23/12/2023
আগামী ২৫ডিসেম্বর ২০২৩ইং, সোমবার- পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের সূর্যমোহন পাড়া, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে 'খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্দ্যোগে, Ortho Kids & Trauma Centre এর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, হার্টের রোগ নির্ণয়ে ইসিজি পরীক্ষা, ম্যালেরিয়া নির্ণয় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
💢চিকিৎসা সেবায় যা থাকছে-
★মেডিসিন ও বক্ষব্যাধি চিকিৎসা
★হৃদরোগ, ডায়বেটিস ও উচ্চরক্তচাপ রোগ
★নাক, কান ও গলা রোগ
★বাত ব্যথা, হাঁটুর ব্যথা ও অর্থোপেডিক
★চক্ষু রোগের সেবা
★গাইনী এন্ড অবঃ (মহিলা) রোগ
★দাঁতের রোগ
★এলার্জি ও চর্মরোগ
★সার্জারি, কিডনি ও মূত্রতন্ত্রের রোগ
💢উক্ত ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করবেন-
🔶মেডিসিন, বক্ষব্যাধি ও চর্ম রোগ বিশেষজ্ঞ
১। ডা. অনুতোষ চাকমা
২। ডা. বিদর্শী চাকমা
৩। ডা. শিমুল কর
🔶 নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ
১। ডা. মিটন চাকমা
🔶 গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ
১। ডা. জয়া চাকমা
২। ডা. বিউটি চাকমা
৩। ডা. মিউচিং মহাজন
🔶 হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ
১। ডা. পূর্ণ জীবন চাকমা
🔶সার্জারি, কিডনী এবং মুত্রতন্ত্রের সমস্যা রোগী দেখবেন
১। ডা. নুনুমং মারমা
🔶শিশু রোগ বিশেষজ্ঞ
১। ডা. রাজেন্দ্র ত্রিপুরা
২। ডা. রিপল বাপ্পি চাকমা
৩। ডা. রাজর্ষী চাকমা
🔶দন্ত রোগ বিশেষজ্ঞ
১। ডা. নিউটন চাকমা
২। সানু মারমা (দন্ত রোগ প্রযুক্তিবিদ)
🔶 উচ্চরক্তচাপ, স্ট্রোক ও স্নায়ু রোগ (নিউরো মেডিসিন) বিশেষজ্ঞ
১। ডা. মোঃ রুবেল
🔶 চক্ষু রোগ বিশেষজ্ঞ
১। ডা. রতন খীসা
🔶 বাত ব্যথা, কোমর ব্যথা ও অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ
১। ডা. নয়ন ময় ত্রিপুরা
২। ডা. মো: শহীদুজ্জামান (সৈকত)
৩। ডা. রাকিব উদ্দীন
এছাড়াও পানছড়ি এবং খাগড়াছড়ি থেকে আরো অনেক মেডিকেল অফিসার থাকবেন, উক্ত ক্যাম্পে চিকিৎসা দেওয়ার জন্য। তাছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা, হেপাটাইটিস পরীক্ষা, ইসিজি নির্ণয় ও ম্যালেরিয়া রোগ নির্ণয়ে উক্ত ক্যাম্পে উপস্থিত থাকবেন- খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট টিম।
- এই স্বাস্থ্য সেবা ক্যাম্পে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন।
চিকিৎসা সেবা চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
স্থান: সূর্যমোহন পাড়া, ২ নং চেঙ্গী ইউনিয়ন, তারাবন, পানছড়ি।