Keep fit

Keep fit Regular exercise will help to all to keep fit one's body and mind.

10/09/2025

আমরা সবাই আত্মবিশ্বাসের অভাবে ভুগছি। ...

06/09/2025

❤️❤️❤️🪴হোমিওপ্যাথির ইচ্ছা/অনিচ্ছা নিয়ে কিছু কথাঃ-
⏭️ ইচ্ছা___
১. মাংস খাওয়ার প্রবল ইচ্ছা- ম্যাগ কার্ব, মার্ক সল, নেট্রাম মিউর, টিউবার, কার্ব ভেজ।
২. মাছ খাওয়ার প্রবল ইচ্ছা- কার্বভেজ।
৩. মদ খাওয়ার প্রবল ইচ্ছা- নাক্স ভোম, সালফার, মেডো, সিফিলিনাম, আর্সেনিক,ওপিয়াম, পালস, ল্যাকেসিস, ফসফরাস, টিউবার।
৪. মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা- আর্জেন্টাম, সিনা, চায়না, মেডোরিনাম, সালফার, লাইকো।
৫. লবন খাওয়ার প্রবল ইচ্ছা- নেট্রাম মিউর, এলো, আর্জেন্ট নাইট, ক্যাল ফস, থুজা, কোনিয়ম, স্যানিকিউলা, ভিরেন্ট্রাম এলবাম, টিউবার।
৬. রসাল ফল খাওয়ার ইচ্ছা- আর্সেনিক, ক্যাল কার্ব, এসিড ফ্লোর, কষ্টিকাম, এসিড ফস, টিউবার, মেডো।
৭. দোল খাওয়ার প্রবল ইচ্ছা- সিনা, ক্যামোমিলা।
৮. আপেল খাওয়ার প্রবল ইচ্ছা- এন্টিম টার্ট।
৯. সর্বদা ঘুরে বেড়ানোর ইচ্ছা- টিউবার, আয়োডিন, ক্যাল ফস।
১০.টক জাতীয় বস্তু খাওয়ার ইচ্ছা- এন্টিম ক্রুড, আর্সেনিক, ল্যাকেসিস, মেডো, নেট্রাম মিউর, ফসফরাস, হিপার, থুজা, সিপিয়া, পালস।
১১. দুধ খাওয়ার প্রবল ইচ্ছা- আর্সেনিক, অরম মেট, ল্যাক ক্যান, মার্কসল, রাসটক্স, টিউবার, নেট্রাম।
১২. উপুর হয়ে শুতে ইচ্ছা- মেডোরিনাম, সিনা।
১৩. চিৎ হয়ে শুতে ইচ্ছা- রাসটক্স, নেট্রাম মিউর, পালস, ক্যাল কার্ব।
১৪. বেদনার পাশে কাঁথ হয়ে শুতে ইচ্ছা- ব্রায়োনিয়া,পালস, ক্যাল কার্ব, ক্যালি কার্ব।
১৫. প্রবল ডিম খাওয়ার ইচ্ছা- ক্যাল কার্ব।
১৬. জল খাওয়ার প্রবল ইচ্ছা- আর্সেনিক, ল্যাক ক্যান, এসিড ফ্লোর।
১৭. পেঁয়াজ খাওয়ার প্রবল ইচ্ছা- থুজা।
১৮. ডান পাশে কাঁথ হয়ে শোয়ার ইচ্ছা- ফসফরাস, লাইকো
১৯. বাম পাশে কাঁথ হয়ে শোয়ার ইচ্ছা- মার্ক সল, ক্যালি মিউর, ক্যাল কার্ব, এলুমিনা।
২০. পাখার বাতাসের প্রবল ইচ্ছা- কার্ব ভেজ, ফসফরাস, মেডো।

⏭️ অনিচ্ছা__
১. মাংস খেতে সম্পূর্ন অনিচ্ছা- ক্যালি কার্ব, গ্রাফাইটিস, পালস, সিপিয়া, প্রেট্রোলিয়াম, সালফার, নাক্স, চায়না।
২. মাছ খাওয়ার অনিচ্ছা- নেট্রাম মিউর, ফসফরাস।
৩. মিষ্টি খেতে অনিচ্ছা- কার্বভেজ, গ্রাফাইটিস, সেলিনিয়াম, সাইলিশিয়া।
৪. লবন খেতে অনিচ্ছা- আর্সেনিক, নেট্রাম সালফ, চায়না।
৫. দোল খাইতে ভয় বা সম্পূর্ন অনিচ্ছা- বোরাক্স।
৬. আটা, ময়দা, ভাত, খাদ্যদ্রব্য খেতে অনিচ্ছা- নেট্রাম কার্ব।
৭. একেবারে বেড়ানোর অনিচ্ছা - ব্রায়োনিয়া, জেলস।
৮. টক জাতীয় দ্রব্য খাওয়ার অনিচ্ছা- সালফার, নাক্স ভোম।
৯. দুধ খাওয়ার চরম অনিচ্ছা- ক্যাল কার্ব, সিনা, নেট্রাম সালফ, ম্যাগ কার্ব, ফসফরাস, পালস, সিপিয়া।
১০. উপুড় হয়ে শুইতে অনিচ্ছা- রাসটক্ম, নেট্রাম মিউর, পালস।
১১. চিৎ হয়ে শুতে অনিচ্ছা- মেডোরিনাম, সিনা।
১২. বেদনা পাশে চেপে শুতে অনিচ্ছা- ফসফরাস।
১৩. ডিম খাওয়া অনিচ্ছা- ফেরাম মেট, সালফার, কলচিকাম।

16/08/2025

হোমিওপ্যাথি বন্ধু দেরজন্য❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️বৃষ্টি তে ভিজে সর্দিকাশি হলে - রাসটক্স।না ভিজেও বাদলা দিনে সর্দিকাশি রোগ হলে - ডালকামরা বিবেচনা করবেন।

🌍চক্ষুপল্লবে ঘুসির আঘাতে - লিডাম। ফাইসিসটিগমা ও বিবেচ্য।
🌐আঙুল হাড়ায়- মাইরিষ্টিকা। Q বাহ্য প্রয়োগ।

🪵শুষ্ক গ্যাংগ্রিনে- সিকেলি কর।
🔦বৃদ্ধদের গ্যাংগ্রিনে( পায়ের) কার্বভেজ।

🏞️ডাঃ ক্লার্ক বলেছেন, ঠোঁটের ক্যানসার রোগীকে এন্টিম মিউর দিলে চমৎকার ফল মিলবে।

🪨শিশুর তোতলামিতে- বোভিষ্টা।অনেক সময় - স্ট্রামোনিয়াম।

🏔️ডিম খাওয়ার পর জলবৎ পায়খানা হলে -চিনিনাম আর্স খুব ভাল।
🏰দন্তের ফিস্টুলা রোগে- অ্যাসিড ফ্লোর। হেকলা লাভাও ভালো ওষুধ।
🏝️শুধুমাত্র খাবার সময় দন্তবেদনা হলে -কেলি কার্ব।

🏟️ভারি জিনিস তুলতে গিয়ে পেশীতে টান লাগলে রাস টক্স অগ্রে ব্যবহার করুন।

❤️সমস্ত রোগই ঝড় বা ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ায় বাড়লে- রডোডেনড্রন অব্যর্থ।

🏖️রোগীর সবকিছু কেটে ফেলা বা ছিঁড়ে ফেলার প্রবৃত্তি। সে কাপড় কেটে ফেলে কিংবা ছিঁড়ে দেয়। রোগীর এই চমৎকার মানসিক লক্ষণটি আছে ভেরেট্রাম অ্যালবাতে।

🌋হেফিভার আর্সেনিক অ্যালবা।

🌍পুনঃপুনঃ টনসিলের আক্রমণে - সোরিনাম ১ এম।
ডাঃ অ্যালেন তার চিকিৎসা ধারায় সোরিনামকে হাজার শক্তিতে ব্যবহার করেছেন।

🌎স্কারলেট ফিভার- বেল।

😈মনীষী কেন্ট অঞ্জনীতে প্রকৃত ফল পেতে স্ট্যাফিসেগ্রিয়া এবং প্রয়োজনে সালফার ১০ এম ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

🇧🇩পীতজ্বরে – ক্রোটেলাস হরিডাস।

🏜️উত্তেজিত হয়ে অথবা ভয়ভীতির কারণে গর্ভপাতের আশঙ্কায়- অ্যাকোনাইট।

🗾গলাব্যথার জন্য (recurrent sore throat), ডাঃ H.C. Allen ব্যারাইটা কার্ব বা সোরিনাম ১ এম দিতে বলেছেন।

