17/01/2023
১৭ই জানুয়ারী"২০২৩ ইং
খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত রোগী মিসেস সুমিতা চাকমাকে সুচিকিৎসার জন্য ইন্ডিয়ায় নিতে "চট্টগ্রাম বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহারের স্ব-ধর্ম প্রাণ দায়ক, শ্রদ্ধাভাজন গুণী মানবিক দাতা, ধর্মানুরাগী ব্যক্তিত্ব,সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিগণ মানবিক আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন।নিম্নে তাঁহাদের তালিকা শ্রদ্ধাচিত্তে তুলে ধরা হলোঃ
১.শ্রদ্ধাভাজন বাবু হেমল দেওয়ান
কর কমিশনার ------------------৫,০০০/-
২.শ্রদ্ধাভাজন বাবু কংকন চাকমা
উপ-সচিব
শিল্প মন্ত্রণালয় ------------------৫,০০০/-
৩. শ্রদ্ধাভাজন বাবু রিন্টু চাকমা
কানুনগো---------------------১,০০০/-
৪.শ্রদ্ধাভাজন বাবু ডঃ আনন্দ বিকাশ চাকমা
প্রভাষক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-----------৫,০০/
আমি অরণ্যক সি এইচ টি রোগী পরিবার ও কালুরঘাট শিল্প এলাকায় বসবাসরত সকল আদিবাসীদের পক্ষ থেকে মানবিক দাতাদের বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাঁহাদের স্ব-পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু,নিরোগ কামনায় পূর্ণ্যরাশি দান করছি।
সাধু,সাধু,সাধু,
" মানবতার জয় হোক"
💖💖💖🙏🙏🙏🙏🥀🥀🥀
👉মানবিক সহযোগিতা পাঠাতে যোগাযোগঃ অরণ্যক,সি,এইচ,টি
বিকাশ/নগদঃ০১৬৩৭৫৯৬৪৪২
রকেটঃ০১৩০৭৮৮৯৯৭০