21/08/2025
Ringworm বা Tinea হলো একধরনের ছত্রাকজনিত (fungal) সংক্রমণ যা ত্বক, মাথার চুল, হাত-পা, নখ ইত্যাদিতে হয়।
এই সংক্রমণ শুরুতে সামান্য মনে হলেও, যদি অবহেলা করেন, তাহলে এটি ছড়িয়ে পড়তে পারে আপনার পুরো শরীরে, মাথার চুলে, এমনকি নখেও।
♨️ এটি কোনো কৃমি নয়, এটি একটি ফাঙ্গাস (ছত্রাক) — যা ত্বকের কেরাটিন খেয়ে বাঁচে।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
🪭 Ringworm বা Tinea রোগের জন্য প্রধানত দায়ী ছত্রাকগুলো হলো:
▪️Trichophyton rubrum
▪️Trichophyton mentagrophytes
▪️Microsporum canis
▪️Epidermophyton floccosum
এই ছত্রাকগুলো সাধারণত আর্দ্র, ঘামযুক্ত ও উষ্ণ পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়, এবং সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে এলেই একজন সুস্থ ব্যক্তির দেহেও ছড়াতে পারে।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
🪭 Ringworm (Tinea) কেন হয়?
Ringworm ছত্রাকের সংক্রমণ যা নিচের কারণে হতে পারে:
▪️আর্দ্র ও ঘামযুক্ত পরিবেশে থাকা – ঘেমে ভিজে থাকলে ছত্রাক সহজে জন্মায়।
▪️ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতার অভাব।
▪️সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা।
▪️সংক্রমিত পোশাক, তোয়ালে, বিছানার চাদর ইত্যাদি ব্যবহার করা।
▪️ইমিউন সিস্টেম দুর্বল থাকলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
▪️সাঁতার কাটা বা জিমে যাওয়ার সময় সংক্রমিত স্থান স্পর্শ করা।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
⭕ অবহেলা করলে কী হতে পারে?⭕
▪️শরীরের সামান্য অংশ থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়বে
▪️অন্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে
▪️চুল পড়ে টাক হয়ে যেতে পারে
▪️নখ বিকৃত হয়ে যেতে পারে
▪️বারবার ফিরে আসা দীর্ঘমেয়াদী চর্ম রোগে রূপ নিতে পারে।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
🦠 দাদ (Ringworm) এর প্রধান প্রধান লক্ষগুলো জেনে নিন:
এক অবহেলিত ছত্রাক সংক্রমণ, যা ভয়ংকর রূপ নিতে পারে!
▪️ত্বকে গোল গোল লাল দাগ হয়, যা আস্তে আস্তে বড় হতে থাকে।
▪️দাগের চারপাশে উঁচু বর্ডার থাকে এবং মাঝে ফ্যাকাসে দেখায়।
▪️আক্রান্ত স্থানে অনেক চুলকায়, বিশেষ করে ঘেমে গেলে বা রাতে
▪️ত্বক খসখসে ও খোসপড়া
▪️আক্রান্ত জায়গার ত্বক শুকিয়ে যেতে থাকে ও চামড়া উঠে যায়।
▪️ত্বক লালচে ও জ্বালাপোড়া ভাব
▪️সংক্রমিত স্থান লালচে হয়ে যায় ও মাঝে মাঝে জ্বালাপোড়া হয়।
▪️কখনো কখনো ক্ষত স্থানে ছোট ছোট পানিভর্তি ফোস্কাও দেখা দিতে পারে।
▪️চুল পাতলা হয়ে যাওয়া বা টাক হয়ে যাওয়া (যদি মাথায় হয়)
▪️নখ মোটা, হলুদ ও ভঙ্গুর হয়ে যায়।
▪️পায়ের পাতায়, বিশেষত আঙুলের ফাঁকে চামড়া ফাটা, লালচে ভাব, খোস পড়া ও দুর্গন্ধ।
দাগটি একটি বৃত্ত বা আংটির মতো দেখায় (Ringworm শব্দের উৎপত্তিও এখান থেকেই), এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে,
অ্যান্টিবায়োটিকে উপশম না হলে, এটি ছত্রাক সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
⭕স্থায়ী চিকিৎসা: ⭕
প্রতিরোধ ও সঠিক চিকিৎসায় সুস্থতা ১০০% সম্ভব!
আপনি যদি উপরে উল্লেখিত লক্ষণগুলোর যেকোনো একটি দেখেন, দেরি না করে চিকিৎসা নিন। আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় Ringworm বা Tinea এর নিরাপদ ও স্থায়ী সমাধান সম্ভব — কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
বিঃদ্রঃ আপনার নিকটস্থ সরকারি রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন না।
ধন্যবাদান্তে:
▫️▫️▫️▫️▫️▫️▫️
👨⚕️ Dr.Fakhrul Islam 👨⚕️
B.H.M.S. (University Of Dhaka). Ex.H.P
Govt.Homeopathic Medical College & Hospital. Mirpur-14, Dhaka.
Bachelor Of Homeopathic Medicine & Surgery (GHMCH)
Experienced with Chronic Disease, S*x & Skin Disease.
Consultant: Homeopathic Medicine
Govt.Reg.No (DGHS): H-1530
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
ঢাকা চেম্বার: সিটি হোমিও হেলথ কেয়ার
যাত্রাবাড়ি, জুরাইন রেলগেইট, ঢাকা।
What's app: 01613-932278