ঘরে ঘরে নগ্নতা ছড়িয়ে পড়ার দরুন খুব সহজেই আমরা অনেক খারাপ এবং গর্হিত কাজ করতে পারি। আর এতে কোন সমস্যাও মনে করি না। আপনি ২৫-৩০ বছরের পুরুষ আপনার S*xual in*******se এর চাহিদা হয় না? আপনাকে তো সাওম থাকতেও দেখি না। এই চাহিদা আপনি কিভাবে মেটান? নিশ্চয়ই ব্লা ব্লা ব্লা তার আর না বলি।বুঝছেন তো! এবার গুনেন কতবার জীবনে করেছেন!!
এই ওয়েট!! আপনার বিয়ের আগে চাহিদা হয় এই সব করার একটা মেয়ের হয় না? ১৫-২০ বছর একটা মেয়ে স্বামী ছাড়া আছে। তার এই ধরনের চাহিদা হয় না? দাঁতে দাঁতে কামড় দিয়ে বসে থাকে? কতদিন?

সে কি করে? সে তো আল্লাহ কেও ভয় করে! আবার মানবিক জৈবিক চেতনাও তার আছে সে কি করবে? নিশ্চয়ই বড় ক্ষতির থেকে ছোট ক্ষতি বেঁচে নিবে। নিবে না? তার হাত নাই? এখন তো ফেতনার যুগ। অনেক স্ট্রুমেন্টও আছে এই সব'কাজ করার জন্য! এখন সে যদি এগুলা ইউস করে তার ভার্জিনিটি লস করে! তাতে কি। আপনিও তো করেছেন।

অনেক মেয়ের ফিজিক্যাল গঠন ভালো থাকে। ব্যয়াম করে। সাইকেল চালাই। দৌড়াদৌড়ি করে। আরও আনুষঙ্গিক ব্যয়াম এগুলার মাধ্যমেও তার H***n Loss হইতে পারে৷ এগুলা খুউউব-ই স্বাভাবিক।
একটা কম বয়সি মেয়ের হাইমেন থাকতে পারে। কিন্তু ভার্সিটি কলেজ পড়ুয়া মেয়েদের হাইমেনের আশা করা বাদ দেন ভাইয়া। যদি একান্তই হাইমেন চান! তারও একটা বুদ্ধি আছে। বিয়ের আগে বউকে কে গাইনি ডাক্তার দ্বারা চেক করার। যদি হাইমেন না থাকে তখন সার্জন এর কাছে যান উনি সুন্দর করে আপনার বউয়ের হাইমেন বানিয়ে দিতে পারবেন! মেডিকেল সাইন্সে এটাকে বলে H***noplasty... যদি সত্যি-ই একটা মেয়ে ভার্জিনিটি হারিয়ে ফেলে অন্য কোন জায়গায় আকাম করে এবং H***noplasty করে বিয়ে করে তখন কিভাবে বুঝবেন?

তবে! Virginity বুঝার কিছু প্রাইমারি Criteria আছে। সেগুলো এখানে আলোচনার বিষয় না। Va**nal কোন অংশের নাম জানেন না। কার কি কাজ সেটাও জানেন না। Body Organ সম্পর্কে ধারনা নাই। আর মিয়া পড়ে আছে Virginity নিয়ে। যদি সত্যি-ই ভার্জিনিটি সম্পর্কে ধারনা নিতে চান তাহলে বিয়ের আগে মেসেজ কইরেন। বুঝাবো নি।

সুস্থ চিন্তা ভাবনা করুন। বিয়ের পর ভার্জিনিটির চিন্তা ভাবনা করা অহেতুক। যদি সত্যি-ই এমন কিছু জানতে পারেন তাহলে আল্লাহর জন্য ধৈর্য ধারন করুন। যদি কিছু ভাবতেই হয় বিয়ের আগে ভাবুন। বিয়ের পর একটা মেয়ে'কে অযাথা কান্ডজ্ঞানহীন কারনে অগ্রাহ্য করা উচিত না৷ বিধবা মেয়ে'র ভার্জিনিটি থাকে? তাদের মানুষ বিয়ে করে না?

যৌবন কি দুধের মতো?স্বাভাবিক অবস্থায় দুধ জ্বালিয়ে (গরম করে) না রাখলে বেশিক্ষণ ভালো থাকে না৷ আবার বেশিক্ষণ চুলার মধ্যে রাখ...
09/08/2023

যৌবন কি দুধের মতো?

