Dhaka Physio - ঢাকা ফিজিও

Dhaka Physio - ঢাকা ফিজিও "Mobile Physiotherapy: Bringing Health to Your Home"
Top-Quality PhysioCare in Dhaka"

বাড়িতে আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুন +8801715571054 অথবা ইনবক্সে।
মহিলা রোগিদের জন্য কোয়ালিফাইড মহিলা ফিজিওথেরাপিস্টের ব্যবস্থা রয়েছে।
যেসব রোগের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পাবেন :
# Stroke / Paralysis
# Parkinson's disease # Dementia,
# Cerebral palsy, Autism
# GBS # Bell's palsy
# Frozen Shoulder # Arthritis
# Ankylosing Spondilitis
# Elderly Fitness and Physiotherapy
# Back pain - ( PLID, Spondylosis, Sciatica, strain)
# Neck pain - ( Cervical Spondylosis, Stiff Neck, Strain)
# Post Surgical Rehabilitation
# Muscle pain and weakness.
# Orthopedic and Neurological conditions
# All kind of Physiotherapy Conditions
Best Quality Healthcare in Your Home

আপনি কেন আমাদেরসেবা নিবেন ?

✅ আমরা আছি ঢাকা শহরের সব এরিয়াতে, দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে আমরা বাসায় সেবা দিয়ে যাচ্ছি ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট মিনিমাম ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
✅ অভিজ্ঞ ফিজিও থেকে আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন সহজেই।
✅ রোগীর সুবিধা মতো সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার হয় ।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট।
✅ ট্রাফিক জ্যামে আটকা পড়ে বা সিরিয়ালের ঝামেলায় আর সময় নষ্ট হবে না।
✅ফিজিওথেরাপি অত্যাবশকীয় হওয়া সত্যেও ঝুঁকি নিয়ে যারা হাসপাতালে বা ফিজিওথেরাপি সেন্টারে যেতে চাচ্ছেন না বাসায় থেকেই নিরাপদেই সেবা পেতে পারবেন।

আমাদের আছে অত্যাধুনিক সব ইকুইপমেন্ট সমূহঃ
★আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
★সর্ট ওয়েভ ডায়াথারমী থেরাপি (SDW)
★ইনফ্রা রেড রে (IRR)
★ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি( IFT)
★মাসেল স্টিমুলেটর(MST)
★ সারভাইক্যাল ও লাম্বার ট্রাকসন
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট

🩺 কীভাবে সঠিক ভঙ্গি (Posture) আপনার ব্যথামুক্ত জীবন নিশ্চিত করে?অনেকেই দীর্ঘ সময় বসে কাজ করেন বা মোবাইল/কম্পিউটার ব্যবহা...
23/06/2025

🩺 কীভাবে সঠিক ভঙ্গি (Posture) আপনার ব্যথামুক্ত জীবন নিশ্চিত করে?

অনেকেই দীর্ঘ সময় বসে কাজ করেন বা মোবাইল/কম্পিউটার ব্যবহার করেন ভুল ভঙ্গিতে। এর ফলে হতে পারে –
✅ পিঠে ব্যথা
✅ ঘাড়ে শক্ত ভাব
✅ কাঁধে টান লাগা
✅ কোমরে চাপ

Dhaka Physio আপনাকে দিচ্ছে কিছু সহজ পরামর্শঃ
✔️ সোজা হয়ে বসুন, পিঠে সাপোর্ট দিন
✔️ প্রতি ৩০ মিনিট পর উঠে একটু হাঁটুন
✔️ কাজের চেয়ার এবং টেবিলের উচ্চতা ঠিকমতো সামঞ্জস্য করুন
✔️ প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন

👉 আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে আপনি পেতে পারেন ব্যথামুক্ত, সুস্থ ও সচল জীবন।

📍 ভিজিট করুনঃ Dhaka Physio
📞 যোগাযোগঃ 01715-571054

📌 ব্যাক পেইন? অবহেলা নয়, এখনই সঠিক চিকিৎসার সময়!😣 আপনার কি পিঠে ব্যথা?সকালে ঘুম থেকে উঠে কোমর ব্যথা? দীর্ঘক্ষণ বসে কাজ ক...
21/06/2025

📌 ব্যাক পেইন? অবহেলা নয়, এখনই সঠিক চিকিৎসার সময়!

😣 আপনার কি পিঠে ব্যথা?
সকালে ঘুম থেকে উঠে কোমর ব্যথা? দীর্ঘক্ষণ বসে কাজ করলে পিঠ শক্ত হয়ে যায়? এটি শুধু বয়সের কারণে নয় — আপনার চলাফেরা, বসার ভঙ্গি, এমনকি দৈনন্দিন অভ্যাসও দায়ী হতে পারে।

🎯 পিঠের ব্যথার সাধারণ কারণগুলো:
🔹 ভুল বসার ভঙ্গি
🔹 দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ করা
🔹 ভারী জিনিস তোলা
🔹 স্লিপড ডিস্ক বা লাম্বার স্পন্ডিলোসিস
🔹 মাংসপেশির টান
🔹 গর্ভাবস্থাজনিত পরিবর্তন

🧠 ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ?
ব্যাক পেইন শুধু ওষুধ দিয়ে পুরোপুরি সারে না। ফিজিওথেরাপি হল দীর্ঘমেয়াদি এবং কার্যকর সমাধান, যা ব্যথার মূল কারণ নির্ণয় করে সঠিক ব্যায়াম ও থেরাপি প্রদান করে।

💪 Dhaka Physio-তে আমরা যেভাবে ব্যাক পেইনের চিকিৎসা করি:
✅ পেইন রিলিফ থেরাপি (IFT, Ultrasound, TENS)
✅ মাংসপেশির স্ট্রেচিং ও স্ট্রেংথ ব্যায়াম
✅ কোর স্ট্যাবিলিটি ও পজিশন কন্ট্রোল
✅ ব্যাক ব্রেইস ও সাপোর্ট ব্যবহারের পরামর্শ
✅ ব্যায়াম ও বসার সঠিক নিয়ম শেখানো

📍 কেন Dhaka Physio?
আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট টিম রোগীর অবস্থা অনুযায়ী কাস্টম থেরাপি প্ল্যান তৈরি করে — ব্যথা কমিয়ে দৈনন্দিন জীবন ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

📞 যোগাযোগ করুন: 01715-571054

🧠 পার্কিনসন্স রোগে ফিজিওথেরাপির ভূমিকাপার্কিনসন্স আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে ফিজিওথেরাপি অপরিহার্...
20/06/2025

🧠 পার্কিনসন্স রোগে ফিজিওথেরাপির ভূমিকা
পার্কিনসন্স আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে ফিজিওথেরাপি অপরিহার্য। সঠিক থেরাপির মাধ্যমে রোগীর চলাচল, ভারসাম্য ও আত্মবিশ্বাসে উন্নতি ঘটে।

✅ ফিজিওথেরাপির উপকারিতা:

চলাফেরার গতি ও ব্যালেন্স বৃদ্ধি

পড়ে যাওয়ার ঝুঁকি হ্রাস

দৈনন্দিন কাজ সহজে সম্পাদন

শরীরের ফাংশনাল মুভমেন্টে উন্নয়ন

আত্মবিশ্বাস ও স্বাধীনতায় উৎসাহ

🛠️ ঢাকা ফিজিওথেরাপির সুপারিশকৃত থেরাপি পদ্ধতি
আমরা রোগীর বয়স, লক্ষণ ও সক্ষমতা অনুযায়ী নিচের বৈজ্ঞানিক থেরাপিগুলো প্রদান করি:

1️⃣ গতি ও ভারসাম্য উন্নয়ন ব্যায়াম
→ ওয়াকিং টেকনিক, পজিশন পরিবর্তনের অনুশীলন

2️⃣ স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ব্যায়াম
→ রেজিস্ট্যান্স ব্যান্ড, ভারবলের মাধ্যমে পেশির জোর ও নমনীয়তা বৃদ্ধি

3️⃣ ফাইন মোটর স্কিল উন্নয়ন
→ হাতের ছোট কাজ, বল ধরা, বোতাম লাগানো ইত্যাদি

4️⃣ কো-অর্ডিনেশন ও রিদমিক মুভমেন্ট
→ সময়ানুযায়ী শরীরের চলাফেরার সামঞ্জস্য উন্নয়ন

5️⃣ জীবনযাত্রায় সহায়ক সুপারিশ
→ পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট ও হালকা হাঁটা

📍 আপনার পাশে আছে ঢাকা ফিজিও
আমাদের ফিজিওথেরাপিস্টরা পার্কিনসন্স আক্রান্তদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। প্রতিটি থেরাপি সেশন রোগীর প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী কাস্টমাইজ করা হয়।

📞 যোগাযোগ: 01715-571054
📍 লোকেশন: ঢাকা, বাংলাদেশ
🌐 Facebook: Dhaka Physio

🧠 স্ট্রোকের পর সঠিক থেরাপিই হতে পারে আপনার দ্বিতীয় জীবনের শুরু!স্ট্রোক মানে জীবনের গতি থেমে যাওয়া নয়। সঠিক সময়ে ফিজি...
19/06/2025

🧠 স্ট্রোকের পর সঠিক থেরাপিই হতে পারে আপনার দ্বিতীয় জীবনের শুরু!
স্ট্রোক মানে জীবনের গতি থেমে যাওয়া নয়। সঠিক সময়ে ফিজিওথেরাপি শুরু করলে একজন স্ট্রোক পেশেন্ট আবারও হাঁটতে, কথা বলতে ও নিজের কাজ নিজে করতে পারেন।

🔹 Dhaka Physio–তে আমরা দিচ্ছি বিশেষ Stroke Rehabilitation সেবা:

হাত ও পায়ের শক্তি ফিরে পাওয়ার এক্সারসাইজ

ব্যালান্স ও কো-অর্ডিনেশন ট্রেনিং

স্পিচ ও কগনিটিভ থেরাপির রেফারেল

হোম কেয়ার প্ল্যান ও পরিবারের সদস্যদের কাউন্সেলিং

আমাদের বিশ্বাস:
"প্রতিটি পদক্ষেপে সাহস ও সাপোর্ট থাকলে, স্ট্রোকের পরও জীবন ফিরে পাওয়া সম্ভব।"

📅 প্রতিদিন সকালে ও বিকেলে বিশেষ স্ট্রোক রিকভারি সেশন চলছে
📞 এখনই কল করুন: [আপনার নাম্বার দিন]
📍 লোকেশন - 644, South, West Shewrapara, Mirpur, Dhaka 1216, Dhaka, Bangladesh

হ্যাশট্যাগ:

🧠 স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে শারীরিক চিকিৎসা অপরিহার্য!👉 আপনার প্রিয়জন কি স্ট্রোকের পর চলাফেরা, কথা বলা বা হাত-পা নাড়াতে...
18/06/2025

🧠 স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে শারীরিক চিকিৎসা অপরিহার্য!
👉 আপনার প্রিয়জন কি স্ট্রোকের পর চলাফেরা, কথা বলা বা হাত-পা নাড়াতে সমস্যায় ভুগছেন?

📍 Dhaka Physio-তে আমরা স্ট্রোক পরবর্তী রোগীদের জন্য বিশেষ ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি —
✅ পেশি শক্তি ফেরানো
✅ হাঁটার ক্ষমতা উন্নয়ন
✅ ব্যালান্স ও কো-অর্ডিনেশন উন্নয়ন
✅ দৈনন্দিন কাজ-কর্মে স্বাবলম্বী হওয়া

🌿 আমাদের অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্টদের তত্ত্বাবধানে রোগীরা ফিরে পান জীবনের ছন্দ।

📞 আজই যোগাযোগ করুন: 01715571054
📍 লোকেশন: Mirpur, Dhaka

আপনার ঘাড়ে টান, কোমরে ব্যথা, জয়েন্টে সমস্যা, কিংবা স্ট্রোক রিকভারির প্রয়োজন?আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে পাবে...
17/06/2025

আপনার ঘাড়ে টান, কোমরে ব্যথা, জয়েন্টে সমস্যা, কিংবা স্ট্রোক রিকভারির প্রয়োজন?
আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে পাবেন আধুনিক চিকিৎসা ও মনোযোগপূর্ণ কেয়ার।

✅ ব্যাক পেইন
✅ লাম্বার ও সারভাইক্যাল স্পন্ডিলোসিস
✅ ফ্রোজেন শোল্ডার
✅ স্নায়ু ও পেশি সমস্যায় বিশেষায়িত থেরাপি
✅ স্ট্রোক ও প্যারালাইসিস কেয়ার
✅ পোস্ট-অপারেটিভ রিহ্যাব

📍 লোকেশন: মিরপুর, ঢাকা
📞 01715571054
🕘 সময়: প্রতিদিন সকাল ৯টা – রাত ৯টা

🌐 আপনার সুস্থ জীবনের যাত্রা শুরু হোক আজ থেকেই – Dhaka Physio-এর সাথে!

15/05/2025

আপনি কি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে চান?
তাহলে প্রতিদিন ৩০ মিনিট সাইক্লিং হতে পারে আপনার সুস্থ জীবনের চাবিকাঠি!

✅ সাইক্লিং এর উপকারিতা:
🔹 হাঁটু ও কোমরের জয়েন্টে চাপ কমায়
🔹 হার্ট ও ফুসফুস সুস্থ রাখে
🔹 ওজন কমাতে সাহায্য করে
🔹 মাংসপেশি শক্তিশালী করে
🔹 মানসিক চাপ কমায় ও ঘুম ভালো হয়
🔹 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

🧠 বিশেষজ্ঞদের মতে:
প্রতিদিন সকালে বা বিকেলে মাত্র ২০-৩০ মিনিট সাইক্লিং করলেই শরীর থাকে ফিট এবং মন থাকে ফ্রেশ!

📌 যদি আপনার থাকে:
☑️ হাঁটুতে ব্যথা
☑️ কোমর বা ঘাড়ের সমস্যা
☑️ পিঠে ব্যথা বা অতিরিক্ত ওজন
তাহলে ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী সাইক্লিং শুরু করুন।

🏠 ঘরে বসেই ফিজিওথেরাপি পরিষেবা পেতে কল করুন:
📞 01715-571054

স্ট্রোকের পর শরীরের দুর্বলতা, প্যারালাইসিস, হাত-পা চলাচলের অসুবিধা, ব্যালেন্স ও হাঁটার সমস্যা – এসব এখন আর বাধা নয়।Dhaka...
15/05/2025

স্ট্রোকের পর শরীরের দুর্বলতা, প্যারালাইসিস, হাত-পা চলাচলের অসুবিধা, ব্যালেন্স ও হাঁটার সমস্যা – এসব এখন আর বাধা নয়।
Dhaka Physio দিচ্ছে স্ট্রোক রোগীর জন্য বিশেষ হোম ফিজিওথেরাপি সেবা – আপনার প্রিয়জনের দ্রুত উন্নতির জন্য।

✅ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা নিয়মিত থেরাপি
✅ ব্যালেন্স ট্রেনিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ ও মুভমেন্ট থেরাপি
✅ নিজ বাড়িতে নিরাপদ ও আরামদায়ক পরিবেশে চিকিৎসা
✅ পুরুষ ও মহিলা থেরাপিস্ট (চাহিদা অনুযায়ী)

📞 এখনই কল করুন: 01715571054
📍 সেবা সীমিত শুধু ঢাকা শহরের মধ্যে
💬 ইনবক্সে মেসেজ করেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে

Dhaka Physio – স্ট্রোক রোগীর পাশে আমরা, সুস্থ জীবনের পথে।





GBS (Guillain-Barré Syndrome) – এক বিপজ্জনক স্নায়ুবিক জটিলতাGBS হলো একটি বিরল স্নায়ুরোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল...
14/05/2025

GBS (Guillain-Barré Syndrome) – এক বিপজ্জনক স্নায়ুবিক জটিলতা

GBS হলো একটি বিরল স্নায়ুরোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজের স্নায়ুতে আক্রমণ করে। এতে দ্রুত পেশি দুর্বলতা ও অবশতা দেখা দেয়।

লক্ষণসমূহ:
হঠাৎ করে হাত-পায়ে দুর্বলতা বা অবশতা
পায়ে ঝিনঝিনে বা জ্বালাপোড়া
হাঁটতে বা দাঁড়াতে কষ্ট হওয়া
চোখে বা মুখে পেশি দুর্বলতা
শ্বাস-প্রশ্বাসে সমস্যা (জরুরি অবস্থা)

GBS হওয়ার সম্ভাব্য কারণ:
ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন পরবর্তী প্রতিক্রিয়া
ডেঙ্গু, জিকা, ইনফ্লুয়েঞ্জা, কোভিড ইত্যাদির পরে দেখা যেতে পারে

চিকিৎসা ও পুনর্বাসন:
হাসপাতাল পর্যবেক্ষণ ও চিকিৎসা
প্লাজমা থেরাপি বা IVIG দেওয়া হয়
সঠিক সময়ে ফিজিওথেরাপি পুনর্বাসনে অত্যন্ত কার্যকর

Note: GBS দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা জরুরি, না হলে শ্বাস-প্রশ্বাস থেমে যেতে পারে।

আপনার পরিচিত কেউ GBS এ আক্রান্ত? সঠিক পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য যোগাযোগ করুন:

Dhaka Physio – ঢাকা ফিজিও
📞 01715571054
📍 মিরপুর, ঢাকা

🦴 PLID – কোমরের ডিস্ক স্লিপ এখন আর ভয় নয়!আপনার কি হঠাৎ কোমরে ব্যথা নেমে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে?হাঁটা বা বসে থাকা কষ্টকর? ত...
14/05/2025

🦴 PLID – কোমরের ডিস্ক স্লিপ এখন আর ভয় নয়!

আপনার কি হঠাৎ কোমরে ব্যথা নেমে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে?
হাঁটা বা বসে থাকা কষ্টকর? তাহলে এটি PLID বা ডিস্ক স্লিপের লক্ষণ হতে পারে!

✅ PLID-এর লক্ষণসমূহ:
🔹 কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়ানো
🔹 পায়ে ঝিনঝিনে ভাব বা অবশ লাগা
🔹 বসে থাকলে বা হেঁটেই ব্যথা বাড়ে
🔹 রাতে ঘুমে ব্যাঘাত ঘটে ব্যথার কারণে

🎯 সমাধান কী?
সঠিক ফিজিওথেরাপি এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওষুধ ছাড়াই PLID নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ঢাকা ফিজিও-তে আমরা দিচ্ছি
🔸 চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যায়াম
🔸 হাই-টেক থেরাপি (IFT, US Therapy ইত্যাদি)
🔸 হোম সার্ভিস সুবিধা
🔸 অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পার্সোনাল কেয়ার

🏠 বাসায় বসেই নিন চিকিৎসা – ব্যথা ছাড়াই বাঁচুন স্বাভাবিক জীবন!

Dhaka Physio – ঢাকা ফিজিও
📍 পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
📞 01715571054

#腰椎间盘突出

Address

644, South, West Shewrapara, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801715571054

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Physio - ঢাকা ফিজিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Physio - ঢাকা ফিজিও:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram