Dr. Subal Jyoti Chakma

Dr. Subal Jyoti Chakma Dr Subal Jyoti Chakma, MBBS,BCS,MS(Ortho) First orthopedic surgeon of Bangladesh completing thesis on " Free flap micro plastic surgery ".

Now working at Khagrachhari district for Fractures, Joint disease, arthritis, burn & contracture patients.

10/06/2025
27/05/2025

ুরুর_গল্প_বুঝি_এরকমই_হয়---খাগড়াছড়িতে যেভাবে শুরু হলো পুরোপুরি অজ্ঞান না করেও অজ্ঞান করার নিরাপদ টেকনিক #সুপ্রাক্লাভিকুলার_ব্লক

🔎 একবার ভাবুনতো -আপনি অপারেশন টেবিলে শুয়ে আছেন- আপনার হাত কিংবা গলার হাড্ডি ভাংগার অপারেশন হবে। কিছুক্ষণ পর অজ্ঞানের ডাক্তার আসলেন - আপনার গলায় ২/৩টা ইঞ্জেকশন দিয়ে দিলেন। কিছুক্ষণ পর সার্জন আপনার পাশে বসলেন - আপনার সাথে গল্প করতে করতে আপনার অপারেশন শেষ হয়ে গেলো। হ্যাঁ - এই রকম অজ্ঞান করার পদ্ধতির নাম "সুপ্রাক্লাভিকুলার ব্লক অথবা ইন্টারস্কেলিনি ব্লক"। যেখানে রোগীকে পুরোপুরি অজ্ঞান করা লাগে না, তাই রিস্ক ও কম।
🪄 #মাটিরাংগা_পেছনের গল্প- বছর তিনেক আগে আপনারা খাগড়াছড়িতে যারা হাতের বড় অপারেশন করেছেন তারা কখনো উপরের মতো করে সার্জনের সাথে গল্প করে করে অপারেশন করার কথা কল্পনা করেননি। নিশ্চয়ই আপনাদের সবাইকে পুরোপুরি অজ্ঞান করেই এসব অপারেশন করতে হয়েছে।

🪡 #তারপর_শুরু- ২০২১ সালে এনেস্থিসিয়া ডাক্তার Mohammad Ismail খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পোস্টিংয়ে এলেন। একদিন সদর হাসপাতালে হাতের ভাংগা রোগীর অপারেশন করবো।
উনাকে বললাম - আপনি এই রোগীকে সুপ্রাক্লাভিকুলার ব্লক ( পুরোপুরি অজ্ঞান না করে শুধু হাতের নির্দিষ্ট অংশ অবশ) দেন।
জবাবে বললেন- আমি আগে কখনো এইরকম ব্লক আগে দিইনি। উনাকে সাহস দিয়ে বললাম - আমি আজ এই রোগীকে সুপ্রাক্লাভিকুলার ব্লক দিচ্ছি- আপনি পাশে থাকেন এবং অভজার্ভ করেন। আপনি এই ব্লক সম্পর্কে পড়াশোনা করেন - পরবর্তী ব্লকগুলো আপনিই দিবেন। সেই থেকে শুরু --
উল্লেখ্য - আমি MS কোর্স করার সময় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে অগুনিত এসব ব্লক দিয়েছি।
এবং সেদিনের পর থেকে ডা ইসমাইল ব্লক দেয়া শুরু করেন। পরবর্তীতে উনি এই অজ্ঞান টেকনিকে ভালোই দক্ষ হয়ে উঠেন। এসব দেখাদেখি এখানকার বাকি এনেস্থিসিয়া ডাক্তাররাও এই টেকনিক রপ্ত করে ফেলে। এখন খাগড়াছড়িতে সরকারি -বেসরকারি সবখানেই এই নিরাপদ অজ্ঞানের টেকনিকে শতশত অপারেশন হচ্ছে।
আমি অজ্ঞানের ডাক্তার নই কিন্তু সেদিন যদি আমি ডাক্তার ইসমাইলকে এই নিরাপদ অজ্ঞানের টেকনিক দেয়ার জন্য অনুপ্রাণিত না করতাম তাহলে এসব রোগীদের হয়তো এখনো পুরোপুরি অজ্ঞান করেই অপারেশন করতে হতো।

