First Aid Box & Kits

First Aid Box & Kits Well come to our
"First Aid Box & Kits" page
Hotline number: 01741-399037 (WhatsApp & Imo available)

পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অর্ডার করুন First Aid Box বা প্রাথমিক চিকিৎসা বক্স।
১৯ টি আইটেম নিয়ে প্রাথমিক চিকিৎসা বক্সটি সাজানো হয়েছে।
* কেটে গেলে কি ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে কি দিয়ে ব্যান্ডেজ করবেন।
* পুড়ে গেলে কি ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে কি দিয়ে ব্যান্ডেজ করবেন।
* পোকায় কামড় দিলে কি ওষুধ ব্যবহার করবেন।
* ডায়রিয়া হলে কি ওষুধ খাবেন এবং কতটুকু ডোজ।
* জ্বর হলে কি ওষুধ খাবেন

এবং কতটুকু ডোজ।
* বমি বা বমি বমি ভাব হলে কি ওষুধ খাবেন এবং কতটুকু ডোজ।
* পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হলে কি ওষুধ খাবেন এবং কতটুকু ডোজ।
* কাটা ছেঁড়ায় কিভাবে এবং কি দিয়ে ড্রেসিং করবেন।
* জ্বর হলে ডিজিটাল থার্মোমিটার দিয়ে কিভাবে জ্বর পরিমাপ করে, কতটুকু জ্বরে কি ওষুধ খাবেন।
* এই ধরনের বিভিন্ন সমস্যায় কিভাবে প্রাথমিক চিকিৎসা দিবেন তা লিখিত আকারে বক্সে পাবেন।

  : দেশে প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে প্রায়ই মৃত্যুর খবর পাওয়া যাছে ।  তাই সকলের উচিত সতর্ক থাকা। হিটস্ট্রোক শুধু দুর্বল...
24/04/2024

:

দেশে প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে প্রায়ই মৃত্যুর খবর পাওয়া যাছে । তাই সকলের উচিত সতর্ক থাকা। হিটস্ট্রোক শুধু দুর্বল ব্যক্তিদের নয় একজন সুস্থ সবল মানুষের‌ও হতে পারে যদি শরীরের তাপমাত্রা ১০৪° ফারেনহাইটের বেশি হয়ে যায়।
হিটস্ট্রোকের অনেকগুলো লক্ষণ রয়েছেঃ
১. শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিন্তু কোন ঘাম না হ‌ওয়া। হাত দিয়ে ধরলে শরীর প্রচন্ড গরম লাগবে।
২. রোগী কনফিউজড হয়ে যায়। আপনি কি বলছেন তা বুঝতে পারে না এবং সে কি উত্তর দিচ্ছে সেটাও বোঝা যায় না।
৩. ঘন ঘন শ্বাস নেওয়া
৪. বুক ধড়ফড় করা
৫. বমি বমি ভাব কিংবা বমি হ‌ওয়া
৬. অজ্ঞান হয়ে যাওয়া
এসব লক্ষণ কার‌ও মধ্যে দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে। এবং যেতে যেতে রোগীর অবস্থার উন্নতির জন্য কিছু কাজ করতে হবে যাতে রোগীর শরীর ঠান্ডা হয়। যেমন -
১. রোগীকে গরম জায়গা থেকে ঠাণ্ডা জায়গায় নিয়ে আসতে হবে অর্থাৎ যেখানে ছায়া আছে, ফ্যান আছে বা এ.সি আছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রোগী যে জায়গায় আছে সে জায়গাটা ঠাণ্ডা করার চেষ্টা করতে হবে। ফ্যান চালিয়ে দিবেন কিংবা হাতপাখা দিয়ে বাতাস করবেন।
২. রোগী যদি অতিরিক্ত কাপড় চোপড় পড়া থাকেন তাহলে বাতাস চলাচলের জন্য যতটুকু সম্ভব কাপড় খুলে দিতে হবে।
৩. শরীর ঠাণ্ডা করার জন্য পানি ছিটা দিতে পারেন অথবা কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে পারেন। এবং শরীর মুছে দেয়ার সময় বাতাস করবেন ইনশাআল্লাহ এতে করে রোগীর শরীরের পানি শুকিয়ে চামড়া ঠাণ্ডা হয়ে যাবে।
৪. বরফ জোগাড় করতে পারলে সেটি কাপড় দিয়ে পেঁচিয়ে রোগীর বগলের নিচে এবং ঘাড়ের উপর দিয়ে রাখতে পারেন।
৫. রোগীর যদি হুঁশ থাকে তাহলে তাকে পানি পান করাতে হবে এবং ডাবের পানি বা স্যালাইনের পানিও খেতে দিতে হবে।
হিটস্ট্রোক হ‌ওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়।
এই লক্ষণগুলো দেখা দিলে উপরোক্ত কাজগুলো করলে ইনশাআল্লাহ হিটস্ট্রোক এড়ানো সম্ভব। হিটস্ট্রোকের হ‌ওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যায় -
১. মাথা ঘোরা বা মাথা হালকা হালকা লাগা। মনে হচ্ছে যে, অজ্ঞান হয়ে যাবো। (রোগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে শুইয়ে পা দুটো একটু উপরে তুলে দিতে হবে। এতে করে ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি পাবে)
২. প্রচন্ড ঘামা (ঘেমে পড়নের জামাকাপড় ভিজে যাওয়া)
৩. বমি বমি ভাব হওয়া
৪. প্রচন্ড গরম লাগা
৫. অনেক তৃষ্ণা পাওয়া
৬. মাংসপেশী ঠেসে ধরা
৭. মাসলস ক্রেমস
এসব লক্ষণ দেখা দিলে উপরোক্ত কাজগুলো করবেন। সাধারণত উপরোক্ত কাজগুলো করলে আধা ঘন্টার মধ্যে রোগীর ভালো লাগা শুরু করে। যদি তা নয় অর্থাৎ রোগীর অবস্থার অবনতি ঘটে কিংবা বিপজ্জনক কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে ক্ষমা করে এসব আযাব থেকে মুক্তি দেন । 🤲

Address

Netrakona-
Kendua
2480

Telephone

+8801608394236

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Aid Box & Kits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to First Aid Box & Kits:

Share