NJ Eat And Fit

NJ Eat And Fit (ISSA Certified) Personal & Corporate Fitness, Nutrition & Wellbeing Coach in Dhaka. Have a 15 Min FREE online Consultation

- 1 to 1 Personal Female Fitness Program
- 1 to 1 Nutrition Consultation Online/Offline
- 1 to 1 Personal or Corporate Wellbeing Program. Personalized & Custom Nutrition, Workouts, Diet and meal plan included in those programs

Not sure where to start?

Too busy to work out? You’re not alone, ladies.NJEatAndFit is here to help you live a healthier, stronger life. 💚I’m Nah...
14/07/2025

Too busy to work out? You’re not alone, ladies.
NJEatAndFit is here to help you live a healthier, stronger life. 💚
I’m Nahray Jannat (NJ), ISSA Certified Fitness Trainer & Nutrition Coach and the founder of NJ Eat and Fit.
From home workouts to simple nutrition tips - I create content that fits your real life.
Follow us on TikTok: https://www.tiktok.com/
for everyday fitness & food tips made just for You!
Let’s start your transformation - one small step at a time.

🌞 Want to feel fresh, focused & fit all day long?Start your day with a smart morning routine:✔ Wake up early✔ Go for a w...
12/07/2025

🌞 Want to feel fresh, focused & fit all day long?
Start your day with a smart morning routine:
✔ Wake up early
✔ Go for a walk
✔ Drink water
✔ Eat a balanced breakfast

💪 Boost your metabolism, energy & focus - right from the start!

Your morning sets the tone for your entire day.A simple 15-minute morning workout can boost your energy, clear your head...
08/07/2025

Your morning sets the tone for your entire day.
A simple 15-minute morning workout can boost your energy, clear your head, and keep you feeling alive all day long.

✨ A quick morning workout can:
✅ Boost your metabolism
✅ Burn more fat
✅ Reduce cravings
✅ Build a consistent habit
✅ Energize you - naturally, no coffee needed!

Start strong, stay strong.

❝Exercise isn’t a luxury – it’s a necessity❞- NJ (Nahray Jannat) ISSA Certified Personal & Corporate Fitness, Nutrition ...
02/07/2025

❝Exercise isn’t a luxury – it’s a necessity❞
- NJ (Nahray Jannat)
ISSA Certified Personal & Corporate Fitness, Nutrition & Wellbeing Coach – Dhaka

Exercise is not a luxury, but a daily necessity for women’s wellness.
It strengthens more than muscles – it builds courage and joy.

🌐 Visit us: www.njeatandfit.com

🧠 নারীদের সবচেয়ে অবহেলিত ৪টি স্বাস্থ্য সমস্যা - আপনি কি এর মধ্যে একজন?🌸 দৈনন্দিন জীবনের দায়িত্বে ডুবে গিয়ে অনেক নারী নিজ...
29/06/2025

🧠 নারীদের সবচেয়ে অবহেলিত ৪টি স্বাস্থ্য সমস্যা - আপনি কি এর মধ্যে একজন?
🌸 দৈনন্দিন জীবনের দায়িত্বে ডুবে গিয়ে অনেক নারী নিজের শরীর ও মনের সমস্যাগুলো উপেক্ষা করেন। কিন্তু এগুলো সময়মতো চিহ্নিত না করলে ভবিষ্যতে হতে পারে বড় বিপদ।

1️⃣ পিঠ ও কোমরের ব্যথা
🔸 কারণ: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা বা ভার তোলা, নিয়মিত স্ট্রেচিং না করা।
✅ সমাধান: প্রতিদিন অন্তত ১০ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা স্ট্রেচিং করুন, যেমন – ক্যাট-কাউ স্ট্রেচ, ওয়াল সিট ও গ্লুট ব্রিজ।

2️⃣ হরমোন ইমব্যালেন্স
🔸 কারণ: স্ট্রেস, অনিয়মিত জীবনধারা, প্রক্রিয়াজাত খাবার, ঘুমের ঘাটতি।
✅ সমাধান: সঠিক ঘুম, ব্যালান্সড ডায়েট (প্রচুর পানি, ফলমূল, ফাইবার), নিয়মিত লো-ইনটেনসিটি এক্সারসাইজ ও মেডিটেশন আপনাকে হরমোন ব্যালান্স রাখতে সাহায্য করবে।

