Online Your Health – সেবাই আমাদের প্রত্যয়...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের নাগরিকদেরকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আর্টিকেল ১৫(ক) এবং জনগণের পুষ্টিমান বৃদ্ধি ও জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা। আর্টিকেল ১৮(১) রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে ২০১৫ সালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্
রাব্দ উন্নয়ন লক্ষ্য অনুসারে জনস্বাস্থ্যের কয়েকটি ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা, সিডও সনদ, শিশু অধিকার সনদ প্রভৃতি আন্তর্জাতিক ঘোষণায় স্বাক্ষরকারী হিসেবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।
স্বাস্থ্যসেবার একটি বড় অংশ হচ্ছে চিকিৎসা। বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনেকাংশেই ঔষধ নির্ভর। ঔষধের মূল্য, মান এবং প্রাপ্যতার ওপর স্বাস্থ্যসেবা অনেকটাই নির্ভর করে। ঔষধের এই বিষয়গুলো বর্তমান সময়ে আর কোন একক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে নেই। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের ‘সামান্য’ একটি ঔষধও আন্তর্জাতিক নানা বিষয়ের সাথে অনিবার্যভাবে সম্পর্কিত। জনগণের স্বাস্থ্য অধিকার এবং মানবাধিকারের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে প্রয়োজন ঐক্যবদ্ধ আওয়াজ। স্বাস্থ্য কোন পণ্য নয়, স্বাস্থ্য আমার অধিকার। বাংলাদেশে অপুষ্টি সমস্যা যা স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। অপুষ্টিজনিত কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে পরিচিত শিশুরা। বিশ্ব ব্যাংকের জরীপে বিশ্বে মোট জনগোষ্ঠীর ২৬% অপুষ্টিতে ভুগছে।৪৬% শিশু মাঝারী থেকে গভীরতর পর্যায়ে ওজনজনিত সমস্যায় ভুগছে। ৫ বছর বয়সের পূর্বেই ৪৩% শিশু মারা যায়। প্রতি পাঁচ শিশুর একজন ভিটামিন এ এবং প্রতি দু'জনের একজন রক্তস্বল্পতাজনিত রোগে ভুগছে। তবে গত দুই শতকে মানুষের খাদ্যগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং সুষম খাদ্যাভাস গড়ে উঠেছে যার ফলস্বরূপ অকাল মৃত্যুর হার হ্রাস পেয়েছে এবং জনগণের গড় আয়ু ৬৯ বৎসরে উন্নীত হয়েছে। বহু সরকারী-বেসরকারী হাসপাতাল এবং ১৩ হাজার কমিউনিটি হাসাপাতালে মাধ্যমে স্বাস্থ্যসেবার মান অনেকাংশে উন্নীত হয়েছে।
আজ সময় এসেছে পরিবর্তনের মানুষ নির্ভরসীল হয়ে পরছে প্রযুক্তির উপর। আর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা প্রযুক্তি ভিত্তিক স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেয়া। আর এ লখ্যে কাজ করে যাবে অনলাইন ইওর হেল্থ- সেবাই আমাদের প্রত্যয়...