🛖ইরিসিপেলাস - গ্রাফাইটিস ১ এম।

⛰️গর্ভপাতের আশঙ্কায়
দ্বিতীয় মাসে কেলি কার্ব ১ এম
তৃতীয় মাসে - স্যাবাইনা ১ এম
সপ্তম মাসে সিপিয়া ১ এম।

🌏🥴🥴😁🏕️🧭

সংগ্রহ : গ্রন্থ :
হোমিওপ্যাথি ম্যাজিক কিওর অফ ডাঃ হাসান মীর্জা

#কপিপেস্ট করা যাবে।

বেশি বেশি হোমিওপ্যাথির প্রচার করুন।

Md. Selim Uddin
DHMS,BSc,MPH,
PGCHMH ( UK).

16/08/2025

হোমিওপ্যাথি বক্তদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🏕️সিফিলিনামের অদ্ভুত লক্ষণসমূহ ❤️❤️❤️❤️

🧭*১. রাতের ভয়ানক আতঙ্ক:* ❤️
রোগী রাতে ঘুমাতে ভয় পায়, কারণ ঘুম থেকে জেগে ওঠার পর মানসিক ও শারীরিক অবসাদ অসহনীয় হয়। মৃত্যু যেন প্রিয় হয়ে ওঠে।
*(Hering, The Guiding Symptoms, Vol. 9, p. 100; Allen, Keynotes, p. 325)*

🇧🇩*২. স্মৃতিভ্রংশের অদ্ভুত রূপ:* ❤️
বর্তমানের ঘটনা, নাম, তারিখ ভুলে যায়, কিন্তু ৩০ বছর আগের ঘটনা স্পষ্ট মনে থাকে।
*(Hering, Vol. 9, p. 101; Allen, Keynotes, p. 325)*

🌎*৩. মাথার চামড়া খুলে যাচ্ছে এমন অনুভূতি:* ❤️
মাথার চূড়ায় চাপ অনুভূত হয়, যেন চামড়া খুলে যাচ্ছে।
*(Kent, Lectures on Materia Medica, p. 102)*

🏜️*৪. চোখে ঠান্ডা বাতাসের অনুভূতি:* ❤️
চোখে যেন ঠান্ডা বাতাস লাগছে, এমন অনুভূতি হয়।
*(Boericke, Materia Medica, p. 620)*

🌋*৫. দাঁতের অদ্ভুত অবস্থা:* ❤️
দাঁত মাড়ির কিনার থেকে ক্ষয় হয়, প্রান্ত খাঁজকাটা ও ছোট হয়ে যায়।
*(Allen, Keynotes, p. 326; Boericke, p. 621)*

🏖️*৬. মলদ্বারে সংকোচন ও ব্যথা:*
মলদ্বার সংকুচিত মনে হয়, এনিমা ব্যবহার করলে প্রসব বেদনার মতো যন্ত্রণা হয়।
*(Allen, Keynotes, p. 326)*

❤️*৭. রাতের সায়াটিকা ব্যথা:* ❤️
সায়াটিকার ব্যথা রাতে বেড়ে যায়, ভোরে উপশম হয়।
*(Boericke, p. 621; Allen, Keynotes, p. 326)*

🏰*৮. পায়ের পাতা ও তালুতে সুচ ফোটার মতো অনুভূতি:*
পায়ের পাতা ও তালুতে অসাড়তা ও সুচ ফোটার মতো অনুভূতি হয়।
*(Allen, Nosodes, p. 102)*

🏔️*৯. ত্বকে তামাটে র‍্যাশ:*
ত্বকে তামাটে রঙের র‍্যাশ হয়, ঠান্ডায় নীলচে হয়ে যায়।
*(Allen, Keynotes, p. 326; Boericke, p. 622)*

🏞️*১০. অতিরিক্ত লালা নিঃসরণ:* ❤️
ঘুমের সময় মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়ে।
*(Boericke, p. 621)*

🗺️*১১. অ্যালকোহলের প্রতি আকর্ষণ:* ❤️
অ্যালকোহলের প্রতি তীব্র আকর্ষণ দেখা যায়।
*(Allen, Keynotes, p. 326)*

