06/09/2025
❤️❤️❤️🪴হোমিওপ্যাথির ইচ্ছা/অনিচ্ছা নিয়ে কিছু কথাঃ-
⏭️ ইচ্ছা___
১. মাংস খাওয়ার প্রবল ইচ্ছা- ম্যাগ কার্ব, মার্ক সল, নেট্রাম মিউর, টিউবার, কার্ব ভেজ।
২. মাছ খাওয়ার প্রবল ইচ্ছা- কার্বভেজ।
৩. মদ খাওয়ার প্রবল ইচ্ছা- নাক্স ভোম, সালফার, মেডো, সিফিলিনাম, আর্সেনিক,ওপিয়াম, পালস, ল্যাকেসিস, ফসফরাস, টিউবার।
৪. মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা- আর্জেন্টাম, সিনা, চায়না, মেডোরিনাম, সালফার, লাইকো।
৫. লবন খাওয়ার প্রবল ইচ্ছা- নেট্রাম মিউর, এলো, আর্জেন্ট নাইট, ক্যাল ফস, থুজা, কোনিয়ম, স্যানিকিউলা, ভিরেন্ট্রাম এলবাম, টিউবার।
৬. রসাল ফল খাওয়ার ইচ্ছা- আর্সেনিক, ক্যাল কার্ব, এসিড ফ্লোর, কষ্টিকাম, এসিড ফস, টিউবার, মেডো।
৭. দোল খাওয়ার প্রবল ইচ্ছা- সিনা, ক্যামোমিলা।
৮. আপেল খাওয়ার প্রবল ইচ্ছা- এন্টিম টার্ট।
৯. সর্বদা ঘুরে বেড়ানোর ইচ্ছা- টিউবার, আয়োডিন, ক্যাল ফস।
১০.টক জাতীয় বস্তু খাওয়ার ইচ্ছা- এন্টিম ক্রুড, আর্সেনিক, ল্যাকেসিস, মেডো, নেট্রাম মিউর, ফসফরাস, হিপার, থুজা, সিপিয়া, পালস।
১১. দুধ খাওয়ার প্রবল ইচ্ছা- আর্সেনিক, অরম মেট, ল্যাক ক্যান, মার্কসল, রাসটক্স, টিউবার, নেট্রাম।
১২. উপুর হয়ে শুতে ইচ্ছা- মেডোরিনাম, সিনা।
১৩. চিৎ হয়ে শুতে ইচ্ছা- রাসটক্স, নেট্রাম মিউর, পালস, ক্যাল কার্ব।
১৪. বেদনার পাশে কাঁথ হয়ে শুতে ইচ্ছা- ব্রায়োনিয়া,পালস, ক্যাল কার্ব, ক্যালি কার্ব।
১৫. প্রবল ডিম খাওয়ার ইচ্ছা- ক্যাল কার্ব।
১৬. জল খাওয়ার প্রবল ইচ্ছা- আর্সেনিক, ল্যাক ক্যান, এসিড ফ্লোর।
১৭. পেঁয়াজ খাওয়ার প্রবল ইচ্ছা- থুজা।
১৮. ডান পাশে কাঁথ হয়ে শোয়ার ইচ্ছা- ফসফরাস, লাইকো
১৯. বাম পাশে কাঁথ হয়ে শোয়ার ইচ্ছা- মার্ক সল, ক্যালি মিউর, ক্যাল কার্ব, এলুমিনা।
২০. পাখার বাতাসের প্রবল ইচ্ছা- কার্ব ভেজ, ফসফরাস, মেডো।
⏭️ অনিচ্ছা__
১. মাংস খেতে সম্পূর্ন অনিচ্ছা- ক্যালি কার্ব, গ্রাফাইটিস, পালস, সিপিয়া, প্রেট্রোলিয়াম, সালফার, নাক্স, চায়না।
২. মাছ খাওয়ার অনিচ্ছা- নেট্রাম মিউর, ফসফরাস।
৩. মিষ্টি খেতে অনিচ্ছা- কার্বভেজ, গ্রাফাইটিস, সেলিনিয়াম, সাইলিশিয়া।
৪. লবন খেতে অনিচ্ছা- আর্সেনিক, নেট্রাম সালফ, চায়না।
৫. দোল খাইতে ভয় বা সম্পূর্ন অনিচ্ছা- বোরাক্স।
৬. আটা, ময়দা, ভাত, খাদ্যদ্রব্য খেতে অনিচ্ছা- নেট্রাম কার্ব।
৭. একেবারে বেড়ানোর অনিচ্ছা - ব্রায়োনিয়া, জেলস।
৮. টক জাতীয় দ্রব্য খাওয়ার অনিচ্ছা- সালফার, নাক্স ভোম।
৯. দুধ খাওয়ার চরম অনিচ্ছা- ক্যাল কার্ব, সিনা, নেট্রাম সালফ, ম্যাগ কার্ব, ফসফরাস, পালস, সিপিয়া।
১০. উপুড় হয়ে শুইতে অনিচ্ছা- রাসটক্ম, নেট্রাম মিউর, পালস।
১১. চিৎ হয়ে শুতে অনিচ্ছা- মেডোরিনাম, সিনা।
১২. বেদনা পাশে চেপে শুতে অনিচ্ছা- ফসফরাস।
১৩. ডিম খাওয়া অনিচ্ছা- ফেরাম মেট, সালফার, কলচিকাম।