ফরচুন হোমিও হল

ফরচুন হোমিও হল এখানে সকল ধরনের দেশি ও বিদেশি হোমিও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় এবং সারা বাংলাদেশে কুরিয়ার যোগে অথবা হোম ডেলিভারি মতে ঔষধ নেওয়ার সুব্যবস্থা রয়েছে

23/07/2025

মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আ*গু*ন লেগেছে । হ*তাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷ আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।

22/07/2025

জুলাই বু'ঝি মা'য়েদের কোল খা'লি হওয়ার মাস..!

22/07/2025
18/07/2025

জুম্মা মোবারক! ✨
আল্লাহ্‌ আজকের পবিত্র জুমার দিনে আপনার জীবনে বরকত, রহমত আর মাগফিরাত বর্ষণ করুন।

13/07/2025

রাতে দেরি করে ঘুমানো অভ্যাসে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ত্বকে ব্রণ হয় আর মাথা ভার লাগে সারাদিন। সুস্থ থাকতে সময়মতো ঘুমান।

- আপনার একটু সচেতনতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ..!❤️
11/07/2025

- আপনার একটু সচেতনতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ..!❤️

09/07/2025

যৌবনে স্ত্রী কে যত অবহেলা করবেন,
বৃদ্ধ বয়সে স্ত্রীর থেকে দ্বিগুন অবহেলা পাবেন। এটা অব্যশই কর্মের ফল!

08/07/2025

এই হাদীসটি আকাশ পরিমাণ স্ব"স্তি দেয়,

"যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে ব"ঞ্চিত করা হয় না....❤️🌸
(শুআবুল ঈমান হাদিস:৪৫২৮)

05/07/2025

এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ে করলে একজন মানুষের কি হারায়, আর কিই বা তার লাভ?

স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায়, এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয়।

স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এটুকুই? সে সুখ পায় না?

হাসিমাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের নিজেদের কাছেই থাকে! যদি বিয়ে মানে আমরা সুখ-দুঃখ ভাগ করে নেওয়া বুঝি, তাহলে আমরা সুখী হব। আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি, তখন আমরা অসুখী হব।

স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করল, তুমি আমাকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানদের?

স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের।

স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কেন?

স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত এবং আমার আত্মা।

স্বামী মৃদু হেসে বলল, আর আমি?

স্ত্রী বললো, তুমি আমার এই যাত্রার সঙ্গী, কখনো তুমি আমাকে আনন্দ দাও, আর কখনো কষ্ট!

এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া? এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়?

বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না। যদিও একটি পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয়। সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিনশেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো সমস্যা হয়, সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে।

বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না। বাচ্চা কারো সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি। স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না।

কিন্তু সত্যিটা হল একজন নারী একটি মহান ভূমিকা পালন করে। সে আসলে একটি বিদ্যালয়, কিংবা তার চেয়েও বেশি কিছু! সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে, সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে। সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান, সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয়!

প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিবাদন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন, যারা অন্যদের জন্য নিজের আরাম আয়েশ সুখ শান্তি বিসর্জন দেন, যারা শত চ্যালেঞ্জ সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান।

04/07/2025

জুম্মা মোবারক!
আল্লাহ আমাদের সকলের ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিন,
আজকের এই বরকতময় দিনে আমাদের জীবনে রহমত ও হেদায়েত নাজিল করুন। 🤲

মানুষের জীবনের জার্নি আল্লাহ হতে আল্লাহ পর্যন্তই!!
03/07/2025

মানুষের জীবনের জার্নি আল্লাহ হতে আল্লাহ পর্যন্তই!!

Address

Jurain

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরচুন হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফরচুন হোমিও হল:

Share

Category