Dr. Chhanda Majumder

Dr. Chhanda Majumder Normal delivery Expert, Doctor/Gynacologist/NVD specialist. (Popular Diagnostic Center, Dhanmondi 2)

08/07/2025

আমাদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি হওয়া এক মায়ের লেখা কবিতা এবং টেক্সট (রোগীর অবশ্য সম্পর্কে আমি মামি হই। আমার ভাগ্নির বান্ধবী। সেই সূত্রে আমি মামি।)

অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এবং আশীর্বাদ মামনি তোমাদের জন্য❤️💖💙💙💕💚💛🤎💜

I’ll never forget my labor and delivery nurse.

In the middle of the chaos, the pain, the fear,
I remember her.

Her steady hands.
Her calm voice.
Her quiet strength when mine was fading.

She wasn’t “just doing her job.”
She held my hand like she knew I needed it.
She wiped my tears without making me feel weak.
She talked me through every contraction like I wasn’t alone in that room.

And when it was finally over… when my baby was in my arms…
She smiled like she had waited for that moment too.

You don’t forget the one who helped you bring your baby into the world.
You don’t forget the one who helped you be born into motherhood.

Thank you will never be enough.
But I hope she knows, I’ll remember her forever.

©️Momming On Empty

This poem is for you , Salma di and your whole team . Thank you so much for Everything ♥️

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

08/07/2025

বাইরে বৃষ্টি। তাই কারো বৃষ্টিতে ভিজে চেম্বারে আসতে না ইচ্ছা হলে অনলাইনে দেখাতে পারেন। আমি চেম্বারে আছি। চেম্বারে বসেই অনলাইনে দেখে দিব। ভিডিও কলে দেখাতে পারবেন।প্রয়োজনে whatsapp এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।তবে চেম্বারে উপস্থিত রোগীদের আগে দেখে তারপরে অনলাইনে রোগীদেরকে দেখব।

চেম্বার নোটিশ************
07/07/2025

চেম্বার নোটিশ
************

গত তিন বছরের পরিসংখ্যানটা নেহাত  মন্দ নয়...... স্রষ্টার ইচ্ছা, আপনাদের আশীর্বাদ, আমাদের উপর আপনাদের বিশ্বাস এবং আস্থা  ...
01/07/2025

গত তিন বছরের পরিসংখ্যানটা নেহাত মন্দ নয়...... স্রষ্টার ইচ্ছা, আপনাদের আশীর্বাদ, আমাদের উপর আপনাদের বিশ্বাস এবং আস্থা আর আমাদের পরিশ্রম, সততা এবং অভিজ্ঞতা সফলতার প্রধান কারণ বলেই আমি মনে করি।
এভাবেই আপনাদের আশীর্বাদের ছায়া তলে থাকতে চাই

গত তিন বছরে আমাদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির সংখ্যা ৭১৬।
প্রতিবছরে গড়ে ২৩৮.৬৬ জন
প্রতিমাসে গড়ে ১৯.৮৮জন
প্রতি সপ্তাহে গড়ে ৪.৫৯ জন
প্রতি তিন দিনে গড়ে অন্তত ২জন মায়ের নরমাল ডেলিভারি হয় আমাদের তত্ত্বাবধানে।

উপরের পরিসংখ্যানটা সফলতার হিসাব। কিন্তু অভিজ্ঞতার হিসাব এর থেকেও অনেক বেশি। অনেক কেস ব্যর্থ হয়েছি।কোন কেস কেন ব্যর্থ হচ্ছি সেখান থেকে প্রতিনিয়ত শিখেছি এবং শিখছি ।

এখন মোটামুটি আমি পরীক্ষা করে বলে দিতে পারি ও নরমাল ডেলিভারির সম্ভাবনা কতটুকু। জরায়ুর মুখের পরিবর্তন, পেলভিসের আকৃতি, রোগীর অ্যাটিটিউড, রোগীর সাথের লোকদের অ্যাটিটিউড এগুলো দেখে মোটামুটি ৯৫% বলে দিতে পারি নরমাল ডেলিভারির ক্ষেত্রে এই প্রসূতির সফলতার সম্ভাবনার কতখানি ।

প্রথমদিকে আসলে ঝাঁপায় পড়ে সবার নরমাল ডেলিভারি চেষ্টা করতাম। প্রতিনিয়ত সফলতা আর ব্যর্থতা থেকে এখন কেস সিলেক্ট করি। প্রসূতিদের সাথে শেয়ার করি। ওদের সিদ্ধান্ত শুনি। এরপরে আমি সিদ্ধান্ত নিই কিভাবে আগাবো।

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

সচেতনতামূলক পোস্ট ... গর্ভাবস্থা এবং ডেলিভারির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত  # # # # # # # # # # # # # # # # # # # # # # #...
30/06/2025

সচেতনতামূলক পোস্ট ... গর্ভাবস্থা এবং ডেলিভারির প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

কেস ১:
******
এই গর্ভবতী মা আমার কাছে আসলো গর্ভাবস্থার একদম শেষের দিকে। ও যার তত্ত্বাবধানে ছিল তিনি জানিয়েছেন তিনি ওর সিজার করাতে চান। কারণও ছিল। ওর প্রথম বাচ্চাটা এবরশন হয়ে গিয়েছিল। দ্বিতীয় প্রেগনেন্সি রাপচার একট্পিক ছিল। এক পাশের টিউব ফেলে দেয়া হয়েছিল। তাই তৃতীয় প্রেগনেন্সিতে ঝুঁকি না নিয়ে সিজার করতে চেয়েছিলেন।
ওরা আমার কাছে এসেছিল সিজার করতেই। আমাকে দিয়ে সিজার করাবে। শেষ মুহূর্তে আমাকে পছন্দ করেছিল। হয়তোবা ওদের কোন আত্মীয় স্ট্রংলি আমাকে রেফার করেছিল।

পরীক্ষা করে দেখি ওর জরায়ুর মুখের পরিবর্তন এত মারাত্মক সুন্দর একটু চেষ্টা করলেই নরমাল ডেলিভারি হবে। আমি ওদেরকে জানিয়েছিলাম তোমরা চাইলে আমি একটু নরমাল ডেলিভারি চেষ্টা করতে চাই।
ওরা আমার সাথে একমত হল এবং ওদের বাচ্চাটা নরমাল ডেলিভারির মাধ্যমেই হয়েছিল।

কেস ২:
*******
এই গর্ভবতী মায়ের বাড়ি নোয়াখালীতে। ওর হাজব্যান্ডকে কাগজপত্র দিয়ে পাঠিয়েছে আমার কাছে নরমাল ডেলিভারি করাতে চায়।

ওর প্রথম বাচ্চা সিজার এবং দেখলাম বর্তমানে বাচ্চার ওজন বেশ অনেক। এবং ওকে আমি সরাসরি দেখতেও পারছিনা। ওকে মানা করে দিলাম আসার দরকার নেই। ওর হাজবেন্ড আমাকে ফোন করে ওর ওয়াইফ কে জানাতে বলল। না হলে হয়তো সে বিশ্বাস করবে না।আমি তাকে ফোন করেই আসতে মানা করলাম ।

চাইলেই নরমাল ডেলিভারি করাতে পারি এমন কিন্তু নয়। নিরাপদ মনে হলেই নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করি। সাথে জরায়ুর মুখের পরিবর্তন আছে কিনা সেটার উপরই বেশিরভাগ সময় নির্ভর করে সফলতা।

কেস ৩:
*******
খুবই স্মার্ট এক কাপল ঢুকলো আমার চেম্বারে। মেয়েটি বয়স ৩২। বিশ্বাসই হচ্ছে না। ২৪/২৫ এর বেশি কিছুতেই মনে হচ্ছে না ওর বয়স। বললাম তুমি কি প্রেগন্যান্ট? কারণ যারা আমার কাছে আসে বেশিরভাগ সময় প্রেগনেন্সি নিয়েই আসে। মেয়েটি কান্না করে দিল।

এবার সে ওর ইতিহাস জানালো।
কিছুদিন আগে ওর একটা বাচ্চা হয়েছে। সবকিছু ঠিক থাকায় ওরা নরমাল ডেলিভারি চেষ্টা করছিল। ৩৯ সপ্তাহে বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়।

ওরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় আপনি মৃত বাচ্চাটাকে যেকোনো ভাবেই ডেলিভারি করাতে পারেন। নরমাল বা সিজার? সবাই মিলে ডিসিশন নিয়ে সিজার করে মৃত বাচ্চাটা ডেলিভারি করায়।

এই ব্যাপারটা আমার কাছে নিদারুন কষ্টের। বাচ্চাটা মারা যাবার পরে সিজার করার সিদ্ধান্ত আমার মতে কিছুতেই ঠিক ছিল না। এতে করে ভবিষ্যত অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেল।

এই মেয়েটা যদি আমাদের তত্ত্বাবধানে থাকত ওকে অবশ্যই নরমাল ডেলিভারি করিয়ে দিতাম।

এই মেয়েটার যদি আগে সিজার থাকতো তাহলে আবার সিজারের সিদ্ধান্তটা ঠিক হতো।কিন্তু এটা যেহেতু প্রথম বাচ্চা তাই সিজারের সিদ্ধান্তটা মোটেই ঠিক হয়নি।
বাচ্চা পেটের মধ্যে মারা গেলে এবং আগে যদি সিজারের বা জরায়ুতে কোন অপারেশনের ইতিহাস না থাকে তাহলে অবশ্যই প্রথমেই সিজারের সিদ্ধান্ত নিবেন না ।

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

26/06/2025

714th 🥰 normal delivery at 6:30pm on 26/6/2025.......
Counting started from 1st july, 2022.....
Near the ending of 3 yrs of counting the number of normal delivery......

How sweet lesson.....!!!!কোন লক্ষ্য অর্জন করতে চাই অথবা সফলতা চাই। খুব ভালো কথা। শুধুমাত্র লক্ষ্য অর্জনেই যদি আমার আনন্দ...
24/06/2025

How sweet lesson.....!!!!

কোন লক্ষ্য অর্জন করতে চাই অথবা সফলতা চাই। খুব ভালো কথা। শুধুমাত্র লক্ষ্য অর্জনেই যদি আমার আনন্দকে অথবা সুখ কে সীমাবদ্ধ করে রাখি তবে যতদিনে লক্ষ্যে পৌঁছাব ততদিনে অনেক কিছুরই শেষ পয়েন্টে পৌঁছে যাব।যেগুলোও আর ফিরে আসবেনা । তাই লক্ষ্য অর্জনকে সুখের সীমানা না বানিয়ে লক্ষ্য অর্জনের প্রক্রিয়াতে আনন্দ বা সুখ খুঁজে নিলে সেটাই প্রকৃত সফলতা। 🙂

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

৭১০তম 🥰নরমাল ডেলিভারির মায়ের কাছ থেকে পাওয়া আশীর্বাদ বাণী 🙏❤️💛🤎💖💜💚 # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #...
23/06/2025

৭১০তম 🥰নরমাল ডেলিভারির মায়ের কাছ থেকে পাওয়া আশীর্বাদ বাণী 🙏❤️💛🤎💖💜💚
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

"নমস্কার ম্যাম,অন্তরের অন্তস্তল থেকে রইলো আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। প্রেগ্ন্যাসির একদম লাস্ট সময়ে মাএ ১৫ দিনের পরিচয় আপনার সাথে।এই অল্প সময়ে আমি আপনার থেকে যে ভালোবাসা কিংবা সহযোগীতা পেয়েছি যার জন্য আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।২য় প্রেগ্ন্যাসিতে প্রচন্ড ভয়ে ছিলাম বেঁচে ফিরবোতো বা আমার সন্তান টা সুস্থ ভাবে দুনিয়ায় আসবে তো। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে আমার ছেলেটা দুনিয়ায় এসেছে।আপনি এবং আপনার টিমের সদস্য গুলো যথেষ্ট আন্তরিক যাদের কথা অবর্ণনীয় বিশেষ করে আমার হসবেন্ড আপনার উপর চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছে।। অসংখ্য ধন্যবাদ সবাইকে।দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য রইলো অবিরাম ভালোবাসা।"

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

(ছবিতে মালনীছড়া চা বাগানে আমরা)

অনলাইনে যোগাযোগের মাধ্যম: # # # # # # # # # # # # # # # # # # # # #চিকিৎসা বিষয়ক কোন ব্যাপারে অনলাইনে যোগাযোগ করতে হলে ...
15/06/2025

অনলাইনে যোগাযোগের মাধ্যম:
# # # # # # # # # # # # # # # # # # # # #

চিকিৎসা বিষয়ক কোন ব্যাপারে অনলাইনে যোগাযোগ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
আগের প্রেসক্রিপশন এর ছবিগুলো দিতে হবে।
যে বিষয়গুলো জানতে চান সেগুলো টেক্সট করে পাঠাবেন।

প্রেসক্রিপশন ছাড়া এবং টেক্সট ছাড়া কেউ হোয়াটসঅ্যাপে
অডিও বা ভিডিও কল দিলে কল রিসিভ করা সম্ভব নয়।
বারবার কল দিলে হয়তো ব্লক করে দেয়া হতে পারে।

আমার সামর্থ্য খুব বেশি নয়। আমি আমার রোগীদেরকে সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা দিতে চাই।

নিজের জন্য এবং পরিবারের জন্য কিছুটা সময় দরকার।
হয়তো এসএমএস দিলে সাথে সাথে রেসপন্স করতে পারি না সব সময়।

তবে আমার রোগীরা যদি প্রেসক্রিপশন এর ছবি দিয়ে এসএমএস করে সাধারণত রেসপন্স করতে ভুল করি না।

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

চেম্বার নোটিশ : # # # # # # # # # #আজ বুধবার, ১১ই জুন ২০২৫ বিকাল ছয়টা  থেকে রাত নয়টা  পর্যন্ত চেম্বার খোলা থাকবে ।  উপস...
11/06/2025

চেম্বার নোটিশ :
# # # # # # # # # #
আজ বুধবার, ১১ই জুন ২০২৫ বিকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চেম্বার খোলা থাকবে । উপস্থিত সিরিয়াল। যে আগে আসবে সে আগে সিরিয়াল পাবে। তবে অপারেশনের রোগীদের এবং যাদের সাথে ছোট বাচ্চা আছে তাদেরকে মানবিকতার জন্য আগে সিরিয়াল দেওয়া হবে। আগে থেকে সিরিয়াল নেওয়া না থাকলে সমস্যা হবে না ।হাতে কিছুটা সময় নিয়ে আসবেন।

# #তবে যারা চেম্বারে সিরিয়ালে থেকে সময় নষ্ট করতে চান না অথবা ব্যস্ততা আছে তারা প্রয়োজনে অনলাইনে(হোয়াটসঅ্যাপে) দেখাতে পারেন।

# #অনলাইনে সিরিয়াল নেওয়ার পরবর্তী দিনে রোগী দেখা হয়। অনলাইনে দেখানোর জন্য নিচের নাম্বারে টেক্সট করে এপয়েন্টমেন্ট নিতে হবে।
# #কোন কল করার প্রয়োজন নেই।

# #অনলাইনে যোগাযোগের নাম্বার :01933452057(শুধুমাত্র এসএমএসের মাধ্যমে যোগাযোগ করুন)

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশ

চেম্বার নোটিশ : # # # # # # # # # #আজ বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত চেম্বার করবো। অনেকদিন পরে চেম্বার খোলা বিধায় চেম্ব...
10/06/2025

চেম্বার নোটিশ :
# # # # # # # # # #
আজ বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত চেম্বার করবো। অনেকদিন পরে চেম্বার খোলা বিধায় চেম্বারে কিছুটা ভিড় হতে পারে। অনুগ্রহ করে হাতে সময় নিয়ে আসবেন। উপস্থিত সিরিয়াল। যে আগে আসবে সে আগে সিরিয়াল পাবে। তবে অপারেশনের রোগীদের এবং যাদের সাথে ছোট বাচ্চা আছে তাদেরকে মানবিকতার জন্য আগে সিরিয়াল দেওয়া হবে। শুধুমাত্র আজকের জন্য হটলাইনে সিরিয়াল নেবার প্রয়োজন নাই।

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

Last enjoyment of Eid Vacation 😊:

সচেতনতামূলক পোস্ট : # # # # # # # # # # # # # #সবাই ঈদের আনন্দ উপভোগ করছো।  যারা গর্ভবতী তারা বাচ্চার নড়াচড়া খেয়াল রা...
08/06/2025

সচেতনতামূলক পোস্ট :
# # # # # # # # # # # # # #

সবাই ঈদের আনন্দ উপভোগ করছো। যারা গর্ভবতী তারা বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবে। আর খাবার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবে। কোরবানির পরের দিন প্রতিবছর বহু সংখ্যক গর্ভবতী মা পাতলা পায়খানা/ বদহজম এরকম সমস্যায় আক্রান্ত হয়। অনেকবার পায়খানা থেকে পানি শূন্যতা, শরীরের লবণের অসামঞ্জসতা ইত্যাদি তৈরি হয়। যেখান থেকে বাচ্চা দুর্বল হতে পারে। অনেক সময় অনেক মারাত্মক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না।

তাই সবাই আনন্দ উপভোগ করি সচেতনতার সাথে।

আপনাদের আশীর্বাদ প্রার্থনায়🙏🙏🙏







***************************
চেম্বার
***************************

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
রুম নম্বর ২০৮, ভবন নং - ৪
ধানমন্ডি ২, ঢাকা ১২০৫
(সিটি কলেজের উল্টাপাশে)

Address

Kalabaga

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01933452057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Chhanda Majumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Chhanda Majumder:

Share

Category