কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Kapasia
  • কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্?

30/11/2025

🔴 ডেঙ্গুতে কখন কী টেস্ট করা হয়:

১.গাইডলাইন অনুযায়ী: ডেঙ্গুতে NS1 ১-৫ দিন এ positive থাকে।
(NS1 হচ্ছে viral protein যেটা ভাইরাস দিয়ে ইনফেকশন হবার প্রথমদিকে রিলিজ হয়।

🔍 Interpretation কী:
-NS1 positive মানে = acute dengue
-High NS1 = high viral load → severe dengue risk ↑

🧠 গুরুত্বপূর্ণ Clinical pearl:
Fever শুরু হওয়ার প্রথম 72 ঘন্টার মধ্যে NS1 করলে এটা পজিটিভ আসে।high viral load হলে ৫ দিনেও পজিটিভ আসে।এরপর এই টেস্ট করে নেগেটিভ রেজাল্ট আসবে।এজন্য ৫ দিনের বেশি হয়ে গেলে করার প্রয়োজন নেই।

২.Dengue IgM Antibody

এটা Positive হয় সাধারণত ৫-৭ দিন থেকে।
এটা → 2–3 months detect করা যায়।

✔ কখন করি:
•When patient comes late (after day 5)
রোগীর NS1 negative কিন্তু ডেঙ্গু সাসপেক্ট করতেছি বেশি।

৩.Dengue IgG Antibody
-
Old infection বা secondary infection suggest করে

রোগীর জ্বর শুরু হবার প্রথমদিকেই High IgG যদি পাই ,এটা মীন করে = secondary dengue → severe dengue risk ↑ (সেকেন্ডারী ডেঙ্গু নিয়ে আমাদের সিরিজে আলোচনা হয়েছে)

তাহলে লার্নিং:
-Dengue তে→ IgG late এ আসে।

-Secondary infection হলে → IgG early high হতে পারে।

🫵রুটিন টেস্ট:
গুরুত্বপূর্ণ ক্লু দেয়:
-CBC

🛑Total WBC
-Early : Leukopenia ( ALT
Severe dengue তে → AST/ALT অনেক বাড়তে↑ পারে।
-PT/APTT prolonged = high-risk patient.

xray তে pleural effusion.. usg তে ascites খুজতে এই পরীক্ষা গুলোও করি।কারণ এগুলো ওয়ার্নিং সাইন।

CBC:
১-৩ দিন,ফেব্রাইল ফেইজে প্রতিদিন CBC করতে হবে।

৩-৭ দিন( ক্রিটিকাল ফেইজ)

১২ ঘন্টা পরপর CBC করতে হবে।

৭-১০ দিন (রিকোভারি স্টেজ)

২৪ ঘন্টায় একবার করতে হবে।
collected

#ডেঙ্গু

22/11/2025
আল্ট্রা প্রসেসড ফুড, আধুনিক সমাজের নিরব ঘাতক। গবেষণায় দেখা গেছে আল্ট্রা প্রসেসড ফুড ডায়াবেটিসের ঝুকি বাড়ায় ২৫%, মানসিক ব...
21/11/2025

আল্ট্রা প্রসেসড ফুড, আধুনিক সমাজের নিরব ঘাতক। গবেষণায় দেখা গেছে আল্ট্রা প্রসেসড ফুড ডায়াবেটিসের ঝুকি বাড়ায় ২৫%, মানসিক বিষন্নতা রোগের ঝুকি বাড়ায় ২৩%, স্থুলতার ঝুকি বাড়ায় ২১%, মৃত্যুঝুকি বাড়ায় ১৮%, হৃদরোগ ও হৃদরোগ জনিত মৃত্যুঝুকি বাড়ায় ১৮%।

আল্ট্রা প্রসেসড ফুড সেগুলোই যা বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরন ধাপ পার হয়ে বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারজাত হয়। বাংলাদেশে প্রচলিত এমন কিছু পণ্যের তালিকা:

১) প্যাকেটজাত স্ন্যাকস ও চিপস
• বিভিন্ন ব্র‍্যান্ডের চিপ্স, ক্রিস্প
• পপকর্ন (মাইক্রোওয়েভ পপকর্ন)
• চানাচুর (অনেক ব্র্যান্ডেই অতিরিক্ত অ্যাডিটিভ থাকে)

২) ইনস্ট্যান্ট নুডলস
• ২-মিনিট বা ঝটপট রান্নার নুডলস
• ইনস্ট্যান্ট নুডলস
• Cup noodles, নুডলসের মসলা (নানা ধরনের এডিটিভ থাকে স্বাদ বর্ধক হিসেবে)

৩) প্রক্রিয়াজাত মাংস
• Chicken sausage
• Beef/Chicken salami
• Nuggets
• Frozen meatballs
• Frozen patties (burger patty)

৪) ব্রেড ও বেকারি আইটেম
• প্যাকেটজাত ব্রেড (Milk bread, white bread — অ্যাডিটিভ ও প্রিজারভেটিভ থাকে)
• Packaged cakes (Muffins, Tea cakes)
• Cream rolls
• Packaged biscuits

৫) মিষ্টি ও চকলেট
• যেকোন বাণিজ্যিক চকলেট পণ্য
• Chewing gum
• Soft toffee
• Candy

৬) কার্বনেটেড ও ফ্লেভার্ড পানীয়
• সব ধরনর সফট ড্রিংক
• Energy drinks, ফ্লেভারযুক্ত/আর্টিফিশিয়াল সুইটেনার/কর্ন সিরাপ যুক্ত ইলেক্ট্রোলাইট ড্রিংক
• Packaged iced tea / flavored drink mixes

৭) ফ্লেভার্ড দুধ ও দই
• Chocolate milk
• Strawberry/fruit UPF drinkable yogurt
• Sweetened yogurt cups

৮) ফ্রোজেন/রেডি-টু-ইট খাবার
• Frozen pizzas
• Frozen paratha
• Frozen samosa/spring roll
• Ready-made biryani mix

৯) সস, সিজনিং ও কন্ডিমেন্টস
• Tomato ketchup, chili sauce
• Mayonnaise
• Packaged salad dressing
• Instant gravy mix
• Seasoning cubes (স্বাদ বর্ধক এডিটিভ)

১০) ব্রেকফাস্ট সিরিয়াল
• Corn flakes (যেগুলোতে চিনি + flavoring added)
• Choco flakes
• Honey loops / kids cereal

খেয়াল করে দেখুন, এ ধরনের খাবার বাচ্চারা এবং শিক্ষার্থীরা যারা হোস্টেলে বা মেসে থাকে তারা বেশি খায়, ফলে অল্প বয়সেই তাদের ক্রনিক ডিজিজে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই যত সম্ভব কম পরিমান প্রসেসড ফুড খাবার চেস্টা করুন।

ডা. মো: মারুফুর রহমান
চিকিৎসক ও গবেষক
দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য

আলহামদুলিল্লাহ ১৭/১১/২০২৫ইং রাতে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়াতে  মোট ৬টি ডেলিভারি হইছে।
18/11/2025

আলহামদুলিল্লাহ
১৭/১১/২০২৫ইং রাতে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়াতে মোট ৬টি ডেলিভারি হইছে।

14/11/2025

‼️ যদি বুকে ব্যথা বা চাপ/ ভারী অনুভব হয় যেটা আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তাহলে যা করবেন না ❌:
* প‍্যানিক বা বিচলিত হবেন না
* দ্রুত হাঁটবেন না বা পরিশ্রম করবেন না
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা মনে করে সময় নষ্ট করবেন না।

✅ যা করবেন:
* যথা সম্ভব কম হেঁটে বা পরিশ্রম করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে যাবেন। সম্ভব হলে হুইল চেয়ার বা এম্বুলেন্স ব্যবহার করুন।
* দ্রুত ইসিজি করতে হবে।
* যদি কোন কারণে বিলম্ব হয় তাহলে ৪ (চার) টি ক্লোপিডিগ্রেল এবং এসপিরিনের সমন্বিত বড়ি ( Aspirin 75mg + Clopidogrel 75mg একসঙ্গে পাওয়া যায়) খেতে পারেন উপকার হবে এই প্রত‍্যাশায়।
প্রয়োজনে গ‍্যাস্ট্রিকের জন‍্য Pantoprazole ৪০ মিলিগ্রাম খেতে পারেন যাদের সমস্যা আছে।
ওষুধ খাবার ব‍্যপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
পোস্টটি আপনাকে প‍্যানিক করার জন্য নয়, শুধুমাত্র সাধারণ মানুষের সচেতনতার জন্য।
ডা.সমীর কুমার কুন্ডু
অধ্যাপক হৃদরোগ বিভাগ।

আপনার বিছানা-ই আপনার অসুস্থতার কারন নয়তো?বিছানার ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস হলো:১) বিছানার চাদর: সপ্তাহে একদিন গরম পানি...
29/10/2025

আপনার বিছানা-ই আপনার অসুস্থতার কারন নয়তো?

বিছানার ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস হলো:
১) বিছানার চাদর: সপ্তাহে একদিন গরম পানি দিয়ে ধোয়া
২) বালিশের কভার: প্রতি ২-৩ দিন পর পর বদলানো
৩) যেকোন অসুস্থতার পর পরেই চাদর বদল করা
৪) ৬ মাস পর পর বালিশ বদল করা বা ধোয়া (প্রযোজ্য ক্ষেত্রে)

এই অভ্যাসগুলো নিয়মিত বা করলে বিছানায় জমে যেতে পারে ডাস্ট মাইট, এক ধরনের আণুবীক্ষণিক কীট। এরা মৃত চামড়া খেয় বেচে থাকে এবং শরীরে এলার্জি, একজিমা ও শ্বাসকস্টের মত রোগের সৃষ্টি করতে পারে।

বালিশে কভার ও বালিশ ব্যাক্টেরিয়ার শস্যক্ষেত্রে পরিনত হয়ে যেতে পারে, তৈরি করতে পারে ব্রণের মত সমস্যার। এছাড়াও পেটের ক্ষতিকর জীবাণু বিছানার চাদরে ৪ ঘন্টা এবং ইনফ্লুয়েঞ্জার জীবাণু ১৫ মিনিট পর্যন্ত বেচে থাকতে পারে।

যাদের বাসায় পোষা প্রাণী আছে তাদের ক্ষেত্রে নানা ধরনের জীবাণু পশুর গা থেকে বিছানায় এবং সেখান থেকে মানুষে সংক্রমন করতে পারে।

সুতরাং, সুস্থতার খাতিরে বিছানা পরিষ্কার রাখুন!

টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫.গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানে প্রথম।টিকা নিন,সুস্থ থাকুন।
28/10/2025

টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫.
গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানে প্রথম।
টিকা নিন,সুস্থ থাকুন।

28/10/2025
সহকারী অধ্যাপক হিসাবে পদন্নোতি পাওয়াতে অভিনন্দন।
23/10/2025

সহকারী অধ্যাপক হিসাবে পদন্নোতি পাওয়াতে অভিনন্দন।

সুপারী ও সিগারেট খাওয়ার অভ্যাস মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এসব পদার্থে থাকা রাসায়নিক উপাদান মুখের কোষের ক্ষতি ...
22/10/2025

সুপারী ও সিগারেট খাওয়ার অভ্যাস মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এসব পদার্থে থাকা রাসায়নিক উপাদান মুখের কোষের ক্ষতি করে এবং সময়ের সাথে ক্যান্সার সৃষ্টি করে। নিয়মিত সুপারী বা তামাকজাত পণ্য সেবনে মুখে ঘা, সাদা দাগ বা ব্যথা হতে পারে যা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। তাই এসব অভ্যাস পরিহার করা জরুরি।।
চাচার ভাষ্যমতে সুপারি না চিবাইলে নাকি মাথা ঝিমায়।।
এই ঘা নিয়ে নাকি তার কোন সমস্যা হয় না।।রিপোর্টে এ আসল ক্যান্সার ,চাচা আজকে থেকে বিড়ি ও সুপারি খাওয়া বাদ দেয়ার নিয়ত করল।।
Courtesy:Liton Mmc

আজ আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিভি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ হাবিব...
21/10/2025

আজ আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিভি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ হাবিবুর রহমান ।

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ...
20/10/2025

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার বাসা ঝালকাঠি শহরের বাকলাই ফাঁড়িতে। বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার কাজ করতেন। মাসখানেক আগে সন্ধ্যায় নিজ এলাকায় একটি বিড়ালকে আদর করছিলেন। বিড়ালটি হঠাৎ তাকে কামড় দেয়। এসময় আশপাশ থেকে মানুষ এসে তার হাত থেকে বিড়ালটিকে ছাড়িয়ে দেয়। অনেকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তাকে। তবে পরে দেখবেন বলে বিষয়টিকে হালকা ভাবে নেন মান্না। কয়েকদিন আগে অফিসে বসে অবস্থা শঙ্কাপূর্ণ হলে চিকিৎসকের কাছে যান৷ এসময় এ রোগের চিকিৎসা নেই বলে জানান ডাক্তার।

👉👉 আমাদের সচেতন হতে হবে। বিড়াল ও নিজেকে অবশ্যই টিকা নিতে হবে।।

Address

Kapasia
1730

Alerts

Be the first to know and let us send you an email when কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category