
05/11/2024
রোগীর নামঃ আরিয়ান হোসেন
বয়সঃ৪ বছর , পিতাঃ মোঃ আব্দুল মালেক
সিরিয়াল নাম্বারঃ ৭৪৩৪ , ঠিকানাঃ ভুধুম পাড়া।
মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা।
গত ১৮/০৮/২৪ তারিখে তার বাবা আরিয়ান কে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন। এসে বলেন তার ঘাড়ে ও গলায় উভয় পাশে গ্লেন টিউমার আছে ।পূর্বে এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছেন ।এমনকি বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রথমবার অপারেশন করেন বেশ কিছুদিন ভালো থাকার পরে আবারো সেই স্থানে অর্থাৎ অপারেশনের আশেপাশে গ্ল্যান্ড টিউমার দেখা দেয়, অতঃপর রোগী পুনরায় ডাক্তারদের পরামর্শ নিলে ডাক্তারগণ দ্বিতীয়বার অপারেশন করতে বলেন। তারা দ্বিতীয়বারও অপারেশন করিয়ে নেয় । কিছুদিন ভালো থাকার পর পুনরায় আবার গ্ল্যান্ড টিউমার অপারেশনে আশেপাশে স্থানগুলোতে দেখা দেয়।আমি রোগীটিকে দেখে শুনে লক্ষণ সাদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবস্থা করি। ১৮/ ৮/ ২৪ তারিখে প্রথম ডোজ এবং ০২/০৯/২৪ তারিখের দ্বিতীয় ডোজ ঔষধ ব্যবস্থা করি ০৪/১১/২৪ আরিয়ানকে নিয়ে তার বাবা এসে দেখালো এবং জানালো তার গ্ল্যান্ড টিউমার ভালো হয়ে গেছে। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ সবল জীবন গড়ুন।