New China Diagnostic Centre

New China Diagnostic Centre New China Diagnostic Centre is a trustful Health Service Centre in Fakirhat
নিউ চায়না ডায়াগণস্টিক সেন্টার - উপজেলা রোড, ফকিরহাট।

বাংলাদেশে সনামধন্য যেসকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার মধ্যে নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার একটি। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা রোড সংলগ্নে অবস্থিত।

নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার যাত্রার প্রারম্ভকাল থেকেই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সুনাম অর্জন করেছে। দেশের সরকারী ও বেসরকারী হাসপাতাল-এর স্বনামধন্য ডাক্তারগণ নিয়মিত নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার-এ চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

নিউ চায়না তে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি এবং রোগীদের সঠিক রোগ নির্ণয় করার লক্ষ্যে রয়েছে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর-এর সমস্থ নিয়ম কানুন মেনে “নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার”এর পরিচালনা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

06/09/2025

🦵 মেনিস্কাস ইনজুরি: হাঁটুর লিগামেন্টের সাধারণ সমস্যা
হাঁটুর ভেতরে মেনিস্কাস নামক এক ধরনের নরম কার্টিলেজ থাকে, যা হাঁটুর হাড়গুলোকে সাপোর্ট ও শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। খেলাধুলা, দুর্ঘটনা বা হঠাৎ মোচড় খাওয়ার ফলে এটি ছিঁড়ে যেতে পারে।
⚠️ মেনিস্কাস ইনজুরির লক্ষণসমূহঃ
✔ হাঁটুতে হঠাৎ ব্যথা অনুভব করা
✔ হাঁটু ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া
✔ হাঁটু নড়াচড়া করতে সমস্যা হওয়া
✔ হাঁটুতে “লক হয়ে যাওয়া” বা আটকে যাওয়ার অনুভূতি
✔ সিঁড়ি ওঠা-নামা বা বসা-ওঠার সময় বেশি ব্যথা হওয়া
✔ হাঁটু থেকে টুকটুক বা ক্লিক শব্দ শোনা
🏥 চিকিৎসাঃ
👉 বিশ্রাম, বরফ সেঁক ও ওষুধে অনেক সময় সমস্যা কমে যায়।
👉 গুরুতর ইনজুরি হলে আর্থ্রোস্কপি সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়।
💡 পরামর্শ:
হাঁটুতে দীর্ঘদিন ব্যথা, ফোলা বা নড়াচড়ায় অসুবিধা থাকলে দেরি না করে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ মোঃ আবু নেওয়াজ
এম.বি.বি.এস (ঢাকা)
বি.সি.এস (স্বাস্থ্য)
এম.এস (কোর্স) (অর্থোপেডিক সার্জারি)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা
রেজি. নং: ৮৪৭৯৪ (BMDC)

📍 চেম্বার সময়সূচি (প্রতি শুক্রবার):
1️⃣ গাজী ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
ঠিকানা: থানারোড, চিতলমারী, বাগেরহাট (SM মডেল স্কুলের কাছে, আকবরাবাদীর বিপরীতে)
সময়: সকাল ৯টা – দুপুর ৩টা
সিরিয়াল: 📞 01880-779493, 01709-361214
2️⃣ নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার
ঠিকানা: উপজেলা রোড, ফকিরহাট, বাগেরহাট
সময়: বিকাল ৩টা – রাত ৯টা
সিরিয়াল: 📞 01636-242476, 01919-163514

#হাঁটুরসমস্যা #হাঁটুব্যথা #স্পোর্টসইঞ্জুরি #অর্থোপেডিকচিকিৎসা #হাঁটুরইনজুরি

নিউ চায়না ডায়াগণস্টিক সেন্টার। উপজেলা রোড, ফকিরহাট। 👇
06/09/2025

নিউ চায়না ডায়াগণস্টিক সেন্টার। উপজেলা রোড, ফকিরহাট। 👇

👨‍⚕️ অর্থোপেডিক চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার এখন বাগেরহাটে

ডাঃ মোঃ আবু নেওয়াজ

এম.বি.বি.এস (ঢাকা)

বি.সি.এস (স্বাস্থ্য)

এম.এস (কোর্স) (অর্থোপেডিক সার্জারি)

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা

রেজি. নং: ৮৪৭৯৪ (BMDC)

🩺 চিকিৎসা সেবা সমূহঃ

✔ মেরুদণ্ডজনিত সমস্যা
✔ হাড় ক্ষয় (অস্টিওপরোসিস)
✔ হাড়ের টিউমার ও ক্যান্সার
✔ হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও স্পোর্টস ইনজুরি
✔ রগ কেটে যাওয়া বা রগে ব্যথা
✔ মাংসপেশি চিবানি ও জ্বালাপোড়া
✔ যেকোনো ধরনের হাড়-জোড় ভাঙা
✔ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি
✔ বাত, ব্যথা, পঙ্গু বা পক্ষাঘাত (Paralysis)
✔ হাঁটু ব্যথা ও কোমর ব্যথা
✔ ঘাড় ব্যথা ও কাঁধ ব্যথা
✔ পায়ের গোড়ালি ব্যথা ও ফোলা

📍 চেম্বার সময়সূচি (প্রতি শুক্রবার):

1️⃣ গাজী ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

ঠিকানা: থানারোড, চিতলমারী, বাগেরহাট (SM মডেল স্কুলের কাছে, আকবরাবাদীর বিপরীতে)

সময়: সকাল ৯টা – দুপুর ৩টা

সিরিয়াল: 📞 01880-779493, 01709-361214

2️⃣ নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার

ঠিকানা: উপজেলা রোড, ফকিরহাট, বাগেরহাট

সময়: বিকাল ৩টা – রাত ৯টা

সিরিয়াল: 📞 01636-242476, 01919-163514

⚠️ মনে রাখবেন – ছোট ব্যথা বা সমস্যা উপেক্ষা করলে তা ভবিষ্যতে বড় জটিলতা তৈরি করতে পারে। আজই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

#অর্থোপেডিক #ডাঃ_আবু_নেওয়াজ #হাড়ের_চিকিৎসা #বাগেরহাট #চিতলমারী #ফকিরহাট #হাড়_ক্ষয় #অস্টিওপরোসিস #মেরুদণ্ড #হাঁটু_ব্যথা #কোমর_ব্যথা #কাঁধের_ব্যথা

👉 হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা হাড়ের সমস্যায় কষ্ট পাচ্ছেন❓অথবা দুর্ঘটনায় হাড় ভাঙা, হাড় ক্ষয় কিংবা নার্ভ চাপে হাত-পায়ে অসাড়...
24/08/2025

👉 হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা হাড়ের সমস্যায় কষ্ট পাচ্ছেন❓
অথবা দুর্ঘটনায় হাড় ভাঙা, হাড় ক্ষয় কিংবা নার্ভ চাপে হাত-পায়ে অসাড় হয়ে যাচ্ছে❓

এখন আর চিন্তার কারণ নেই!
✅ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে আগত
ডা. মো: আবু নেওয়াজ (MBBS, BCS Health, MS Ortho Surgery)
অর্থোপেডিক সার্জন এর তত্ত্বাবধানে পাবেন সঠিক চিকিৎসা।

🧰 চিকিৎসা দেওয়া হয়:
✔️ হাড় ভাঙা ও হাড় ক্ষয়
✔️ বাত ব্যথা
✔️ হাঁটুর লিগামেন্ট ছেঁড়া
✔️ মেরুদণ্ডের ডিস্ক সমস্যা
✔️ হাত-পায়ের রক্ত চলাচল কমে যাওয়া
✔ পায়ের গোড়ালি ব্যথা
✔️ মেরুদণ্ড, কোমর, ঘাড় ও জোড়ার ব্যথা
✔️ হাড় সরে যাওয়া বা ভেঙে যাওয়া সমস্যা
✔ আঘাত জনিত ব্যথা বা স্পোর্টস ইনজুরি
✔ রিউমেটয়েড আথ্রাইটিস
✔ অস্টিও আথ্রাইটিস
✔ অস্টিওপোরসিন
✔ অস্টিওম্যালেশিয়া
✔ হাড়ের টিউমার

📍 নিউ চায়না ডায়াগণস্টিক সেন্টার, উপজেলা রোড, ফকিরহাট।
🕓 রোগী দেখার সময়: প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা
📞 সিরিয়ালের জন্য কল করুন: 01343911913 / 01719136814 / 01866-242476

#হাঁটুব্যথা #কোমরব্যথা #অর্থোপেডিক_চিকিৎসা #পঙ্গুহাসপাতাল #হাড়েরসমস্যা #ব্যথামুক্তজীবন

ত্বক আমাদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।কিন্তু ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জি বা যৌন রোগের সমস্যায় আমরা অনেকেই কষ্ট প...
23/08/2025

ত্বক আমাদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
কিন্তু ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জি বা যৌন রোগের সমস্যায় আমরা অনেকেই কষ্ট পাই।

🌿 এই সব সমস্যার সঠিক ও নিরাপদ সমাধানে আছেন অভিজ্ঞ চিকিৎসক
ডা. দীপান্বিতা দেবনাথ
👉 MBBS, BCS (Health), FCPS (Final Part)
👉 রেজিস্টার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

🔹 চিকিৎসা দেওয়া হয়:
১. চর্মরোগ ও যৌন রোগ
২. ব্রণ, ফুসকুড়ি, একজিমা
৩. খুশকি, চুল পড়া ও ফাঙ্গাল ইনফেকশন
৪. সোরিয়াসিস ও অন্যান্য ত্বকের জটিলতা
৫. কারনে অকারনে সারা শরীর চুলকানো এবং সেই সাথে চুলকানোর জায়গা ফুলে ওঠা।
৬. হাঁটুর সামনে- পিছনে, কুনইয়ের সামনে-পিছনে, বুকে, মুখে এবং ঘাড়ে এটোপিক একজিমা।
৭. আংগুলের চিপায় চুলকানো, চুলকানোর পরে আংগুল দিয়ে পানি বের হওয়া ।
৮. শরিরে চামড়া মরে মরে যাওয়া এবং সেই সাথে প্রচুর চুলকানো।
৯. হাত, পা, বাহু, হাঁটুর বিপরীতে, গোড়ালী, হাতের কব্জি, ঘাড় কিংবা ঊর্ধ বক্ষস্থল ইত্যাদি অংশে অ্যাকজিমা বা বিখাউজ।
১০. পায়ে টাকনু গিরার আশপাশে,চামড়া মোটা হয়ে যাওয়া এবং চুলকাইলে লাসা লাসা পানি বাহির হয়।
১১. বগলে, কুঁচকিতে, শরীরের মেদ/ভুড়িতে, স্তনের নিচে যেখানে উষ্ণ এবং স্যাঁতস্যাঁতে বা ভিজা থাকে সেসব অংশে এর একজিমা হওয়া।
১২. শরিলে ফোড়া হওয়ার ফলে আক্রান্ত স্থানে বিভিন্ন রঙের দাগ পরে যাওয়া।
১৩. শরিলে বিভিন্ন অংশে ছত্রাকজনিত ঘা।

📍 নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার, উপজেলা রোড, ফকিরহাট।

🕓 রোগী দেখার সময়: মঙ্গলবার বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা

📞 সিরিয়ালের জন্য কল করুন: 01343911913, 01719136814, 01866242476

#চর্মরোগ #চর্মবিশেষজ্ঞ #চুলপড়া #নিউচায়নাডায়াগণস্টিকসেন্টার

অর্থোপেডিক্স এর উপর 𝐌𝐒 করা ডাঃ মোঃ কামরুজ্জামান (নয়ন) রোগী দেখছেন: নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার #হাড়  #হাড়বিশেষজ্ঞ     ...
30/10/2024

অর্থোপেডিক্স এর উপর 𝐌𝐒 করা ডাঃ মোঃ কামরুজ্জামান (নয়ন) রোগী দেখছেন: নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার

#হাড় #হাড়বিশেষজ্ঞ

ডেঙ্গু জ্বর কী ও কিভাবে ছড়ায়ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস দ্বারা এবং এই ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কাম...
11/10/2022

ডেঙ্গু জ্বর কী ও কিভাবে ছড়ায়

ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস দ্বারা এবং এই ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোন ব্যক্তিকে কামড়ালে, সেই ব্যক্তি ৪ থেকে ৬ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোন জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে, সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে।

ডেঙ্গু প্রধানত দুই ধরনের হয়ে থাকে, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভার।

ডেঙ্গু জ্বর কখন ও কাদের বেশি হয়

মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে। শীতকালে এই জ্বর হয় না বললেই চলে। শীতে লার্ভা অবস্থায় ডেঙ্গু মশা অনেক দিন বেঁচে থাকতে পারে। বর্ষার শুরুতেই সেগুলো থেকে নতুন করে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা বিস্তার লাভ করে।

সাধারণত শহর অঞ্চলে অভিজাত এলাকায়, বড় বড় দালান কোঠায় এই মশার প্রাদুর্ভাব বেশি, তাই ডেঙ্গু জ্বরও এই এলাকার বাসিন্দাদের বেশি হয়। বস্তিতে বা গ্রামে বসবাসরত লোকজনের ডেঙ্গু কম হয় বা একেবারেই হয় না বললেই চলে।

ডেঙ্গু ভাইরাস ৪ ধরনের হয়ে থাকে। তাই ডেঙ্গু জ্বরও ৪ বার হতে পারে। যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে ডেঙ্গু হলে তা মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।

ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ

ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। জ্বর ১০৫ ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। শরীরে বিশেষ করে হাড়, কোমড়, পিঠসহ অস্থি সন্ধি এবং মাংসপেশীতে তীব্র ব্যথা হয়। এছাড়া মাথাব্যথা ও চোখের পিছনে ব্যথা হয়। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় বুঝি হাড় ভেঙ্গে যাচ্ছে। তাই এই জ্বরের আরেক নাম “ব্রেক বোন ফিভার”।

জ্বর হওয়ার ৪ বা ৫ দিনের সময় সারা শরীরজুড়ে লালচে দানা দেখা যায়, যাকে বলা হয় স্কিন র‌্যাশ, অনেকটা এলার্জি বা ঘামাচির মতো। এর সঙ্গে বমি বমি ভাব, এমনকি বমি হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তিবোধ করে এবং রুচি কমে যায়। সাধারণত ৪ বা ৫ দিন জ্বর থাকার পর তা এমনিতেই চলে যায় এবং কোন কোন রোগীর ক্ষেত্রে এর ২ বা ৩ দিন পর আবার জ্বর আসে। একে “বাই ফেজিক ফিভার”বলে।

ডেঙ্গু হেমোরেজিক জ্বর

এই অবস্থাটাই সবচেয়ে জটিল। এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি আরো যে সমস্যাগুলো হয়, তা হল-

শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়া শুরু হয়, যেমন চামড়ার নিচে, নাক ও মুখ দিয়ে, মাড়ি ও দাঁত হতে, কফের সঙ্গে, রক্তবমি, পায়খানার সাথে তাজা রক্ত বা কালো পায়খানা, চোখের মধ্যে এবং চোখের বাহিরে, মহিলাদের বেলায় অসময়ে ঋতুস্রাব অথবা রক্তক্ষরণ শুরু হলে অনেকদিন পর্যন্ত রক্ত পড়তে থাকা ইত্যাদি।

এই রোগের বেলায় অনেক সময় বুকে পানি, পেটে পানি ইত্যাদি দেখা দিতে পারে। অনেক সময় লিভার আক্রান্ত হয়ে রোগীর জন্ডিস, কিডনীতে আক্রান্ত হয়ে রেনাল ফেইলিউর ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে।

এই বিষয়ে ডাক্তার দেখানোর জন্য আমাদের পেজে দেয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ম্যাসেজ দিয়ে আপনার সমস্যার কথা আমাদের জানান

#ডেঙ্গুজর

06/09/2022
🧰অস্থি চিকিৎসা কি? (হাড় বিশেষজ্ঞ)  কাদের বলে ?🦴🦴🦴অস্থি চিকিৎসায় হাড় ,গাঁট, মাংসপেশি ইত্যাদি রোগের চিকিৎসা হয়। হাড় ভেঙে গ...
26/07/2022

🧰অস্থি চিকিৎসা কি? (হাড় বিশেষজ্ঞ) কাদের বলে ?🦴🦴🦴

অস্থি চিকিৎসায় হাড় ,গাঁট, মাংসপেশি ইত্যাদি রোগের চিকিৎসা হয়। হাড় ভেঙে গেলে ও ডাক্তারের কাছে যাওয়া হয়। পুরোনো ব্যথা, গাঁটের রোগ, মাস্কুলোস্কেলিটাল আঘাত ইত্যাদি অস্থি চিকিৎসার অন্তর্ভুক্ত। অস্থি চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তারদের অর্থোপেডিক বলা হয়।

🦴 অস্থিচিকিৎসার শাখা কিকি?
1.বাত এবং অস্টিওআর্থারাইটিস 2.ফ্র্যাকচার সহ আঘাতের যত্ন 3.জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি 4.পেইন ম্যানেজমেন্ট 5.হিপ ইনজুরি এবং রিপ্লেসমেন্ট 6.সৌল্ডার ইনজুরি এবং রিপ্লেসমেন্ট 7.ফুট এবং আংকেল সার্জারি ও 8.শারীরিক থেরাপি

🦴 কি করেন অস্থি বিশেষজ্ঞ?
একজন অস্থি চিকিৎসক হাড় , মাংসপেশি, স্নায়ুবন্ধনে চোট ইত্যাদির চিকিৎসা করে থাকেন। অস্থি চিকিৎসক কোমর, হাঁটু, মেরুদণ্ড ইত্যাদির চিকিৎসা করতে দক্ষ। এটার সাথে সাথে কোমরে ব্যথা, হাড়ে টিউমার, আর্থ্রাইটিস ইত্যাদির চিকিৎসাও করে থাকেন।

🦴 কখন যাবেন অস্থি চিকিৎসকের কাছে?
যদি আপনার মাংসপেশি এবং হাড়ে দীর্ঘ সময় থেকে ব্যথা হয় তাহলে অস্থি চিকিৎসকের সাথে কথা বলুন। যদি শরীরের জয়েন্টে বেশি ব্যথা হয় তাহলে অস্থি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🦴 অস্থি চিকিৎসক কিকি সার্জারী করে থাকেন?
অর্থোপেডিক্স সাধারণত সব ধরণের সার্জারি করে থাকেন । আর্থারস্কোপি এবং অন্যান্য পদ্ধতি দ্বারা এই সার্জারি করা হয়। জয়েন্ট রিপ্লেসমেন্ট , অস্টিওটমি, ফ্র্যাকচার, মেরুদণ্ডের ফিউশন এবং আর্থোস্কোপি হ'ল অর্থোপেডিক দ্বারা করা সর্বাধিক সাধারণ সার্জারি।

🦴 অস্থি চিকিৎসক এই সব রোগের চিকিৎসা করে থাকেন:

কোমরে ব্যথা - পিঠে ব্যথার অনেকগুলি কারণ রয়েছে যেমন খেলতে গিয়ে ব্যাথা পাওয়া , সারাদিন বসে থাকা এবং ধূমপান করা। তামাকের নিকোটিন উপস্থিত থাকে, যার কারণে রক্ত ​​প্রবাহে বাধা আসে। শরীরে ক্যালসিয়াম হ্রাস পায় যার কারণে হাড় দুর্বল হতে শুরু করে। এজন্য যারা ধূমপান করেন ফ্র্যাকচার থেকে সেরে উঠতে তাদের বেশি সময় লাগে । যদি আপনার পিঠে ব্যথা দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে আপনার অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া জরুরী।

🦴কাঁধে ব্যথা - কাঁধে ব্যথার মূল কারণ হল ফ্রোজেন সোল্ডার , বার্সাইটিস, রোটাটর কাফ ইনজুরি এবং স্থানচ্যুতি। কাঁধে ব্যথার কারণগুলি হল- আঘাত, ক্লান্তি বা বাত।

🦴কুনোইতে ব্যথা - কুনোইতে ব্যথা ফ্র্যাকচার বা স্থানচ্যুতির কারণে ঘটতে পারে। স্নায়ুতে আঘাতের কারণেও এটি ঘটতে পারে, যার কারণে ব্যথা খুব বেশি হতে পারে। যদি এই ব্যথা বাড়তে থাকে তবে হাত ঠিক হওয়ায় সমস্যা হতে পারে। পার্শ্বীয় এপিকোন্ডিলাইটিস, মিডিয়াল এপিকোন্ডিলাইটিস, ওলেক্রোনোন বার্সাইটিস, বাইসপস এবং ট্রাইসেপস টেন্ডোনাইটিস, কিউবিটাল টানেল সিন্ড্রোম, রেডিয়াল টানেল সিনড্রোম এবং ডিসলোকেশনও কনুই ব্যথার কারণ হতে পারে।

🦴কব্জিতে ব্যথা - এটি একধরণের স্প্রেনের কারণে হতে পারে। স্ট্রেস, বাত এবং কার্পাল টানেল সিনড্রোমও কব্জি ব্যথার কারণ হতে পারে। সঠিক কারণ খুঁজে পাওয়া মুশকিল। ব্যায়াম, খেলাধুলা, অতিরিক্ত কাজও কব্জি ব্যথার কারণ হতে পারে।

🦴পাছায় ব্যথা - হিপ জয়েন্টের প্রধান কাজ হল দেহের ওঠানো । পাছায় ব্যথার কারণগুলি হল স্নায়বিক রোগ, অস্টিওআর্থারাইটিস, সংক্রমণ, ট্রমা এবং জিনগত। ব্যথার কারণ সন্ধানের পরে, চিকিৎসা করানো সম্ভব যার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।

🦴হাঁটু ব্যথা - হাঁটু শরীরের বৃহত্তম জোড় , যা উরু এবং পা সংযোগ করে। ক্রমবর্ধমান বয়সের সাথে হাঁটুতে ব্যথা শুরু হয়, কারণ হাটা চলা করতে হাঁটুর ব্যবহার হয় । যে কোনও ধরণের আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে।

🦴গোড়ালিতে ব্যথা - গোড়ালির জয়েন্টে আঘাতটা একটু বেশিই লাগে। খেলতে গিয়ে পড়ে গেলে লোকেদের গোড়ালিতেই সবচেয়ে বেশি ব্যথা লাগে । বরফ লাগালে ফোলাভাব একটু কমে যায়, , যদি ব্যথা এবং ফোলা দীর্ঘক্ষণ চলতে থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বিঃদ্রঃ এখন আপনার হাতের কাছেই নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন হাড় বিশেষজ্ঞ - ডাঃ মোঃ কামরুজ্জামান

#হাড় #হাড়বিশেষজ্ঞ

🛑 কিডনি রোগ প্রতিরোধের কী কী উপায় রয়েছে ? 👉 আমরা আমাদের কিডনি খুব খারাপ অবস্থায় চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিরোধ করতে...
21/05/2022

🛑 কিডনি রোগ প্রতিরোধের কী কী উপায় রয়েছে ?

👉 আমরা আমাদের কিডনি খুব খারাপ অবস্থায় চলে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিরোধ করতে পারি। যেমন, আমাদের যে গোল্ডেন রুল রয়েছে সেগুলো মেনে চললে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব।
📎 যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন।
📎 যদি নেফ্রাইটিস থাকে সেটা পরীক্ষা করা, দর্শকদের জন্য নেফ্রাইটিস বিষয়টি বুঝিয়ে বলি, এটি হলো, দেহের দুটো কিডনি ছাকনি হিসেবে কাজ করে, এই ছাকনি দিয়ে আমরা ফিল্টার করি, অর্থাৎ রক্তটাকে পরিশোধিত করি, তখন রক্ত শুদ্ধ হয়ে যায়, সেই ছাকনিতে একটা রোগ হয়, সেই রোগে প্রোটিন বের হয়ে যায়। মানে শরীর থেকে অ্যালবুমিন বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে, তখন রক্তে অ্যালবুমিন লেভেল কমে যায়। এ সময় শরীরের ভাস্কুলার অংশ থেকে পানি বেরিয়ে গিয়ে দুটো কোষের মাঝখানে চলে আসে, তখন শরীরে পানি আসে, এটি হলো নেফ্রাইটিস।
📎 এ ছাড়া উচ্চ রক্তচাপ দেখা যায়, যদি জন্মগত কিছু থাকে যেমন পলিসিস্টিক কিডনি। সিস্ট সম্বন্ধে একটু কথা বলা দরকার, আমি বলি সিস্ট একটি আঙ্গুর ফলের মতো। ভিতরে পানি, চারদিকে পর্দা। এটি দেহে একটি দুটি থাকতে পারে। এগুলো যদি বহুল আকারে থাকে, যদি দুটো কিডনিতে ১০ টার বেশি করে থাকে তাহলে পলিসিস্টিক কিডনি হয়, যা জন্মগত রোগ। সেটা থেকে উচ্চ রক্তচাপ, প্রস্রাবে সংক্রমণ এসব হয়ে শেষ পর্যন্ত কিডনি ফেইলিউর বা অকার্যকর হবে। তাই এসব বিষয় নিয়মিত পরীক্ষা করা উচিত।
📎 আমরা যারা ব্যথানাশক ওষুধ খাই সেগুলো ভয়ঙ্কর ক্ষতিকর। যাদের কিডনি ভালো আছে তাদের জন্য তেমন না হলেও যাদের কিডনি একটু দুর্বল তাদের জন্য খুবই ক্ষতিকর।
📎 কিডনি দুর্বল কীভাবে বুঝবেন? আপনার হয়তো ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, বয়স বেশি ইত্যাদি। বয়স বেশি হলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। তখন যদি আপনি ওই ওষুধগুলো খান, তখন খুব খারাপ প্রভাব ফেলবে। তারপরে আপনার শরীরে যদি পানির স্বল্পতা থাকে, শরীরে ইডিমা থাকে সেক্ষেত্রে এই ওষুধগুলো অত্যন্ত ক্ষতিকর। নারীর দেহের বিভিন্ন ক্যানসার যদি কিডনির ভেতর যায় তখন সমস্যা হতে পারে।
📎 একিউট খোসপাঁচড়া, গলায় ব্যথা ইত্যাদি থেকে নেফ্রাইটিস হয়। আমরা যদি এর চিকিৎসা করি তাহলে তো এই সমস্যা হবে না।
📎 এ ছাড়া ডায়রিয়া হলে যদি প্রস্রাব কমে যায়, তাহলে বুঝতে হবে কিডনি ভালো কাজ করছে না। কিডনি ভালো আছে কি না, এটি বোঝার সবচেয়ে ভালো উপায় প্রস্রাব কতটুকু হচ্ছে- এটা লক্ষ্য রাখা।
📎 প্রস্রাবের রং দেখেও কিন্তু আমরা কিডনি ভালো আছে, কি না বুঝতে পারি। সাদা যদি থাকে তাহলে বুঝতে হবে ভালো কাজ করছে। পানি ঠিকমতো খাচ্ছেন- আর যদি হলুদ হয় তাহলে বুঝতে হবে পানি কম খাচ্ছেন।
যেকোনো কারণে যদি রক্তক্ষরণ হয়, বিশেষ করে নারীর ক্ষেত্রে সেপটিক অ্যাবর্শন। অ্যাবর্শনের ক্ষেত্রে যদি রক্তের পরিবর্তে রক্ত না দেওয়া হয়, তখন কিন্তু তার রক্তচাপ কমে গিয়ে সমস্যা শুরু হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে যদি রক্ত দেওয়া হয়, তখন আর সমস্যা হবে না। আরেকটি বিষয় হলো, কোনো গুরুতর সংক্রমণ থেকেও কিন্তু কিডনির রোগ হতে পারে। সব সময় ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। আপনার ওজন ঠিক রাখতে হবে। আদর্শগত যেই ওজন সেটাতে থাকতে হবে। কর্মঠ এবং সচল থাকলে দেখবেন কিডনি ভালো আছে। আবার শিশুরা যে স্কুল থেকে ফিরে খেলাধুলা করছে না আর ফাস্টফুডের প্রতি আসক্ত হয়ে পড়ছে- এগুলো খেয়াল রাখতে হবে। কেননা এভাবে চললে তারা বড় হয়ে ওজন নিয়ন্ত্রণ করতে পারে না। সেইসাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব বিষয় খেয়াল করে নিয়মিত পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব।

📌বিঃ দ্রঃ স্বাস্থ্য বিষয়ক এমন সব পোস্ট পাওয়ার জন্য New China Diagnostic Centreপেজটিতে লাইক দিয়ে রাখুন


🧰🧰 কিডনি রোগের ১০ লক্ষণ, আপনি কি জানেন ? 👇 কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব...
17/05/2022

🧰🧰 কিডনি রোগের ১০ লক্ষণ, আপনি কি জানেন ? 👇

কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে কিডনি রোগের লক্ষণগুলোর কথা।

১. প্রস্রাবে পরিবর্তন

কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না।

২. প্রস্রাবের সময় ব্যথা

প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া- এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে।

৩.প্রস্রাবের সাথে রক্ত যাওয়া

প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়।এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ।

৪. দেহে ফোলা ভাব

কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে।

৫. মনোযোগ দিতে অসুবিধা হওয়া

লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিস্কে অক্সিজেন পরিবহন কমে যায়। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়।

৬. সবসময় শীত বোধ হওয়া

কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়। আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে।

৭. ত্বকে র‍্যাশ হওয়া

কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র‍্যাশ তৈরি করতে পারে।

৮. বমি বা বমি ভাব

রক্তে বর্জ্যনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে।

৯. ছোটো ছোটো শ্বাস

কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এ ছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন।

১০. পেছনে ব্যথা

কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ।

📌বিঃ দ্রঃ স্বাস্থ্য বিষয়ক এমন সব পোস্ট পাওয়ার জন্য New China Diagnostic Centre পেজটিতে লাইক দিয়ে রাখুন

Address

Fakirhat, Bagerhat
Khulna Division
9370

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801866242476

Website

Alerts

Be the first to know and let us send you an email when New China Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to New China Diagnostic Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram