New Green Life Diagnostic Center

New Green Life Diagnostic Center এখানে অত্যাধুনিক মেশিনারীর মাধ্যমে, সঠিক রোগ নির্নয় করে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়।

শুক্রবার মানেই গ্রীন লাইফে অভিজ্ঞ ডাক্তারদের মেলা।সকাল থেকেই সকল চিকিৎসকগন সেবা দিয়ে যাচ্ছেন।আপনার নিরাপদ জীবনের জন্য এ...
24/10/2025

শুক্রবার মানেই গ্রীন লাইফে অভিজ্ঞ ডাক্তারদের মেলা।
সকাল থেকেই সকল চিকিৎসকগন সেবা দিয়ে যাচ্ছেন।
আপনার নিরাপদ জীবনের জন্য এখনি চেক আপ করুন সুলভ মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে।
আর ডাক্তারের সিরিয়াল কনফার্ম করুন।
সেবা নিন সুস্থ থাকুন।
নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড সি ও কলোনি জয়পুরহাট।

এক ঝাঁক অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ এখন গ্রীন লাইফে নিয়মিত রোগী দেখছেন।আপনার সুস্থ্য জীবনের জন্য প্রয়োজন -💧সঠিক রোগ নির্ণয় ও...
22/10/2025

এক ঝাঁক অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ এখন গ্রীন লাইফে নিয়মিত রোগী দেখছেন।
আপনার সুস্থ্য জীবনের জন্য প্রয়োজন -

💧সঠিক রোগ নির্ণয় ও পরামর্শ

💧আধুনিক চিকিৎসা ও সার্জারি।

💧নিয়মিত চেকআপ ও ফলোআপ

💧রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত যত্ন।
আমাদের চিকিৎসক গন খুব যত্ন সহকারে রোগী দেখে থাকেন।

✨ আমাদের লক্ষ্য:
“রোগীর আস্থা, সঠিক চিকিৎসা এবং সুস্থ জীবন নিশ্চিত করা।”

নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড সি ও কলোনি জয়পুরহাট।

এক ঝাঁক দেশ বরেণ্য অভিজ্ঞ চিকিৎসক এখন আপনার প্রাণের শহর জয়পুরহাটের গ্রীন লাইফে।     🩺 কোন অসুস্থতার জন্য কোন ডাক্তার দে...
20/10/2025

এক ঝাঁক দেশ বরেণ্য অভিজ্ঞ চিকিৎসক এখন আপনার প্রাণের শহর জয়পুরহাটের গ্রীন লাইফে।

🩺 কোন অসুস্থতার জন্য কোন ডাক্তার দেখাবেন:

জ্বর, সর্দি, কাশি: জেনারেল ফিজিশিয়ান।

শিশুর অসুস্থতা: পেডিয়াট্রিশিয়ান।

মহিলাদের স্বাস্থ্য: গাইনোকোলজিস্ট / ওবস্টেট্রিকস।

পুরুষদের প্রজনন সমস্যা: ইউরোলজিস্ট।

হৃদরোগ / রক্তচাপ / কোলেস্টেরল: কার্ডিওলজিস্ট।

ডায়বেটিস / হরমোন সমস্যা: এন্ডোক্রাইনোলজিস্ট।

হাড়, জয়েন্ট, পেশী সমস্যা: অর্থোপেডিকস ডাক্তার।

চোখের সমস্যা: চক্ষু বিশেষজ্ঞ।

কান, নাক, গলা সমস্যা: ENT বিশেষজ্ঞ।

ত্বক সমস্যা: ডার্মাটোলজিস্ট।

মানসিক চাপ / উদ্বেগ / ডিপ্রেশন: সাইকিয়াট্রিস্ট / সাইকোলজিস্ট।

কিডনি সমস্যা: নেফ্রোলজিস্ট।

লিভার / পেট / হজম সমস্যা: গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।

রক্তের রোগ / অ্যানিমিয়া: হেমাটোলজিস্ট।

💡 মনে রাখুন: সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞ দেখানো = সুস্থ জীবন। ✅

নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড সি ও কলোনি জয়পুরহাট

20/10/2025

🍌 কলা খাওয়ার সঠিক সময়
✅ ১. সকালে (ব্রেকফাস্টে বা পরে):

সকালে কলা খাওয়া সবচেয়ে ভালো সময়।

এটি দ্রুত এনার্জি দেয়, হজমে সাহায্য করে এবং পেট ভরে রাখে।

বিশেষ করে খালি পেটে না খেয়ে দুধ, দই বা ওটসের সাথে খেলে আরও উপকারী।

🟢 উপকার: শক্তি বৃদ্ধি, মুড ভালো থাকা, হজমে সহায়ক।

✅ ২. বিকেলে (স্ন্যাক্স হিসেবে):

বিকেলে ক্লান্তি দূর করতে বা ক্ষুধা লাগলে একটি কলা দারুণ অপশন।

শরীরের শর্করা ও শক্তির ঘাটতি পূরণ করে।

ব্যায়াম বা কাজের পরেও খাওয়া যায়।

🟢 উপকার: ক্লান্তি দূর, পেশি পুনর্গঠন।

⚠️ ৩. রাতে:

রাতে কলা খাওয়া যায়, তবে ঘুমানোর ঠিক আগে নয় (কমপক্ষে ১ ঘণ্টা আগে খাওয়া ভালো)।

যাদের সর্দি বা কফের সমস্যা আছে, তাদের রাতে না খাওয়াই ভালো।

🔴 সতর্কতা: ঠান্ডা লাগা, পেট ভার বা গ্যাসের সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে।

⚠️ খালি পেটে কলা খাওয়া ঠিক নয় কেন

কলায় প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, ফ্রুক্টোজ) ও ম্যাগনেশিয়াম থাকে,
যা খালি পেটে খেলে রক্তে ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে।

এতে হজমে অস্বস্তি বা গ্যাস হতে পারে।

জনসচেতনতায়
নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড সি ও কলোনি জয়পুরহাট

17/10/2025

আজ সকাল থেকে সকল অভিজ্ঞ ডাক্তারদের মেলা বসবে গ্রীন লাইফে।তাই ছুটির দিনে আপনার স্বাস্থ্য চেক‌আপে এখনি সিরিয়াল কনফার্ম করুন।
জুম‌আ মোবারক।

আপনি কি চর্ম অথবা যৌন কোনো রোগে ভুগছেন??কিন্তু পুরুষ ডাক্তারের কাছে যেতে সংকোচ করছেন??           তাহলে আর দেরি না করে এখ...
13/10/2025

আপনি কি চর্ম অথবা যৌন কোনো রোগে ভুগছেন??
কিন্তু পুরুষ ডাক্তারের কাছে যেতে সংকোচ করছেন??
তাহলে আর দেরি না করে এখনি সুচিকিৎসা নিতে চলে আসুন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে।
এখন নিয়মিত রোগী দেখছেন -

চর্ম, যৌন, সেক্স ও এলার্জী রোগ বিশেষজ্ঞ।
ডাঃ শায়লা জামান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য). ডিডিভি-চর্ম ও যৌন, (বিএসএমএমইউ, ঢাকা)
কনসালটেন্ট (চর্ম ও যৌন)
আধুনিক জেলা হাসপাতাল, জয়পুরহাট।

নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার সদর রাস্তা, সি.ও কলোনী (পানির ট্যাংকের সামনে), জয়পুরহাট।

সিরিয়ালঃ ০১৩০৯-২৪ ৬০ ৬০,
০১৯৭৩-৭৮৩ ৭৮৩

সুখবর!সুখবর!নাক কান গলা রোগীদের জন্য সুখবর!    এখন থেকে হাতুড়ে ডাক্তার, কবিরাজের কাছে গিয়ে সময় ও টাকা নষ্ট না করে চির...
11/10/2025

সুখবর!সুখবর!

নাক কান গলা রোগীদের জন্য সুখবর!

এখন থেকে হাতুড়ে ডাক্তার, কবিরাজের কাছে গিয়ে সময় ও টাকা নষ্ট না করে চিরস্থায়ী আরোগ্য লাভের জন্য যোগাযোগ করুন -
নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে।
এখানে নিয়মিত রোগী দেখছেন স্বনামধন্য ও অভিজ্ঞ চিকিৎসক
ডা: অমিত কুমার আগরওয়াল
নাক, কান ও গলা বিশেষজ্ঞ

🩺 প্রতি শুক্রবার ১০:০০ বিকেল ৩:০০ টা
প্রতি সোমবার ৩:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা।

🩺 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
01309246060
01973783783

নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড,সি ও কলোনি, জয়পুরহাট।

10/10/2025
সায়াটিকা ব্যাথা প্রতিরোধ এ করণীয় ★★গরম পানিতে স্নান - সায়াটিকা ব্যাথা  থাকলে নিয়মিত গরম পানিতে স্নান করার অভ্যাস করুন। ★...
07/10/2025

সায়াটিকা ব্যাথা প্রতিরোধ এ করণীয়
★★গরম পানিতে স্নান - সায়াটিকা ব্যাথা থাকলে নিয়মিত গরম পানিতে স্নান করার অভ্যাস করুন।

★★বরফের সেক - সায়াটিকা ব্যাথার উপসর্গ হলে বরফের সেঁক দিতে পারেন।

★★যোগাসন - সায়াটিকা কমাতে নিদিষ্ট কিছু যোগাসন আছে । যেমন - ভূজঙ্গাসন, বৃক্ষাসন ইত্যাদি।

★★মাসাজ - ফিজিওথেরাপি এবং অ্যারোমাথেরাপিতেও স্নায়ু রিলাক্স হলে উপকার পাওয়া যায়।

সমস্যা বেশি হলে অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

নিউ গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার
সদর রোড সি ও কলোনি জয়পুরহাট।

⁉️আপনি কি জানেন?দাঁড়িয়ে পানি পান করা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে!🔹 গবেষণায় দেখা গেছে – দাঁড়িয়ে পানি পান করলে হজম প...
06/10/2025

⁉️আপনি কি জানেন?
দাঁড়িয়ে পানি পান করা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে!

🔹 গবেষণায় দেখা গেছে – দাঁড়িয়ে পানি পান করলে হজম প্রক্রিয়া, কিডনি, হার্ট, ফুসফুস এমনকি জয়েন্টেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
🔹 দাঁড়ানো অবস্থায় খাদ্যনালী সোজা থাকে, ফলে পানি দ্রুত নেমে যায় এবং অনেক সময় গলায় আটকে যাবার ঝুঁকি তৈরি হয়।

☪️ ইসলামী দৃষ্টিকোণ থেকেও দাঁড়িয়ে পানি পান করা পছন্দনীয় নয়; অধিকাংশ একে মাকরূহ তানযিহী বলেছেন।

🌿 পানি পান করার সুন্নাহ

1️⃣ বসে পানি পান করা।
2️⃣ ডান হাতে পান করা।
3️⃣ বিসমিল্লাহ বলে শুরু করা ও আলহামদুলিল্লাহ বলে শেষ করা।
4️⃣ একবারে না খেয়ে তিন শ্বাসে পান করা।
5️⃣ পান করার আগে ও পরে "আলহামদুলিল্লাহ" বলা।
6️⃣ গ্লাসে ফুঁ না দেয়া।

✅ তাই সুস্থতা ও সুন্নাহর সাথে সামঞ্জস্য রাখতে বসে, সুন্নাহ অনুযায়ী পানি পান করুন।

Address

Sadar Road, C/O Coloni (Panir Tangkir Samne)
Joypur
5900

Telephone

01972783783

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Green Life Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram