Bangladesh Diabetic Network Ltd BDN

Bangladesh Diabetic Network Ltd BDN A Digitalised Organisation of Diabetes and it's Entanglement Care

29/04/2025

ফ্রি কনসালট্যান্টসী ➕ ৫০% ছাড়

"শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে"

মহান- মে- দিবস এবং জাতীয় পেশাগত ও সেফটি দিবস ২০২৫ " উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিঃ ( বিডিএন) থাকবে সকল পেশাজীবী, কর্মজীবী মানুষের পাশে।তাই পহেলা মে 2025 বিডিএন এ থাকবে ফ্রি কনসালটেন্সি এবং সকল পরীক্ষার উপর ৫০% পর্যন্ত ছাড়।
৫০% ছাড় উপভোগ করতে পারবেন পুরো মাস জুড়ে।

আসুন বিডিএন এ সেবা নিন,সুস্থ থাকুন।

স্বাস্থ্য সুরক্ষায় বিডিএন আছে আপনার পাশে।

প্রয়োজনেঃ 01875454535

বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিঃ
আকরাম টাওয়ার (২য় তলা)
পুরবী কাচা বাজারের বিপরীতে, মেট্রো স্টেশন এর পশ্চিম পাশে।
মিরপুর - ১২১৬।

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
28/04/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় সম্মানিত কেমিস্ট্রদের সাথে গোল টেবিল বৈঠক।।
26/04/2025

অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় সম্মানিত কেমিস্ট্রদের সাথে গোল টেবিল বৈঠক।।

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৩ অসুস্থতা।শরীরে হৃদযন্ত্রের অবস্থা বাইরে থেকে বোঝা কঠিন। সারা দিনের দৌড়ঝাঁপ, সংসারের ক...
23/04/2025

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৩ অসুস্থতা।

শরীরে হৃদযন্ত্রের অবস্থা বাইরে থেকে বোঝা কঠিন। সারা দিনের দৌড়ঝাঁপ, সংসারের কাজ, অফিসের ব্যস্ততা— সবই দিব্যি চলছে। কোথাও গরমিল নেই। হঠাৎই একদিন বুকে চিনচিনে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে চাপ লাগার মতো সমস্যায় শরীর কাহিল হয়ে পড়ে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। কেন হয় এমন?

চিকিৎসকরা বলছেন, হঠাৎ নয়, হৃদযন্ত্রের কমজোরি হয়ে পড়ার ঘটনা রাতারাতি হয় না। বরং বেশ আগে থেকে সংকেত দিতে থাকে হার্ট। অনেক সময় দৈনন্দিন জীবনযাত্রার ভিড়ে সেই সংকেত সব সময় অনেকেই বুঝে উঠতে পারেন না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অত্যধিক মানসিক চাপ এমন কিছু কারণে হৃদযন্ত্র ধীরে ধীরে বিকল হয়ে যেতে থাকে।

তবে শুধু কি অস্বাস্থ্যকর জীবনধারাই হার্ট অ্যাটাকের একমাত্র কারণ? চিকিৎসকরা এ বিষয়ে একমত নন। তাদের মতে, জীবনে কিছু নিয়ম মেনে না চলার ফলে জন্ম নেয় আরও কিছু অসুস্থতা। সেই রোগ থেকেই জন্ম নেয় হার্টের অসুখ। শরীরের যে ৩ সমস্যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

❌উচ্চ রক্তচা❌

হৃদযন্ত্রের সমস্যা জন্ম নিতে পারে উচ্চ রক্তচাপের হাত ধরে। স্বাভাবিক সীমার চেয়ে বেশি রক্তচাপ হৃদযন্ত্রের জন্য প্রাণঘাতী। শরীরের স্বাভাবিক রক্তচাপ ১২০-৮০। রক্তচাপের বেশি হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে। উচ্চ রক্তচাপ থাকলে রক্ত পাম্প করার সময় হার্ট এবং ধমনিতে চাপ সৃষ্টি করে। দীর্ঘ দিন এই চাপের ফলে হৃদ‌যন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

❌ডায়াবেটিস❌

রক্তে শর্করার মাত্রা বেশি হলে সাধারণত ওজন কমে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেরই হয়তো অজানা যে ডায়াবেটিস হলেও দেখা দিতে পারে হৃদরোগ। উচ্চ রক্তচাপের মতো ডায়াবেটিসও হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।

❌কোলেস্টেরল❌

হার্ট ভালো রাখতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বলেন চিকিৎসকরা। কোলেস্টেরল হৃদযন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে শরীরে যদি খারাপ কোলেস্টেরল ‘এইচডিএল’-এর মাত্রা বেশি থাকে, তা নিয়ন্ত্রণে না রাখলে হার্টের অসুখ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

আপনার হার্টের যত্ন নিতে আজও যোগাযোগ করুন Bangladesh Diabetic Network Ltd BDN এ।

যোগাযোগ :- +8801875454535 এই নাম্বারে।

বিশ্ব লিভার দিবস ২০২৫১৯ এপ্রিলআজ বিশ্ব লিভার দিবস। আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার—যা প্রতিদিন শত শত গুর...
19/04/2025

বিশ্ব লিভার দিবস ২০২৫
১৯ এপ্রিল

আজ বিশ্ব লিভার দিবস। আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার—যা প্রতিদিন শত শত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নিরবভাবে। কিন্তু অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মাদক সেবন ও হেপাটাইটিসসহ বিভিন্ন কারণে লিভার আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।

"এ বছরের প্রতিপাদ্য "Food is Medicine"—খাদ্যই হতে পারে আপনার লিভার সুস্থ রাখার সবচেয়ে বড় ওষুধ।
সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললেই প্রতিরোধ করা সম্ভব ফ্যাটি লিভার, হেপাটাইটিস, সিরোসিসের মতো প্রাণঘাতী রোগ।

এই দিবসে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব

হেপাটাইটিস বি-এর টিকা নেব

অ্যালকোহল ও ঝুঁকিপূর্ণ অভ্যাস থেকে দূরে থাকব

স্বাস্থ্যকর খাদ্য ও জীবনযাপন মেনে চলব

আমরা Bangladesh Diabetic Network Ltd BDN লিভার সংক্রান্ত যেকোনো সমস্যা ও পরামর্শের জন্য সদা প্রস্তুত।
আপনার সুস্থ ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ নিন।

লিভার বাঁচান, জীবন বাঁচান!

17/04/2025

নববর্ষের বৈশাখী ধামাকা অফার।।৫০% ডিসকাউন্ট।।
আসলামুআলাইকুম ।।
সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা।।
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিমিটেড দিচ্ছে সেরা অফার।। আপনার যে কোন রক্ত পরীক্ষার উপর বৈশাখ মাস জুড়ে পাবেন ৫০% ডিসকাউন্ট।
আপনার স্বাস্থ্য সুরক্ষায় বিডিএন আছে আপনার পাশে।

যে কোন তথ্য সেবা পেতে এবং হোম সার্ভিস এর জন্য কল করুন
হট লাইন -01875454535

বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিঃ
আকরাম টাওয়ার, ( ২য় তলা)পুরবী কাঁচা বাজারের বিপরীতে।
মিরপুর ১১ মেট্রোরেল এর পশ্চিম পাশে। ঢাকা- ১২১৬

02/03/2025
🌙✨ রমজানুল মোবারক! ✨🌙বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিমিটেড-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র রমজানের আন্তরিক ...
01/03/2025

🌙✨ রমজানুল মোবারক! ✨🌙

বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক লিমিটেড-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মহিমান্বিত মাসে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসচেতনতা বজায় রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য সচেতনতা ও ভারসাম্যপূর্ণ জীবনধারা অপরিহার্য।

রমজানে ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সঠিক পরামর্শের জন্য আমরা সর্বদা আছি আপনাদের পাশে।

🌿 ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজান হোক শান্তি ও কল্যাণের বার্তা!

#রমজান_মোবারক #বাংলাদেশ_ডায়াবেটিক_নেটওয়ার্ক #সুস্থ_জীবন #ডায়াবেটিস_সচেতনতা

হেপাটাইটিস বি: জানুন, সচেতন হোন, সুস্থ থাকুনহেপাটাইটিস বি (Hepatitis B) একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা লিভারের সংক্রমণ...
06/02/2025

হেপাটাইটিস বি: জানুন, সচেতন হোন, সুস্থ থাকুন

হেপাটাইটিস বি (Hepatitis B) একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা লিভারের সংক্রমণ ঘটায়। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়, অনেকেই না জেনেই বহন করে। সময়মতো প্রতিরোধ না করলে এটি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের কারণ হতে পারে।

হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়?

☑️ আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের তরল মাধ্যমে
☑️ অপরিষ্কার সূঁচ, ব্লেড বা ট্যাটু করার সরঞ্জাম ব্যবহারে
☑️ অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে
☑️ মা থেকে নবজাতকের দেহে সংক্রমণ

লক্ষণসমূহ

⚠️ দুর্বলতা ও অবসাদ
⚠️ বমি বমি ভাব বা ক্ষুধামন্দা
⚠️ ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
⚠️ পেটের ডানদিকে ব্যথা
⚠️ প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া

প্রতিরোধ ও করণীয়

✅ টিকা নিন – হেপাটাইটিস বি-এর সবচেয়ে কার্যকর প্রতিরোধক হলো টিকা।
✅ পরিচ্ছন্ন জীবনযাপন করুন – নিজের ব্যক্তিগত রেজার, ব্রাশ বা সুই-সুঁচ অন্যের সাথে ভাগাভাগি করবেন না।
✅ নিরাপদ রক্ত সংযোজন নিশ্চিত করুন – শুধুমাত্র পরীক্ষিত রক্ত গ্রহণ করুন।
✅ সচেতন হোন – অনিরাপদ যৌন সম্পর্ক ও মাদকাসক্তির মাধ্যমে ছড়ানোর ঝুঁকি এড়ান।

আপনার সচেতনতা পারে জীবন বাঁচাতে!

‼️এইচএমপিভি ভাইরাস থেকে সতর্ক থাকুন‼️                  ✳️লক্ষণ👇           👉 জ্বর ও কাশি হতে পারে❗              👉শ্বাসকষ্...
17/01/2025

‼️এইচএমপিভি ভাইরাস থেকে সতর্ক থাকুন‼️


✳️লক্ষণ👇

👉 জ্বর ও কাশি হতে পারে❗

👉শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া
এবং নাক বন্ধ হতে পারে❗



✳️খেয়াল রাখুন:👇


👉ভাইরাস শরীরে প্রবেশের তিন থেকে ছয় দিনের
মধ্যে লক্ষণ দেখা যায়❗

👉সব বয়সের মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়।

👉শরীরে রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল থাকলে
ক্ষতি বেশি হয়ে থাকে❗

👉এ ভাইরাস হাঁচি, কাশি, হাত মেলানো ও
স্পর্শের মাধ্যমে নাক, চোখ ও মুখ দিয়ে
শরীরে প্রবেশ করতে পারে❗

👉মুক্ত থাকতে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার,
আক্রান্ত বা উপসর্গ রয়েছে-এমন ব্যক্তিদের
থেকে দূরে থাকতে হবে❗



Address

Khagrachhari

Telephone

+8801875454535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diabetic Network Ltd BDN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Diabetic Network Ltd BDN:

Share