Ashrafis' Attire

Ashrafis' Attire Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashrafis' Attire, Doctor, Kamrangir Char.

must try combination for tea lover...অমৃত মাশাল্লাহ🥰
02/08/2025

must try combination for tea lover...
অমৃত মাশাল্লাহ🥰

একজন রুগী এলেন চেম্বারে ;মুখ ভর্তি ব্রণ। ব্রণের ভেতরে ভেতরে পুজ জমে আছে... দুই বছর যাবত বহু চিকিৎসা  করেছেন; বহু ক্রিম ম...
02/08/2025

একজন রুগী এলেন চেম্বারে ;
মুখ ভর্তি ব্রণ। ব্রণের ভেতরে ভেতরে পুজ জমে আছে...
দুই বছর যাবত বহু চিকিৎসা করেছেন; বহু ক্রিম মেখেছেন কোন কাজ হয়না।

- ব্রণের সমস্যা নিয়ে কোন পেশেন্ট আসলে আমারা প্রথম প্রশ্ন
"আপনার পায়খানা কি কষা?"

-দ্বিতীয় প্রশ্ন "আপনার মাসিক নিয়মিত কিনা?"

আমার এই পেশেন্টের পায়খানা কষা ছিল মাসিক ও অনিয়মিত ছিল...
অবশেষে ১ মাসের ট্রিটমেন্টে তিনি খুব ভালো ইম্প্রুভ করেছেন আলহামদুলিল্লাহ...

তাই শুধু মুখের চামড়া ঘষে নয় হয়ে উঠুন ভেতর থেকে সুস্থ! তাহলেই ব্রণ নির্মুল সম্ভব.. ইন শা আল্লাহ.. 🥰

আমার  চেম্বারে প্রতিদিনই কিছু খু*নী আসে...আর এরা বেশির ভাগই একেকজন মা..কেউ তার দেড় মাসের বাচ্চাকে খু*ন করে।কেউ তার দুই ম...
01/08/2025

আমার চেম্বারে প্রতিদিনই কিছু খু*নী আসে...আর এরা বেশির ভাগই একেকজন মা..

কেউ তার দেড় মাসের বাচ্চাকে খু*ন করে।কেউ তার দুই মাসের.. কেউ কেউ আবার চার মাসের বাচ্চাকেও খু*ন করে আসে।কারও চোখে মুখে কোন অনুশোচনা নেই।কি আশ্চর্য!
কেউ আবার খু*ন না করে কিভাবে খু*ন করলে কোন অসুবিধা হবেনা সেই বিষয়ে জানতে আসে।

হ্যা এরা সবাই একেকজন মা। কেউ কেউ তো আবার অজুহাত দেখায় ছোট বাচ্চা আমার পালা কষ্ট তাই খু*ন করতে চাই।

আচ্ছা দুটোই তো আপনার বাচ্চা.. যেটা আপনার কোলে আছে সেটাও আবার যেটা আপনার গর্ভে আছে সেটাও।
তাহলে এক কাজ করুন কোলে যেটা আছে সেটাকে খু*ন করে
নতুন যে গর্ভে আছে তাকে আসতে দিন।

কি পারবেন না তো??!!

কিভাবে পারে এরা....!!

কেউ যখন ২/৩ মাস ব্লিডিং এর হিস্ট্রি নিয়ে আসে.. কিংবা মিসড এবরশন/ইনকমপ্লিট এবরশন নিয়ে আসে। তখন ডাক্তার হিসেবে রুগীকে সুস্থ করে তোলা আমার দায়িত্বের মধ্যে এসে পড়ে।
আর কেউ যখন আমাকেও তার এই পাপকাজে শামিল করতে চায় তাকে আমি সাফ জানিয়ে দেই
"এইসব নোংরা কাজ আমার কাছে করাতে পারবেন না"

