
27/12/2024
ইমার্জেন্সী মেডিকেল মেডিসিন পয়েন্ট
এখানে অল্প খরচে সকল ধরনের সেবা, আপনাদের সেবায় সব সময়
আমাদের সেবা সমূহ:-
যে কোন ধরনের রোগীর *কাটা সিটা সেলাই*ষ্টোক রোগীদের খাবারের নল*প্রসাবের নল*নাক,কান ফোড়ানা*বাচ্চাদের নাকে,কানে,পুতি বা পাথর,বিচি আটকে গেলে*মোসলমানি* অক্সিজেন* বাচ্চা ও বড়দের গলায় কফ আটকে গেলে সাকশন দেওয়া হয়* *ন্যাবুলাইজার বা গ্যাস দেওয়া*যে কোন ধরনের অপারেশনের ড্রিসিং করা।যে কোন ধরনের চিকিৎসার পরার্মশ দেওয়া হয় এবং ডেলিভারি,সিজার,এপেডিসাইটিস,জরায়ু, পাইল্স,বেস্ট টিউমার, গলব্লাডার,অপরেশনের পরার্মশ দেওয়া হয়।
বাসায় গিয়ে স্যালাইন পুশিন,বাচ্চাদের ও বড়দের ক্যানুলা করা হয়।
যোগাযোগ:01716766360