Blood Bank of Dighinala

Blood Bank of Dighinala ❝ব্লাড ব্যাংক অব দীঘিনালা (BBD)❞ একটি অনলাইন ব্লাড ডোনেশন সংগঠন।

অভিনন্দন বাংলার বাঘিনীদের💐💐💐নেপাল কে ২-১ গোলে হারিয়ে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুভ কামনা বাংলার চ্যাম্প দের জন্য🥰🥰
30/10/2024

অভিনন্দন বাংলার বাঘিনীদের💐💐💐
নেপাল কে ২-১ গোলে হারিয়ে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুভ কামনা বাংলার চ্যাম্প দের জন্য🥰🥰

অভিনন্দন বাংলার বাঘিনীদের💐💐💐নেপাল কে ২-০ গোলে হারিয়ে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুভ কামনা বাংলার চ্যাম্প দের জন্য।
30/10/2024

অভিনন্দন বাংলার বাঘিনীদের💐💐💐
নেপাল কে ২-০ গোলে হারিয়ে আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুভ কামনা বাংলার চ্যাম্প দের জন্য।

প্রিয় দিঘীনালা বাসীর জন্য জরুরি  স্বাস্থ্য বার্তা 📢📢দিঘীনালা  উপজেলায় জাতীয়  কার্যক্রম এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ইং...
25/10/2024

প্রিয় দিঘীনালা বাসীর জন্য জরুরি স্বাস্থ্য বার্তা 📢📢

দিঘীনালা উপজেলায় জাতীয় কার্যক্রম এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ইং এ গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত সার্ভে করে দেখা গেছে টার্গেটের তুলনায় অনেক কম। তাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের এখনও রেজিষ্ট্রেশন করতে পারেনি, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অতি দ্রুত রেজিষ্ট্রেশন করে নিন। এই বার্তাটি সবাইকে দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ 👍
👉বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামুল্যে প্রদান করা হবে।
👉কিভাবে রেজিষ্ট্রেশন করবেন--
https://vaxepi.gov.bd

👉যারা রক্তদান করতে আগ্রহী না তাদের জন্য এই পোস্ট👈✅হেপাটাইটিস, এইডস,সিপিলিস, ম্যালেরিয়া এর মত রোগের পরিক্ষা গুলো করতে আপন...
11/10/2024

👉যারা রক্তদান করতে আগ্রহী না তাদের জন্য এই পোস্ট👈

✅হেপাটাইটিস, এইডস,সিপিলিস, ম্যালেরিয়া এর মত রোগের পরিক্ষা গুলো করতে আপনার প্রায় ১৫০০টাকা খরচ হতে পারে। কিন্তু আপনি যখন এক ব্যাগ রক্ত দান করতে যাবেন তখন বিনামূল্যে আপনার এই পরিক্ষা সমূহ করা হয়ে যাবে। এবং আপনি চাইলে প্রতি ৪মাস পর পর রক্তদানের সাথে আপনার শারীরিক চেকআপ টা ও করা হয়ে যাবে।

👉জানা থাকা দরকার, শারীরিক অসুস্থতা বা চেকআপের জন্য এই পরিক্ষা গুলো করা হয়।

আপনার রক্তের মধ্যে কোন সমস্যা আছে কি না এইসব পরীক্ষার মাধ্যমে জানা যায়।।।

✅এছাড়াও প্রতি ৪মাস পর পর রক্তদান করলে আমাদের নতুন নতুন রক্ত খনিকা তৈরি হয়। যা স্বাস্থ্যের জন্য উপকারী।

❝এসো আমরা করবো স্বেচ্ছায় রক্তদান,
রক্তের জন্য ঝরতে দিবোনা কোন প্রাণ❞

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বাংলার প্রতিটি ঘরে রক্তদাতা তৈরি করতে হবে এটাই হউক আমাদের মূলনীতি।

13/06/2024
রক্তদান সম্পর্কে ইসলামের বিধানঃরক্ত মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু মানুষে মানুষে কতো তফাৎ! কেউ রক্ত ...
06/12/2023

রক্তদান সম্পর্কে ইসলামের বিধানঃ

রক্ত মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু মানুষে মানুষে কতো তফাৎ! কেউ রক্ত দেয়। আবার কেউ রক্ত নেয়। কেউ কেউ তো এমনও আছে, যারা রক্ত বইয়ে দিয়ে নিষ্ঠুর জিঘাংসায় লিপ্ত হয়। খুন-পিয়াসী ‘খুনিয়া’ হয়ে ওঠে। মানবতার গায়ে এঁকে দেয় কলংক-চিহ্ন। কিন্তু এ রক্তই অন্যজন ইসলামী ভ্রাতৃত্ব ও মানবতার অমর চেতনায় উজ্জীবিত হয়ে মুমূর্ষ ভাইয়ের জন্য আনন্দচিত্তে ও অকাতরে বিলিয়ে দেয়। শুধু সওয়াব-পুণ্যের আশায়; আর একটুখানি হাসির ঝিলিক দেখতে।

রক্ত সাধারণত শরীর থেকে বের হয়ে যাওয়ার পর নাপাক হিসেবে সাব্যস্ত হয়। স্বাভাবিক অবস্থায় (প্রয়োজন ও কারণ ছাড়া) এক জনের রক্ত অন্যের শরীরে স্থানান্তর করা হারাম।

তাই রক্ত গ্রহণের বিকল্প নেই, এমন অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়ার ক্ষেত্রে নিম্নে লিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

এক. যখন কোনো অসুস্থ ব্যাক্তির জীবননাশের আশংকা দেখা দেয় এবং অভিজ্ঞ ডাক্তারের মতে তার শরীরে অন্যের রক্ত দেওয়া ব্যতীত বাঁচানোর কোনো পন্থা না থাকে, তখন রক্ত দিতে কোনো অসুবিধা নেই। বরং এ ক্ষেত্রে ইসলাম আরো উৎসাহ দিয়েছে।

দুই. রক্ত দেওয়া প্রয়োজন। অর্থাৎ, অসুস্থ ব্যক্তির মৃত্যুর আশংকা নেই বটে, কিন্তু রক্ত দেওয়া ছাড়া তার জীবনের ঝুঁকি বাড়ে অথবা রোগমুক্তি বিলম্বিত হয়; এমন অবস্থায় রক্ত দেওয়া জায়েজ ও জরুরি।

তিন. যখন রোগীর শরীরে রক্ত দেওয়ার খুব বেশি প্রয়োজন দেখা দেয় না, বরং রক্ত না দেওয়ার অবকাশ থাকে; তখন অযথা রক্ত দেওয়া থেকে বিরত থাকা চাই।

চার. যখন জীবননাশের এবং অসুস্থতা বিলম্বিত হওয়ার আশংকা থাকে না, বরং শুধুমাত্র শক্তি বৃদ্ধি এবং সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য হয়; সে অবস্থায় ইসলামী শরিয়ত মোতাবেক রক্তদান জায়েজ নয়।

🫴রক্ত ক্রয়-বিক্রয়ের বিধানঃ

রক্ত বিক্রি জায়েজ নয়। কিন্তু যে শর্তের ভিত্তিতে প্রথম সূরতে রক্ত দেয়া জায়েজ সাব্যস্ত হয়েছে, ওই অবস্থায় যদি যথা রক্ত বিনামূল্যে পাওয়া না যায়, তখন তার জন্য মূল্যে দিয়ে রক্ত ক্রয় করা জায়েজ। তবে যে রক্ত দিবে তার জন্য রক্তের মূল্য নেয়া জায়েজ নয়। (জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৮)

🫂অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তরের বিধানঃ

অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তর জায়েজ। মুসলিম আর অমুসলিমের রক্তে কোনো প্রভেদ নেই। কিন্তু শরিয়তসিদ্ধ কথা হলো, কাফের-ফাসেকের স্বভাবে মন্দ ও নিন্দনীয় প্রভাব রয়েছে। কারণ তারা নাপাক ও হারাম খাদ্য গ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর এতে করে খাবারের প্রভাব রক্ত-মাংসে পড়ে। তাই সে ক্ষেত্রে অমুসলিমের মন্দ স্বভাব-চরিত্রের প্রভাব মুসলিমের স্বভাব-চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার বেশ আশংকা থেকে যায়। (এজন্য শিশুর জন্য পাপাচারী মহিলার দুধ পান করা মাকরুহ করা হয়েছে। ) সুতরাং এসব ক্ষতির দিকে লক্ষ্য করে, অমুসলিমের রক্ত নেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। (জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪০)

❤️স্বামী-স্ত্রী একে অপরকে রক্তদানের বিধানঃ

স্বামীর রক্ত স্ত্রীর শরীরে, স্ত্রীর রক্ত স্বামীর শরীরে প্রবেশ করানো জায়েজ। তারা একে-অপরের জন্য অন্যান্য আত্মীয়-স্বজনদের মতো। তারা একে-অন্যকে রক্ত দিলে বিয়ের ওপর কোনো প্রভাব পড়ে না। বৈবাহিক সম্পর্কও যথারীতি বহাল থাকে। কেননা ইসলামী শরিয়তের সূত্র মতে, মাহরামের সম্পর্ক দুধ পানের মাধ্যমে সাব্যস্ত হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন। আর দুধ পানের দ্বারা মাহরামের সম্পর্ক স্থাপনের বয়স আড়াই বছর। সুতরাং আড়াই বৎসর পর কোনো মহিলার দুধ পান করার দ্বারা যেমন মাহরাম সাব্যস্ত হয় না, তেমনি রক্ত নেওয়া ও দেওয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মাহরামের সম্পর্ক তৈরি হয় না। (জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪০)

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আপনাদের সকলের জন্য বয়ে আনুক কল্যাণ, মঙ্গল। এবং এ ঈদের শিক্ষা নিয়ে আমরা আমাদের সামাজিক ...
10/07/2022

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আপনাদের সকলের জন্য বয়ে আনুক কল্যাণ, মঙ্গল। এবং এ ঈদের শিক্ষা নিয়ে আমরা আমাদের সামাজিক জীবন সহ আখিরাতের জীবন গড়বো ইনশাআল্লাহ্‌।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
সকলকে জানাই ঈদ মোবারক।

05/06/2022

আমাদের পেইজ এবং গ্রুপে যে সকল রক্ত যোদ্ধা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশে পাশে আছেন তারা সকলে এই সহযোগিতা করুন

27/05/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕

যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
©কপি

স্বেচ্ছায় রক্তদানের চেয়ে বড় মানব সেবা কিছু হতে পারে?
27/05/2022

স্বেচ্ছায় রক্তদানের চেয়ে বড় মানব সেবা কিছু হতে পারে?

এই ধরনের ব্লাড গ্রুপ এবং ব্লাড ব্যাংক অব দীঘিনালা  এর লোগো দিয়ে টি শার্ট বনাতে চাচ্ছি। এ বিষয়ে  সকলের মতামত কামনা করছি। ...
07/05/2022

এই ধরনের ব্লাড গ্রুপ এবং ব্লাড ব্যাংক অব দীঘিনালা এর লোগো দিয়ে টি শার্ট বনাতে চাচ্ছি। এ বিষয়ে সকলের মতামত কামনা করছি।

এডমিন
ব্লাড ব্যাংক অব দীঘিনালা

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ        "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"আল্লাহ আমাদের এবং আপনাদের ভাল কাজগুলো কবু...
01/05/2022

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

আল্লাহ আমাদের এবং আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।

সবাই কে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা
❝ঈদ মোবারক❞

পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা
02/04/2022

পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা

❝আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি❞বায়ান্নর সকল ভাষা শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
20/02/2022

❝আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি❞

বায়ান্নর সকল ভাষা শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা

আপনি কি কখনো রক্তদান করেছেন?
15/11/2021

আপনি কি কখনো রক্তদান করেছেন?

❝ব্লাড ব্যাংক অব দীঘিনালা (BBD)❞ একটি অনলাইন ব্লাড ডোনেশন সংগঠন।

02/11/2021

২রা নভেম্বর ২০২১ইং

আজ বিশ্ব স্বেচ্ছায় রক্তদান দিবস। ❝অনলাইন ব্লাড ব্যাংক অব দীঘিনালা❞ এর পক্ষ থেকে সকল রক্ত যোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন আমরা রক্তদান করে মানবতার মায়া ছড়িয়ে দি সকলের মাঝে।

Address

Khagrachari
4420

Telephone

+8801553729666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Bank of Dighinala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category