13/06/2022
নিয়মিত পড়ালেখা ও গবেষণার পাশাপাশি সোস্যাল মিডিয়াতে সময় দেওয়া খুব কঠিন হয়ে যায়। দীর্ঘদিন থেকে হারিকেন দিয়ে ভালো দু-তিনজন তরুণ গবেষক খুঁজছি কিন্তু পাচ্ছি না! যদিও আজকাল প্রচুর গবেষণা প্রবন্ধ পয়দা করা প্রেডেটরি গবেষক হয়েছে শুনছি। সেইস্ট-এর নিজস্ব প্রয়োজনে এবং সত্যিকার কিছু তরুণ গবেষকের অনুরোধে পরিসংখ্যান ও স্ট্যাটা বিষয়ে ভালো কোর্স ডিজাইন করেছি। আমার অনেক শিক্ষার্থী যারা আমার কাছ থেকে সরাসরি স্ট্যাটা শেখার সুযোগ পাননি তারাও তাগাদা দিয়েছিলেন। সামারে ক্লাসের চাপ কম থাকায় সপ্তাহে একদিন পরিসংখ্যান ও ডাটা এনালাইসিস শেখানোর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন পর ফিরছি। সর্বোচ্চ ২০ জনকে একসাথে প্রশিক্ষণ দিতে চাই। সেইস্টও আবার নতুন উদ্যোমে ফিরছে। ডাটা এনালাইসিস-এর দুটি কোর্স, একাডেমিক রাইটিং-এর ১টি, গবেষণা পদ্ধতি-১টি নিয়ে বছর ব্যাপী তরুণ গবেষকদের দক্ষ করার প্রকল্পটি আবার শুরু করছি। এক বছর হাতে কলমে শিখে একটি ভালো মানের গবেষণা প্রবন্ধ তৈরি করতে সক্ষম করার পরিকল্পনা। ভালো গবেষকদের সেইস্ট-এ সম্মানজনক পারিশ্রমিকে নিয়োগ দেওয়া হবে। আমাদের এ প্রকল্পে দেশ-বিদেশের সনামধন্য গবেষক ও অধ্যাপকরা সহযোগিতা করবেন এবং প্রশিক্ষিতরা
উনাদের সরাসরি সুপারভিশনে গবেষণা করার সুযোগ পাবেন। বিঃদ্রঃ যারা গবেষণাকে ওয়ান নাইট স্ট্যান্ড মনে করে গুগল সার্ভে করে নামে মাত্র গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে আগ্রহী , আপনারা দয়া করে এই পোস্টটি এরিয়ে যাবেন। শুধুমাত্র যারা গবেষণা শিখতে চান ও প্রফেশন হিসেবে নিতে চান তাঁদেরকে জয়েন করার অনুরোধ করছি। আগ্রহীরা দেরি না করে আজই আপনার নিবন্ধন নিশ্চিত করে ফেলুনঃ https://lnkd.in/dCX5uycY নিবন্ধনের শেষ তারিখঃ ১৭ জুন ২০২২। শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ওয়েভারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতেঃ +880 1793-593339
DATA ANALYSIS I=Basic Analysis to Multivariable Modeling
DATA ANALYSIS II=Advanced Statistical Modeling with Trend Analysis, Interaction/Effect Measure Modification, Non-Linear Statistical Modeling