22/08/2024
বন্যায় করণীয়
১. ৫ থেকে ৭ দিনের শুকনো খাবার , খাবার পানি নিয়ে আশ্রয় কেন্দ্র / ২য় তলায় উঠে যান কিংবা উঠে যাবার প্রস্তুতি নিন।
২. প্রয়োজনীয় জিনিসপত্র / ইলেকট্রনিক জিনিস / পাওয়ার ব্যাংক / মোবাইল পারলে ২য় তলায় অথবা উচু স্থানে তুলে রাখুন।
৩. প্রয়োজনীয় ওষুধ , ORS, Paracetamol , এন্টিবায়োটিক cipro @500, metro 400 হাতের কাছে রাখুন।
৪. অল্প কিছু ক্যাশ টাকা সঙ্গে রাখুন।
৫. যাতায়াতের জন্য নৌকা / কলাগাছের ভেলা প্রস্তুত রাখুন।
৬. কার্বলিক এসিডের বোতলের মুখ খোলা রাখুন ( তবে বাচ্চাদের নাগাল এর বাহিরে রাখুন)।
৭. সম্ভব হলে গবাদি পশু , হাঁস-মুরগি নিরাপদ উচু স্থানে রাখুন।
সবাই সুস্থ থাকুন...