Dhaka Leaders Forum Tiens

Dhaka Leaders Forum Tiens We are working as a Distributor of Tianshi Bangladesh Co.Ltd. The business was founded in 1992[citation needed] by Li Jinyuan. Tiens Yihai Co., Ltd.

Starting in spring 1998, it was able to establish itself on the international market. Its first business activity was the export of traditional Chinese medicinal products, Calcium tablets and instant coffee. These products were sold via direct marketing directly to consumers, reaching 16 million customers in 190 countries as of 2009, according to the company's website.[1] Most consumers were locat

ed in Russia, with some 60,000 in Germany.[2]

Through a multi-level marketing approach, Tiens supplies its products through independent agents to the final customer. As of 2009, Tiens claimed to have more than 12 million direct salespeople worldwide, including over 40,000 in Germany alone.[3]

In May 2015, the company sent 6,400 employees on a four-day tour of France. While in Nice, they set a Guinness World Record for the longest "human made phrase

Tiens-logo.png
Type
Private
Industry Pharmaceutical
Founded 1995
Founder Li Jinyuan (CEO)
Headquarters Tianjin, China
Area served
Worldwide
Products Pharmaceutical
Nutrition
Dietary supplement
Revenue Increase $77.2 million USD (2010)
Net income
Increase $27.7 million USD (2010)
Number of employees
Increase 8,000
Subsidiaries Tianjin Tianshi Biological Development Co., Ltd. Website www.tiens.com

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে ...
28/06/2025

১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশন-এর কারণ ভবিষ্যৎ। তারচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন; আনন্দে বাঁচুন!

২. ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায়- কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে? আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন!

৩. পরম সমালোচনাকারী হচ্ছে- যিনি প্রতিনিয়ত আপনাকে আর্শীবাদ করেন ‘একজন’ হয়ে উঠার জন্য...! সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু- বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন... তাঁদের কখনোই অবহেলা করবেন না! আপনি বরং বিনয়ী হোন, মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন; সবকিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে!

৪. কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই। কারণ আমি বুঝতে পারি যে, আমি সঠিক কাজটাই করছি! আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি!! মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে!!!

৫. জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়ত ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না- এটা সময়ের অপচয়! সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন, জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনিই মহাসুখী!

৬. চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়ত অনেক কিছু পারেন; তবে দরকার নেই তা বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান... যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে-ই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে!

৭. আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন- নিজেকে বদলে ফেলুন; আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে!

৮. আপনার চিন্তা-ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন- এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে; স্রেফ সময়ের অপেক্ষা।

৯. জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে copy করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই- প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা! কোথায় জন্মেছেন- সেটা আপনার নিয়তি; কোথায় পৌঁছাবেন- সেটা আপনার কর্মফল!

১০. আজকে থেকে ঠিক ৯৯৯ দিন পরে আপনার অবস্থান কোথায় হবে- সবকিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন, তার ওপর!

১১. কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না। কেননা মিথ্যা কথা সব সময়ই সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছোটে। কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময়ক্ষেপণ ও বেগ পেতে হয়!

১২. জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, ভালো করারই সময় কম। মন্দ কাজ করার সুযোগ কই? ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়!

১৩. আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসা-হাসিই না করে, তবে বুঝে নেবেন- লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে! আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে..! তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না- সেই স্বপ্ন দেখবেন না।

১৪. কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাস করেন! বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন, যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে।

১৫. মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক-এ লাইক-এর সংখ্যা দিয়ে যাচাই করা যায় না; মৃত্যুর পর উনার জানাজায় ক’জন হাজির হলেন- সেটাও দেখার বিষয়!

১৬. সুস্থ দেহ+প্রশান্ত মন = উপভোগ্য জীবন। শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস।

১৭. জ্ঞানীরা বলেন কেননা তাঁদের কাছে বলার মতো কিছু কথা আছে; আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে! কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার আগে অন্তত তাঁর সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়...!

১৮. যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে, সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্যধারণ করুন… ভবিষ্যতে আরো ভালো দিন আসবে!

১৯. প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে, সে-ই প্রকৃত সুখী। হবে না, পারবো না, আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু মজার ব্যাপার- নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে, তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে- এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে, জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতিবাচক ভাবনার টানুন ইতি, বেড়ে যাবে জীবনের গতি!

২০. মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না, সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই। মজার ব্যাপার হলো- আপনি যখনি আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন (অর্থাৎ কাগজ-কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন), মস্তিষ্ক কেবলমাত্র তখনি নতুন কিছু ভাববার সুযোগ পায়, নচেৎ আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না (ঢোকার জায়গা পায় না)। কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয়, যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে…! তাই মাথায় যত বুদ্ধি আসে, যত দ্রুত সম্ভব কাজে লাগান; হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে! অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়।

২১. পৃথিবীতে এমন কোনো কাজ নেই- যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন! যারা কোনোকালেই কিছু করবে না- তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই- থাকতে পারে না। এ পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে, সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে।

Tiens Jalal fans

গতকাল ১৯ জুন ২০২৫ইংTiens BD গুলশান অফিসে মিডলেভেল প্রশিক্ষণ ৮* ও উপরের লীডারদের জন্য বিশেষ প্রশিক্ষণে তিয়ানশি বাংলাদেশ ক...
20/06/2025

গতকাল ১৯ জুন ২০২৫ইং
Tiens BD গুলশান অফিসে মিডলেভেল প্রশিক্ষণ
৮* ও উপরের লীডারদের জন্য বিশেষ প্রশিক্ষণে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড্রি ওয়াং, সর্বোচ্চ দুজন লিডার একজন কোম্পানির ইন্টারন্যাশনাল লেকচারার ও ডিরেক্টর Mahbubur Rahman এবং অন্যজন কোম্পানির ইন্টারন্যাশনাল লেকচারার ও ডিরেক্টর Mohammad Quamruzzaman Tiens, স্টার গোল্ডেন লায়ন পিয়ার আহমেদ চৌধুরী, সাইদুর রহমান শামীম, Shimul Huda সহ আমরা লিডার বৃন্দ।

Tiens Jalal

There are leaders in politics, but there needs to be leaders for the economy, and that leader is Mahbubur Rahman (Direct...
19/06/2025

There are leaders in politics, but there needs to be leaders for the economy, and that leader is Mahbubur Rahman (Director), the leader of leaders in tiens Bangladesh. Greetings to you🫡❤️🇧🇩

Tiens Jalal

🚀 তিয়ানশি বাংলাদেশ – জুন ২০২৫ ট্রেনিং প্রোগ্রাম 🚀তি‌য়ানশি বাংলাদেশ নিয়ে এসেছে জুন ২০২৫ মাসজুড়ে বিশেষ ট্রেনিং প্রোগ্রা...
31/05/2025

🚀 তিয়ানশি বাংলাদেশ – জুন ২০২৫ ট্রেনিং প্রোগ্রাম 🚀

তি‌য়ানশি বাংলাদেশ নিয়ে এসেছে জুন ২০২৫ মাসজুড়ে বিশেষ ট্রেনিং প্রোগ্রাম! আপনার ব্যবসা এবং ব্যক্তিগত দক্ষতা বিকাশের এই দুর্দান্ত সুযোগ যেন মিস না হয়।

এখানে আপনি শিখতে পারবেন —
✅ পণ্য ও ব্যবসা পরিচালনার সফল কৌশল
✅ নতুন দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব এবং দক্ষতা উন্নয়ন
✅ সাফল্যের জন্য কার্যকরী টিপস, প্র্যাকটিক্যাল গাইডলাইন এবং অভিজ্ঞদের পরামর্শ

📅 নিজের এলাকার ট্রেনিং সময়সূচি অনুযায়ী প্রস্তুত থাকুন এবং খুলে দিন নতুন সাফল্যের দুয়ার!

📞 বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন: 01677261714

🎯 তিয়ানশি বাংলাদেশ — আপনার সাফল্যের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার।

#জুন২০২৫ #টিয়েন্স_বাংলাদেশ 🚀

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এ...
31/05/2025

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
28/05/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

প্রিয় ভাই ও বোনেরা, কাজের পাশাপাশি মোবাইল ব্যবহারের মাধ্যমে, অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু করতে চান, তারা যোগাযোগ করতে পা...
11/05/2025

প্রিয় ভাই ও বোনেরা, কাজের পাশাপাশি মোবাইল ব্যবহারের মাধ্যমে, অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু করতে চান, তারা যোগাযোগ করতে পারেন...

Tiens এই Network Marketing এতো জনপ্রিয় হওয়ার পিছনের কারণগুলো হলোঃ

(১) কোন বিনিয়োগের প্রয়োজন নেই।
(২) কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
(৩) কোন ঝুঁকি নেই।
(৪) বিশ্বের ১৯০+ টি দেশে বিজনেস করার সুযোগ।
(৫) আনলিমিটেড ইনকামের সুযোগ।
(৬) দেশ,বিদেশে ভ্রমণ করার সুযোগ।
(৭) দ্রুত অবসর গ্রহণের সুযোগ।
(৮) প্রচুর সম্মান।
(৯) সমাজ সেবা করার সুযোগ।
(১০) মৃত্যুর পরেও ফ্যামেলির জন্য ইনকামের ব্যবস্হা রেখে যাওয়ার সুযোগ।

বিশ্বের যে কোন দেশ থেকে Tiens বিজনেস শুরু করতে চাইলে ইনবক্স করুন👉📩

অথবা হোয়াটসঅ্যাপ করুন +8801677261714

https://www.facebook.com/tiensjalal

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং...
08/04/2025

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।

১৪. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৫. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

🎉 টিয়েন্স নিয়ে এলো এপ্রিল ২০২৫ এবং পহেলা বৈশাখ উপলক্ষে দুর্দান্ত উপহার অফার! 🎉🛍 পুরো এপ্রিল ২০২৫ (টিয়েন্স ফিসকাল মাস) জু...
06/04/2025

🎉 টিয়েন্স নিয়ে এলো এপ্রিল ২০২৫ এবং পহেলা বৈশাখ উপলক্ষে দুর্দান্ত উপহার অফার! 🎉
🛍 পুরো এপ্রিল ২০২৫ (টিয়েন্স ফিসকাল মাস) জুড়ে থাকছে স্পেশাল প্রোমোশন!
🔥 অফারের শর্তাবলি: 🔥
নিম্নোক্ত যেকোনো একটি প্যাকেজ কিনলেই পাবেন চমৎকার ফ্রি গিফট –
🔹 এয়ারিজ স্যানিটারি ন্যাপকিন (১ পিস ডে ইউজ + ১ পিস নাইট ইউজ)
অথবা
🔹 ২টি স্পা কেয়ার সালফার হ্যান্ডমেইড সাবান
অথবা
🔹 ১ পিস টিয়েন্স সুপার ক্যালসিয়াম উইথ লেসিথিন
অথবা
🔹 ৩টি ওরেকেয়ার চাইনিজ হারবাল টুথপেস্ট (ব্রাশ ছাড়া)
🎁 ফ্রি উপহার: ১টি ওরেকেয়ার চাইনিজ হারবাল টুথপেস্ট (ব্রাশসহ)
📌 স্টক সীমিত – আগে আসলে আগে পাবেন
📌 ফ্রি প্রোডাক্টে PV/BV প্রযোজ্য নয়
📌 ফ্রি প্রোডাক্ট নন-রিটার্নেবল

📞 বিস্তারিত জানতে কল করুন: 01677-261714

ইনশাআল্লাহ্🌟 সাফল্যের নতুন দিগন্ত—স্বপ্ন হবে বাস্তব! 🚀✨🌏 টিয়েন্স চায়না ট্যুর প্রোমোশন  এপ্রিল-জুন ২০২৫ 🌏তিয়ানশি বাংলাদ...
04/04/2025

ইনশাআল্লাহ্

🌟 সাফল্যের নতুন দিগন্ত—স্বপ্ন হবে বাস্তব! 🚀✨

🌏 টিয়েন্স চায়না ট্যুর প্রোমোশন এপ্রিল-জুন ২০২৫ 🌏

তিয়ানশি বাংলাদেশ নিয়ে এলো দারুণ এক সুবর্ণ সুযোগ! আপনার কঠোর পরিশ্রম এবার নিয়ে যাবে চীনের অসাধারণ অভিজ্ঞতায়! 🇨🇳✈ এপ্রিল-জুন ২০২৫ সময়কালে নির্ধারিত লক্ষ্য অর্জন করুন এবং ১,২০০ ডলার সমমূল্যের চায়না ট্রিপ পুরস্কার জিতুন! 🎉

✅ নতুন জয়েনার থেকে সিলভার লায়ন এবং তার নিচের র‍্যাংকের ডিস্ট্রিবিউটরদের জন্য ১,২০০ ডলার সমমূল্যের চায়না ট্রিপ পুরস্কার

✅ সেরা পারফর্মারদের জন্য ৫০০ ডলার ল্যান্ড প্যাকেজ

📞 কাস্টমার কেয়ার: 01677-261714

ঈদ মোবারক
31/03/2025

ঈদ মোবারক

Today Tiens Dhanmondi office with beloved leaders in weekly meeting.    Tiens Jalal
15/02/2025

Today Tiens Dhanmondi office with beloved leaders in weekly meeting.

Tiens Jalal

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Leaders Forum Tiens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Leaders Forum Tiens:

Share