কলারোয়া বাজারের Chemist and Druggist সমিতির সদস্য বৃন্দু সৌজন্য সাক্ষাতে যান দমদম বাজারে সোনা বাড়িয়া বাজারে বুশতলা বাজারে গয়রা বাজারে কাজিরহাট বাজারে Chemist দের সঙ্গে সাক্ষাৎ করেন
06/02/2025
হাজি সম্মেলন ২০২৫ আগামি ২২|২|২৫ শনিবার লেকভিউ সাতক্ষীরাতে অনুষঠিত হবে।সম্মেল বাস্তবায়ন করার লক্ষে হাজি কল্যান সংস্থা কলারোয়া উপজেলা কমিটির সঙ্গে মত বিনিময় করাহয়। উপস্থিত সকলে সম্মেলনে অংশ গ্রহন এবং বাস্তবায়েন পূর্ন সহযোগিতা করার কথা বলেন।প্রঃ আবুনছর সাহেব সভাপতি মাষ্টার উইনুছ আলী সহ সভাপতি এবং কাজী সামসুর রহমানকে সাধারন সম্পাদক করে কলালোয় উপজেলা হাজী কল্যান সংস্থার কমিটি সর্বসম্মতি ক্রমে গঠিত হয় পূর্নকমিটি তাহার আলোচনা করে পরে গঠন করবে।জেলা কমিটির সভাপতি মোঃ দ্বীন আলী সম্মেলন বাস্তবায়ব কমিটির আহবাক প্রঃ লিয়াকত পারভেজ এবং ক্যশিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।পরবত্তিতে ঝাউডাঙ্গা ইউনিটের সভাপতি প্রঃ আঃ রহিম সাহেবের সঙ্গে সম্মেল বিসয় আলচনা এবং অংশ গ্রহন করার আমান্ত্রন জানান হয়।
06/02/2025
06/02/2025
কলারোয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে ড্রাগ সুপার মহোদয় কে ফুলের শুভেচ্ছা
07/07/2024
বিসিডিএস কেন্দ্র কমিটি সাতক্ষীরা জেলা কমিটি আলহাজ্ব দিন আলী সাহেবকে সভাপতি করে পুণ্য কমিটি দেওয়ায় আন্তরিক অভিনন্দন উক্ত কমিটিতে আমাকে কাজ্য নির্বাহী সদস্য করায় কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল আমিন
Be the first to know and let us send you an email when Rasel Pharmacy Online_Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.