Dr Mehedi Hasan Roni

Dr Mehedi Hasan Roni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Mehedi Hasan Roni, Doctor, নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নতুন হাসপাতাল রোড, Kalapara.

এমবিবিএস,বিসিএস
এফসিপিএস( শিশু) শেষ পর্ব
সিসিডি(বারডেম),ডিএমইউ( আল্ট্রা)
MRCPCH(ইংল্যান্ড) Part 1, DCH(ইংল্যান্ড)Clinical
মেম্বার অব আমেরিকান পেডিয়াট্রিক একাডেমী
এমডি( শিশু নিউরোলজি) রেসিডেন্ট
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,শাহবাগ,ঢাকা।

প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখছি নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার,কলাপাড়া। তেসিরিয়ালঃ ০১৭৫৫-১১২...
01/05/2025

প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখছি নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার,কলাপাড়া। তে
সিরিয়ালঃ ০১৭৫৫-১১২৮২৮

স্যার প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন
05/04/2025

স্যার প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন

প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন
04/03/2025

প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন

✅আজকের টপিকস-Human metapneumovirus✅এটা একটা ভাইরাসজনিত রোগ, সাধারণত শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়,ছয় মাস বয়স থ...
13/01/2025

✅আজকের টপিকস-Human metapneumovirus
✅এটা একটা ভাইরাসজনিত রোগ, সাধারণত শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়,ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা বেশি আক্রান্ত হন
✅উপসর্গ
,💐জ্বর
⭐সর্দি
⭐কাশি
⭐ক্ষুধামন্দা
⭐মাথাব্যথা,
⭐শ্বাসকষ্ট
⭐গলা ব্যথা
⭐দুর্বল হয়ে যাওয়া অন্যান্য ভাইরাসের তুলনায় এ ভাইরাসে আক্রমণ হলে আক্রান্ত রোগীরা বেশি দুর্বল হয়ে যায়
✅এর কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই এ ভাইরাস প্রতিরোধে পার্সোনাল হাইজিন যেমন সাবান পানি দিয়ে হাত ধোঁয়া মাস্ক ব্যবহার করা আক্রান্তদের ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।

12/01/2025

শিশুদের খিঁচুনি বা সিজার (seizure) মূলত মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে। কিছু সাধারণ কারণ হলো:

১. জ্বরজনিত খিঁচুনি (Febrile Seizure)
শিশুদের মধ্যে জ্বরের সময় খিঁচুনির ঘটনা খুব সাধারণ।
সাধারণত ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।
২. ইনফেকশন বা সংক্রমণ
মেনিনজাইটিস (Meningitis) বা এনসেফালাইটিস (Encephalitis)-এর মতো সংক্রমণ।
মস্তিষ্কের সংক্রমণ খিঁচুনির কারণ হতে পারে।
৩. মস্তিষ্কের আঘাত বা ইনজুরি
মাথায় আঘাত পেলে খিঁচুনি হতে পারে।
৪. জন্মগত সমস্যা বা বিকাশজনিত ত্রুটি
জন্মের সময় অক্সিজেনের ঘাটতি বা জেনেটিক সমস্যা।
সেরিব্রাল পলসি (Cerebral Palsy)।
৫. ইলেক্ট্রোলাইট বা রক্তের রাসায়নিক ভারসাম্যের সমস্যা
শরীরে সোডিয়াম, ক্যালসিয়াম বা গ্লুকোজের অভাব।
৬. মৃগী রোগ (Epilepsy)
যদি খিঁচুনি বারবার হয় এবং এর নির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়া যায়, তবে এটি মৃগী হতে পারে।
৭. বিষাক্ত পদার্থ বা ওষুধের প্রতিক্রিয়া
শিশুর শরীরে টক্সিন প্রবেশ করলে।
ভিটামিন ডি-এর অতিরিক্ত ডোজ।
লক্ষণ:
দেহ শক্ত হয়ে যাওয়া।
হাত-পা ঝাঁকানো।
জ্ঞান হারানো।
চোখ পিটপিট করা বা এক জায়গায় স্থির থাকা।
করণীয়:
শিশুকে সুরক্ষিত রাখুন:
তাকে সমতল স্থানে রাখুন এবং নিশ্চিত করুন যে সে পড়ে গিয়ে আঘাত না পায়।
জিহ্বা কামড়ানোর ঝুঁকি এড়ান:
মুখে কিছু ঢোকাবেন না।
ডাক্তার দেখান:
দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
বিশেষ করে যদি খিঁচুনি ৫ মিনিটের বেশি স্থায়ী হয়।
জ্বর থাকলে:
শরীর ঠান্ডা রাখার চেষ্টা করুন।
ডাক্তারের পরামর্শ:
যদি খিঁচুনির কারণ অজানা হয় বা এটি বারবার হয়, তখন শিশু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

ডাঃ মোঃ মেহেদী হাসান রনি স্যার এম.ডি.( শিশু নিউরোলজি ও শিশু বিকাশ) বিষয়ে Bangabandhu Sheikh Mujib Medical University-BSM...
13/11/2024

ডাঃ মোঃ মেহেদী হাসান রনি স্যার এম.ডি.( শিশু নিউরোলজি ও শিশু বিকাশ) বিষয়ে Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU তে চান্স পেয়েছেন।

স্যারকে অভিনন্দন 💓💓💓

Address

নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নতুন হাসপাতাল রোড
Kalapara
8650

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mehedi Hasan Roni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category