Residential Care Services

Residential Care Services Residential care service is a home-based health care service for people living in Dhaka city.

We provide caregivers at your home for taking care of your loved ones, including aged people, post-operative patients and people suffering from chronic diseases.

সারা দেশ ব্যাপী আমরা দিচ্ছি:★  জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার, টেলিমেডিসিন/ ডাক্ত...
16/07/2025

সারা দেশ ব্যাপী আমরা দিচ্ছি:
★ জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার, টেলিমেডিসিন/ ডাক্তার হোম ভিজিট, ইমার্জেন্সি মেডিকেল সেবা।
👉১২ /২৪ ঘন্টা (শিফটিং) ডিউটি।
যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আমাদের অভিজ্ঞ নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার হাজির হবেন আপনার বাসায়।
যোগাযোগ করুনঃ 📞০১৪০০৫৪৭৯৭৭/০১৩০৯৫১৭১৫১

""সেবামূল্য ও ভালোবাসা"" Residential Care Services এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। করোনায় আমরা  যাদের হারিয়েছি, তাদের আত্...
02/07/2025

""সেবামূল্য ও ভালোবাসা""

Residential Care Services এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা।

করোনায় আমরা যাদের হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন শুকরিয়া আদায় করছি।
করোনার এই ক্লান্তিকালে প্রতিষ্ঠানটি পেশাগত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। হাসপাতাল, ক্লিনিকের পাশাপাশি Residential Care Services তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে যাচ্ছে। একটা পরিবারে যখন সবাই আক্রান্ত হয়, অসহায় হয়ে পরে। তখন মানসিক, শারিরীক সহযোগিতা সব থেকে বেশী প্রয়োজন হয়। Residential care services শুরু হতে আজ অব্দি স্বতস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। তারা ভয় পায়না, আতকিয়ে উঠেনা শুধু সেবা দিতে বদ্ধপরিকর।

আর যাই হোক " আপনাকে আমি সেবা দিলাম আপনি হয়তো কিছু সেবামূল্য দিবেন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যে ভালোবাসা দিয়ে সেবা দিলাম তার মুল্যটা দিবেন তো????।
কাজে বিশ্বাসী কথায় নয়।
”প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আপনার বাসায়”
সারা দেশ ব্যাপী আমরা দিচ্ছি:
👉 জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা ।
পরিশেষে, আপনাদের বয়স্ক বাবা -মা, আত্মীয়স্বজন, প্রতিবেশী করোনায় আক্রান্ত হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
📞 ০১৪০০৫৪৭৯৭৭

আপনার বাসায় কি নার্স প্রয়োজন?তাহলে আমাদের সাথে যোগাযোগ করুনআমরা আপনার বাসায় রেজিস্ট্রার্ড ও অভিজ্ঞ  নার্সদের সমন্বয়ে গঠি...
30/05/2025

আপনার বাসায় কি নার্স প্রয়োজন?
তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন
আমরা আপনার বাসায় রেজিস্ট্রার্ড ও অভিজ্ঞ নার্সদের সমন্বয়ে গঠিত টিমদ্বারা আমরা আপনার বাসায় নার্সিং সাপোর্ট ও পেশেন্ট কেয়ার সাপোর্ট দিয়ে থাকি।জরুরী প্রয়োজনে ২৪ ঘন্টা মেডিক্যাল অক্সিজেন সাপোর্ট দিয়ে থাকি।
#মোবাইলঃ ০১৪০০৫৪৭৯৭৭/০১৩০৯৫১৭১৫১
আমাদের সেবাগুলোঃ
#অক্সিজেন সিলিন্ডার হোম সার্ভিস
#চিকিৎসা সরঞ্জাম
# ফিজিওথেরাপি
# স্যালাইন পুশিং
# সার্জিক্যাল ড্রেসিং
# আইভি ক্যানুলা
# বাথিং/টয়লেটিং/গ্রয়োমিং
# এনজি টিউব
# ক্যাথাটার
# ইঞ্জেকশন পুশিং (IV/IM)
# নেবুলাইজেশন
# প্রেসার ও ডায়াবেটিস মাপা
# বয়স্ক এবং বৃদ্ধদের সার্বক্ষনিক যত্ন।

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Residential Care Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Residential Care Services:

Share