
23/07/2025
ইন্সমনিয়া বা নিদ্রাহীনতা আমাদের দেশে খুব কষ্টদায়ক একটা সমস্যার নাম। কাজের চাপ বা ব্যস্ততা খুব বেশি থাকলেও প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুমানো উচিত।
সময়কালের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অনিদ্রার মধ্যে রয়েছে:
ক্ষণস্থায়ী অনিদ্রা- এক মাসের কম স্থায়ী হয়
তীব্র বা স্বল্পমেয়াদী অনিদ্রা - এক থেকে ছয় মাসের মধ্যে স্থায়ী হয়
দীর্ঘস্থায়ী অনিদ্রা - ছয় মাসের বেশি স্থায়ী হয়
গুরুতর অনিদ্রার কারণগুলির মধ্যে থাকতে পারে মানসিক চাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আপনি যেখানে সাধারণত ঘুমান সেই স্থান বা অবস্থানের পরিবর্তন, অসুস্থতা, জেট ল্যাগ, আপনার শরীরে ব্যথা, বা কিছু বিরক্তিকর বা বিরক্তিকর ঘটনা যা সাম্প্রতিক অতীতে ঘটেছে বা আগে।
একজন ব্যক্তি বিভিন্ন চিকিৎসা বেছে নিতে পারেন যেমন প্রাকৃতিক remedies, স্বাস্থ্য সম্পূরক, থেরাপি, এবং নির্ধারিত ওষুধ।
প্রাকৃতিক রেমেডি সব থেকে সহজ ও পার্শ্ব প্রতিক্রিয়া হীন একটি পদ্ধতি। নিরাময় হোমিও ভবন NHB এ আমার মরহুম আব্বাজান প্রাকৃতিকভাবেই নিদ্রাহীনতার প্রতিকার নিয়ে কাজ করেছেন।
আব্বাজানের তৈরি নিরাময় হেয়ার অয়েল নিদ্রাহীনতার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে।
ক্ষণস্থায়ী নিদ্রাহীনতা যাদের তাদের শুধুমাত্র তেলটি নিয়মিত ব্যবহারের ফলেই উপকার পাওয়া যায় আলহামদুলিল্লাহ। স্বল্পমেয়াদি অনিদ্রা যাদের তাদের তেলটি ব্যবহার করার সাথে সাথে কিছুটা কাইক শ্রম ও করতে হয় এতেও ভালো উপকার পাওয়া যায়।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তথা বনজ ও ভেষজ উপাদান সমূহের উপর ভিত্তি করে এই তেলটি তৈরি। এল টির বর্তমান সাইজ ও মূল্য হলো
১০০ মিলি (টেষ্টার জার) ৩০০ টাকা
২০০ মিলি ৬০০ টাকা
অর্ডার করার জন্য সরাসরি উপরে মেনশন করা পেইজে নক দিলেই হবে।