Natural Health Products

Natural Health Products আমরা আপনার স্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রাকৃতিক আয়ুর্বেদিক পণ্য নিয়ে এসেছি।একবার হলেও আমাদের পণ্য সেবন করুন।

01/05/2024
24/03/2024

আপনি কোন দলে??🤨
১) জিলাপি দিয়ে মুড়িমাখা?🤔
২) জিলাপি ছাড়া মুড়িমাখ?🧐
কমেন্টে করে জানান 🤗

প্রাচীন কাল থেকে তুলসির ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মুনি ঋষিরা।ঠান্ডা লাগলে তুলসি পাতা ম্যাজিকের মতো কাজ করে। গলার স...
24/03/2024

প্রাচীন কাল থেকে তুলসির ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মুনি ঋষিরা।ঠান্ডা লাগলে তুলসি পাতা ম্যাজিকের মতো কাজ করে। গলার সব রকম সমস্যায় এর পাতা ব্যবহৃত হয়। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংশপেশীর খিঁচুনি রোধ করতে সহায়তা করে।

24/03/2024

চলুন এই রমাদানে যতটা পারি আল্লাহ সুবাহানা তায়ালার কাছে নিজেদের করা পাপের জন্য ক্ষমা চেয়ে নেই
আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আমিন🤲

কার কার বাড়িতে এমন অবস্থা বলেন তো শুনি 😂🤣
23/03/2024

কার কার বাড়িতে এমন অবস্থা বলেন তো শুনি 😂🤣


পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফ...
23/03/2024

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়।যেসব কাজে লাগে হাতিশুর গাছ
✓ বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এ উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়।

✓ আঘাতজনিত ফোলায়- পাতা বেটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যথা কমে যায়।

✓ ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগী ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যেকোনো দিক ফুলে গেলে এ গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়।

✓ দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

✓ কোন কারনে চোখ টকটকে লাল হলে, কড় কড় করছে- মনে হচ্ছে বালি পড়েছে। এমনটা হলে হাতিশুঁড় গাছের পাতার রস অব্যর্থ ওষুধ।

✓ সর্দি লাগলে এই হাতিশুড়ের পাতা ছেচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভাল হবে।

✓ একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

✓ টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

✓ দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

✓ দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

✓ ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

১০০ লেবুর শক্তিযুক্ত ভিমবার 🧽🧼আপনার প্লেট টুক্কু আপনার পেটকে করবে ঝকঝকে চকচকে....🌟💡
22/03/2024

১০০ লেবুর শক্তিযুক্ত ভিমবার 🧽🧼
আপনার প্লেট টুক্কু আপনার পেটকে করবে ঝকঝকে চকচকে....🌟💡

22/03/2024

এই মুহুর্তে কোন জিনিসটা পেলে আপনি খুশি হবেন??

____সাজনা___উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সাজনার পাতা ও ফল ব্যবহার হয়। মনে করা হয়, সাজনা খেলে ডায়াবেটিস নিয়ন্...
22/03/2024

____সাজনা___

উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সাজনার পাতা ও ফল ব্যবহার হয়। মনে করা হয়, সাজনা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কাচা রসুনের সঙ্গে সাজনা গাছের পাতা একসাথে মিলিয়ে খেয়ে বাতের ব্যথা উপশম হয়। এছাড়া এই গাছের পাতা ও ফল অনেক পুষ্টিকারক বলে গবেষণায় দেখা গেছে। রুচি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে বহুকাল ধরে ভারতীয় উপমহাদেশে বিশ্বাস রয়েছে।

এছাড়া আমলকি, হরিতকী, বহেরার মতো ফলগুলো ঔষধি হিসাবে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে

কার কার সাথে জীবনে একবার হলেও এমন হয়েছে?? তারা হাত তুলেন😂 ✋     #
21/03/2024

কার কার সাথে জীবনে একবার হলেও এমন হয়েছে?? তারা হাত তুলেন😂 ✋
#

গুগল জাতীয় জংলী একটি উদ্ভিদ হলো লেমন বাম। এটি জংলী হলেও এর রয়েছে নানা ধরণের ওষুধি গুনাগুন।লেমন বামের উপকারিতা:-✓এটি স্...
21/03/2024

গুগল জাতীয় জংলী একটি উদ্ভিদ হলো লেমন বাম। এটি জংলী হলেও এর রয়েছে নানা ধরণের ওষুধি গুনাগুন।

লেমন বামের উপকারিতা:-

✓এটি স্নায়ুকে আরাম দিয়ে মস্তিষ্কের চাপ কমায়।
✓এটি চা হিসেবে পান করলে মানসিক প্রসন্নতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
✓ক্ষতস্থান ঠান্ডা করতে বেশ কার্যকর হলো লেমন বাম।

কে কে জানতেন না এর উপকারিতা সম্পর্কে??

আরে ভাই!! তোরা রোজা রেখে এত কেমনে খাবি?? 🤦🤦
20/03/2024

আরে ভাই!! তোরা রোজা রেখে এত কেমনে খাবি?? 🤦🤦

Address

Mugda
Khilgaon
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Health Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram