Hasibul Azim Akash

Hasibul Azim Akash Psychologist

19/07/2025

মানসিক সমস্যা মানে কি পাগল ?
প্রশ্নঃ আসসালামু আলাইকুম
আমি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগেছি। এখন তীব্রতা কম কিন্তু মেডিসিন নিতে হয়।মা ছাড়া কেউ জানতো না।আর দুইজন বান্ধবী জানতো যারা মুলত আমাকে চিকিৎসা নিতে বলে।এই ভেবে আমি বলিনি যে কেউ ভাববে পাগল কেউ ভাববে নেকামো। আবার কেউ পিছনে সমালোচনা করবে যেটা আমি চাই নি। মাকে বলেছিলাম যেহেতু আমাকে চিকিৎসার জন্য বের হতে হতো।কিছুদিন আগে আমাদের বাসায় একটা ঝামেলা হয় আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে খুব রাগের মাথায় আমার মানসিক সমস্যার কথা বলে ফেলি।যে ভয়ে আমি বাসার কাউকে বলিনি তাই হলো। আমার খুব কাছের একজন বললো আমি নাটক করছি।তার ভাষ্যমতে সেও পড়াশুনা করেছে তাকে যেন এসব সমস্যা না বোঝাই।এর আগেও আমার প্যানিক অ্যাটাকের মধ্যে এই ধরনের কমেন্ট করেছিল।খুব খারাপ লাগত কিন্তু তাও নিজেকে বোঝাতাম যে সে তো আর আমার এই সমস্যার কথা জানে না।কিন্তু সেদিনেরটা কেন যেন মাথা থেকে বেরই করতে পারছিনা এই ভেবে যে আমিতো বলেছিলাম আমার সমস্যার কথা ।আমি ২ বছর ধরে চিকিৎসা নিচ্ছি।সিভিয়ার ডিপ্রেশন আর এক্সট্রিম সিভিয়ার এনজাইটি ডায়াগনোসিস হয়েছিল।ওসিডি এর কথাও বললাম তাও কেমন করে পারলো আমাকে এটা বলতে? প্রথমে খুব কেঁদেছি।কিন্তু কিছুক্ষন পরই খুব হাসলাম। কষ্টটা আর কারো সামনে প্রকাশ করতে ইচ্ছা করছিল না কিন্তু আমার চোখ আমার কথা শোনেনি।বাধ না মেনে পানি ঝরেই যাচ্ছিল।

আমি এখন জানতে চাচ্ছি পরবর্তীতে আমার এই বিষয় গুলো পরিবারের সাথে কিভাবে হ্যানডেল করা উচিত?
আমি কি আগের মতই কারো সাথে কিছু শেয়ার করা বন্ধ করে দিব? আমার এমনিতেও করো সাথে কিছু বলতে ইচ্ছা হয় না।এখন বাসার লোকের সাথেও আর ইচ্ছা করে না।

আপনি শুনেছি অনেকের প্রশ্নের উত্তর দেন । যদি আপনার সময় হয় তাহলে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো । আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুক।

Ask Me Your Question 👇
Inbox me / WhatsApp me / Fill up google form

18/07/2025

ক্রাশ খাওয়া ভাল কিন্তু বাশ খাওয়া মোটেই ভাল না।

16/07/2025

You can't connect the dots looking forward; you can only connect them looking backwards.
So you have to trust that the dots will somehow connect in your future.

15/07/2025

এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে !

13/07/2025

কেউ টাকার জন্য ঘাম ঝরাচ্ছে,
আর কেউ টাকা দিয়ে ঘাম ঝরাচ্ছে।

12/07/2025

রাগ কন্ট্রোলঃকীভাবে মনের শান্তি ফিরিয়ে আনবেন?

প্রশ্নঃ আসসালামুয়ালাইকুম ভাইয়া
আমার আপন কাকাতো ভাইয়ের সাথে আমার relation ছিলো যখন আমি class 10 এ পড়ি । Relation টা 6 month ছিলো , break up হয়েছিল আমার বাসায় জেনে গিয়েছিল তাই । কিন্তু আমাদের normal regular কথা হতো । তার উপর আমার অন্য রকম মায়া কাজ করত । আমি এখন অনার্স 4th year এ পড়ছি । বাসায় কখনও মেনে নিবে না আর আমার job করার ইচ্ছা আছে তাই সে আমাকে জানায় আমার সাথে তার কোনও future নেই এবং সে বিয়ে করে নেয় । বিয়ের যখন কথা হচ্ছিল তখন আমি তাকে request করেছিলাম যে আমার কিছু সময় দরকার আমি বাসায় রাজি করাবই । কিন্তু সে আমাকে বলল তার বাসা থেকে অনেক pressure দেয়া হচ্ছে এবং আমাকে না জানায় মেয়ে দেখতে যাওয়ার কথা বলে
বিয়ে করে ফেলে ।
এখনো আমি তাকে ভুলতে পারিনা আমার খুব খারাপ লাগে। আমি কোন রিলেশনশিপে যেতে পারি নাই তার কথা ভেবে ।
এখন আমি প্রত্যেকের সাথে অনেক খারাপ আচরণ করি এবং অনেক রাগ বেড়ে গেছে আমি তর্ক করি , আমি এমনিতে খুবই চুপচাপ ছিলাম ।
আমি বুঝতে পারি আমার এগুলো করা ঠিক না রাগারাগি করা বা তাকে ভুলে যাওয়াটাই শ্রেয় কিন্তু আমি ঠিক কি করবো কিছুই বুঝতে পারছি না।
আমার দাদু বাড়ি join ফ্যামিলি হওয়ায় আমি প্রতিবার দাদু বাড়িতে গেলেই তার সাথে এবং তার ওয়াইফের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে এবং আমি অনেক বেশি আরো কষ্ট পাচ্ছি ।
আমি এখন কিভাবে আগের অবস্থায় ফিরে যেতে পারি এবং তাকে ভুলতে পারি যদি একটু জানাতেন।
Thank you.

Ask Me Your Question 👇
Inbox me / WhatsApp me / Fill up google form

11/07/2025

শৈশবই জীবনের সেরা সময়। ভাবনাহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

08/07/2025

বিবাহিত হলে ভিডিওটা দেখবেন !

08/07/2025

পথের কুকুর বিড়াল নিয়ে কাজ করে এমন কোন প্রতিষ্ঠান অথবা NGO আপনার জানা থাকলে আমাকে কষ্ট করে জানাবেন।
ধন্যবাদ।

06/07/2025

বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই।
দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

05/07/2025

দুই বছরের প্রেম, এক ঝগড়া, আর সবকিছু শেষ !
প্রশ্নঃ আমার প্রেমিকার সাথে আমার ২ বছরের সম্পর্ক, আমার প্রেমিকা অনেক জেদি মেয়ে, কারণে অকারণে রাগারাগি ঝগড়া করতো । সে যা করতো সব ঠিক মনে করতো নিজের ভুল স্বীকার করতো না, আমি কিছু বললে সে বলতো আমি এমনি নিজেকে পরিবর্তন করতে পারবোনা, আমাকে তুই করে বলতো অল্প রাগ উঠলেই, আমাকে সম্মান করতোনা, আমাকে সবসময় তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতো,তার ভুলের জন্য বা তার কথার বাইরে কিছু করলে বা তার কথা না শুনলে মাঝে মাঝে হাত পা কাটাকাটি করতো তার রাগ উঠলে, এইসবের জন্য আমি মাঝে মাঝে যোগাযোগ অফ রাখতাম ২/৩ দিন আবার ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করতাম, তার সাথে আমার অনেকবার সেক্স হয়েছে, কিন্তু এইবার ঝগড়ার পরে সে আমাকে ৭দিন সব জায়গা থেকে ব্লক দিয়ে দিছে, আমি ৭দিন পরে অনেক চেষ্টা করে তার সাথে যোগাযোগ করে সম্পর্ক আবার ঠিক করার চেষ্টা করেছি কিন্তু সে আর সম্পর্ক ঠিক করেতে চায় না, আমাকে ভুলে যেতে বলে তাকে, আমাকে অন্য মেয়েকে বিয়ে করে ফেলতে বলে, সে বলে আমার জন্য তার মনে আর কোনো ভালোবাসা অনুভব হয়না, আমার জন্য আর কোনো মনের টান অনুভব হয়না, আমি অনেক কান্নাকাটি করেছি, অনেক জোরাজুরি করেছি আমার কাছে ফিরে আসার জন্য কিন্তু সে আর আমাকে চায় না, সে তার ভবিষ্যৎ নিয়ে মনোযোগী হতে চায়,২ মাস পরে তার HSC পরীক্ষা, আমাকে কোনো আাশা রাখতে নিষেধ করেছে, সে তার পরিবারেকে অনেক ভালোবাসে, তাই পরিবারের পছন্দ অন্য ছেলেকে বিয়ে করবে, আমাকে বলে সে যদি বিয়ে করে জীবনে সুখী হতে না পারে আর আমার প্রতি টান অনুভব করে তাহলে আমার কাছে আবার ফিরে আসবে ? সে কিভাবে আমার জীবনে পুনরায় ফিরে আসতে পারে ?

Ask Me Your Question 👇
Inbox me / WhatsApp me / Fill up google form

I'm so fortunate to attend 1st Islamic Psychology conference in Bangladesh and Meet with Prof Dr. G. Hussein Rasool.He i...
03/07/2025

I'm so fortunate to attend 1st Islamic Psychology conference in Bangladesh and Meet with Prof Dr. G. Hussein Rasool.
He is so nice and knowledgeable person like his height

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Hasibul Azim Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hasibul Azim Akash:

Share

Category