ছবিতে আমি আর আমার ডাক্তার আব্বু💝

MY INSPIRATION 🧡 MY Identity🥰

cute bag for regular use🤗😍 cute cute bag purchased from  Roja page ❤️
01/08/2025

cute bag for regular use🤗😍 cute cute bag purchased from Roja page ❤️

I love butterfly 😍💕hijab brooches 🤗 purchased from @100 shop
01/08/2025

I love butterfly 😍💕

hijab brooches 🤗 purchased from @100 shop

new bag purchased. Dream bag😍 Alhamdulillah 💕
01/08/2025

new bag purchased. Dream bag😍 Alhamdulillah 💕

আপনি যখন  আর.এ. আশরাফুলের লিখা"আইছো একা যাইবা একা" লিরিক টি ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন.. ঠিক তখনই নিজের ব্যাপারে মনযো...
01/08/2025

আপনি যখন আর.এ. আশরাফুলের লিখা
"আইছো একা যাইবা একা" লিরিক টি ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন.. ঠিক তখনই নিজের ব্যাপারে মনযোগী হবেন। তার পূর্বে মায়া -ভালবাসা নামক দুই বিশ্বাসঘাতক আপনাকে যত্নশীল হতে দেবেনা..

মেন্যু কার্ড নিলামমেন্যুতে দেখলাম নতুন পিজ্জা এড হয়েছেএত এত ইংরেজি দাত ভাংগা আইটেমের নামের মধ্যে বাংলায় লিখা দেখলাম"বড়লো...
29/07/2025

মেন্যু কার্ড নিলাম
মেন্যুতে দেখলাম নতুন পিজ্জা এড হয়েছে
এত এত ইংরেজি দাত ভাংগা আইটেমের নামের মধ্যে বাংলায় লিখা দেখলাম

"বড়লোকি পিজ্জা" দাম (৫০০ এর কাছাকাছি)

তো ভাবলাম জীবনে বড়লোক কবে হই না হই! পিজ্জা খেয়ে একটু বড়লোকি ভাব নেই।
অর্ডার করার পর সামনে এলে পুচকে একটু পিজ্জা সাথে চিজ বসায় দিছে ঠেসে জোর করে।

বড়লোকের পিজ্জা দেখে আমার মুখ টা গরীবের মত হয়ে গেল...
এম্নিই কিছু টাকা জমিয়ে গেছিলাম পিজ্জা বার্গের পিজ্জা খেতে।প্রায়শই যাই। কারণ ওদের পিজ্জা আমার খুব ভালো লাগে।
কিন্ত এটার হাল খুবই শোচনীয়।

এদিকে এত দাম দিয়ে পিজ্জা খাওয়ার পর আমার আরেকটা অর্ডার করে খাওয়ার মত বাজেট ও ছিল না।। 😒💔
পিজ্জাবার্গ আমাকে ছ্যাকা দিয়েছে।

ওয়ার্ডে ভর্তি রুগীদের রাউন্ড দিচ্ছি..একটা বেডের কাছে গিয়ে দাড়ালামসাথে থাকা পেশেন্টের মা - মা নইড়ো না নইড়ো  সাথে হাত বাড়ি...
29/07/2025

ওয়ার্ডে ভর্তি রুগীদের রাউন্ড দিচ্ছি..

একটা বেডের কাছে গিয়ে দাড়ালাম

সাথে থাকা পেশেন্টের মা

- মা নইড়ো না নইড়ো সাথে হাত বাড়িয়ে আমার দিকে তেড়ে আসছে।(প্রায় ৮০% আমার মুখ বরাবর চলে আসছে..)
তোমার কপালে মশা.।

আমি- না ওটা মশা না। আমার কপালে তিল,🙃

পেশেন্টের মা লজ্জায় লাল হয়ে গেল।
আর আমি লজ্জা পাব না হাসব না রাগব নাকি কাদব এই সিচুয়েশনে বুঝিনা। তাই কুশলাদি জিজ্ঞাসা করে চলে গেলাম।

