Upazila Health Complex, Keshabpur, Jashore

Upazila Health Complex, Keshabpur, Jashore All about Keshabpur health complex

আম্রকাননে শুনি ক্ষণে ক্ষণেকোকিলের কুহুতান,আজি বসন্তে বসন্তের দূতগাহে আগমনী গান।Upazila Health Complex, Keshabpur, Jashor...
14/02/2023

আম্রকাননে শুনি ক্ষণে ক্ষণে
কোকিলের কুহুতান,
আজি বসন্তে বসন্তের দূত
গাহে আগমনী গান।

Upazila Health Complex, Keshabpur, Jashore এর পক্ষে হাসপাতালের মনোমুগ্ধকর ফুলের বাগান থেকে সকলকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি। শীতের মর্মর প্রকৃতির পর বসন্তে যেমন প্রকৃতিতে নবজাগরণ হয়, প্রত্যেকের জীবনে আসুক নতুন জাগরন।

শুভ বসন্ত।

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে Upazila Health Complex, Keshabpur, Jashore এর অন্তঃবিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে এই নবজাত...
16/12/2022

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে Upazila Health Complex, Keshabpur, Jashore এর অন্তঃবিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে এই নবজাতকের জন্ম হয়েছে।
বিজয় দিবস সকলের জন্য আনন্দময়, নবজাতকের আগমনী উপলক্ষ্যে সেই আনন্দ হয় দ্বিগুন, এই আনন্দকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিতে হাসপাতালের পক্ষ থেকে নবজাতক কে উপহার সামগ্রী প্রদান করা হয়।
যেকোনো প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করুন। ভুল বা অপচিকিৎসা থেকে দূরে থাকুন।


হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

মহান বিজয় দিবস উপলক্ষে Upazila Health Complex, Keshabpur, Jashore কে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। মহান বিজয় ...
15/12/2022

মহান বিজয় দিবস উপলক্ষে Upazila Health Complex, Keshabpur, Jashore কে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করছি।

Upazila Health Complex, Keshabpur, Jashore এর নিত্যকার অতিথি এগুলো। চমৎকার এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন হাসপাতালের গাইন...
12/12/2022

Upazila Health Complex, Keshabpur, Jashore এর নিত্যকার অতিথি এগুলো। চমৎকার এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আয়েশা আক্তার ( Ayesha Sheela).

প্রচন্ড কনকনে শীতে অনেক কিছু থেমে থাকলেও থেমে থাকেনা হাসপাতালের স্বাস্থ্যসেবা। বিগত রাতে Upazila Health Complex, Keshabp...
07/12/2022

প্রচন্ড কনকনে শীতে অনেক কিছু থেমে থাকলেও থেমে থাকেনা হাসপাতালের স্বাস্থ্যসেবা। বিগত রাতে Upazila Health Complex, Keshabpur, Jashore এ নরমাল ডেলিভারির মধ্যমে দুইজন নবজাতকের জন্ম হয়েছে। মা ও বাচ্চা সবাই সুস্থ আছে।

হাসপাতালে ডেলিভারির পর হাসপাতালের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হচ্ছে নবজাতকদের পরিবারের কাছে। গর্ভধারণ জনিত যেকোন প্রয়োজন বা সকল প্রকারের সকল স্বাস্থ্যসেবা জনিত প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করুন।


হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

১ লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এবারের এইডস দিবসের প্রতিপাদ্য " অসমতা দূর করি এইডস মুক্ত বিশ্ব গড়ি " ।একটা সময়ে বিশেষ কর...
01/12/2022

১ লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস।
এবারের এইডস দিবসের প্রতিপাদ্য " অসমতা দূর করি এইডস মুক্ত বিশ্ব গড়ি " ।

একটা সময়ে বিশেষ করে পশ্চিমা সংস্কৃতির দেশগুলোতে এগুলোতে আক্রান্ত বেশি হলেও বর্তমানে বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন সিরিঞ্জের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের মধ্যে সংক্রমণের এই হার সবচেয়ে বেশি।

এইচআইভি(HIV) ভাইরাসে আক্রান্ত হলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যে কোনো ইনফেকশনেই মৃত্যু হতে পারে।

এইডস (AIDS) একটি ভাইরাস জনিত রোগ।হিউমেন ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস থেকে নাম হয়েছে এইচআইভি(HIV)। এই ভাইরাসটা মানুষের শরীরে সংক্রমণ হলেই রোগ হয়ে যায় না। সংক্রমণ হয়ে রোগ হতে অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর বা ২০ বছর লেগে যেতে পারে এই রোগের লক্ষন প্রকাশ পেতে। এজন্য যাদের এইচআইভি আছে, তাদের অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক মানুষের মতো কোনো উপসর্গহীন থাকতে পারে ।

এইচআইভি বিভিন্ন পদ্ধতি মানুষের শরীরে ছড়াতে পারে। সবচেয়ে বহুল তিনটি মাধ্যম হল রক্ত, বীর্য, দুধ। এগুলোর মাধ্যমে সরাসরি ছড়াই

(১)এইচআইভি-তে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, বা তার ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সূঁচ ব্যবহার করলে,
(২)এইচআইভি-তে আক্রান্ত গর্ভবতী মায়ের শিশুর, (৩)এইচআইভি-তে আক্রান্ত কারও সঙ্গে অসংরক্ষিত(কনডম ব্যবহার না করে) যৌন সম্পর্ক করলে। শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের মধ্যে সংক্রমণে হার বেশি।
৪. অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ রক্তদানের পূর্বে ক্রস ম্যাচিং না করে নিলে

৫. আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য ব্রাশ, রেজর অন্যান্য অনুষঙ্গ ব্যবহারের কারনে

এইডস হলে সবচেয়ে বড়ো ক্ষতি যেটা হয়, তাহল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ধবংস হয়ে যায়। খুব সামান্য অসুস্থতায় মৃত্যু পর্যন্ত হবার আশংকা থাকে।

এইডস আক্রান্ত রোগী নিয়ে কিছু ভুল ধারনাও রয়েছে সমাজে। তাই এইডস নিয়ে সচেতনতা জরুরি।

এইডস কি ঃ বাচতে হলে জানতে হবে।



হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার যশোর  এ আগমন ও জনসভা উপলক্ষে  গঠিত মেডিকেল টি...
24/11/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর এ আগমন ও জনসভা উপলক্ষে গঠিত মেডিকেল টিম এর অংশ হিসেবে Upazila Health Complex, Keshabpur, Jashore থেকে কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্স, এম্বুলেন্স ড্রাইভারের সমন্বয়ে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। লাখো মানুষের এই গণজমায়েত এ স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত রয়েছে আমাদের সুদক্ষ মেডিকেল টিম। ।



হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

🔷🔷এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স: এক মহাবিপর্যয়ের হাতছানি।🚫মা, পেট খারাপ- সিপ্রোসিন খা, পেটে জানি কেমুন করে- দুইটা মেট্রোনিড...
22/11/2022

🔷🔷এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স: এক মহাবিপর্যয়ের হাতছানি।

🚫মা, পেট খারাপ- সিপ্রোসিন খা, পেটে জানি কেমুন করে- দুইটা মেট্রোনিডাজল খা। সবাই যেন ছোটখাটো ডাক্তার। সবচেয়ে বড় ডাক্তার ওষুধের দোকানের কমপাউন্ডার গুলো। এভাবে নিয়ম না মেনে অনবরত এন্টিবায়োটিক বা ঔষধ খেলে কি মারাত্মক পরিনতি হতে পারে আসুন জেনে নিই।

🚫এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী?

সাধারণত ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়ার জন্য এন্টিবায়োটিকের মাত্রা ভিন্ন হয়। সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে এন্টিবায়োটিক ব্যবহার না করলে ব্যাক্টেরিয়াগুলো পরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন এই ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে উক্ত এন্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকেনা। এ অবস্থাকে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। যখন কেউ এন্টিবায়োটিকের পুরো কোর্স সমপন্ন করেনা তখন এ রেজিস্ট্যান্স প্রাপ্ত ব্যাক্টেরিয়াগুলো তৈরি হয়।

⛔এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়াবহ কেন?

আমরা যখন রোগাক্রান্ত হই তখন ডাক্তার আমাদের রক্ত ও অন্যান্য নুমনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান এবং রোগের জন্য দায়ী ব্যাক্টেরিয়া নির্ণয় করে নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু ঔষধ দিয়ে থাকেন। কিছু ঔষধ খাওয়ার পর খানিকটা ভালো অনুভব করলেই অনেকে মনে করে আমিতো ভালো হয়েই গেছি, আর ঔষধ খাওয়ার দরকার কি? ঔষধ খাওয়া ছেড়ে দেয় এবং ডাক্তারের দেয়া এন্টিবায়োটিকের কোর্স পূর্ণ করেনা। ফলে রেজিস্ট্যান্সপ্রাপ্ত ব্যাক্টেরিয়াগুলো যখন দেহ থেকে বের হয়ে প্রকৃতিতে যায় তখন অন্য সাধারণ ব্যাক্টেরিয়াগুলোকেও রেজিস্ট্যান্স করে ফেলে। ফলশ্রুতিতে যে এন্টিবায়োটিক আগে কাজ করত তখন তা সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও আর কাজ করে না। ফলে একই এন্টিবায়োটিকের মাধ্যমে পরবর্তিতে আর রোগ সারেনা। নতুন কোন এন্টিবায়োটিক বা অতিরিক্ত মাত্রার ডোজের প্রয়োজন দেখা দেয়। এভাবে চলতে থাকলে একদিন হয়তো তাঁর রোগ সারাবার কোন বিকল্প ব্যবস্থা আর থাকবেনা।

⛔এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন দেখা দেয়?

সঠিক পরিমাণে এবং সময়মতো এন্টিবায়োটিক না নেওয়া হলে।
প্রয়োজন ছাড়াই এন্টিবায়োটিক ব্যবহার করতে থাকলে।
চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছামতো এন্টিবায়োটিক ব্যবহার করতে করতে ছেড়ে দিলে।
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক মাত্রার এন্টিবায়োটিক গ্রহণ করুন।
ঠাণ্ডা লাগা বা সর্দিজ্বর সাধারণত ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। আর ভাইরাসের উপর এন্টিবায়োটিক কোন কাজ করতে পারেনা। তাই ঠাণ্ডা লাগলে বা সর্দিজ্বর হলেই এন্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।
চিকিৎসককে বলুন যে খুব প্রয়োজন না হলে যেন আপনাকে এন্টিবায়োটিক না দেয়।
ডাক্তার যতদিন না বলে ততোদিন পর্যন্ত এন্টিবায়োটিক গ্রহণ বন্ধ করবেন না।

🟩🔷এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মহাবিপর্যয়।
যা একবার হয়ে গেলে আর উপায় নেই। তাই সময় থাকতে আজই সচেতন ও সাবধান হোন।এন্টিবায়োটিক গ্রহনের ব্যাপারে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রার ও যথাযথ তাঁর কোর্স পুর্ণ করুন। রেজিস্ট্যান্স হওয়ার আগেই সাবধান হোন এবং ঝুঁকিহীন জীবন যাপন করুন।


হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২ এ উপজেলা প্রশাসন কেশবপুর আয়োজিত মেলায় ২য় স্থান অধিকার করেছে Upazila Health Complex, Keshabpu...
19/11/2022

ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২ এ উপজেলা প্রশাসন কেশবপুর আয়োজিত মেলায় ২য় স্থান অধিকার করেছে Upazila Health Complex, Keshabpur, Jashore. এই সাফল্য সবার সাথে ভাগ করে নিচ্ছেন সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর।

ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২ এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর এর মনোরম স্টল।
17/11/2022

ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২ এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর এর মনোরম স্টল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর( Upazila Health Complex, Keshabpur, Jashore)  এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে    অদ...
14/11/2022

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর( Upazila Health Complex, Keshabpur, Jashore) এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৪ নভেম্বর , ২০২২ এ সিজারিয়ান সেকশনের মাধ্যমে ২ জন নবজাতকের জন্ম হয়েছে। মা এবং বাচ্চা সবাই সুস্থ আছে।

গাইনি কনসালটেন্ট ডা. আয়েশা আক্তার ( Ayesha Sheela ) ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. জহিরুল হক , ডা. নওরীম জিসান(Naureem Jishan) ও হাসপাতালের ডেডিকেটেড ওটি টিম এর মাধ্যমে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

ভুল, কিংবা অপচিকিৎসা গ্রহণ না করে যেকোনো প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহন করুন।

হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল তথ্য পেতে অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখুন।
https://www.facebook.com/profile.php?id=100085974909888

Address

Keshabpur
7450

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Keshabpur, Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upazila Health Complex, Keshabpur, Jashore:

Share