08/07/2025
Thanks Dr. Joheb for ur nice compliment❤️. Assisting every patient is my priority.
ডাঃ নাসরিন সুলতানা ম্যাম, উনার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব আমরা। উনার উছিলাতেই আল্লাহ আমাদেরকে বাবা-মা হওয়ার তৈফিক দান করেছেন।
আমাদের বিয়ে পর থেকেই সাদিয়া কিছু PCOS সমস্যায় ভুগছিল, এই সমস্যার জন্য বিয়ের পর থেকেই আমাদের বাচ্চা নেয়াতে সমস্যা হচ্ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, আমার আম্মুতো কবিরাজের কাছেও গিয়েছিলেন, আমার শ্বাশুড়িও কোথায় থেকে যেন পানি পড়া এনে দিছেন কিন্তু আল্লাহর রহমতে সমাধান পেয়েছি ডাঃ নাসরিন ম্যামের কাছে।
উনার ট্রিটমেন্ট এবং উনার পরামর্শে আল্লাহর রহমতে অল্পকিছুদিনের মধ্যেই সাদিয়ার শারীরিক জটিলতা গুলো কেটে যায় এবং এর কিছুদিন পরেই আমাদের কাঙ্খিত সেই দিনটি আসে ২৬ অক্টোবর ২০২৪ সাল যেদিন প্রথম আমরা জানতে পারি যে আল্লাহর রহমতে আমরা বাবা-মা হতে যাচ্ছি। তারপর থেকে ডেলিভারি পর্যন্ত আমরা এই নাসরিন ম্যামের তত্বাবধানে ছিলাম। উনার আন্তরিকতা এবং লম্বা সময় নিয়ে পেশেন্টের সাথে কথা বলার যেই ব্যাপারটা এটা আমি খুব কম ডাক্তারের কাছেই দেখেছি। আমাদের জীবনটাকে আনন্দে ভরে দেয়ার জন্য সারাজীবন ম্যামের কাছে কৃতজ্ঞ থাকব।
আপনারা অনেকেই ডাঃ নাসরিন সুলতানা ম্যামের ব্যাপারে জানতে চেয়েছিলেন, তিনি আদ-দ্বীন হাসপাতালের গাইনী ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর হিসাবে আছে কিন্তু মালিবাগ মোড়ের পাশে মৌচাক মার্কেটের উল্টা দিকে পদ্মা ডায়গনস্টিক সেন্টারে উনি নিয়মিত চেম্বার করেন। আমরা সেখানেই উনাকে দেখাতাম। আপনারা কেউ যদি উনার পরামর্শ বা সেবা নিতে আগ্রহী হন তাহলে আমার নিচে দেয়া হট লাইন নাম্বারে কন্টাক্ট করে উনার সিরিয়াল দিতে পারবেনঃ 09611113355, 01776664342
এটা কোন প্রমোশনাল পোস্ট না, আমরা উপকৃত হয়েছি তাই আরো ২-৪জনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিচ্ছি মাত্র। ধন্যবাদ Dr. Nasrin Sultana ম্যাম❤️