------------

মাঝে মাঝে রুগীর লোকেরা ( রুগীর এটেন্ডেন্ট মুরুব্বি মহিলা রা) আমার কপালে তিল দেখে বিভ্রান্ত হয়।

-মা তোমার কপালে মশা বসছে।🦟

আমি- না না ওটা আমার তিল।সমস্যা নাই...(সাথে মুচকি হাসি)

আমার কপালের এমন জোড়া তিল আমি এখন অব্দি দেখিনি কাউকে
তবে মুনজেরিন আপুর কপালে ১ টা তিল আছে আর আমার ২ টা।
মাঝে মাঝে মনে হয় মুনজেরিন আপুর ১ টি তিল তাই সে এত ব্রিলিয়ান্ট আর আমার ২ টি তাহলে কি আমি ডাবল ব্রিলিয়ান্ট 🫣😛

আপনার স্কিনকে সুস্থ রাখতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা ২/৩ ঘন্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করুন..কিছু ভালো সানস্ক্রিনের নাম ...
27/07/2025

আপনার স্কিনকে সুস্থ রাখতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা ২/৩ ঘন্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করুন..
কিছু ভালো সানস্ক্রিনের নাম জানতে চান অনেকে...
Here you goo⬇️⬇️

 #রক্তের_হিমোগ্লোবিন_লেভেল আমি এরকম অনেক পেশেন্ট দের কে নিয়ে কাজ করি যারা নিতান্তই গরীব.. গ্রামের সহজ সরল নারীরা জীবন বল...
25/07/2025

#রক্তের_হিমোগ্লোবিন_লেভেল

আমি এরকম অনেক পেশেন্ট দের কে নিয়ে কাজ করি যারা নিতান্তই গরীব..

গ্রামের সহজ সরল নারীরা জীবন বলতে শুধু বোঝে স্বামীর সংসারের বংশের প্রদীপ জ্বালাতে হবে।

আর স্বামীরাও নারীদের কে সেভাবেই ট্রিট করে..
বারংবার মেয়ে হলে ছেলে সন্তান না জন্ম দিতে পারলে এখানে তালাক ও হয়ে যায়!!

একারণে পুরো প্রেগ্নেন্সি পিরিয়ডে তাদের এক বার
খুব বেশি প্রয়োজন হলে দুই বার আল্ট্রাসাউন্ড করার সৌভাগ্য হয়।
তাছাড়া অন্য আর কোন পরীক্ষা তারা করেন না।

প্রথম একবার করেন কি বাচ্চা হবে তা জানার জন্য...

দ্বিতীয় আরেকবার করেন বাচ্চা উলটা থাকলে জেন্ডার বোঝা না গেলে তখন।

তাছাড়া বাচ্চা নেয়া অনেকটা ডাল ভাতের মত। তাই ২/৩ টা যদি কমপ্লিকেশন হয়ে মারাও যায় এতে কোন সুখ আফসোস নেই তাদের।

এখন এরকম টা হওয়ার ৩ টি কারণ আমি এই দীর্ঘ সময়ের ক্লিনিক্যাল প্রাক্টিসে আবিষ্কার করেছি..

১) অর্থ সংকট

২)স্বামীর অবহেলা

৩) স্বাস্থ্য বিষয়ক পর্যাপ্ত জ্ঞান না থাকা।

-----
ছবিতে যে মিষ্টির বাক্স টি দেখা যাচ্ছে এটি একজন পেশেন্ট দিয়ে গেলেন আমাকে। পেশেন্টের বেবি নরমালে হয়েছে আলহামদুলিল্লাহ..