স্বাভাবিক অবস্থায় দুধ জ্বালিয়ে (গরম করে) না রাখলে বেশিক্ষণ ভালো থাকে না৷ আবার বেশিক্ষণ চুলার মধ্যে রাখলেও গরমে উতলে পড়ে। দুইটায় স্বাভাবিক।

আমাদের কি করা উচিৎ?
যথাসময়ে নির্দিষ্ট পরিমান তাপ দিয়ে সংরক্ষণ করা উচিৎ।

এখন আসি ভিন্ন কথায়!
Menarche or Nocturnal emission, wet dream বুঝেন?

Adolescent female (প্রাপ্ত বয়স্ক) দের যখন First Menstruation (মাসিক) হয় তখন তাকে বলা হয় Menarche আর Adolescent male দের যখন স্বপ্নদোষ হয় তখন তাকে বলা হয় Nocturnal emission or wet dream....

রাতে যখন আপনি ঘুমান তখন আপনার শরীর আপনার সারাদিনের হওয়া ক্ষয়ক্ষতি পূরণ করে৷ ঘুম না হলে? একটু ব্যঘাত ঘটবে স্বাভাবিক। It's a Hormonal Effect in our body..মেয়েদের Estrogen or progesterone, Reproductive Hormon (প্রজনন) ...আর ছেলেদের Reproductive Hormone হচ্ছে Testosterone.. বিরক্ত হচ্ছেন? একটু দাড়ান কনসেপ্ট টা আগে ক্লিয়ার করে নেই!

Menstruation কেন হয়? কারন Menstruation এর সময় মেয়েদের Uterus (জরায়ু) তে O**m (ডিম্বানু) আসে এবং Wait করে ছেলেদের Sparm (শুক্রানু) এর জন্য। কেন Wait করে? গর্ভধারন করবেন কি না। এই জন্য। বিয়ে ছাড়া তো আর গর্ভধারন ঠিক না। তাই না! [১]

Menstruation কত বছর বয়সে শুরু হয়? Medical science বলছে মেয়েদের ১০-১৫ বছর বয়সেই Menstruation শুরু হয়। এভারেজ কত? অর্থাৎ একটা মেয়ের মোটামুটি ১০-১১ বছর বয়স থেকেই menstruation শুরু হয়।
আবার একটা ছেলের Nocturnal emission কত বছর বয়সে শুরু হয়? মোটামুটি ১১-১২ বছর বয়সেই হয়ে থাকে৷ এটা কেন হয়? আপনারে জানান দেই আপনি চাইলেই এখন বাচ্চা'র বাবা হতে পারবেন? [২]
বাচ্চা কিভাবে নিবো? বিয়ের মাধ্যমে। আমরা মুসলিম। মনে আছে তো!! কুত্তা হয়েন না৷

উপরে দুধের কথা মনে আছে তো?
ছেলে-মেয়ে এভারেজ ১২-১৩ বছর বয়স থেকেই ওদের S*x Hormone প্রতিনিয়তই ওদের জ্বালিয়ে মারছে কিছু একটা বিহিত করার জন্য। হয় বৈধ উপায়ে নয়তো অবৈধ উপায়ে। প্রতি রাত্রেই তাদের স্বপ্নে হাতছানি দেই সেই অনাগত জীবন সঙ্গিনী। নীল বর্নিল স্বপ্ন তাদের কখনো গ্রাস করে রাখে আবার কাউকে নিয়ে যায় কল্পনার হলদে জগতে৷ কেউ হয়তো দাঁতে দাঁত চেপে দিনের পর দিন সহ্য করে যাচ্ছে সেই অসহ্য যন্ত্রনা। আর নিজেকে এই প্রবোধ দিচ্ছে যে, এটা পাপ৷ তবে এভাবে আর কতদিন? জান্নাতে আদম আঃ ছটফট করছিল একটা প্রিয়তমা সঙ্গীনির জন্য। আমরা কি করবো না? বা করি না?