3️⃣ ওজন বেড়ে যাওয়া
🔸 কারণ: সময়ের অভাবে অনিয়মিত খাওয়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, ও এক্সারসাইজের অভাব।
✅ সমাধান: সহজ কিছু হোম ওয়ার্কআউট যেমন – প্ল্যাঙ্ক, স্কোয়াট, আর্ম সার্কেল ও সময়মতো হালকা ও পরিমিত খাবার খাওয়া।

4️⃣ মানসিক চাপ
🔸 কারণ: নিজের জন্য সময় নেই, পরিবার-চাকরি-দায়িত্বের চাপে নিজেকে উপেক্ষা করা।
✅ সমাধান: দিনে ১০ মিনিট নিজের জন্য রাখুন - শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, হালকা যোগব্যায়াম বা শুধু নিরবতা। আপনার মানসিক সুস্থতাই আপনার সবকিছুর মূল ভিত্তি।

29/06/2025

ব্যস্ত জীবনে জিমে যাওয়ার সময় নেই? সমস্যা নেই! এই ভিডিওতে রয়েছে ১০ মিনিটের কিছু সহজ লেগ এক্সারসাইজ, যা আপনি ঘরেই করতে পারবেন - কোনো জিম, কোনো ইকুইপমেন্ট ছাড়াই!

✅ জয়েন্টের ব্যথা ও স্টিফনেস কমায়,
✅ রক্ত সঞ্চালন বাড়ায়,
✅ পায়ের ফিটনেস বাড়ায়,
✅ শরীর থাকে সতেজ ও এনার্জেটিক

🧘‍♀️ এই এক্সারসাইজগুলো যেকোনো বয়সের নারীর জন্য উপযোগী - বিশেষ করে গৃহিণী বা কর্মজীবী নারীদের জন্য।

🔔 Subscribe করে রাখুন NJ Eat & Fit -এমন আরও ফিটনেস ভিডিওর জন্য!
📌 ভিডিও ভালো লাগলে Comment করে জানাতে ভুলবেন না।

🎥 Subscribe for workouts, nutrition & wellness tips: www.youtube.com/
📩 For queries: Inbox us
🌐 Visit: www.njeatandfit.com

26/06/2025

Assalamualikum 👋 everyone
Get back in track, after Eid vacation,
Start your health Journey with
Don't miss it 😊💪🥰

ঈদের পর ঘরে বসেই হোক ফ্যাট বার্নিং – লাইভে বলবো সব কিছু!- Nahray Jannat | Founder of Nj Eat And Fit | Fitness & Lifestyl...
26/06/2025

ঈদের পর ঘরে বসেই হোক ফ্যাট বার্নিং – লাইভে বলবো সব কিছু!
- Nahray Jannat | Founder of Nj Eat And Fit | Fitness & Lifestyle Coach

আমি, নাহরায় জান্নাত – ফিটনেস ও লাইফস্টাইল কোচ এবং NJ Eat & Fit-এর ফাউন্ডার, আসছি Facebook Live-এ নিয়ে আসছি ঘরোয়া ফ্যাট বার্নিং এক্সারসাইজ ও সহজ রুটিন।

📅 তারিখ: ২৬ জুন, বৃহস্পতিবার
⏰ সময়: রাত ১০:৩০
📍 স্থান: Facebook Live (NJ Eat and Fit পেজে)
📌টপিক: ঈদের পর ঘরে বসেই হোক ফ্যাট বার্নিং

যারা ওজন কমাতে চান, ফিটনেস জার্নি শুরু করতে চান কিংবা ঈদের পর ক্লান্ত শরীরে আবার এনার্জি ফিরিয়ে আনতে চান এই লাইভ আপনার জন্য!

🎥 Join me live and let’s take the first step together - towards a stronger YOU.

24/06/2025

আমি নাহরায় জান্নাত ,একজন ফিটনেস কোচ এবং NJ Eat & Fit-এর প্রতিষ্ঠাতা। নারীদের সুস্থতা, সচেতনতা ও নিজের প্রতি যত্নের বার্তা ছড়িয়ে দিতে আমি কাজ করছি কর্পোরেট অফিস, আন্তর্জাতিক প্রোগ্রাম এবং কমিউনিটি প্ল্যাটফর্মে। প্রতিটি জায়গায় চেষ্টা করেছি একটাই কথা পৌঁছে দিতে সুস্থ থাকা কঠিন নয়, যদি সঠিক পথে শুরু করা যায়।

📌 USAID - Health in Motion
USAID-এর “Health in Motion” প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি দেখিয়েছি কীভাবে সহজ ফিটনেস রুটিন আর ব্যালেন্সড পুষ্টির মাধ্যমে স্বাস্থ্যকে ভালো রাখা যায়।
উদ্দেশ্য ছিল সবার জন্য সুস্থ জীবনধারা সহজ ও বাস্তবসম্মত করা
📌 Backspace - Corporate Fitness Program
Backspace-এ কর্পোরেট কর্মীদের জন্য আয়োজন করি 'ডেস্ক ওয়ার্কআউট' সেশন।
সেখানে আমি শিখাই কাজের ফাঁকে ফিট থাকার জন্য কীভাবে ডেস্কে বসে ছোট ছোট এক্সারসাইজ, ব্যালেন্স ও ফিট লাইফ এর টিপস।
📌 JCI Dhaka Founders - Women's Wellness Program
JCI Dhaka Founders-এর সঙ্গে একসাথে কাজ করি নারীদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সচেতনতা নিয়ে।
এই সেশনে নারীরা জেনেছে কীভাবে ব্যস্ততার মাঝেও নিজের যত্ন নেয়া যায় এবং ছোট ছোট এক্সারসাইজ করা যায়।

🏡 ঘরে বসেও ফিট থাকা যায়, শুধু দরকার একটু সচেতনতা আর ১৫-২০ মিনিট সময়।জিমে না গেলেও চলবে  নিজের জন্য একটু সময় রাখলেই শরীর ...
23/06/2025

🏡 ঘরে বসেও ফিট থাকা যায়, শুধু দরকার একটু সচেতনতা আর ১৫-২০ মিনিট সময়।
জিমে না গেলেও চলবে নিজের জন্য একটু সময় রাখলেই শরীর ও মন দুটোই থাকবে ভালো।
আজই শুরু করুন নিজের যত্ন নেয়া কোন অজুহাত ছাড়া!
🏠 ঘরে বসেই করতে পারেন এই ৫টি সহজ এক্সারসাইজ:

১. Jogging in Place (জগিং ইন প্লেস):
শরীরের ওয়ার্মআপের জন্য অসাধারণ। হৃৎস্পন্দন বাড়ায় ও রক্ত চলাচল সক্রিয় করে।

২. Jumping Jacks (জাম্পিং জ্যাকস):
ক্যালরি বার্ন করে ও ফ্যাট কমাতে সাহায্য করে। মন ফ্রেশ রাখতে কার্যকর।

৩. Squats (স্কোয়াট):
পায়ের মাংসপেশি, হিপ ও কোমরের জন্য উপযোগী। রেগুলার করলে পা স্লিম হয়, শক্তি বাড়ে।

৪. Pelvic Raises (পেলভিক রেইজ):
কোমর, পিঠ ও হিপ অঞ্চল মজবুত করে। পিরিয়ড টাইমেও নিরাপদে করা যায়।

৫. Arm Circles (আর্ম সার্কেল):
হাত ও কাঁধের ফ্যাট কমাতে সাহায্য করে। কাঁধ ও বাহুর পেশি শক্তিশালী করে।

Your health is your real wealth. 💚Fuel your body, train your mind, and become the strongest version of yourself inside a...
18/06/2025

Your health is your real wealth. 💚
Fuel your body, train your mind, and become the strongest version of yourself inside and out.
Start your wellness journey today with NJ Eat & Fit, because fitness isn’t a phase - it’s your lifestyle.
✨ What You Get:
✅ Personalized Meal & Workout Plan
✅ 60-Minute 1:1 Coaching Session
✅ Nutrition Guidance + Medical Review
✅ Goal-Based, Safe & Effective Support
This is more than just workouts
It’s your journey toward a stronger, healthier, happier YOU.
📞 Call: 01533-598900
🌐 Visit: https://njeatandfit.com/

16/06/2025

ব্যস্ত জীবনে নিজের যত্ন নেয়ার সময় নেই?
কর্মজীবী আপুদের জন্য আমরা এনেছি ফ্রি ই-বুক !
এই ই-বুক থাকছে আপনাদের জন্য –
✅ মিল প্ল্যান
✅ দ্রুত এক্সারসাইজ
✅ প্র্যাকটিক্যাল ফিটনেস টিপস
এবার সুস্থ থাকার জার্নি হোক সহজ ও বাস্তবসম্মত!
👇 কমেন্টবক্সে ফ্রি ই-বুক ডাউনলোড লিংক পেয়ে যাবেন!

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when NJ Eat And Fit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NJ Eat And Fit:

Share