এখানে অর্থ অভাব /স্বামীর অবহেলা কোনটাই ছিল না।
এখানে যেটা ছিল ৩ নং সমস্যা( স্বাস্থ্য বিষয়ক যথেষ্ট জ্ঞান না থাকা)

পুরো প্রেগ্নেন্সি তে পেশেন্ট আমার আন্ডারে ছিলেন।এবং তিনি শারীরিক ভাবে দুর্বল ছাড়া কোন সমস্যাই ছিল না। এজন্য আমি তাকে যে ওষুধ গুলো সাজেস্ট করেছিলাম তার কিছুই তিনি খান নি।

পরবর্তীতে যখন ফলোয়াপে আসেন তখন তার ডেইট ওভার হয়ে গেছে তবুও কোন রকম ব্যথা আসেনি। আল্ট্রাসাউন্ড করে দেখা গেলো পানি কমে গিয়েছে এবং রক্তের রিপোর্ট করার দেখা গেল রক্ত কমে গিয়েছে।
তখনই বুঝতে পারলাম আমার কোন নির্দেশনাই তিনি ফলো করেন নি।
এবং খাবার খেয়েই ঘাটতি পূরণ করে ফেলবেন এমন একটি টেন্ডেন্সি ছিল তার মধ্যে। কিন্ত বাস্তবতা ভিন্ন🙂

পরে রক্ত ম্যানেজ করতে বললাম দুই ব্যাগ।

তার পরেও সে রক্ত না নিয়ে বাসায় অপেক্ষা করল।
(কিছু রুগী থাকে এমন যারা ডাক্তারের কোন পরামর্শ মানে না 😅)

সর্বশেষ আর না পেরে পুনরায় আমার কাছে আসলেন এবং রক্ত যোগাড় করে আসলেন।
আলহামদুলিল্লাহ রক্ত ১ ব্যাগ ট্রান্সফিউস করার পরে ট্রিটমেন্ট চলার পরে তার প্রোগ্রেস দেখা গেল।। এবং কোন ধরণের সমস্যা ছাড়াই সুন্দর ভাবে তিনি চতুর্থ সন্তানের মা হলেন আলহামদুলিল্লাহ।

আর সেটারই মিষ্টি চেম্বারে দিয়ে গেলেন🥰

বিদ্র: এই গল্প শেয়ারের উদ্দেশ্য হল - শুধু আল্ট্রাসাউন্ড বাচ্চার স্বাস্থ্য সম্বন্ধে আমাদের ধারণা দেয় কিন্ত যিনি বাচ্চা জন্ম দেবেন তার শরীরে ঘাটতি থাকলে কিন্ত শেষ পর্যন্ত গিয়ে আপনারাই ধরা খাবেন। তাই প্রেগ্নেন্সির শুরু থেকেই ৪ বার না হলেও অন্তত দুইবার মায়ের চেকাপ করান)❤️

তিনিই মনে হয় এক মাত্র বেবি যাকে কিনা ডাক্তারের চেম্বারের মধ্যেই ডেলিভারি করতে হয়েছে..🥰লেবার পেইন নিয়ে এসেছিলেন। দীর্ঘ সম...
25/07/2025

তিনিই মনে হয় এক মাত্র বেবি যাকে কিনা ডাক্তারের চেম্বারের মধ্যেই ডেলিভারি করতে হয়েছে..🥰

লেবার পেইন নিয়ে এসেছিলেন। দীর্ঘ সময় ব্যথা কিন্ত কোন নাম গন্ধ নেই তার আসার। এদিকে ব্লিডিং দেখা যাচ্ছে।
তাই সিজারের প্রস্তুতি নিয়ে আসছেন এবং আল্ট্রাসাউন্ড এর প্রস্তুতি নিচ্ছিলাম যে বাচ্চা কি অবস্থায় আছে দেখতে।

তখনই আমি এসে দেখি ওস ওপেন হয়েছে ; বেবি হেড দেখা যাচ্ছে এবং পেশেন্ট কে কোন ভাবেই মুভ করানো যাচ্ছিলনা।ব্যথায় কাতরাচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। অবশেষে কি আর করা... সমস্ত প্রস্তুতি নেয়া সাপেক্ষে চেম্বারেই নরমাল ডেলিভারিতে পুত্র সন্তানের জন্ম দিলেন
আলহামদুলিল্লাহ ❤️

Address

Kamrangir Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashrafis' Attire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category