আমার আগের পোস্ট যারা ফলো করছেন এবং খাগড়াছড়িতে যারা দীর্ঘবছর ধরে আছেন আপনারা জানেন ২০১৮ সালে আমি খাগড়াছড়িতে পোস্টিং নেয়ার আগে সরকারি মেডিকেলে কখনো হাড্ডি ভাংগার অপারেশন হতো না। ২০১৮ সালে ভাংগা হাড্ডির অপারেশন সদর হাসপাতালে প্রথম শুরু করেছিলাম বলে এখন অগণিত অর্থোপিডিক্স অপারেশন সরকারি হাসপাতালে হচ্ছে এবং খাগড়াছড়ির মানুষ সেই সুফল পাচ্ছে।
আসলে যেকোনো কিছু কাউকে না কাউকেই শুরু করতে হয়। আজ ডা ইসমাইল খাগড়াছড়িতে নেই কিন্তু উনি এই টেকনিক শুরুর জন্য উনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
ভরসা রাখুন আমাদের আন্তরিকতায় এবং বিশ্বাস রাখুন সরকারি স্বাস্থ্যসেবায়।

16/05/2025

অপারেশন ছাড়া ও হাড় ভাংগা নিখুঁতভাবে মুখোমুখি বসানো যায়-
ভরসা রাখুন আমাদের স্বাস্থ্যসেবায়।

24/04/2025

ডা মহিমা বড়ুয়ার এই কথাগুলো আসলেই প্রত্যেক মানুষের চাওয়া একজন ডাক্তারের কাছ থেকে।

তামিম ইকবালের স্ট্যাটাস :আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়।উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন...
29/03/2025

তামিম ইকবালের স্ট্যাটাস :
আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়।

উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনভুব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত।

বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবু দা (দেবব্রত পাল), বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে, সবার প্রতি কৃতজ্ঞতা।

আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব কীভাবে, আমার আসলে জানা নেই। আমি পরে জেনেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে, ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না। উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন।

মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেও নয়। শুরু থেকে এখনও সার্বক্ষণিক সঙ্গী হয়েই আছে আমার।

কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন, আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতাই ফুটে উঠেছে তাতে। আমি পরে শুনেছি যে, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ডা. মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন।

গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেপিজে হাসপাতালের চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন, সবাইকে হৃদয়ে লালন করব আজীবন। এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম, তাদের হৃদ্যতার পরশ অনুভব করে যাব সবসময়।

ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উঁচু মানের হাসপাতাল আছে, এতটা কুশলী চিকিৎসক দল ও স্টাফরা আছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার এগিয়ে চলার একটি প্রমাণ এটি। দেশজুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরও কিছু থাকে, আমার মতো আরও অনেক মানুষের প্রাণ রক্ষা পেতে পারে।

ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয়। আরও অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন, অনেকের কথা জানি, অনেকের কথা হয়তো জানি না। এতটুকু জানি, ধন্যবাদ পাওয়ার আশায় তারা কিছু করেননি। আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবনের জন্য।

পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ। আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক।

ভালোবাসা সবার জন্য।

24/03/2025

সবার সুস্বাস্থ্য কামনায়

শুভ সকাল সবাইকে।  সবার সুস্বাস্থ্য কামনায়
29/01/2025

শুভ সকাল সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যেতে ট্রাম্পের আদেশবিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে য...
21/01/2025

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যেতে ট্রাম্পের আদেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যেতে ট্রাম্পের আদেশ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যেতে একটি নির্বাহী আদেশ সই করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

এটিকে ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য আমাদের ঠকিয়েছে। এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।

জানা গেছে, ডব্লিউএইচওকে বছরে আনুমানিক ৪৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে ট্রাম্প প্রশাসন বাইডেনের ২০২৪ সালের গ্লোবাল হেলথ সিকিউরিটি স্ট্রাটেজি পর্যালোচনা করে তা বাতিল করার পরিকল্পনাও ঘোষণা করেছে। সংক্রামক রোগের হুমকি প্রতিরোধ, শনাক্ত ও মোকাবেলার জন্য এই নীতি গ্রহণ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহারের ঘোষণা এমন সময় এলো যখন বার্ড ফ্লু (এইচ৫এন১) মহামারির আশঙ্কা বাড়ছে। এই ভাইরাস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বহু মানুষের মধ্যে ছড়িয়েছে এবং তাদের অধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে ডব্লিউএইচও-এর ভূমিকার কট্টর সমালোচক ছিলেন তিনি। তবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার পরে সেই সিদ্ধান্ত বাতিল করে।

এদিকে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলো ২০২১ সালের শেষ থেকে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া নিয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। ট্রাম্পের নতুন আদেশের ফলে এবার সেই আলোচনা যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগোবে।

12/10/2024

আগামীকাল রবিবার হেলথকেয়ার হাসপাতালে সকাল ৯টা হতে চেম্বারে রোগী দেখা হবে।
ডা সুবল জ্যোতি চাকমা- সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারী
(হাড়ভাংগা ও জোড়া রোগ)
সিরিয়ালের জন্য- +8801891154942

Address

Khagrachari
4400

Telephone

+8801717870707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Subal Jyoti Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Subal Jyoti Chakma:

Share

Category