Dr Alam Hossain

Dr Alam Hossain DOCTOR

07/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী।❤️‍🩹🌸

07/04/2025

মসজিদুল আকসায় এক রাকাআত নামাজের সওয়াব ৫০ রাকাআত নামাজ-এর সমান।

এটাই মুসলমানদের প্রথম কিবলা। এটাই সেই পবিত্র ভূমি, যেখান থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব-ই মেরাজে গিয়েছিলেন। এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন। এই মসজিদের ইট-পাথর পর্যন্ত আল্লাহর জিকির করে, বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত
আর উম্মাহ নীরব। এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা (আ:) ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন।
এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।
আল-আকসা কেবল ইতিহাস নয়,
এটা কেয়ামতের নিদর্শন। মুসলমানদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

– ফাইজান বিন হক

26/09/2024

বন্ধুরা
পরিস্থিতি যতই খারাপ হোক,সময় যতই বিপরীত দিকে প্রবাহিত হতে থাক না কেনো তুমি ভয় পেয়োনা
কারণ👉তুমি তো আল্লাহর শক্তিতে শক্তিমান

10/09/2024

২০২৩_সালে_তারেক_রহমান_ঘোষণা_দিয়েছেন_ওরা_যদি_ওই_সময়_লেখাপড়া_করত_তাহলে_জানতে_পারত।

02/09/2024

ইন্টারনেট বন্ধ করে বাসায় বাসায় রেইড দেয়ার কথা মনে আছে আপনাদের?
ওরা রেইড দেয়ার নামে স্রেফ গণহত্যা চালিয়েছিল।

ভিডিও কোন জয়গার তা এখনো জানতে পারিনি।

01/09/2024

সারাদেশে ইন্টারনেট শাটডাউন করে দিয়ে হাসিনার খুনি বাহিনী এভাবেই ছাত্র-জনতার ওপর গণহত্যা সংঘটিত করেছিল।

01/09/2024

৫ই আগষ্ট আশুলিয়ায় পুলিশ কর্তৃক গণহত্যার পর শহীদদের লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলার নির্মম ভিডিও।

এদেরকে কোন জায়গা থেকে মানুষ মনেহয় বলুন তো? এরা কীভাবে মানুষ হতে পারে?

হাজার হাজার মামলা,লক্ষ লক্ষ আসামি নিয়ে সগৌরবে হিমালয় পর্বতের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দলটির নাম_বিএনপি ৪৬তম প্র...
31/08/2024

হাজার হাজার মামলা,লক্ষ লক্ষ আসামি নিয়ে সগৌরবে হিমালয় পর্বতের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দলটির নাম_বিএনপি
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক'!

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলামভালো ছিল শিশুকালমায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল োবারক
11/04/2024

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
ভালো ছিল শিশুকাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
োবারক

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এ...
15/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

ডাক্তার, জাকিয়া সুলতানা

Address

Joypur

Telephone

+8801713545407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Alam Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Alam Hossain:

Share

Category