🗾*১২. একটানা নিদ্রাহীনতা:*
১১ থেকে ১৪ দিন পর্যন্ত একটানা ঘুমহীনতা দেখা যায়।
*(Allen, Nosodes, p. 103)*

🌐*১৩. পায়ের পেশিতে গাঁটের মতো শক্ত অংশ:*
পায়ের পেশিতে গাঁটের মতো শক্ত অংশ তৈরি হয়।
*(Allen, Nosodes, p. 104)*

🏗️*১৪. মুখে ও গলায় পুঁজপূর্ণ ফুসকুড়ি:*
মুখে ও গলায় পুঁজপূর্ণ ফুসকুড়ি হয়, যা শুকিয়ে গিয়ে দাগ রেখে যায়।
*(Allen, Nosodes, p. 105)*

🛖*১৫. সর্বদা হাত ধোয়ার প্রবণতা:*
রোগী বারবার হাত ধোয়ার প্রবণতা দেখায়।
*(Allen, Keynotes, p. 326)*

এই লক্ষণগুলো সিফিলিনামের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে, যা রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে।

Md. Selim Uddin
DHMS, BSc,MPH,
PGCHMH ( UK)
সংগ্রহ।

16/08/2025
হোমিওপ্যাথি প্রেমিদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️কার্ডুয়াস মেরিনাস ও লিভার রোগঅনেক চিকিৎসক লিভারের যেকোনো সমস্যায় চোখ বুজে...
16/08/2025

হোমিওপ্যাথি প্রেমিদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কার্ডুয়াস মেরিনাস ও লিভার রোগ

অনেক চিকিৎসক লিভারের যেকোনো সমস্যায় চোখ বুজে Carduus marianus Q দিয়ে দেন। রোগী বলল – পেট ফেঁপেছে, চোখ হলুদ হয়ে গেছে, ব্যস! টুক করে কার্ডুয়াস কিউ। এটা কিন্তু একেবারেই ভুল ওষুধ অভ্যাস। Carduus marianus কেবলমাত্র নির্দিষ্ট কিছু প্যাথোলোজিক্যাল কন্ডিশনে ব্যবহারযোগ্য। কার্যকারিতা ও ইন্ডিকেশন না বুঝে দিলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে।

✍️✍️প্রথমে বুঝতে হবে লিভারের প্যাথোফিজিওলজি।

লিভার শরীরের সবচেয়ে বড় মেটাবলিক ফ্যাক্টরি, যেখানে ডিটক্সিফিকেশন, প্রোটিন সংশ্লেষণ, পিত্ত (bile) উৎপাদন, গ্লাইকোজেন সঞ্চয় সহ অসংখ্য কাজ হয়। ভাইরাস, অ্যালকোহল, ড্রাগ টক্সিসিটি বা ফ্যাটি লিভারের কারণে যখন হেপাটোসাইট ক্ষতিগ্রস্ত হয়, তখন লিভারের ভিতরে reactive oxygen species (ROS) বেড়ে যায়, মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং হেপাটোসাইট apoptosis (এপোপটলসিস নিয়ে জানতে চাইলে কমেন্ট করে রাখুন) শুরু হয়। এর ফলে পিত্ত সঠিকভাবে তৈরি বা নির্গত হতে পারে না, বিলিরুবিন জমে গিয়ে জন্ডিস হয়, এবং রোগী চরম হজমের সমস্যায় পড়ে।

✍️✍️Carduus marianus-এর মূল সক্রিয় উপাদান Silymarin, যা এক ধরনের flavonolignan complex Silymarin হেপাটোসাইটের (লিভারের কোষ হল হেপাটাইট) সেল মেমব্রেনে অ্যান্টিঅক্সিডেন্ট প্রটেকশন দেয়, ROS scavenging করে, লিপিড পার-অক্সিডেশন বন্ধ করে, এবং প্রোটিন সংশ্লেষণ বাড়িয়ে লিভারের regeneration ত্বরান্বিত করে। এছাড়া এটি bile secretion উন্নত করে এবং bile salt-এর toxic effect কমায়।

✍️✍️Allopathic pathophysiology:
Silymarin NF-kB pathway inhibit করে প্রদাহ (inflammation) কমায়, hepatic stellate cell activation বন্ধ করে ফাইব্রোসিসের প্রগ্রেশন ধীর করে, এবং glutathione synthesis বাড়িয়ে ডিটক্সিফিকেশন ক্ষমতা বাড়ায়।

👉👉Homeopathic indication:
আমরা Constitution ও Modalities বিচার করে Carduus marianus ব্যবহার করি। মূলত—

💪 লিভার region-এ ব্যথা বা fullness
💪পিত্তজনিত বমি
💪 চর্বিজাত খাবার খেলে অস্বস্তি
💪 জন্ডিস বা Hepatitis-এর পরবর্তী দুর্বলতা
💪 Hemorrhoids সহ লিভার enlargement
💪মদ্যপানের ইতিহাস সহ chronic liver disease

👉👉কার্ডুয়াস মেরিনাস indiscriminately ব্যবহার করলে ক্ষতি:
সব লিভারের সমস্যায় Carduus marianus সমাধান নয়। ভাইরাল হেপাটাইটিসের অ্যাকিউট স্টেজে, গলব্লাডারের স্টোন বা Obstructive jaundice-এর মেকানিজমে, এবং লিভারের malignancy তে শুধু Carduus দিয়ে হবে না। এতে রোগ নির্ণয় বিলম্বিত হয় এবং মূল কারণ চিকিৎসার বাইরে থেকে যায়।

✍️✍️সঠিক সময়ে ব্যবহার:
Carduus marianus সেই কেসে অসাধারণ কাজ করে, যেখানে লিভারের chronic congestion, fatty infiltration বা alcoholic damage আছে, রোগীর হজমশক্তি কম, মুখে তিক্ত স্বাদ, ডান hypochondrium-এ চাপ অনুভূত হয়, এবং constitution-এ ধীরগতির metabolic সমস্যা আছে।

এই টুকু লিখা লিখতে গিয়ে আমার বই ছাড়া ও বেশ কয়েকটি জার্নাল ঘাটাঘাটি করতে হয়েছে।
নীচে তা দেওয়া হলো

1. Flora K et al. "Milk thistle (Silybum marianum) for the therapy of liver disease." *Am J Gastroenterol*. 1998;93(2):139-143.
2. Abenavoli L et al. "Milk thistle in liver diseases: past, present, future." *Phytother Res*. 2010;24(10):1423-1432.

🤬🤬🤬বিদ্র: এই পোস্ট শুধুমাত্র হোমিওপ্যাথদের জন্য। রোগীরা নিজে থেকে কোনো মেডিসিন খাবেন না। সঠিক রোগ নির্ণয়ের পর চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করবেন।





#লিভার
#জন্ডিস
সংগ্রহ

হোমিওপ্যাথি প্রেমিদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️কিছু হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা এবং নিষেধাজ্ঞাঃ-⏭️অনেকে ই...
15/08/2025

হোমিওপ্যাথি প্রেমিদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কিছু হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা এবং নিষেধাজ্ঞাঃ-

⏭️অনেকে ইনবক্স করেন ঔষধের বর্ননা দিলেন সতর্কতা দিলেন না। তাদের কথা মাথায় রেখেই বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে আজকের পোষ্টটি। আশা করি সবাই সংগ্রহ করে রাখবেন।

✅কষ্টিকাম (Causticum) ঔষধটিকে কখনও ফসফরাসের (Phosphorus) আগে বা পরে ব্যবহার করবেন না ।

✅বিশেষত Sulphur, Silicea, Psorinum, Phosphorus, Lachesis, Kali carb, Graphities, Carcinosinum, Zincum নামক ঔষধগুলি ভুলেও উচ্চশক্তিতে খাবেন না । কেননা এতে রোগ বেড়ে যেতে
পারে মারাত্মকভাবে এবং তাছাড়াও অন্য ধরণের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে । এজন্য প্রথমে নিম্নশক্তিতে (৩০, ২০০) ব্যবহার করে উপকৃত হলেই কেবল প্রয়োজনে উচ্চশক্তিতে প্রয়োগ করতে পারেন ।

✅লাইকোপোডিয়াম (Lycopodium) নিম্নশক্তিতে দীর্ঘদিন ভুল প্রয়োগে মারাত্মক ক্ষতি হতে পারে । এমনকি মৃত্যু পযর্ন্ত হতে পারে ।

✅ হ্যানিম্যানের মতে, সালফারের ( Sulphur ) পূর্বে ক্যালকেরিয়া কার্ব ( Calcarea
Carbonica ) ব্যবহার করা উচিত নয় । ( এতে শরীর মারাত্মক দুর্বল হয়ে যেতে পারে )।

✅ক্যাল্কেরিয়া কার্ব ( Calcarea Carbonica ) এবং ব্রায়োনিয়া ( Bryonia alba ) শত্রুভাবাপন্ন
( inimical ) ঔষধ । কাজেই এই দুটিকে কাছাকাছিসময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ ।

✅মার্ক সল ( Mercurius solbulis ) এবং সিলিশিয়া ( Silicea ) ঔষধ দুটির একটিকে অপরটি ( কাছাকাছি সময় ) আগেবা পরে ব্যবহার করাউচিত নয় ।

✅জ্বরের উচ্চ তাপের সময় নেট্রাম মিউর ( Natrum mur ) ঔষধটি প্রয়োগ করা নিষেধ।

✅ক্যাল্কেরিয়া কার্ব ( Calcarea Carbonica )ঔষধটি সালফার বা নাইট্রিক এসিডের ( Nitricumacidum ) পূর্বে ব্যবহার করা নিষেধ ।

✅লিডাম ( Ledum ) খেয়ে সৃষ্ট দুর্বলতার চিকিৎসায় চায়না ব্যবহার করা ক্ষতিকর ।

✅কোন রোগীর যদি নিদ্রাহীনতা থাকে তবে তাকে রাতের বেলা সালফার ( Sulphur )দিতে পারেন । পক্ষান্তরে যেই রোগী ভালো ঘুমায়, তাকে সকাল বেলায় সালফার খাওয়ানো উচিত । কেননা রাতের বেলা সালফার দিলে তার ঘুমে অসুবিধা হতে পারে ।

✅নাক্স ভমিকা ( Nux vomica ) রাতে এবং সালফার সকালে দিতে পারেন যদি তাদের সম্পূরক ( complementary ) ক্রিয়া প্রত্যাশা করেন ।

✅ বাম ফুসফুসের ব্যথায় ফসফরাস ( Phosphorus ) ঔষধটি ঘন ঘন প্রয়োগ করা বিপদজ্জনক । কেননা এতে রোগীর তাড়াতাড়ি যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

✅মেডোরিনাম ( Medorrhinum ) ঔষধটি হৃদরোগীদেরকে কখনও উচ্চশক্তিতে দিতে নাই । এতে করে তার হৃদরোগ বৃদ্ধি পেয়ে মৃত্যুর সম্ভাবনা আছে । প্রথমে ২০০ শক্তিতে প্রয়োগ করে তারপর সহ্য শক্তি অনুযায়ী উপরের শক্তি প্রয়োগ করা যেতে পারে ।

✅কলিনসোনিয়া ক্যান ( Collinsonia Canadensis ) ঔষধটি হৃদরোগীদের ক্ষেত্রে কখনও নিম্নশক্তিতে প্রয়োগ
করতে নাই ।

✅ Apis, Lac defloratum, Gossipium,Pinus lamb, Viscum album ইত্যাদি ঔষধ গর্ভবতীদের দেওয়া নিষেধ ।কেননা এতে গর্ভপাত হয়ে যেতে পারে ।

✅সিলিশিয়া ( Silicea ) ঔষধটি কারো কোন অপারেশনের ছয়মাসের মধ্যে ব্যবহারনিষিদ্ধ । অন্যথায় সেখানে ঘা / পূঁজ হয়ে জোড়া ছুটে যেতে পারে ।

✅কয়েকদিন যাবত অচেতন রোগীদেরকে জিংকাম মেট ( Zincummetallicum ) দিতে হয় । কিন্তু ভুলেও এক মাত্রার বেশী দিবেন না ।

⏭সংগৃহীত

15/04/2025
15/04/2025

শরীর কে ভারো বাসুন,মনকে সুস্থ রাখুন। জীবন কে উপভোগ করুন।
তবে সাবধান!! নিচের লেখাটি একবার দয়াকরে পড়ুন।
🥰🥰🥰🥰🥰
ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:

১. পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী ছিল আমার গ্যারেজে, কিন্তু এখন হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে।

২. আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস, কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো।

৩. ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না।

৪. আমার বাড়ি ছিল প্রাসাদের মত, কিন্তু এখন হাসপাতালে দুই বেড এ ঘুমাচ্ছি।

৫. পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি

৬. শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর।

৭. সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য, কিন্তু এখন — মাথায় একটা চুলও নেই।

৮. একটি প্রাইভেট জেটের সাথে, আমি যেকোনো জায়গায় উড়তে পারি, কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন।

৯. অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবন পানি।

১০. এই বাড়ি, এই গাড়ি, এই প্লেন, এই আসবাবপত্র, এই ব্যাংক, অতি সুনাম আর গৌরব, এসব কিছুই আমার কাজে লাগে না। এর কোন কিছুই আমাকে আরাম দিতে পারবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই। "

কার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না। তাই দুনিয়ার সকল অহংকার, ক্ষতার অপব্যবহার , জুলুম অবিচার থেকে দুরে থাকা উচিত।
#নিজেকে ভালোবাসুন, স্বাস্থ্যই সকল সুখের মূল
লেখা:- সংগৃহীত

❤️❤️❤️❤️ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।অটিজম বাচ্চার সবচেয়ে কার্যকারী চিকিৎসা হেমিওপ্যাথি। আস্থা রাখু...
13/04/2025

❤️❤️❤️❤️
ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
অটিজম বাচ্চার সবচেয়ে কার্যকারী চিকিৎসা হেমিওপ্যাথি। আস্থা রাখুন আপনার বাচ্চা এবার সুস্থ হবে।
অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। অটিজমের সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত নির্ণয় করা না গেলেও কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, এর পেছনে দুটি কারণ রয়েছে-- জিনগত সমস্যা ও পরিবেশগত সমস্যা। গবেষনায় জানা গেছে যে,২১ নং জিনের আধিক্যের কারনে অটিজম দেখা দেয়।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

অটিজমের জন্য হোমিওপ্যাথিতে রয়েছে আশ্চর্য কার্যকারী ঔষধ। নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠবে, মস্তিষ্কের বিকাশ পূর্ণতা পাবে। অটিজম যে ধরণেরই হোক না কেন যেমন- ভাষাগত সমস্যা, সম্পর্ক স্থাপনে ভীত, অস্বাভাবিক আচরণ, উত্তেজিত হয়ে পড়া, একই আচরণ বারবার করা, আলো বা শব্দে প্রতিক্রিয়া দেখানো প্রভৃতি। চিকিৎসা ক্যারিয়ারে শত শত অটিজম শিশুকে আরগ্য দিয়েছে।
আপনার বাচ্চা অন্য ঔষধ সেবন করছে কিন্তু আপনি আমাদের ঔষধও পাশাপাশি চালাতে পারেন, যা শতভাগ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
01712-087372
❤️❤️❤️ঠিকান ***❤️❤️❤️
রিয়েল হোমিও হল,
কলারোয়া বাজার, কলারোয়া, সাতক্ষীরা
ফোন -: ০১৭১২০৮৭৩৭২
হোয়াটসআপে ভিডিও কলের মাধ্যমে রুগী দেখে সারা দেশে ঔষধ পাঠানো হয়।

#অটিজম #অটিজম_শিশু #অটিজম_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিজম_রোগের_চিকিৎসা #অটিস্টিক #অটিস্টিক_শিশু #অটিস্টিক_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিস্টিক_রোগের_চিকিৎসা #অটিজম #অটিজম_শিশু #অটিজম_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিজম_রোগের_চিকিৎসা #অটিস্টিক #অটিস্টিক_শিশু #অটিস্টিক_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিস্টিক_রোগের_চিকিৎসা
#অটিজম #অটিজম_শিশু #অটিজম_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিজম_রোগের_চিকিৎসা #অটিস্টিক #অটিস্টিক_শিশু #অটিস্টিক_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিস্টিক_রোগের_চিকিৎসা
#অটিজম #অটিজম_শিশু #অটিজম_রোগের_হোমিওপ্যাথি_চিকিৎসা
#অটিজম_রোগের_চিকিৎসা #অটিস্টিক #অটিস্টিক_শিশু

02/04/2025

Address

Kalaroa

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 20:28
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keep fit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram