13/09/2025
সম্প্রতি ল্যাবএইড গ্রুপ এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
ল্যাবএইড গ্রুপ এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম (ডিরেক্টর, মেডিক্যাল সার্ভিসেস), মো. আরিফুর রহমান (জেনারেল ম্যানেজার, হসপিটাল অপারেশন), আবু নাজিম (সিনিয়র কর্পোরেট ম্যানেজার) এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ।
এই চুক্তির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল স্তরের সদস্য ও তাঁদের পরিবার ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে আধুনিক, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এই চুক্তির আওতায় রয়েছে- ল্যাবএইড গ্রুপের সকল শাখা ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রা-সনোগ্রাম, ইকো ও ইটিটি টেস্টে ১০% বিশেষ ছাড়। এছাড়া আইপিডি বেড চার্জ ও বেড ক্যাটাগরিতে রয়েছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা।