29/07/2025
Male caregiver নিয়োগ বিজ্ঞাপন :
১./ রোগী: পুরুষ।
বয়স: ৭০+
প্যারালইজড।
ক্যাথেটার করা।
কাজ-
দেখাশুনা করা।
গোসল করানো/ শরীর মুছে দেয়া।
প্যামপাস পরিবর্তন।
খাবার খাওয়ানো।
ঔষুধ খাওয়ানো।
বেডসোর ড্রেসিং করা।
কাজ না থাকলে সারাদিন বসে বসে টিভি দেখা।
স্থান: খিলগাও, ঢাকা।
ডিউটি সময়: ১২ ঘন্টা।
২৪ ঘন্টাও লাগতে পারে। তাহলে ২ জন কে রাখা হবে।
স্যালারি: অভিজ্ঞতার উপর ভালো মানের।
শুধুমাত্র কাজ করতে ইচ্ছুকরা অতিদ্রুত সিভি ড্রপ করুন।
whatsapp:
01782244126