02/07/2025
""সেবামূল্য ও ভালোবাসা""
Residential Care Services এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা।
করোনায় আমরা যাদের হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন শুকরিয়া আদায় করছি।
করোনার এই ক্লান্তিকালে প্রতিষ্ঠানটি পেশাগত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। হাসপাতাল, ক্লিনিকের পাশাপাশি Residential Care Services তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে যাচ্ছে। একটা পরিবারে যখন সবাই আক্রান্ত হয়, অসহায় হয়ে পরে। তখন মানসিক, শারিরীক সহযোগিতা সব থেকে বেশী প্রয়োজন হয়। Residential care services শুরু হতে আজ অব্দি স্বতস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। তারা ভয় পায়না, আতকিয়ে উঠেনা শুধু সেবা দিতে বদ্ধপরিকর।
আর যাই হোক " আপনাকে আমি সেবা দিলাম আপনি হয়তো কিছু সেবামূল্য দিবেন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যে ভালোবাসা দিয়ে সেবা দিলাম তার মুল্যটা দিবেন তো????।
কাজে বিশ্বাসী কথায় নয়।
”প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আপনার বাসায়”
সারা দেশ ব্যাপী আমরা দিচ্ছি:
👉 জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা ।
পরিশেষে, আপনাদের বয়স্ক বাবা -মা, আত্মীয়স্বজন, প্রতিবেশী করোনায় আক্রান্ত হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
📞 ০১৪০০৫৪৭৯৭৭