খাগড়াছড়ি মেডিকেল সেন্টার

খাগড়াছড়ি মেডিকেল সেন্টার ব্যবসা নয় স্বাস্থ্য সেবাই আমাদের মুল লক্ষ্য ।

সুখবর" সুখবর " সুখবরহৃদরোগ ও মেডিসিনের উন্নত চিকিৎসা এখন খাগড়াছড়িতে  - খাগড়ছড়ি মেডিকেল সেন্টারে এখন থেকে নিয়মিত চেম...
01/07/2025

সুখবর" সুখবর " সুখবর
হৃদরোগ ও মেডিসিনের উন্নত চিকিৎসা এখন খাগড়াছড়িতে -

খাগড়ছড়ি মেডিকেল সেন্টারে এখন থেকে নিয়মিত চেম্বার করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকা এর রেজিস্ট্রার

👌মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

ডা. মোঃ ফখরুল হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি কার্ডিওলজি
(বিএসএমএমইউ /পিজি হাসপাতাল)
এমআরসিপি ইউকে (প্যাসেস ক্যান্ডিটেড )
এফসিপিএস মেডিসিন (শেষ পর্ব)
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা
বিএমডিসি রেজিঃ নং-৬৭৬৮০

চেম্বারের সময়:
প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, হাসপাতাল রোড (সদর থানার পাশে), খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।

চিকিৎসা সেবাসমূহঃ
✔️ বুকে ব্যথা
✔️ শ্বাসকষ্ট
✔️ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ
✔️ হার্টের রিং পরামর্শ (এঞ্জিওপ্লাস্টি)
✔️ ইকোকার্ডিওগ্রাফি
✔️ বাতজ্বর ও বাত ব্যথা
✔️ জয়েন্টের ব্যথা
✔️ পেশির দুর্বলতা ও মাথা ঘোরা
✔️ সকল প্রকার মেডিসিন সমস্যা

📞 যোগাযোগ করুন এখনই:
📱 01557270360

নিয়মিত চেম্বার করছেন
10/05/2025

নিয়মিত চেম্বার করছেন

19/03/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Kamrul Hassan, SB Subir Barua Utpol, Rajib Ruddro, Sharmin Islam

✅প্রতি বুধবার ও বৃহস্পতিবার  খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ ইউরোলজি ও ল্যাপারোস্কোপিক সার্জন বিশেষজ্ঞ ডাঃ জুলকার নঈমূল ইসল...
18/03/2025

✅প্রতি বুধবার ও বৃহস্পতিবার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ ইউরোলজি ও ল্যাপারোস্কোপিক সার্জন বিশেষজ্ঞ ডাঃ জুলকার নঈমূল ইসলাম ( সোহেল ) স্যার চেম্বার করবেন।

যেকোনো তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন নিচের দেয়া নম্বার গুলোতে

০১৫৫৭২৭০৩৬০,০২৩৩৩৪৪২৫২,০১৮৬০১০১২৪৬


আগামী ০২ মাস (২৫/০১/২০২৫ থেকে ২৫/০৩/২০২৫ পর্যন্ত ) ফাউন্ডেশন ট্রেইনিং (বার্ড, কুমিল্লা ) -এর কারণে ডাঃ মোহাম্মদ সাইফুল ই...
18/03/2025

আগামী ০২ মাস (২৫/০১/২০২৫ থেকে ২৫/০৩/২০২৫ পর্যন্ত ) ফাউন্ডেশন ট্রেইনিং (বার্ড, কুমিল্লা ) -এর কারণে ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের চেম্বারের সময়সূচি :

বৃহস্পতিবার (বিকাল ০৫টা - রাত ১০ টা)
শুক্রবার (সকাল ০৯ টা- সন্ধ্যা ০৭ টা)
শনিবার (সকাল ১০ টা - ০২ টা এবং বিকাল ০৩ টা - সন্ধ্যা ০৭ টা)
এসিস্ট্যান্ট - 01892675555

#খাগড়াছড়ি_মেডিকেল_সেন্টার
**** নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রামের জন্য যোগাযোগ করুন।
📞০১৫৫৭২৭৭০৩৬০
📞০১৮৬০১০১২৪৬
📞০২৩৩৩৩৪৪২৫২

✅ভালো আল্ট্রাসনোগ্রামের জন্য উন্নত আল্ট্রা মেশিন দরকার??আমাদের আল্ট্রাসনোগ্রাম বিভাগে রয়েছে সবচেয়ে উন্নত Samsung V6 আল্ট...
18/03/2025

