30/11/2025
🔴 ডেঙ্গুতে কখন কী টেস্ট করা হয়:
১.গাইডলাইন অনুযায়ী: ডেঙ্গুতে NS1 ১-৫ দিন এ positive থাকে।
(NS1 হচ্ছে viral protein যেটা ভাইরাস দিয়ে ইনফেকশন হবার প্রথমদিকে রিলিজ হয়।
🔍 Interpretation কী:
-NS1 positive মানে = acute dengue
-High NS1 = high viral load → severe dengue risk ↑
🧠 গুরুত্বপূর্ণ Clinical pearl:
Fever শুরু হওয়ার প্রথম 72 ঘন্টার মধ্যে NS1 করলে এটা পজিটিভ আসে।high viral load হলে ৫ দিনেও পজিটিভ আসে।এরপর এই টেস্ট করে নেগেটিভ রেজাল্ট আসবে।এজন্য ৫ দিনের বেশি হয়ে গেলে করার প্রয়োজন নেই।
২.Dengue IgM Antibody
এটা Positive হয় সাধারণত ৫-৭ দিন থেকে।
এটা → 2–3 months detect করা যায়।
✔ কখন করি:
•When patient comes late (after day 5)
রোগীর NS1 negative কিন্তু ডেঙ্গু সাসপেক্ট করতেছি বেশি।
৩.Dengue IgG Antibody
-
Old infection বা secondary infection suggest করে
রোগীর জ্বর শুরু হবার প্রথমদিকেই High IgG যদি পাই ,এটা মীন করে = secondary dengue → severe dengue risk ↑ (সেকেন্ডারী ডেঙ্গু নিয়ে আমাদের সিরিজে আলোচনা হয়েছে)
তাহলে লার্নিং:
-Dengue তে→ IgG late এ আসে।
-Secondary infection হলে → IgG early high হতে পারে।
🫵রুটিন টেস্ট:
গুরুত্বপূর্ণ ক্লু দেয়:
-CBC
🛑Total WBC
-Early : Leukopenia ( ALT
Severe dengue তে → AST/ALT অনেক বাড়তে↑ পারে।
-PT/APTT prolonged = high-risk patient.
xray তে pleural effusion.. usg তে ascites খুজতে এই পরীক্ষা গুলোও করি।কারণ এগুলো ওয়ার্নিং সাইন।
CBC:
১-৩ দিন,ফেব্রাইল ফেইজে প্রতিদিন CBC করতে হবে।
৩-৭ দিন( ক্রিটিকাল ফেইজ)
১২ ঘন্টা পরপর CBC করতে হবে।
৭-১০ দিন (রিকোভারি স্টেজ)
২৪ ঘন্টায় একবার করতে হবে।
collected
#ডেঙ্গু