24/06/2025
বিশ্বাস থেকে শুরু, ভালোবাসায় পূর্ণতা 💞
ফারহানা আক্তার ছিলেন এক ডিভোর্সি, আগের সম্পর্কের অভিজ্ঞতা থেকে নতুন কাউকে বিশ্বাস করাই ছিল কঠিন। পরিবার বুঝতো, তবে সমাজের কথা শুনে সিদ্ধান্ত নিতে ভয় পেতেন।
🕊️ একদিন গোপনে রেজিস্ট্রেশন করেন Kobuul.com-এ।
অন্যদিকে, তানভীর আহমেদ, একজন সরকারি চাকরিজীবী, পরিবারের ইচ্ছায় খুঁজছিলেন একজন পরিণত, আত্মনির্ভর ও শিক্ষিত জীবনসঙ্গী।
দুজনের পরিচয় হয় Kobuul-এর মাধ্যমে —
📞 প্রথমে কথোপকথন, এরপর পারিবারিক আলোচনা
🤝 তারপর সম্মানজনকভাবে আকদ
আজ তারা সুখী, সমৃদ্ধ এবং সম্মানজনক এক দাম্পত্য জীবন উপভোগ করছেন।
✨ Kobuul.com বিশ্বাস করে — দ্বিতীয় সুযোগ মানেই শেষ নয়, বরং সুন্দর শুরু।
আপনার জীবনেও এমন পরিবর্তন আসতে পারে — শুধু এক ধাপ এগিয়ে যান।
👉 রেজিস্ট্রেশন করুন আজই: www.kobuul.com
🔒 গোপনীয়তা ও বিশ্বাসের নিশ্চয়তা
#সফলতার_গল্প #বিয়ে_হোক_বিশ্বাসের