22/11/2024
মেরুদন্ড আপনার অমূল্য সম্পদ, প্রতিদিন মেরুদন্ডের যত্ন নিন, কারণ সুস্থ মেরুদণ্ডের অপর নামই সুস্থ জীবন।বিশেষ করে বয়স্ক মুরুব্বীদের জন্য মেরুদন্ডের যত্ন নেয়া অধিক জরুরি।
সহ সকল সেবা এখন #সেরাজেম এর সকল সেবা পাবেন এখন থেকে এক ছাদের নিচে খোলামোড়া বাজারে Hijama House Therapy Center।
দক্ষিণ কোরিয়া থেকে আগত সেরাজেম থেরাপি মেশিন দ্বারা অন্যন্ত যত্ন সহকারে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়। এই সেরাজেম থার্মাল আকুপ্রেসার মূলত একটি সর্বাধুনিক ব্যায়ামের থেরাপি যা পৃথিবীর ৭০ টিরও বেশি দেশে ব্যবহারকারীদের দ্বারা বিশেষভাবে পরীক্ষিত৷ এই যন্ত্রটির ব্যবহারের মাধ্যমে মানব দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি,স্নায়ুতান্তিক ও মাংসপেশীর খিলধরা ভাব শৈথল্যতা দুরীকরণ ছাড়া ও শরীরের অতিরিক্ত চর্বি কোলেস্টেরল বিষ ও বর্জ্য পদার্থ প্রশ্রাব মলের সাথে বের করে দিয়ে শরীরকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। মেরুদন্ড সেবার মাধ্যমে নারভাস সিস্টেম রিলাক্স করে। এবং শরীরের রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। আমাদের সর্বাধুনিক স্বাস্থ্য সেবা সমূহঃ উদ্বিগ্নতা, মাথাধরা ও ঠান্ডা জনিত সমস্যা, স্নায়ুতন্ত্রিক সমস্যা, উচ্চ রক্তচাপ, মৃগী রোগ, সাইনোসাইটিক এর ব্যথা, কোন কোন ক্ষেত্রে অন্ধত্ব, কানব্যথা, কানে কম শোনা, মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা, ব্রণ, একজিমা, গলরস গুন্হি, জ্বর জ্বর ভাব, ট্রনসিল প্রদাহ, কণ্ঠস্বর সমস্যা,ঘর ঘর কাশি,ঘাড় আটকে যাওয়া, ঠান্ডা, নিউমোনিয়া, চুলকানি, নিম্ন রক্তচাপ, দুর্বলতা, রক্ত সঞ্চালন, পাকস্থলীর সমস্যা ও বুক জ্বালাপোড়া, পাকস্থলীর নালীর প্রদান, গ্লুকোচ অস্বাভাবিক ভাবে কমে যাওয়া, হিক্কা তেলা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দীর্ঘস্থায়ী ঘা, বুক জ্বালাপোড়া করা, এলার্জি, রক্তশূন্যতা, শরীরে চিনি বেড়ে যাওয়া, কিডনি সমস্যা, অবিরাম দুর্বলতা, চর্মরোগ, একজিমা, ডায়রিয়া, পেটব্যাথা, দাঁত ব্যথা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা,মাংসপেশির যন্ত্রণাদায়ক খিল, অপরিণত গর্ভপাত, বিছানায় প্রসাব করা, কোমর ব্যথা, মাজার হাড় ক্ষয়, প্যারালাইসিস, পায়ে রক্ত সঞ্চালনের স্বল্বতা, পায়ের পাতা ও উপরের জয়েন্টের দুর্বলতা ও ফুলে যাওয়া, মেরুদন্ডের বক্রতাবা বেকে যাওয়া, চুলকানি সমস্যা, বদ হজম, হজমে দুর্বলতা, পেট ফাঁপা, মুখে টক টজ ভাব, বমি বমি ভাব, গলায় জ্বালা, মেদ বেশি বা স্হুলতা, অস্তবৃদ্ধিমূলক মলাশয় প্রদান।এছাড়াও আরো নারী ও পুরুষের গোপন রোগের চিকিৎসা যেমনঃ তলপেট, যৌনাঙ্গ, বেদনাদায় আথবা অনিয়মিত মাসিক, গভর্স্রাব, পুরুষত্বহীনতা ইত্যাদি সহ আরো অনেক রোগের সফল চিকিৎসা করা হয়।
দক্ষিণ কোরিয়ার জেইড পাথরের থেরাপী এখন আমাদের হাতের কাছে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময় অপচয় না করে আমরা জীবনে গুরুত্ব দেই। একটু সময়ই পারে আপনার হারানো আনন্দ বা সুখ ফিরিয়ে দিতে। তাই আর দেরি না করে আজই আমাদের Hijama House Therapy Center যোগাযোগ করে আপনার হারানো জীবন ফিরিয়ে নিন
যোগাযোগঃ আমাদের প্রতিষ্ঠার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে: www.hijamacupcure.com
ঠিকানাঃ খোলামোড়া বাজার (ভি.আই.পি) রোড,লঞ্চঘাট সংলগ্ন এডভোকেট রফিক সাহেবের বাড়ি, কেরানীগঞ্জ ঢাকা -১৩১০
মোবাইলঃ 01710-399110
#সেরাজেম