✅ভালো আল্ট্রাসনোগ্রামের জন্য উন্নত আল্ট্রা মেশিন দরকার??
আমাদের আল্ট্রাসনোগ্রাম বিভাগে রয়েছে সবচেয়ে উন্নত Samsung V6 আল্ট্রা মেশিন সহ টোটাল ৩ টি আল্ট্রা মেশিন।

খাগড়াছড়ি মেডিকেল সেন্টার (একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং রোগ নির্ণয় করার বিশ্বস্ত প্রতিষ্ঠান)
সদর হাসপাতাল রোড,থানার পাশে।

**** নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রামের জন্য যোগাযোগ করুন।
📞০১৫৫৭২৭৭০৩৬০
📞০১৮৬০১০১২৪৬
📞০২৩৩৩৩৪৪২৫২

✅প্রতি সোমবার ও মঙ্গলবার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ মস্তিষ্ক ও স্নায়ুরোগ  বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রুবেল স্যার নিয়মিত চেম্ব...
18/03/2025

✅প্রতি সোমবার ও মঙ্গলবার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ মস্তিষ্ক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রুবেল স্যার নিয়মিত চেম্বার করবেন।

যেকোনো তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন নিচের দেয়া নাম্বার গুলোতে।

০১৫৫৭২৭০৩৬০,০২৩৩৩৪৪২৫২,০১৮৬০১০১২৪৬



✅প্রতি মঙ্গলবার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ মেডিসিন,এলার্জি, চর্ম ও যৌন বিভাগ ডাঃ মোঃ নাজমুল হুদা ( তুষার ) স্যার চেম্বার...
18/03/2025

✅প্রতি মঙ্গলবার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ মেডিসিন,এলার্জি, চর্ম ও যৌন বিভাগ ডাঃ মোঃ নাজমুল হুদা ( তুষার ) স্যার চেম্বার করবেন।

যেকোনো তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন নিচের দেয়া নম্বার গুলোতে

০১৫৫৭২৭০৩৬০,০২৩৩৩৪৪২৫২,০১৮৬০১০১২৪৬


゚viralシfypシ゚viralシalシ

প্রতিদিন খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ চৌধুরী শারমিন হায়দার ম্যাম চেম্বার করবেন।যেকোনো তথ্য ও ...
18/03/2025

প্রতিদিন খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এ প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ চৌধুরী শারমিন হায়দার ম্যাম চেম্বার করবেন।

যেকোনো তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন নিচের দেয়া নাম্বার গুলোতে।

০১৫৫৭২৭০৩৬০,০২৩৩৩৪৪২৫২,০১৮৬০১০১২৪৬

রমজানে স্বাস্থ্য সচেতনতাইবাদতের উদ্দেশ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ফাস্ট কেয়ার হ...
04/03/2025

রমজানে স্বাস্থ্য সচেতনতা
ইবাদতের উদ্দেশ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে।

ফাস্ট কেয়ার হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান বলেন, “রমজান মাসে ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত তিনবার ভারি খাবার খাওয়া হয়। পাশাপাশি খুটিনাটি খাবার তো আছেই। তাই খেতে হবে বুঝে শুনে।”

তিনি আরও বলেন, “একজন সুস্থ ব্যক্তির ইফতারের প্লেট থেকে ভাজাপোড়া সরানো প্রায় অসম্ভব। তাই যতটা সম্ভব স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি ভাজাপোড়া খেতে হবে। দীর্ঘসময় না খেয়ে ছিলাম, কালকে আবার না খেয়ে থাকতে হবে এই চিন্তা করে তিন বেলাই পেট পুরে খেলে স্বাস্থ্যজটিলতায় পড়তে পারেন। পানির ঘাটতি মেটাতে প্রচুর পানি পান করতে হবে।”

“ডায়বেটিস রোগীদের রোজার সময় বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার দরকার নেই। শুধু তার নিয়মগুলো একটু এদিক ওদিক করে নিতে হয়।” বললেন ডা. কামরুল।

বারডেম হাসপাতালের সাবেক এই চিকিৎসক ইফতারে ডায়াবেটিসে আক্রান্তদের চিনি ছাড়া ফলের শরবত ও ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পানের কথাও বলেন।

কোন রোগী কী পরিমাণ পানি খাবেন, সেটা তার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় বলে জানান এই মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়াও তিনি বেশ কিছু নির্দেশনাও দেন।

রোজা থাকা অবস্থায় কয়েকদিন ব্লাড সুগার পরীক্ষা করা দেখে নিতে হবে রক্তে শর্করার পরিমাণ কী মাত্রায় থাকে। সেই হিসেবে চিকিৎসকের পরামর্শে ইন্সুলিন বা ট্যাবলেটের মাত্রা কম-বেশি করে নিতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, সৌদি আরব থেকে শুরু করে সারা বিশ্বের আলেম-ওলামারা মত দিয়েছেন যে, রোজা রেখে শর্করা মাপার জন্য যে পরিমাণ রক্ত পরীক্ষা করতে হয় এর জন্য রোজা ভাঙে না।
- ইফতারে খোরমা বা খেজুর দিয়ে রোজা খোলা সুন্নত, এ কথা সবাই জানেন এবং মানেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা সিদ্ধান্তহীনতায় থাকেন খেজুর বা খোরমা খাবেন কিনা! কারণ এই ফলে শর্করার পরিমাণ বেশি। তবে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক, দুইটা খোরমা বা খেজুর খেতেই পারেন রোগী। এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না।

- যারা ইন্সুলিন ব্যবহারতাদের সকালের ইন্সুলিন ইফতারে এবং রাতের ইন্সুলিন সেহরিতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ট্যাবলেটের ক্ষেত্রেও তাই। তবে সারাদিন যেহেতু না খেয়ে থাকা হয় সেহেতু ইন্সুলিন বা ট্যাবলেটের মাত্রা একটু কমিয়ে দেওয়া হয়। আর এসবই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে করা উচিত।

- ইফতারে ভাজাপোড়া, তেল-চর্বিজাতীয় খাবার খাওয়া সম্পূর্ণ নিষেধ।

- রোজা রাখলে দিনের লম্বা সময় না খেয়ে থাকা হয়। তাই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত একটু বেশি খেয়ে ফেললেও ডায়াবেটিসে আক্রান্ত রোগীর তেমন অসুবিধা হয় না। তারপরও খাওয়া নিয়ন্ত্রণ রাখা দরকার।

- ব্লাড সুগার কমে যাওয়াকে ‘হাইপো’ বলে। এটা হলে রোগীর প্রচুর ঘাম হয়, বুক ধরফর করে। আর এই লক্ষণ অন্য কোনো কারণেও হতে পারে। এরকম হলে দ্রুত ব্লাড সুগার পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। রোজা রাখলেই যে ব্লাড সুগার কমে যাবে এমন কোনো কথা নেই। এ কারণেই রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করতে বলা হয়

খাগড়াছড়ি মেডিকেল সেন্টার (প্রা:) লি:Khagrachari Medical Center Pvt. Ltd. (একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এব...
22/02/2025

খাগড়াছড়ি মেডিকেল সেন্টার (প্রা:) লি:
Khagrachari Medical Center Pvt. Ltd. (একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং রোগ নির্ণয় করার বিশ্বস্ত প্রতিষ্ঠান)
হাসপাতাল রোড (সদর থানার পার্শ্বে), খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।

আমাদের সেবা সমূহ....
◽সকল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার।
◽বিশ্ব বিখ্যাত অত্যাধুনিক মেশিনারিজ যারা সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার নির্ভুল রির্পোট প্রদান।
◽বিশ্ব বিখ্যাত হরমোন অটো মেশিন (Vidas PC) দ্বারা সকল ধরনের হরমোনের (TSH, T3, T4, FT3, FT4, PSA, P4, Progesterone, LH, FSH, PRL, PTH সহ দুইশতাধিক হরমোন) পরীক্ষা নির্ভুল ভাবে করা হয়।
◽অত্যাধুনিক 4D আল্ট্রাসনোগ্রাম মেশিন বিখ্যাত ব্র্যান্ড (Samsung v6 Ultrasound) এর মাধ্যমে Anomaly Scan, TVS, Dappler Ultrasonogram, Ultrasonogram of Whole Abdomen, USG Guided FNAC
◽বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল ধরনের আল্ট্রাসনোগ্রাম করানো হয়।
◽কেএমসি থেরাপী সেন্টার, মহিলাদের জন্য মহিলা বিএসসি ইন ফিজিওথেরাপিষ্ট দ্বারা থেরাপি সুব্যবস্থা রয়েছে।

✅ আপনার প্রয়োজনীয় সেবার জন্য যোগাযোগ করুন.....
📞০১৫৫৭২৭০৩৬০
📞০২৩৩৩৩৪৪২৫২
📞০১৮৬০১০১২৪৬

Address

Khagrachari
4400

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801557270360

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগড়াছড়ি মেডিকেল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to খাগড়াছড়ি মেডিকেল সেন্টার:

Share