24/06/2025
শিশুকাল থেকে বিভিন্ন ধরণের হরমোনজনিত সমস্যা হতে পারে। যা পরবর্তীতে মারাত্নক স্বাস্থ্যসমস্যার মূল কারণ হয়ে থাকে। আজকাল এন্ডোক্রাইন সমস্যা অনেক বেড়ে গেছে। তাই এ বিষয়গুলোতে সচেতনতা জরুরি।
ডায়েট কাউন্সেলিং সেন্টার আয়োজন করতে যাচ্ছে এন্ডোক্রাইনের বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ক ১ দিনের সেশন।
বিষয়: Hormonal problems and solutions in the daily lives of children and adolescents
সেশন নেবেন: অধ্যাপক ডা: রবি বিশ্বাস, শিশু হরমোনরোগ বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা।
মহাসচিব, পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ।
সেশনে যা যা থাকবে: শিশু-কিশোরদের বিভিন্ন ধরণের হরমোনের সমস্যা
তাদের শারীরিক ও মানসিক বিকাশে হরমোনের ভূমিকা
হরমোনের প্রভাবে শিশু-কিশোরেরা স্থূল হলে করণীয় ইত্যাদি আরো সমসাময়িক বিষয়সমূহ
স্থান: ডায়েট কাউন্সেলিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে
তারিখ: ১১ জুলাই, ২০২৫
সময়: বিকাল ৩টা থেকে ৫:০০টা পর্যন্ত
সেশন ফি: সরাসরি ১,০০০ টাকা
অনলাইন ৫০০ টাকা
কোর্স পরিচালনা: সৈয়দা শারমিন আক্তার
প্রধান পুষ্টিবিদ, ডায়েট কাউন্সেলিং সেন্টার
নিম্নের লিংকে ক্লিক করে প্রাইমারী রেজিস্ট্রেশন করুন। সরাসরি রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রয়েছে। আসন সীমিত।
(সরাসরি অংশগ্রহণকারীদের ডাঃ রবি বিশ্বাস নিজে উপস্থিত থেকে সার্টিফিকেট প্রদান করবেন)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOcseAyvfbnU77XY-hl6eq0hIiys2ltAOQq0DMLHAgI_o_7Q/viewform?usp=header