15/10/2023
[বিয়ের ফুল ফুটা! অথবা মেয়েদের মোটা হওয়া]
ছেলেদের টেস্টোস্টেরন পাওয়ার ফলে একটা মেয়ে'র মোটা হওয়াতে ভূমিকা রাখে কি না। সেই প্রসঙ্গ আপাতত বাদ!
জানার ও বুঝার বিষয় হলো, আপনি একটু সেলফ্ ইনজয়ের জন্য আপনার স্ত্রী'কে যে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াচ্ছেন তা কিন্তু আপনার স্ত্রী কে মোটা করেই ছাড়বে!
এ কথা শুনে যাদের বউ চিকন তারা আবার খুশি হয়ে ঘোড়ার মতো স্বপ্নে দৌড়াতে শুরু করেন না, কথা তো এখনো শেষ হয় নি। এই যে, পিল খাওয়ার পর মোটা হচ্ছে এইটা কিন্তু আসলে কোন ফায়দা নাই, পুরাই লস প্রজেক্ট, শুধু লস হলে হইতো এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর লস প্রজেক্ট।
কিভাবে? শুনেন! এই পিলে'র অনেক সাইড ইফেক্ট আছে। এই পিল খাওয়ানো মানে তিলে তিলে আপনি আপনার বউ'রে শুধু মাত্র সেলফ্ ইনজয়ের জন্য মেরে ফেলছেন!
আমাদের দেহে পাঁচটা ভাইটাল (গুরুত্বপূর্ণ) অর্গান আছে। এই পাঁচটা ভাইটাল অর্গানে'র সরাসরি ক্ষতি'তেই হাত আছে এই জন্মনিয়ন্ত্রণ পিলে'র। আমাদের মেডিকেলে যখন স্যার ম্যাম রা ক্লাস নেই তখন বলে কি জানো? আমরা যেন তোমাদের শুধু নরমাল সাইড ইফেক্ট গুলা বলি, এই যেমন ধরো একটু মাথা ঘুরবে, বমি বমি ভাব হবে, কখনো বমিও আসবে, একটু শরীর দুর্বল লাগবে, হেনতেন যেন তোমাদের আগে থেকেই বলি যাতে তোমরা ভয় না পাও। এগুলা স্বাভাবিক সাইড ইফেক্ট বললেও মোটেও কিন্তু স্বাভাবিক না।
আরও আছে তো, উপরের গুলা তো মাস্ট হবেই এইরকম সাইড ইফেক্ট যা তুমি দেখতে পাচ্ছো এবং ফিল করতে পারছো। কিন্তু এর থেকেও বড় বড় সাইড ইফেক্ট আছে যেগুলো আমাদের পড়া-ই ঠিকই কিন্তু বলতে বারণ করে। কেন জানো? যদি বলি তাহলে তো পিলের ক্যাম্পেইন থমকে যাবে, ব্রড আকারে মানুষ এইটাতে অংশগ্রহণ করবে না। তবে বড় ক্ষতি টা আমি আপাততঃ বলছি না। তোমার বউ'কে তুমি ভালোবাসো না? বাসো তো, তুমি কষ্ট করে জেনে নিয়ো ভাই ওকে?
ক্ষতি'টা তো বুঝলাম, কিন্তু এখন কি সারা বছর বাচ্চা নিতেই থাকবো?
এটা তোমার ব্যপার। বাচ্চা নিবে কি নিবে না। তবে শুধু পিলের মাধ্যমেই যে জন্মনিয়ন্ত্রণ করা যায় এটা ভুল কথা। আরও অনেক গুলা পদ্ধতি আছে যেগুলা করলে ক্ষতিও হবে না আবার তোমার প্রিয়তম স্ত্রীও ভালো থাকবে আবার বোথ ইনজয়ও কম হবে না। এখন সব কথা তো সব জায়গায় বলা যায় না। তাই না! So তুমি ঐ পদ্ধতি গুলা সম্পর্কে জেনে নিয়ো। মনে থাকবে তো আমার কথা?
স্ত্রী'দের ক্ষতি'র হাত থেকে বাঁচান।