এখন আমাদের কম বয়সে বিয়ে করাকে সমাজে একটা ট্যাবু হিসাবে দ্বার করানো হয়েছে। সমাজ বলছে আগে পড়াশোনা করো, চাকরি করো, সফল হও তারপর বিয়ে করো ( সব উতলে পড়ে গেলে) । গবেষণায় দেখা গেছে অধিকাংশ মানুষ সফল হয় ৩০ বছরের ওপার গিয়ে। চিন্তা করুন!! ৩০ বছর!! সমাজের কথা শুনে আপনি ঐটায় করলেন অর্থাৎ ৩০ বছরের পর বিয়ে করলেন তখন যে সফলতা পাবেন। ১৫ বছর আগে থেকে যে আপনার শরীর প্রতি নিয়তই হরমোন তৈরি করছে এগুলা তাহলে কি করলেন? বিয়ে তো করেননি! তাহলে হরমোন গুলা কি হলো? তা অনুমেয়!

বলছিলাম না? দুধ চুলায় বেশিক্ষণ জ্বালাইলে উতলে পড়বেই!

এই জন্যই সমাজে এতো প্রেম-জিনা-ব্যভিচার। ইসলামে বিয়ে সহজ। জিনা কঠিন। আর আমাদের সমাজের দিকে তাকান প্রেম জিনা সহজ বিয়ে কঠিন! ভয় হয়। খুউউব ভয় হয়। নিজেকে হিফাজত করুন। যতটুকু সম্ভব। দাঁতে দাঁত চেপে হিফাজত করুন। আল্লাহ আপনার আশা পূরণ করবেই। আপনি যার অপেক্ষায় আছেন। সেও আপনার অপেক্ষায় আছে। একটু শুধু পদক্ষেপ নেন! বিয়ে করবেন-ই একটু তারাতাড়ি-ই করুন না। তাহলেই তো পাপ গুলো হয় না।

আল্লাহ তায়ালা বলেছেনঃ আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।[৩]

আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেনঃ তোমাদের মধ্যে দুইটা জিনিসের দায়িত্ব যে নিবে আমি তার জান্নাতের দায়িত্ব নিবো। জিহ্বা এবং লজ্জা স্থানের৷[৪]

আপনি বুঝবেন না? জাহান্নাম কিন্তু ভয়ংকর

ফুটনোটঃ
[১] Medical science Reproductive part-1
[২] Medical science reproductive system part-2
[৩] সূরা বনী ইসরাইল (১৭ঃ৩২)
[৪] সহীহ বুখারী ৬৪৭৪

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। একটা মুমূর্ষু অসহায় রোগীর জন্য জরুরি ভিত্তি'তে B(-) নেগেটিভ Blood প্রয়োজন। তার বাঁচার দ...
27/12/2022

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
একটা মুমূর্ষু অসহায় রোগীর জন্য জরুরি ভিত্তি'তে B(-) নেগেটিভ Blood প্রয়োজন। তার বাঁচার দৃঢ় ইচ্ছা। নিজের ছেলে'রা তাকে দেখে না, খোঁজ খবর তেমন রাখেন না । রোগীটি বয়স্ক। নিঃসন্দেহে রক্ত দেওয়াও উত্তম ইবাদত ও কাজ।
লোকেশনঃ ফরিদপুর সদর হসপিটাল৷

যার আছে, প্লিজ ভাই/বোন এগিয়ে আসি।

আরেকটা রোগী বয়স খুব বেশি না। ওনার O(+) পজেটিভ Blood প্রয়োজন। আর্থিক অবস্থাও তেমন ভালো না। এর আগেও ব্লাড দিয়েছেন। ডাক্তার আরও এক ব্যাগ ব্লাড দিতে বলেছেন। যার আছে প্লিজ এগিয়ে আসি।

যে ব্যক্তি পৃথিবী বাসীর প্রতি দয়া করে না৷ আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া প্রদর্শন করেন না৷ আল্লাহ ভরসা।

Health Care Voluntary Organization HVO

What will be the blood group?
10/09/2022

What will be the blood group?

কারা রক্ত দিতে পারবেন?চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।রক্ত নেয়...
06/08/2022

কারা রক্ত দিতে পারবেন?
চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।

রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ড. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।

এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি।

এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৭০ থেকে ৯০ এর মধ্যে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে।

পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে ১৫ গ্রাম এবং নারীদের ক্ষেত্রে ১৪ গ্রাম হওয়া দরকার।

রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হবে।

সাধারণত ৯০ দিন পর পর, অর্থাৎ তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে।

সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার পরিমাণ রক্ত থাকে। প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।

এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।

রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়। আয়রন যুক্ত খাবার খেলেই তা ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

Address

Joypur

Telephone

+8801703532432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Voluntary Organization HVO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Care Voluntary Organization HVO:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram