Ortho Kids & Trauma Centre, Khagrachhari

Ortho Kids & Trauma Centre, Khagrachhari Ortho Kids & Trauma Centre By Dr. Nayan Moy Tripura (Orthopedic Consultant), Khagrachhari, Bangladesh
(2)

Dear Hacker,Around 6-7 months ago, our beloved page was compromised, and we lost full access. Currently, only o...
14/07/2024

Dear Hacker,

Around 6-7 months ago, our beloved page was compromised, and we lost full access. Currently, only one admin can post updates but does not have full control. We are kindly reaching out to you with a sincere request to restore full access to this page using the IDs: Nayan Moy Tripura & Prakash Chakma.

This page is a vital resource for sharing videos about orthopedic surgery and providing essential health information to poor and underprivileged patients. By returning access, you would be helping us continue supporting and uplifting those in need.

We believe in the goodness of people and hope you will find it in your heart to help us in our mission.

Thank you for your understanding and cooperation.

24/04/2024

একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না!
২১ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ চিত্রশিল্পী চারু দেবাশীষ গুহ এর বড় বোন পরিবার পরিজন নিয়ে গুইমারা যাওয়ার পথে আলুটিলা সাপমারা এলাকায় গাড়ি এক্সিডেন্টে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে Ortho Kids & Trauma Centre, Khagrachhari হাজির হয়। ঘটনাস্থলে দেবাশীষের মা এবং মামি মৃত্যু বরণ করেন। দেবাশীষ এর বড় বোনের অবস্থাও খুব গুরুতর ছিল ঘটনাস্থলেই দুই পা ভেঙে যায়। Ortho Kids & Trauma Centre এ তাকে দ্রুত অপারেশন করে দেয়া হয়। দেড় মাস পর রোগী ফলোআপের জন্য চেম্বারে আসেন।

আস্থা নির্ভরতা এবং বিশ্বাস রাখুন সবসময়।

Ortho Kids & Trauma Centre, Khagrachhari.

08/04/2024

দেড় মাসের পুরনো ডান পায়ের ঊরুর হাড়(Femur Fracture) ভাঙ্গা অবস্থায় Ortho Kids & Trauma Centre, Khagrachhari এ ৬৫ বছরের বৃদ্ধ মহিলা হাজির হয়।
বিস্তারিত ভিডিওতে দেখুন।

আস্থা নির্ভরতা এবং বিশ্বাস রাখুন সবসময়।

19/02/2024

বাঘাইছড়ি(মারিশ্যা), রাঙ্গামাটি থেকে একজন রোগী আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়ি-তে চিকিৎসার জন্য এসে একটা নতুন হুইল চেয়ার পাওয়ার জন্য হাসপাতালের বেডে বসেই টিম অর্থোকিডস্ এর কাছে আবেদন করেছেন- গত ১২ই ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে।

গতকাল, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ইং (রবিবার) রোগীর কাছে টিম অর্থো কিডস্ এর পক্ষ থেকে নতুন হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে। এতে রোগী খুব খুশি হয়েছেন।
সামান্য কিছু উপহার, কারো কাছে অনেকসময় মূল্যবান হয়ে যায়। আমরা রোগীর হাতে এই হুইল চেয়ার তুলে দিতে পেরে ধন্য।

উল্লেখ্য যে, রোগীর আগের হুইল চেয়ারটি ভাঙ্গা ছিলো। সেজন্য, রোগী নতুন হুইল চেয়ারের জন্য আবেদন করেছিলেন।

16/01/2024

শরীরের যেকোন জয়েন্ট ছুটে গেলে/ভেঙ্গে গেলে বা আঘাত পেলে অন্ধবিশ্বাসের উপর ভর করে অনেকেই (বিশেষ করে আদিবাসীরা) বনজি ঔষধ লাগিয়ে ভালো হতে চায়, যেটার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ভিত্তি নেই।
ছুটে যাওয়া জয়েন্ট যদি জায়গামত বসানো না হয়, বাইরের কোন ঔষধে কি কাজ হবে? দেরি হলে তো রোগী সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করবে।

বিস্তারিত নিয়ে ভিডিওটি করা (প্রমাণ সহ)।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং শেয়ার করে অন্যকেও সচেতন করুন।

ধন্যবাদ।

03/01/2024

হাঁটুর জয়েন্ট ছুটে গিয়ে এই রোগী যদি বনজি চিকিৎসা করতো, তাহলে নিশ্চিত রোগী পঙ্গুত্ব বরণ করতো।
অনেকেই আবার এটি বিশ্বাস করতে চাইবেন না। বিশ্বাস করুন আর না-ই করুন, এটি কিন্তু সত্য।

গতকাল এই রোগী, গাড়ি এক্সিডেন্টে হাঁটুর জয়েন্ট ছুটে গিয়ে Ortho Kids & Trauma Centre-এ এসেছিলো। এক্স-রে পরবর্তী জরুরিভাবে এ্যানেস্থেসিয়া দিয়ে রোগীর ছুটে যাওয়া জয়েন্ট বসিয়ে দিয়ে প্লাস্টার করে দেয়া হয়। কারণ, এইসব রোগীদের দ্রুত ম্যানেজ না করলে রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করে অনেকসময়।

সচেতনতার জন্য এই ভিডিওটা করা। আশা করি- আপনারা যদি এমন বিপদের সম্মুখীন হন, তাহলে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের সেবা নিবেন।

✔️আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।
✔️সকলের সুস্থতা সবসময়ই কাম্য।

সবার জন্য একটি সতর্কবার্তা 🔴এই পেইজটি  #হ্যাক_হয়ে_গেছে, বেশ কিছুদিন আগে। বিদেশি কিছু হ্যাকার এই পেইজের একজন এডমিনের আইডি...
29/12/2023

সবার জন্য একটি সতর্কবার্তা 🔴

এই পেইজটি #হ্যাক_হয়ে_গেছে, বেশ কিছুদিন আগে। বিদেশি কিছু হ্যাকার এই পেইজের একজন এডমিনের আইডি হ্যাক করে পেইজটির এক্সেস সম্পূর্ণ নিয়ে নিয়েছে এবং আগে যারা এডমিন ছিলো, তাদের সবাইকে পেইজের #কন্ট্রোল থেকে সরিয়ে দিয়েছে হ্যাকাররা।

শুধু আমাদের টিমের একজন সদস্য এই পেইজে পোস্ট আপডেট করতে পারছেন। ওর মাধ্যমে এই পোস্টটি করা।

পেইজে অপ্রীতিকর কোন পোস্ট, ছবি বা ভিডিও হ্যাকাররা পোস্ট করার আগেই এই পোস্টটি সবার জন্য করা হলো।
হ্যাকাররা কোন অপ্রীতিকর পোস্ট বা ভিডিও শেয়ার করলে আমরা টিম-অর্থো কিডস্ কোনভাবেই দায়ী নই।

▶️প্রমাণ হিসেবে #কমেন্টে_কিছু_স্কিনশট সংযুক্ত করা হলো।

আর, কেউ যদি পেইজ রিকোভার করতে পারেন- তাহলে ডা. Nayan Moy Tripura স্যারকে ইনবক্স করার অনুরোধ রইলো।
নোট: স্যারের কোন বিজনেস ম্যানেজারে পেইজটি এড ছিলো না। 🥺

29/12/2023

তিন মাসের একজন গর্ভবতী মহিলা,পড়ে গিয়ে হাতের কনুইয়ের জয়েন্ট ছুটে গিয়ে Ortho Kids & Trauma Centre এ চলে আসেন।
রোগীকে এক্স-রে করতে যেন পেটের বাচ্চার কোন ক্ষতি না হয়, সেজন্য লেডসিট (এক্স-রে রশ্মি প্রটেকশন) পড়িয়ে রোগীকে এক্স-রে করানোর পরে রোগীর ছুটে যাওয়া জয়েন্ট বসিয়ে দেয়া হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার - কে।

✔️আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।
✔️রোগীর সুস্থতায় সবসময়ই কাম্য।

25/12/2023

দুর্গম এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে।

25/12/2023

বিজয়ের মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) আয়োজন করেছে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরন, রক্তের গ্রুপ নির্ণয়, ম্যালেরিয়া পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষা, হেপাটাইটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা এবং জরায়ু মুখ পরীক্ষা সহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

সরাসরি লাইভ

24/12/2023

গতবছর মহালছড়ির মিলনপুর বনবিহার প্রাঙ্গনে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের ভিডিও 🥰
https://youtu.be/dlMEb4mgv6o

এই বছর ঠিক একইভাবে আগামীকাল ২৫ ডিসেম্বর, সোমবার পানছড়ি উপজেলার তারাবন, সূর্যমোহন পাড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। আশা করি, সকলের ঐকান্তিক সহযোগিতায় এই ক্যাম্পটি সুন্দরভাবে শেষ করতে পারবো।

সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। আর, ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। 😊

🎬Video Credit: Prakash Chakma

আগামী ২৫ডিসেম্বর ২০২৩ইং, সোমবার- পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের সূর্যমোহন পাড়া, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম...
23/12/2023

আগামী ২৫ডিসেম্বর ২০২৩ইং, সোমবার- পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের সূর্যমোহন পাড়া, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে 'খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্দ্যোগে, Ortho Kids & Trauma Centre এর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, হার্টের রোগ নির্ণয়ে ইসিজি পরীক্ষা, ম্যালেরিয়া নির্ণয় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

💢চিকিৎসা সেবায় যা থাকছে-
★মেডিসিন ও বক্ষব্যাধি চিকিৎসা
★হৃদরোগ, ডায়বেটিস ও উচ্চরক্তচাপ রোগ
★নাক, কান ও গলা রোগ
★বাত ব্যথা, হাঁটুর ব্যথা ও অর্থোপেডিক
★চক্ষু রোগের সেবা
★গাইনী এন্ড অবঃ (মহিলা) রোগ
★দাঁতের রোগ
★এলার্জি ও চর্মরোগ
★সার্জারি, কিডনি ও মূত্রতন্ত্রের রোগ

💢উক্ত ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করবেন-

🔶মেডিসিন, বক্ষব্যাধি ও চর্ম রোগ বিশেষজ্ঞ
১। ডা. অনুতোষ চাকমা
২। ডা. বিদর্শী চাকমা
৩। ডা. শিমুল কর

🔶 নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ
১। ডা. মিটন চাকমা

🔶 গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ
১। ডা. জয়া চাকমা
২। ডা. বিউটি চাকমা
৩। ডা. মিউচিং মহাজন

🔶 হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ
১। ডা. পূর্ণ জীবন চাকমা

🔶সার্জারি, কিডনী এবং মুত্রতন্ত্রের সমস্যা রোগী দেখবেন
১। ডা. নুনুমং মারমা

🔶শিশু রোগ বিশেষজ্ঞ
১। ডা. রাজেন্দ্র ত্রিপুরা
২। ডা. রিপল বাপ্পি চাকমা
৩। ডা. রাজর্ষী চাকমা

🔶দন্ত রোগ বিশেষজ্ঞ
১। ডা. নিউটন চাকমা
২। সানু মারমা (দন্ত রোগ প্রযুক্তিবিদ)

🔶 উচ্চরক্তচাপ, স্ট্রোক ও স্নায়ু রোগ (নিউরো মেডিসিন) বিশেষজ্ঞ
১। ডা. মোঃ রুবেল

🔶 চক্ষু রোগ বিশেষজ্ঞ
১। ডা. রতন খীসা

🔶 বাত ব্যথা, কোমর ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ
১। ডা. নয়ন ময় ত্রিপুরা
২। ডা. মো: শহীদুজ্জামান (সৈকত)
৩। ডা. রাকিব উদ্দীন

এছাড়াও পানছড়ি এবং খাগড়াছড়ি থেকে আরো অনেক মেডিকেল অফিসার থাকবেন, উক্ত ক্যাম্পে চিকিৎসা দেওয়ার জন্য। তাছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা, হেপাটাইটিস পরীক্ষা, ইসিজি নির্ণয় ও ম্যালেরিয়া রোগ নির্ণয়ে উক্ত ক্যাম্পে উপস্থিত থাকবেন- খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট টিম।

- এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন।

চিকিৎসা সেবা চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
স্থান: সূর্যমোহন পাড়া, ২ নং চেঙ্গী ইউনিয়ন, তারাবন, পানছড়ি।

Address

Khagrachari
4400

Opening Hours

Monday 15:15 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Friday 09:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801814160039

Alerts

Be the first to know and let us send you an email when Ortho Kids & Trauma Centre, Khagrachhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ortho Kids & Trauma Centre, Khagrachhari:

Share

Category