Dr S M Ahasan Habib

Dr S M Ahasan Habib Homoeopathy

01/08/2025

ANTIM CRUD
----------------------
এন্টিম ক্রুড
----------------------
(লক্ষণের সাথে রুব্রিক মেলানোর চেষ্টা)
---------------------------------------------------------------

1. Child is fretful, peevish, cannot bear to be touched or looked at; sulky; does not wish to speak or be spoken to; angry at every little attention.
(শিশু খিটখিটে, বিরক্তিকর, কেউ ছোঁয় বা তাকালে সহ্য করতে পারে না; মুখ গোমড়া করে থাকে; কারো সঙ্গে কথা বলতে বা শুনতে চায় না; সামান্য মনোযোগেই রেগে যায়)
MIND IRRITABILITY.
MIND ANGER attention, from.
MIND AVERSION spoken, to be.
MIND AVERSION being looked at.
MIND SULKY.
MIND TOUCH aversion to being touched.

2. Excessive irritability and fretfulness, with a thickly coated white tongue.
(অতিরিক্ত খিটখিটে মেজাজ ও বিরক্তি, সঙ্গে জিভে ঘন সাদা আবরণ)
MIND IRRITABILITY.
MOUTH DISCOLORATION tongue white, coated.
MIND FRETULNESS children, in.

3. Great sadness, with weeping.
(প্রচণ্ড মন খারাপ, সঙ্গে কান্না)
MIND WEEPING sadness, with.
MIND SADNESS tearful mood.

4. Sweet and sentimental patients, especially moved by the moonlight.
(কোমল ও আবেগপ্রবণ রোগী, বিশেষ করে চাঁদের আলোতে আবেগপ্রবণ হয়ে পড়ে)
MIND SENTIMENTAL.
GENERALITIES MOONLIGHT agg.
MIND AFFECTED moonlight, by.

5. Headache after river bathing or from taking cold.
(নদীতে স্নান বা ঠান্ডা লাগার পর মাথাব্যথা)
HEAD PAIN bathing after.
HEAD PAIN cold exposure, after.
GENERALITIES COLD exposure to agg.

6. Nostrils chapped and covered with crusts.
(নাকের ছিদ্র ফেটে গিয়ে শক্ত খোসায় ঢাকা পড়ে)
NOSE ERUPTIONS crusts.
NOSE CRACKS.
NOSE EXCORIATION.

7. Cracks about the nostrils.
(নাকের চারপাশে ফাটল)
NOSE CRACKS around nostrils.
NOSE FISSURES.

8. Cracks and inflammation at corners of the mouth.
(মুখের কোণে ফাটল ও প্রদাহ)
MOUTH CRACKS lips corners.
MOUTH INFLAMMATION lips corners.
MOUTH FISSURES lips corners of.

9. Loss of appetite.
(ক্ষুধামান্দ্য বা খিদে না লাগা)
STOMACH APPETITE wanting.
STOMACH APPETITE loss of.

10. Thick, white coating on tongue like fur or snow.
(জিভে ঘন, তুষারের মতো সাদা আবরণ)
MOUTH DISCOLORATION tongue white, coated.
MOUTH COATING thick white.

11. Much saltish saliva in mouth.
(মুখে অতিরিক্ত নোনতা লালা)
MOUTH SALIVA salty.
MOUTH SALIVA increased.

12. Violent thirst, with dryness of lips.
(ঠোঁট শুকিয়ে গিয়ে তীব্র তৃষ্ণা)
GENERALITIES THIRST intense.
MOUTH DRYNESS lips.
MOUTH DRYNESS general.

13. Craving for sour (dry) pickles, especially cucumber.
(টক (শুকনো) আচার, বিশেষ করে শসার প্রতি আকর্ষণ)
GENERALITIES FOOD and DRINKS pickles, for desire.
GENERALITIES FOOD and DRINKS cucumber, for desire.
GENERALITIES FOOD and DRINKS sour things, desire.

14. Eructation (belching) tasting of ingesta.
(ঢেকুর উঠে মুখে খাওয়া খাবারের স্বাদ আসে)
STOMACH ERUCTATIONS taste food, of eaten.
STOMACH ERUCTATIONS regurgitation of food.

15. Constant belching.
(বারবার ঢেকুর ওঠে)
STOMACH ERUCTATIONS constant.
STOMACH ERUCTATIONS frequent.

16. Belching with taste of what has been eaten.
(খাওয়া খাবারের স্বাদসহ ঢেকুর ওঠে)
STOMACH ERUCTATIONS taste food, of eaten.
STOMACH ERUCTATIONS tasting like eaten food.

17. Gout with gastric symptoms.
(পাকস্থলীর উপসর্গসহ গাউট)
EXTREMITIES GOUT stomach, with complaints of.
STOMACH COMPLAINTS gout, with.

18. After nursing, child vomits milk in curds and refuses to nurse again; very cross.
(দুধ খাওয়ানোর পর শিশু দলা দলা দুধ বমি করে ও আর খেতে চায় না; খুব বিরক্ত থাকে)
STOMACH VOMITING milk curdled.
MIND IRRITABILITY children, in nursing, after.
STOMACH VOMITING nursing, after.

19. Alternating diarrhoea and constipation.
(ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য পালাক্রমে দেখা দেয়)
RE**UM CONSTIPATION alternating with diarrhea.
RE**UM DIARRHEA alternating with constipation.

20. Constant discharge of wind (flatus), up and down, for years.
(বহু বছর ধরে উপরের ও নিচের পথে ক্রমাগত গ্যাস বের হওয়া)
ABDOMEN FLATULENCE constant.
STOMACH ERUCTATIONS constant.
RE**UM FLATUS frequent.

21. Disposition to abnormal growths of the skin.
(ত্বকে অস্বাভাবিক বৃদ্ধির প্রবণতা)
SKIN GROWTHS excrescences.
SKIN WARTS general tendency to.

22. Finger nails do not grow rapidly; become thickened and cracked.
(আঙুলের নখ ধীরে বাড়ে, মোটা ও ফেটে যায়)
EXTREMITIES NAILS thick cracked.
EXTREMITIES NAILS slow growth of.

23. Crushed nails grow in splits like warts, with h***y spots.
(পিষে যাওয়া নখ ফেটে ওয়ার্টের মতো বাড়ে; কেরাটিনযুক্ত দাগ থাকে)
EXTREMITIES NAILS warts h***y.
EXTREMITIES NAILS deformed.
EXTREMITIES NAILS growths distorted.

24. Pain in feet and soles, worse walking.
(পায়ে ও তলপায়ে ব্যথা, হাঁটার সময় বাড়ে)
EXTREMITIES PAIN feet soles walking agg.

25. Large h***y corns on soles of feet; very sensitive when walking, especially on stone pavements.
(তলপায়ে বড় শক্ত কড়া, হাঁটার সময় বিশেষ করে পাথরে হাঁটলে খুব ব্যথা)
EXTREMITIES CORNS painful walking agg.
EXTREMITIES PAIN soles corns walking, on.

26. Large h***y patches on skin of soles, painful like corns, return after removal.
(তলপায়ে বড় শক্ত দাগ, কড়ার মতো ব্যথা দেয়; তুলে ফেলার পর আবার ফিরে আসে)
EXTREMITIES PAIN soles corns, like.
SKIN CORNS recurring.
EXTREMITIES CORNS recurrent.

27. All conditions aggravated by heat and cold bathing.
(গরম ও ঠান্ডা স্নানে সব উপসর্গ খারাপ হয়)
GENERALITIES BATHING agg.
GENERALITIES HEAT agg.
GENERALITIES COLD bathing agg.

28. Cannot bear heat of the sun.
(রোদের গরম সহ্য করতে পারে না)
GENERALITIES SUN heat of sun agg.

29. Aggravation from overheating near fire.
(আগুন বা চুল্লির কাছে গরম হয়ে উপসর্গ বাড়ে)
GENERALITIES HEAT stove, from.
GENERALITIES HEAT artificial agg.

30. Ailments from sunburn.
(রোদে পুড়ে সমস্যা হয়)
GENERALITIES SUNBURN complaints after.
SKIN BURNS sunburn.

31. Aversion to cold bathing; child cries when washed or bathed with cold water.
(ঠান্ডা স্নানে অনীহা; ঠান্ডা পানিতে ধুলে বা স্নান করালে শিশু কাঁদে)
GENERALITIES BATHING cold aversion.
GENERALITIES BATHING cold agg.

32. Colds from swimming or falling into water.
(সাঁতার কাটা বা পানিতে পড়ে ঠান্ডা লাগে)
NOSE CORYZA bathing after.
GENERALITIES BATHING cold after.

33. General aggravation from radiant heat (stove, heater, fire).
(রেডিয়ান্ট হিট (চুল্লি, হিটার, আগুন) থেকে উপসর্গ বাড়ে)
GENERALITIES HEAT stove, near.

34. Complaints may develop after cold bathing.
(ঠান্ডা স্নানের পর উপসর্গ দেখা দিতে পারে)
GENERALITIES BATHING cold agg.
GENERALITIES COLD bathing after.

35. Tendency to grow fat (obesity).
(মোটা হওয়ার প্রবণতা)
GENERALITIES OBESITY.
------------------------------------------------------------
------------------------------------------------------------
গালিব হোমিও হল
ডাঃ এস এম আহসান হাবিব
তেরখাদা, খুলনা
মোবাইল - 01712234026

09/07/2025

★★★একটিয়া রেসিমোসা★★★
★★ কেন্ট রেপার্টরি থেকে ★★
★রুব্রিক★
● MIND — Anxiety — উদ্বেগ
● MIND — Delirium, with singing — প্রলাপ, সাথে গান গাওয়া
● MIND — Delusions, of impending evil — বিভ্রম, মনে হয় অমঙ্গল আসছে
● MIND — Delusions, of impending misfortune — বিভ্রম, মনে হয় অঘটন আসবে
● MIND — Delusions, sees rats, mice, etc. — বিভ্রম, ইঁদুর, ছুঁচো ইত্যাদি দেখতে পাওয়া
● MIND — Delusions, sees spectres, ghosts — বিভ্রম, ভূত-প্রেত দেখতে পাওয়া
● MIND — Delusions, she is going mad — বিভ্রম, মনে হয় পাগল হয়ে যাচ্ছে
● MIND — Delusions, she is going insane — বিভ্রম, মনে হয় উন্মাদ হয়ে যাচ্ছে
● MIND — Fear, crowd — ভয়, ভিড়ের ভয়
● MIND — Fear, insanity, of — ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়
● MIND — Fear, of death — ভয়, মৃত্যুভয়
● MIND — Fear, of evil — ভয়, অমঙ্গলজনিত ভয়
● MIND — Fear, of misfortune — ভয়, অঘটনের ভয়
● MIND — Restlessness — অস্থিরতা
● MIND — Shrieking, shouting, screaming — চিৎকার-চেঁচামেচি
● HEAD — Headache, before me**es — ঋতুস্রাবের আগে মাথাব্যথা
● HEAD — Headache, during me**es — ঋতুস্রাব চলাকালে মাথাব্যথা
● HEAD — Headache, neuralgic, left side — স্নায়ুর ব্যথা, বাম দিকে
● HEAD — Headache, occiput, extending over head to eyes — মাথার পেছন থেকে সামনের দিকে ও চোখ পর্যন্ত ব্যথা
● EYES — Photophobia, during headache — আলো সহ্য করতে না পারা, মাথাব্যথার সাথে
● FACE — Pale — মুখ ফ্যাকাশে
● FACE — Neuralgia, left side — স্নায়ুর ব্যথা, মুখের বাম দিকে
● MOUTH — Tongue, coated, white — জিভ সাদা আবরণযুক্ত
● THROAT — Soreness, left side — গলা ব্যথা, বাম দিকে
● STOMACH — Nausea, during me**es — বমিভাব, ঋতুস্রাব চলাকালে
● ABDOMEN — Pain, left ovarian region — বাম ডিম্বাশয়ের এলাকায় ব্যথা
●FEMALE GENITALIA — Me**es, copious — ঋতুস্রাব বেশি হওয়া
● FEMALE GENITALIA — Me**es, irregular — ঋতুস্রাব অনিয়মিত
● FEMALE GENITALIA — Me**es, painful — ঋতুস্রাব যন্ত্রণাদায়ক
● FEMALE GENITALIA — Me**es, scanty — ঋতুস্রাব কম হওয়া
● FEMALE GENITALIA — Me**es, suppressed — ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া
● FEMALE GENITALIA — Labor, pains, irregular — প্রসববেদনা অনিয়মিত
● FEMALE GENITALIA — Labor, pains, weak — প্রসববেদনা দুর্বল
● FEMALE GENITALIA — Labor, pains, ceasing — প্রসববেদনা থেমে যাওয়া
● FEMALE GENITALIA — Lochia, offensive — প্রসব-পরবর্তী স্রাব দুর্গন্ধযুক্ত
● FEMALE GENITALIA — Ovaries, left, pain in — বাম ডিম্বাশয়ে ব্যথা
● RESPIRATION — Sighing — দীর্ঘশ্বাস নেওয়া
● BACK — Pain, cervical region — ঘাড়ে ব্যথা
● BACK — Pain, lumbar region — কোমরে ব্যথা
● BACK — Pain, neck, muscles — ঘাড়ের মাংসপেশীতে ব্যথা
● BACK — Pain, spine, aching — মেরুদণ্ডে ব্যথা
● EXTREMITIES — Pain, upper limbs, neuralgic — স্নায়ুর ব্যথা, হাতে
● EXTREMITIES — Pain, lower limbs, neuralgic — স্নায়ুর ব্যথা, পায়ে
● EXTREMITIES — Trembling, lower limbs — পা কাঁপা
● SLEEP — Sleeplessness — ঘুম না আসা
● FEVER — Chill, up and down the back — পিঠের উপর-নিচে কাঁপুনি
● FEVER — Chilliness, with shivering — ঠান্ডা অনুভূতি, কাঁপুনি সহ
● FEVER — Sweat, profuse — অতিরিক্ত ঘাম
● GENERALITIES — Catalepsy — দেহ শক্ত হয়ে যাওয়া, সাড়া না দেওয়া
● GENERALITIES — Chorea — অনিয়ন্ত্রিত অঙ্গ-হিল্লোল
● GENERALITIES — Convulsions — খিঁচুনি
● GENERALITIES — Faintness — অজ্ঞান হওয়ার ভাব
● GENERALITIES — Hysteria — হিস্টিরিয়া, মানসিক উত্তেজনা
● GENERALITIES — Left side, symptoms — বাম দিকে লক্ষণ বেশি
● GENERALITIES — Pain, wandering — ব্যথা এদিক-সেদিক ঘুরে বেড়ানো
● GENERALITIES — Paralysis, single parts — কোনো অংশে পক্ষাঘাত
● GENERALITIES — Weakness, during me**es — ঋতুস্রাব চলাকালে দুর্বলতা

গালিব হোমিও হল
ডাঃ এস আহসান হাবিব
মোবাইল - 01712234026

07/07/2025

◆ACETIC ACID◆

কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কেন্ট
রেপার্টরি থেকে কিছু রুব্রিক।

● অতিরিক্ত ক্ষয় (emaciation) দেহ শুকিয়ে যায়, বিশেষত শিশুদের ক্ষেত্রে, ওজন কমে যায়।
● প্রচণ্ড তৃষ্ণা থাকে। জ্বরে কোন পিপাসা থাকেনা।
● দেহে প্রচণ্ড অবসাদ, দুর্বলতা।
● রক্তশূন্যতা (anaemia) ও শক্তি হ্রাস পায়।
● ডায়াবেটিস এর ক্ষেত্রে উপকারী — বারবার প্রস্রাব ও তৃষ্ণা।
● পানির মত পাতলা, ক্ষয়কর, গন্ধযুক্ত ডায়রিয়া।পেট ফাঁপা থাকে।
● ক্ষুধা কমে যেতে পারে।
● দুঃখী, বিষণ্ণ, সব সময় কষ্ট বোধ করে।
● ভয় ও উৎকণ্ঠা।
● ছোটখাটো বিষয়েও বিরক্তি।
● দেহে পানি জমা (edema), মুখ, হাত-পা ফুলে যেতে পারে।
● ক্ষতগুলোতে দাহ ও ব্যথা থাকে।
● রক্তপাত সহজে হয়।
● ক্যান্সার রোগীর ক্ষয় ও কষ্ট উপশমে।
● ডায়াবেটিসে।
● রক্তশূন্যতায়।

★★RUBRIC★★

MIND Anxiety — উৎকণ্ঠা
MIND Sadness, melancholy — বিষণ্ণতা, মন খারাপ
MIND Irritability — বিরক্তি, রাগ
MIND Fear of death — মৃত্যুভয়
GENERAL Emaciation — শুকিয়ে যাওয়া, ক্ষয়
GENERAL Debility, weakness — দুর্বলতা
GENERAL Dropsy, edema — দেহে পানি জমা, ফোলা
GENERAL Hemorrhage — রক্তপাত
MOUTH Dryness — মুখ শুকানো
MOUTH Burning — মুখে জ্বালা
MOUTH Taste sour, acid — মুখে টক/অম্ল স্বাদ
STOMACH Thirst excessive — প্রচণ্ড তৃষ্ণা
STOMACH Appetite diminished — ক্ষুধা কমে যাওয়া
STOMACH Desire for indigestible things — অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা
STOMACH Nausea — বমি বমি ভাব
STOMACH Vomiting — বমি
RE**UM Diarrhea, watery, profuse — পানির মত অতিরিক্ত ডায়রিয়া
URINE Sugar
SLEEP Restlessness — অস্থির ঘুম
SKIN Pale, cold skin — ত্বক ফ্যাকাশে ও ঠান্ডা
SKIN Edema, swelling — ত্বক/দেহ ফুলে যাওয়া
SKIN Ulcers, slow healing — ক্ষত সেরে যেতে দেরি হওয়া
EXTREMITIES Weakness of limbs — হাত-পায়ে দুর্বলতা

গালিব হোমিও হল
ডাঃ এস এম আহসান হাবিব
মোবাইল - 01712234026

06/07/2025

●বাচ্চাদের শরীর শুকিয়ে যায়(শীর্ণতা) অথচ পেট বড় হয়ে থাকে। বিশেষ করে পায়ের দিকের শুষ্কতা সহ শিশুদের পুঁয়ে পাওয়া রোগ।
● ভাল ক্ষুধা এবং খাবার খাওয়া সত্ত্বেও অপুষ্ট শরীর।
● মুখের আকৃতি বৃদ্ধদের ন্যায় দেখায়।
●এক রোগ ভালো হলে আরেক রোগ সমস্যা নেমে আসে।ডায়রিয়া ভালো হলে আর্থ্রাইটিস শুরু হয়। অথবা বাতের ব্যথা ভালো হলে ডায়রিয়া দেখা দেয়।
●বাচ্চাদের দাঁত না ওঠা, বড় হতে না পারা, ক্ষুধা থাকা সত্ত্বেও ওজন না বাড়া।
●অত্যন্ত বদরাগী, সহ্য করতে পারে না, হিংস্রতা দেখা দেয়।
● সবকিছুতে অসন্তুষ্টি ও বিরক্তি।
●ত্বক শুষ্ক ও মলিন।
●শিশুদের রাতে খুব অস্থিরতা থাকে।

◆◆ABROTANUM◆◆
Kent Repertory
(1st & 2nd Grade Rubrics)
MIND — Anger, irascibility
MIND — Anxiety
MIND — Irritability in children
MIND — Selfishness, egotism
MIND — Weakness of memory
HEAD — Pain; left side
HEAD — Pain; temples
FACE — Pale, wrinkled, suffering
MOUTH — Offensive odor
MOUTH — Aphthae
STOMACH — Appetite increased STOMACH — Emaciation despite good appetite
ABDOMEN — Distension
ABDOMEN — Pain, colic
RE**UM — Diarrhoea, alternating with rheumatism
RE**UM — Piles; hard, knotty
EXTREMITIES — Rheumatism, alternating with diarrhoea
EXTREMITIES — Pain, joints EXTREMITIES — Pain, limbs, worse at night
EXTREMITIES — Weakness, limbs
GENERALITIES — Emaciation (marasmus), children
GENERALITIES — Emaciation, lower limbs first
GENERALITIES — Atrophy of glands GENERALITIES — Cachexia GENERALITIES — Weakness, exhaustion

গালিব হোমিও হল
ডাঃ এস এম আহসান হাবিব
মোবাইল - 01712234026

সংগৃহীত বইয়ের তালিকায় যুক্ত হল খুব পছন্দের আর একটি বই।
08/06/2022

সংগৃহীত বইয়ের তালিকায় যুক্ত হল খুব পছন্দের আর একটি বই।

◆◆মেটিরিয়া মেডিকা◆◆পর্ব - ৪৮------------------------------------------------"স্যাবাইনা""SABINA"-------------------------...
20/04/2022

◆◆মেটিরিয়া মেডিকা◆◆
পর্ব - ৪৮
------------------------------------------------
"স্যাবাইনা"
"SABINA"
-------------------------------------------------------
★ সাধারণত স্ত্রীরোগে এর ব্যবহার বেশি। রক্তস্রাব প্রবণতা বেশি। কিডনি জরায়ু এবং মলদ্বার বেশি আক্রান্ত হয়।
★ কথা বলার সময় ঠোঁটের সংযোগের জায়গায় ফেনা হয়।
★ মাসিকের আগে পেটের মধ্যে কি যেন ঘুরে বেড়ায়।
★ মেট্রোরেজিয়া; দুই ঋতুর মাঝে উজ্জ্বল লাল বর্ণের তরল রক্ত, জমাট বাঁধা রক্ত স্রাব। স্রাব নড়াচড়া করলে বাড়ে।
★ স্রাব চলাকালে কাম ইচ্ছা জাগে।
★মাসিক স্রাবের পর দুর্গন্ধযুক্ত প্রদরস্রাব দেখা দেয়।
★ পর্যায়ক্রমে ঋতুস্রাব ও বাত ব্যথা।
★ রক্তস্রাবের সাথে স্যাক্রম অস্থি থেকে সামনে পিউবিস পর্যন্ত কিম্বা পাছা থেকে প্রসবদ্বার বা নাভিমূল পর্যন্ত ব্যথা ছুটে আসে। অধিক ঋতু, স্বল্প ঋতু, ভেদাল ব্যথা যাই থাক না কেন এইরূপ ব্যথা থাকবে।
★ প্রসব বেদনার মত ব্যথা। রোগিনী ব্যথার জন্য কাঁদে।
★ ব্যথা চিৎ হয়ে শুলে বা উত্তাপে কমে।
★ প্রবল রক্তস্রাব। রক্ত উজ্জ্বল লালবর্ন এবং তার সাথে বড় বড় চাপ বা ঢেলা বের হয়।
★ ব্যথা এবং স্রাব ক্ষণে আসে ক্ষণে যায়(Bell)।
★ স্রাব সামান্য নড়াচড়াতে বৃদ্ধি পায়। রোগিনী চুপ করে শুয়ে থাকতে বাধ্য হয়।
★ ঋতুর পরিবর্তে দুর্গন্ধ শ্বেতপ্রদর।
★ তৃতীয় মাসে গর্ভস্রাব।
★ সন্তান জন্মের পর ফুল আটকে থাকে।
★ গান বাজনাতে বিরক্তি লাগে।
----------------------------------------------
★ SPHERE OF ACTION -
• Female pelvic organs -
- uterus
- re**um
- nerves
• Fibrous and serous tissues -
- small joints
- heels.

★ AGG -
• Nightly.
• Heat-
- bed
- room
- exercise

★ AMEL -
• Cold.
• Cool, open air.

★ HCR - Hot patient.

★ There is drawing pain from sacrum to p***s in nearly all diseases.
★ Metrorrhagia with active gushing flow, the blood is often bright red or red mixed with clots.
★ Hemorrhages where blood is fluid and clots together.
★ The patient is hot, disturbed by heat, worse in a warm room, wants doors or windows open and to be in the open air.
★ Me**es too early, too profuse, too protracted; partly fluid, partly clotted.
★ Threatened abortion about the third month.
★ Music is intolerable.
-----------------------------------------------
ডাঃ আহসান হাবিব
তেরখাদা, খুলনা।
01712234026(Phone & WhatsApp)

01/03/2022

DR. P. SANKARON এর বই পড়তেছিলাম। নিম্নের অংশটুকু খুব ভাল লাগলো তাই শেয়ার করছি।
- - - - - - - - - - - - - - - - - - - - -----------------
The effects of grief and their remedies can be tabulated as if many appeal to some minds:
GRIEF-
• Acute effects+Chronic effect- Ign
• Sadness + Depression - Aurum
•Sadness+Apathy(Suicidal)-Phos ac
• Sadness + Irritability - Natrum mur
• Sadness + Disgust - Sepia
• Sadness + Tearfulness - Pulsatilla
• Sadness + Quarrelsome - Staph
• Sadness + Hysterical - Cimicifuga
----------------------------------------------------

23/02/2022

◆◆◆মেটিরিয়া মেডিকা◆◆◆
•◆MATERIA MEDICA◆•
পর্ব - ৪৭
------------------------------------------------
"LYCOPODIUM CLAVATUM"
"লাইকোপোডিয়াম ক্লাভেটাম"
-------------------------------------------------------
★ অন্য নাম - Club moss, Wolf's claw.
একপ্রকার শেওলা জাতীয় গুল্ম।
- - - - - - - - - - - - - - - - - - - -
★ লাইকোপোডিয়াম হচ্ছে সর্বদা ব্যবহৃত(পলিক্রেস্টস) গভীর ক্রিয়ার ঔষুধ। সঠিক লক্ষণে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে বহুদিন ধরে এর ক্রিয়া বিদ্যমান থাকে।
★ ডাঃ ক্লার্ক বলেন লাইকোপোডিয়াম হল মেটেরিয়া মেডিকার এক স্তম্ভ স্বরূপ।
★ লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ ঔষুধ এবং lyc-sulph-calc- মিলে ত্রয়ী, দল বা একটি বলয় গঠিত হয়। বর্তমান সময়ের বিখ্যাত হোমিওপ্যাথ জর্জ ভিতলকাস লাইকোর essence বর্ণনা করতে লাইকোকে বলেছেন 'Cowardice'।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
মানসিক লক্ষন -
★ ক্লান্ত ও অবসন্ন ভাব।
★ আত্মবিশ্বাসের অভাব।
★ দুর্বল স্মৃতিশক্তি
★ চিন্তা ভাবনায় দ্বিধাগ্রস্ত।
★ টাকাপয়সার খুব লোভ এবং কৃপণতা করে প্রায় সকল বিষয়ে।
★ সহজে রাগান্বিত হয়। মতবিরোধ সহ্য করতে পারেনা।
★ দাম্ভিক এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ অধঃস্তনদের প্রতি আবার পক্ষান্তরে ঊর্ধ্বতনদের বা তার চেয়ে শক্তিশালীদের প্রতি নমনীয় মনভাব।
★ উদ্বিগ্নতা স্বাস্থ্য বিষয়ক, দ্বন্দ বা বিরোধ নিয়ে এবং নিজের ক্যারিয়ার নিয়ে।
★ খুব বেশি আবেগপ্রবণ এজন্য যখন কেউ ধন্যবাদ দেয় তখন কেঁদে ফেলে। নিকট আত্মীয় বা বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলেও কাঁদে।
★ ভয় - ভুতের, ক্যানসারের, একাকী থাকলে, লোকজনের সামনে যেতে বিশেষকরে অপরিচিত লোকের, রাতে, জনসভায় বক্তৃতা ইত্যাদির ভয়।
★সঙ্গী পছন্দ করেনা আবার একা থাকতে ভয় লাগে।
-----------------------------------------------
★ চেহারা - শারীরিক ভাবে দুর্বল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির। দেহের ওপরের অংশ শুকনো কিন্তু নিচের দিক কিছুটা ফোলা।
বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হয়।
কপালের চর্ম কুঁচকে যায় এবং ভাজ পড়ে বৃদ্ধ লোকের মত দেখায়। বলা যায় যুবক বয়সে বৃদ্ধ চেহারা।
★ জীবনের শুরু এবং শেষজীবনে অর্থাৎ শিশু ও বৃদ্ধদের রোগে বেশি উপকারী।
★ সাধারণত শীতকাতর কিন্তু গরম কাতরও হয়।
★ সাধারণত খোলা বাতাসে ভাল থাকে।
★ বেশির ভাগ রোগ লক্ষন ডান পাশে প্রকাশিত হয় অথবা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায়।
★ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল রোগের বৃদ্ধি(অনেক লেখক 3টা-7টা বলেছেন)। সকালবেলা ঘুম থেকে উঠার সময়ও বাড়ে।
★ ঠান্ডা পানীয় সহ্য করতে পারেনা। ঠান্ডা খাবারও পছন্দ করেনা সকল পানীয় এবং খাবার গরম আকাঙ্খা করে।
★ মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দের। কিন্তু তামাক, রুটি, পাউরুটি এবং কফি পছন্দ করেনা।
★ বুকের রোগ(নিউমোনিয়া ইত্যাদি) লক্ষণের সাথে কপাল কোচকান থাকে।
★ রাক্ষুসে ক্ষুধা। ক্ষুধা সহ্য করতে পারেনা, ক্ষুধার জন্য মাথার যন্ত্রনা। ক্ষুধা বেশি থাকা সত্তেও অল্প কয়েক গ্রাস খেলেই ক্ষুধা থাকেনা। খাবার পর পেট বায়ুতে পূর্ন হয়ে যায় এবং পেটে ভুটভাট শব্দ হয়।তলপেট ফেঁপে ওঠে।
★ ঘন ঘন প্রস্রাব হয় এবং ফেনা হয়। সাদা ও ঘোলা প্রস্রাব। প্রস্রাবে ইটের গুঁড়ার মত লাল তলানি জমে। প্রস্রাবের আগে কোমরে ব্যথা হয়। প্রস্রাব গরম এবং দুর্গন্ধ থাকে।
★ অল্পবয়সী যুবকদের ধ্বজভঙ্গ অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত সঙ্গমের ফলে। লিঙ্গ ছোট, ঠান্ডা এবং থলথলে ভাব। বয়স্ক বা বৃদ্ধদের মনে সঙ্গমেছা খুব বেশি কিন্তু লিঙ্গ ঠিকমত শক্ত হয়না। দ্রুত বীর্যপাত।
● ধ্বজভঙ্গ বিশেষ করে নিজের স্ত্রীর সাথে সঙ্গমের সময়।
★ কোষ্ঠবদ্ধতা, মলত্যাগ করতে অনেক সময় লাগে। মল প্রথমে শক্ত পরে নরম হয়। নরম মলও ত্যাগ করতে কষ্ট হয়।
বাড়ি থেকে অন্য কোন স্থানে বেড়াতে গেলে কোষ্ঠবদ্ধতা।
★ কোষ্ঠবদ্ধতা প্রথম মাসিক ঋতুস্রাবের শুরু থেকে, প্রথম প্রসবের পর থেকে।
★ মহিলাদের যোনির শুস্কতা এবং জ্বালাকর ব্যথা সঙ্গমের সময়।
○ যোনিপথ দিয়ে বায়ু নির্গত হয়(Physometra)। মলত্যাগের সময় যোনি দিয়ে রক্ত পড়ে।
★ সকল কিছুর স্বাদ অম্ল বা টক মনে হয়। যেমন - ঢেকুর বা উদ্গার, বুকজ্বালা, মুখে জলজমা বা বমি।
★ ডান পাশের হার্নিয়া। ডান কিডনিতে পাথর।
★ চোখের রোগে অর্ধদৃষ্টি। শুধুমাত্র কোন বস্তুর বাম পাশের অর্ধেক দেখতে পায়।
★ তন্দ্রালুতা ঘুমানোর সময় চোখ অর্ধখোলা রেখে ঘুমায়।
★ নাকের পাখাদুটি ওঠানামা করে।
★ ডান পা গরম এবং বাম পা ঠান্ডা।
★গাত্রত্বক শুষ্ক বিশেষ করে হাতের তালু।
★ চুল পড়ে যায়। অল্পবয়সে চুল পেকে যায়।
★ দুই কাঁধের মাঝে জ্বালা অনুভব। দুই স্কাপুলার মাঝখানে আগুনের মত জ্বালাবোধ।
★ মুখ এবং জিভের শুষ্কতা কিন্তু পিপাসহীন। জিহবা শুষ্ক, কাল, ফাটা এবং কাঁপে। মুখে টক স্বাদ যেটা আগেও বলেছি।
★ লিভার - যকৃতের বিভিন্ন রোগে ডান হাইপোকন্ড্রিয়া অঞ্চল ফোলে। যকৃৎ বা লিভার খুবই সংবেদনশীল হয়। ব্যথা তলপেটের দিকে ছোটে এবং ডান থেকে বামে যায়।
★ শিশু রোগী -
• শিশুকে বৃদ্ধের মত দেখায়।
• শিশু দুর্বল প্রকৃতির হয়। মাথা বেশ ভাল থাকে কিন্তু দেহ পুঁচকে ভাব, রুগ্ণ হয়। শরীরের ওপরের অংশ শীর্ণ কিন্তু নিম্নাঙ্গ কিছুটা ফোলা ভাব।
• শিশু সারাদিন কাঁদে কিন্তু সারারাত ঘুমায়।
• শুকনো সর্দিতে নাক বন্ধ হয়ে যায় ফলে মুখ দিয়ে শ্বাস নেয়। নাক ডলতে ডলতে ঘুম থেকে জেগে ওঠে।
• শিশু খুব রাগী হয়।
• ঘুম থেকে জেগে উঠার পরে মেজাজ খিটখিটে হয়। চিৎকার করে ও লাথি মারে।
• মূত্রত্যাগের আগে কাঁদে। মূত্রে লাল তলানি পড়ে। রাতে বিছানায় প্রস্রাব করে।
• কোষ্ঠবদ্ধতার সাথে নিষ্ফল মলবেগ।
• ডানদিকের হার্নিয়া।
• মিষ্টি খুব পছন্দ করে।
★ সতর্কতা - সুস্পষ্ট লক্ষণ না পেলে প্রাচীন বা জটিল পীড়ার রোগীকে লাইকো দিয়ে চিকিৎসা শুরু করা অনুচিত।
-------------------------------------------
গালিব হোমিও হল
ডাঃ আহসান হাবিব
তেরখাদা, খুলনা।
01712234026(Phone & WhatsApp)

21/02/2022

◆◆◆মেটিরিয়া মেডিকা◆◆◆
•◆MATERIA MEDICA◆•
পর্ব - ৪৬
------------------------------------------------
"ক্যালকেরিয়া কার্ব"
"CALCARIA CARB"
-------------------------------------------------------
এন্টিসোরিক,এন্টিসাইকোটিক এবং টিউবারকুলার
- - - - - - - - - - - - - - - - - - - -
মানসিক লক্ষণ-
★ দায়িত্ব এবং কর্তব্য বোধ অতিরিক্ত
প্রবল।
★ প্রচন্ড উদ্বিগ্নতা ও চিন্তা, বিশেষ করে সেটা সন্ধ্যায় বাড়ে।
★ মানসিক ভাবে খুবই দুর্বল। কোন বিষয়ে গভীর ভাবে মনসংযোগ করতে পারেনা অথচ পূর্বে সেই বিষয়ে সে সক্ষম ছিল।
★ ভুলোমনা ও বিস্মৃতিপরায়ন। অস্থিরতার সাথে মনমরা ভাব।
★ অনেক সময় কারও ব্যাপারে চিন্তা করলে তাকে যেন সামনে দেখতে পায় এবং তার সাথে কথা বলে। বিশেষ করে একা থাকলে এরূপ অবস্থা হয়।
★ কাজকর্মে অবসাদ ও ক্লান্তি আসে
ফলে সব কাজকর্ম পরিত্যাগ করে।
★ নিবিষ্টচিত্ত থাকে আধ্যাত্বিক বিষয় নিয়ে, যেমন- মৃত্যু পরবর্তী জীবন, পুনরায় দেহ ধারণ বা পুনর্জন্ম লাভ।
★ স্বাস্থ্য বিষয়ক উদ্বিগ্নতা এবং
আরোগ্যের বিষয়ে হতাশা।
★ মনে করে বা ভাবে যে তার মন দুর্বল,
তার বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে গেছে, সে পাগল হয়ে যেতে পারে এবং অন্যেরা সেটা উপলব্ধি করতে পেরেছে।
★ একগুঁয়ে, জেদি হতে পারে।
★ খারাপ সংবাদ জানতে বা শুনতে
অনীহা। যেমন - কোন অপকর্ম বা কোন দুর্ঘটনা হতে পারে সেটা কোন টেলিভিশন সংবাদে বা খবরের কাগজে।
★ ভয়ানক দৃশ্য দেখে চোখ বন্ধ করলে,
এমনকি রাতে বিছানায় ঘুমাতে গেলে।
★ ভয় - উচ্চ স্থানের, পাগল বা উন্মাদ
হবার, ইঁদুর, কুকুর, পোকামাকড় এবং মাকড়সার, অন্ধকারের, রোগের, ক্যানসারের, ইনফেকশনের, সংক্রামক রোগের, ঝড়ের, ভূমিকম্পের, দারিদ্রের, দুর্ঘটনার।
★ অন্ধকারে যেতে চায়না; খুন, অগ্নিকান্ড,
ইঁদুরের কথা বলতে থাকে।
★ ধর্মে অন্ধবিশ্বাসী। সব কাজ ছেড়ে ধর্ম নিয়ে ব্যস্ত থাকে।
------- ------- ------- ------- ------- ------- -------
★ স্থূল বা মোটা শরীর। অতি সহজেই
এবং দ্রুত মোটা হবার প্রবণতা এবং ওজন প্রাপ্তি হয়। আবার শীর্ণ চেহারাও আছে, শীর্ণদের মাথাটি বড় এবং পেটটি ঘটির মত হয়।
★ শীতকাতর।শরীর ঠান্ডা থাকে। সহজেই ঠান্ডা লাগে, সর্দি হয় যেটা ক্রনিক প্রকৃতির সর্দি বা ঠান্ডা লাগা। ঠান্ডার প্রতি মারাত্মক সংবেদনশীল। মোটেই শীত বা ঠান্ডা সহ্য করতে পারেনা। খোলা বাতাস অপছন্দ।
যে কোন একটি অঙ্গে শীতলতার অনুভূতি এবং সেই সাথে সাধারণ শীতবোধ।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
বৃদ্ধি -
★ খোলা বাতাস, ঠান্ডা বাতাস, ভেজা আবহাওয়াতে কষ্ট বাড়ে।
★ পরিশ্রম বা কাজকর্ম করলে রোগলক্ষন বাড়ে।
★ সিঁড়ি দিয়ে বা অন্য ভাবে উপরের দিকে উঠতে গেলে বাড়ে।
★ সঙ্গমের ফলে বাড়ে(খিটখিটে হতে পারে, কম্পন বা দুর্বলতা আসতে পারে)।
★ পূর্ণিমায় বাড়ে।
★ গোসলে ভয় পায় ও কষ্ট বাড়ে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ একপ্রকার কম্পনের অনুভূতি হয় ভেতরে।
★ পায়ে জ্বালা করে।
★ সামান্য পরিশ্রমে কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে ওঠে। সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলে খুব কষ্ট হয়।
★ কোষ্ঠবদ্ধ থাকলে সব বিষয়ে ভালোথাকে, সুস্থ থাকে। কোষ্ঠবদ্ধতায় মল
হাতের আঙ্গুল দিয়ে বের করতে হয় (Aloe,Sep,Sil,Thuj)।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ ঘাম -
ঘাম খুব বেশি। মাথায় প্রচুর ঘাম হয়(Sil)। যখন ঘুমায় ঘামে বালিশ ভিজে যায়। প্রচুর ঘাম বিশেষ করে মাথার পেছনের অংশে, ঘাড়ে অথবা বুকে এবং শরীরের ওপরের অংশে। রাতে মাথায় ঘাম বেশি হয়। কপাল বেশি ঘামে। খুব সহজেই ঘাম হয়। বুকে বগলে ও স্তনে ঘাম হয়। বুক ও ঘাড়ের ঘাম রাতে হয়। হাতে পায়ে ঘাম হয়। পায়ের ঘামে টকগন্ধ ও ক্ষতকর।
এত ঘাম সত্ত্বেও ঘর্মাক্ত স্থান ঠান্ডা থাকে।
★ সকল নিঃসৃত স্রাবেই অম্ল গন্ধ বা টক গন্ধ। যেমন - বাহ্যে,বমি,ঘাম। ঢেকুর বা উদ্গার টক গন্ধ ও অম্ল বা টক স্বাদ যুক্ত। সারা শরীর থেকেই অম্ল গন্ধ বের হয়।
★ পায়ে ঠান্ডা ভেজাভমোজা পরার ন্যায় অনুভূতি। পায়ের শীতলতা সাথে রাত্রে
ঘাম।
★ কোমরের কাপড় শক্ত পরতে পারেনা, আলগা বা ঢিলা করে পরতে হয়।
★ কোষ্ঠবদ্ধতা থাকলে সব বিষয়ে সুস্থতা অনুভব করে।
★ স্ত্রীলোকের ঋতুস্রাব -
• প্রথম ঋতু খুব তাড়াতাড়ি অর্থাৎ কম বয়সে হয়(মেনার্কি)। প্রচুর পরিমানে হয়(অনেক সময় কম বা অবরুদ্ধ হতে পারে)।
• ঋতুস্রাবের আগে ও ঋতুস্রাবের সময় কষ্ট বাড়ে।
• নির্দিষ্ট সময়ের আগেই স্রাব শুরু হয়ে অনেকদিন পর্যন্ত থাকে। রক্ত বেশি যায়।
• দুই ঋতুস্রাবের মাঝে প্রদরস্রাব। দুই ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে প্রচুর লাল বর্ণের রক্ত স্রাব।
• ঋতুস্রাবের আগে ও সময়ে জরায়ুতে ব্যথা হয়, ব্যথা উরু পর্যন্ত নামে।
• ঋতুস্রাবের আগে স্তন ফোলে এবং ব্যথা হয়।
• সামান্য মানসিক উত্তেজনায় প্রচুর ঋতুস্রাব হতে থাকে।
★ লিউকোরিয়া খুব বেশি হয়। দুধের মত সাদা ও ঘন এবং চুলকায়, ক্ষতকারী। ছোট বালিকাদের লিউকোরিয়া বা প্রদরস্রাব(Caulo)।
★ স্ত্রীলোকের সহবাসের পর পায়ে কাঁপুনি।
★ হাইড্রোসেফালাস বা মাথায় জল জমা।
★ ডিম খাবার প্রবল ইচ্ছা। বিশেষ করে রোগের সময় এবং আরোগ্যের সময়।
★ ডানদিকে লক্ষণ বেশি প্রকাশ করে।
★ মাংসপেশির খুব ভিতরের দিকের ফোঁড়া।

★ মুখে টক বা অম্ল স্বাদ সাথে প্রচুর পিপাসা বিকেলের দিকে। দাঁতে ব্যথা হয় যখন খাবার খায়। দাঁতে ব্যথা ঠান্ডায়, গরমে এবং সন্ধ্যায় বাড়ে। মুখ হতে পচা দুর্গন্ধ বের হয়।
★ নাকে, কানে বিভিন্ন স্থানে বৃন্ত বিশিষ্ট পলিপ হবার প্রবণতা।
★ মাথাঘোরা- উপরের দিকে উঠলে বাড়ে, উচ্চ স্থান হতে নিচের দিকে তাকালে বাড়ে, মাথা দ্রুত এদিক ওদিক ঘোরালে বাড়ে।
★ বাত - পানিতে কাজ করা লোকের বাত রোগ। প্রসাবে গন্ধ হয় এবং তলানি পড়ে। রাসটক্স এর পরে অনেক সময় লাগে।
★ মৃগী/উন্মাদ - বারবার বেলেডোনার লক্ষণ আসলে ধাতুগত লক্ষণ মিললে ক্যালকেরিয়া ব্যবহৃত হয়।
ধ্বজভঙ্গ বা পুং জননেন্দ্রিয়ের রোগ - প্রচন্ড স্ত্রী সঙ্গমের ইচ্ছা। মানসিক ইচ্ছাই বেশি প্রবল সেই তুলনায় শারীরিক উত্তেজনা হয়না। সঙ্গমের সময় লিঙ্গ সঠিকভাবে শক্ত হয়না, দ্রুত বীর্যপাত হয়। সঙ্গমের পরে মাথাঘোরা, মাথাব্যথা এবং হাঁটুতে দুর্বলতা বোধ হয়।
অনিদ্রা - সারারাত জেগে থাকে, ঘুম আসেনা। চোখ বুঝলেই ভীতিকর স্বপ্ন। সামান্য শব্দেই চমকে ওঠে।

★ শিশু রোগী -
• দেখতে মোটা, থলথলে কিন্তু দুর্বল।শরীরের তুলনায় মাথা ও পেট বড়। মাথার হাড় বা ব্রহ্মতালু দেরিতে জোড়া লাগে। ঘাড়ের পিছন দিকে শুষ্ক।
• ঠোঁটের সংযোগস্থল ফাটা।
• শরীর ঠান্ডা। ঘন ঘন ঠান্ডা লাগে।
• মেরুদন্ড বাঁকা।
• রাগবেশি, ভয় বেশি, একা থাকতে পারেনা।
• স্নান করার সময় কান্না করে কারণ স্নান পছন্দ করেনা।
• ঘাম বেশি। মাথার ঘামে বালিশ ভিজে যায়। ঘামে টক গন্ধ।
• চুন, মাটি, খড়ি, স্লেট, মোম, পেন্সিল ইত্যাদি অখাদ্য খেতে চায়।
• ডিম ও আইসক্রিম খুব পছন্দ। দুধ ও মাংস খেতে চায়না। দুধ সহ্য হয়না।
• শিশু কলেরা সাধারণত দাঁত বের হবার সময় বেশি হয়। দুধপানে ছানাকাটা বমি।
• হাটা ও কথা বলা শিখতে দেরি হয়।
• খুব ভীত প্রকৃতির। সামান্য শব্দে ভয়।
• বামদিকে টেরা দৃষ্টি।
••

★ ক্যালকেরিয়ার পর সালফার ব্যবহার করা হয়না। সালফারের পর ক্যালকেরিয়া খুব ভাল খাটে।
★ ক্যালকেরিয়ার আগে বা পরে ব্রায়োনিয়া ব্যবহৃত হয়না।
-----------------------------------------------
★ HCR - Chilly patient. Disposed to catch cold very easily.

★ MIND -
•There is a great apprehension, which becomes worse towards evening.
• Fear of darkness.
• Very forgetful.
★ General aggravation from - ascending stairs/ full moon/ cold wet weather/ exertion.
★ Painful swelling on glands.
★ Head sweat profusely while sleeping, wetting pillow far around{(Sil, Sanic). Profuse perspiration, mostly on back of head and neck, or chest and upper part of the body(Sil).
★ Nails distorted, brittle and break or peel easily.
★ Feels better in every way when constipated.
★ Glandular Swelling below the jaw and in the neck; faulty development of bones.
★ Open Fontanelles.Emaciated children, with big head and big belly.
★ Tendency to the formation of calculi.
★ Abscess deep in muscles.
★ Varicose veins; burning in veins.

★ MOUTH
• Sour taste.
• Ranula under the tongue.

★ THROAT
• Swelling of tonsils.
• Goitre.
• Parotid fistula.
• Stitching pain on swallowing.
• Small ulcers spreading up to palate.
• Uvula; swollen, oedematous Hawks salty mucus.

★ STOMACH -
• Craving for eggs. Also for eggs, ice-creams. salt and sweets.
• Craving for indigestible things-chalk, coal, pencils.
• Aversion - fat, meat, milk.
• Anorexia from over work.

★ MALE -
• Increased sexual desire, with re****ed erections.
• Frequent emissions.
• Burning, with seminal emission.
• Coition; followed by profound weakness, vertigo, irritability, lameness of back and knees, headache and sweat.
• Itching and burning in ge****ls.
• Impotence, from sexual abuse or indulgence.
• Seminal discharge premature.
• Hydrocele, of children.

★ FEMALE -
• Menstruation too early, too profuse, too long lasting; with subsequent amenorrhoea and chlorosis with me**es scanty or suppressed.
• The least mental excitement causes profuse return of menstrual flow or dysmenorrhoea.
• Metrorrhagia, especially around the time of menopause.
• Me**es late in fat, flabby girls; with palpitation, dyspnoea and headache.
• Sterility, with copious me**es.
• Leucorrhoea acrid or milky, worse between me**es. Aggravation during urination, with itching and burning
• Uterine polypus. Uterine fibroids, sometimes with marked uterine hemorrhages.
• Breasts swollen, tender and painful especially before me**es.
• Abundant milk, but disagreeable to the child. Deficient milk.
•Nipples; cracked, ulcerated; very tender.
• Severe stitches in mammae, when nursing.
• Coition followed by sweat and prostration.
• Itching and burning in ge****ls.

★ In short Calc. patient can be described as fat, flabby, fair, frothy, perspiring, cold and damp.
-------------------------------------------
ডাঃ আহসান হাবিব
তেরখাদা, খুলনা।
01712234026(Phone & WhatsApp)

19/02/2022

◆মেটিরিয়া মেডিকা
◆MATERIA MEDICA
------------------------------------------------
"হিপার সালফার "
"HEAPER SULPHUR"
------------------------------------------------------
মানসিক লক্ষণ -
★ মানসিক ও দৈহিক স্পর্শকাতরতা ও অসহিষ্ণুতা। বিশেষ করে ব্যথার প্রতি
অতি সংবেদনশীলতা। সামান্য ব্যথায়ও অনেক সময় মূর্ছা যায়। সাধারণ লোকের পক্ষে যা সামান্য বেদনা, হিপারের রোগীর পক্ষে সেটা অসহ্য যন্ত্রণাকর। বেশি যন্ত্রণার সময় কাঠি দ্বারা খোঁচানোর প্রবনতা।
★ রোগী হিংসুক প্রকৃতির। কারও কথা সে গ্রাহ্য করেনা।
★ রোগী সামান্য কথা বা প্রতিবাদ সহ্য করতে পারেনা।
★ সব সময় অসন্তুষ্ট, ভয়ানক রাগী ও বদমেজাজী। খুবই রুক্ষ স্বভাবের। ঘরে আগুন লাগাতে যায়। উত্তেজিত অবস্থায় খুন করতেও দ্বিধা করেনা।
★ অস্থিরতার জন্য সর্বদা ঘোরাফেরা করতে বাধ্য হয়।
★ ঝগড়াটে, সামান্য ব্যাপারে রেগে গিয়ে গালাগালি করে।
★ খাওয়া, যাওয়া, কথা তাড়াতাড়ি করে। রাগও তাড়াতাড়ি হয়।
★ রোগ সম্পর্কে চিন্তা ভাবনা না করলে ভাল থাকে।
★ অন্যের দোষ ধরে বেড়ায়।
-------------------------------------------------------
★ অত্যন্ত শীতকাতর। ঠান্ডায় সকল রোগ
লক্ষণ বাড়ে। রাতে সব যন্ত্রণা বাড়ে।অন্যতম প্রধান শীতকাতর ঔষুধ। ঠান্ডা একেবারে অসহ্য যদি শরীরের
কোন একটি অংশেও লাগে।
★ ঠান্ডা বাতাসের ঝটকা অসহ্য বিশেষ করে শুষ্ক ঠান্ডা বাতাস। গরমেও আপাদমস্তক আবৃত রাখে(Psor)। ভেজা ঠান্ডা বা বর্ষার ঠান্ডায় রোগী অনেক ভাল
থাকে।
★ অতিরিক্ত গরমও সহ্য করতে পারেনা।
★ হাত বা পা একটু অনাবৃত হলেও বাড়ে। ঠান্ডা কোন বস্তু স্পর্শ করলেও বাড়ে। যেমন - ঠান্ডা বোতল।
★ শরীর থেকে নিঃসৃত স্রাব, যেমন ঘাম
ইত্যাদিতে দুর্গন্ধ বিশেষ করে অম্ল গন্ধ।
★ ব্যথাযুক্ত স্থানে মারাত্মক স্পর্শকাতরতা এবং ব্যথার প্রতি তীব্র সংবেদনশীল। ঘা, ফোঁড়া, চুলকানি প্রভৃতিতে স্পর্শ সহ্য হয়না। কাঁটা ফোটার মত ব্যথা হয়(Merc, Sil), উত্তাপ দিলে আরাম লাগে।
★ মাথা অনাবৃত রাখতে পারেনা। (মাথা ব্যথায়, কান ব্যথায় ইত্যাদি রোগে)।
★ তীব্র ব্যথাযুক্ত কানে প্রদাহ। শিশু রাতে জেগে ওঠে, চিৎকার করে এবং কোনোভাবেই আরাম পায়না।
★ কান অত্যন্ত সংবেদনশীল ঠান্ডা
বাতাসে।
★ মাথাব্যথা চর্ম রোগ চাপাপড়ে এবং
ঠান্ডায় মাথা অনাবৃত হলে।
★ মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। মুখে
এবং মাড়িতে এত ব্যথা হয় যে স্পর্শ করা যায়না। মাড়ি থেকে সহজেই রক্ত বের হয়। মুখের ভেতর এবং মাড়িতে ক্ষত হয়।
★ দাঁতে ব্যথা হয় ঠান্ডা পানীয় পানের পরে অথবা মুখ খোলা রাখলে। গরম ঘরে গেলে দাঁতে ব্যথা কমে। দাঁতে দাঁত কামড়িয়ে রাখলে কমে।
★ সহজে প্রচুর ঘাম হয় কিন্তু খালি গায়ে থাকতে সাহস পায়না। ঘামে উপশম হয়না।
★ ঝাল, টক, অম্ল, উগ্র খাদ্য খেতে ইচ্ছা।
★ মল, মূত্র, ঘাম খুব টকগন্ধ বা অম্লগন্ধ।
★ ডায়রিয়ায় টক বা অম্ল গন্ধ মল। শিশুর সারা শরীরে ঐরূপ টক গন্ধ হয়।
★ মল, মূত্র ত্যাগ করতে বসলে অত্যন্ত বেগ দিতে হয়, পরিষ্কারভাবে হয়না।
প্রসাব পড়তে থাকে বেগহীন ভাবে। প্রস্রাব একটু থেকে যায় এবং ফোটা ফোটা করে পোশাকে লাগে।
★ গোসল করতে পছন্দ করেনা।
★ সামান্য আঘাতের ক্ষতে বা প্রদাহে পুঁজ সঞ্চয় হয়(Sulph,Graph,Sil)।
★ প্রায়ই ঘা, পাঁচড়া হয়। ঘায়ে পুঁজ হবার প্রবণতা।
★ কেঁটে গেলে বা আঘাত লাগলে সেখানে ঘা বা পুঁজ না হয়ে সারতে চায়না।
★ ফোঁড়া বা যে কোন প্রদাহে একদম প্রথম অবস্থায় যদি প্রচন্ড ব্যথা ও স্পর্শকাতরতা থাকে তবে একটু উচ্চ শক্তির হিপার দিলে সেখানেই ফোঁড়া বা প্রদাহ বারিত হয়ে যায়।
★ গলায়, কানে, চোখে কাঁটার মত কিছু আটকে আছে বলে মনে হয়।
★ গলায় এবং দেহের অন্যত্র কাঁটা, মাছের কাঁটা, কোন গ্যাজ(plug) আটকে আছে এরূপ অনুভূতি(Arg-n, Nit-a, Anac)।
★ হাঁচি দিলে বা কাশি দিলে লিভারে ব্যথা।
★ আগুনের স্বপ্ন দেখে, ঘরে আগুন লেগেছে।
★ মুখের কোনে ঘা, জ্বরঠুটো।
★ চর্ম রোগ চাপা পড়ে হাঁপানি।
★ নিচের ঠোঁটের মাঝখানে ফাটে।
★ সর্দিকাশি শীতকালে অর্থাৎ শুষ্ক ঠান্ডায় বেশি হয়। সর্দি লেগে হাঁচি হতে থাকে ও নাক দিয়ে পানি পড়ে, সর্দি কাশি পেকে গেলে হলুদ গয়ার বের হয়। ঘাম বেশি হয়। গলায় ঘড়ঘড় শব্দ হয়। গা আবৃত রাখে, না হলে বাড়ে।
★ শরীরের যে কোন অংশ অনাবৃত হলে কাশি। শুধু কাশি নয় অন্য সকল রোগও বাড়ে।
★ পুরাতন এ্যাজমা বা শ্বাসকষ্ট শুষ্ক ঠান্ডা বাতাসে বাড়ে কিন্তু বর্ষাকালে বা ভিজা আবহাওয়াতে ভাল থাকে
★ রাতে সর্দি বের হয়না, দিনে বের হয়।
★ কাশির সময় মনে হয় গলায় মাছের কাঁটা ফোটার মত বেদনা হয়। কাশি শুষ্ক, দম বন্ধকর এবং বুকে ব্যথা হয়। রোগী কাশির সময় ঘেমে যায়। কিন্তু বেশি ঘামলেও কোন উপশম পায়না
★ প্রদর স্রাবে পচাগন্ধ।
- - - - - - - - - - - - - - - - - - - -
★ মার্কসল ও হিপারের মিল ও অমিল -
• দুটোতেই দুর্গন্ধ ও ঝাঁঝাল ঘাম আছে।
• মার্কসলে ঘামে বৃদ্ধি এবং বিছানায় তাপে বৃদ্ধি। মার্কসলে রাতে বৃদ্ধি নির্দিষ্ট, বামদিকে ছাড়া শুতে পারেনা, বর্ষায় বাড়ে, নাতিশীতোষ্ণ ভাব পছন্দ।
• হিপারে রাতে বৃদ্ধি নির্দিষ্ট নয়, আক্রান্ত পাশে শুতে পারেনা, গরম ঘর ও আবরণে উপশম, বর্ষায় উপশম, ঠান্ডা সহ্য করতে পারেনা।
- - - - - - - - - - - - - - - - - - - - -
★ সংক্ষিপ্ত চিত্র -
শীতকাতর+++, অসহিষ্ণু+++, রাগ+++, সবসময় অসন্তুষ্ট +++, শরীর একটু মোটা++, ঘাম বেশি++, ঘাম ও অন্য স্রাবে অম্লগন্ধ++, কোন স্থানে কেটে গেলে পুঁজ বা ক্ষত না হয়ে ভাল হতে চায়না++।
---------------------------------------------------------
ডাঃ আহসান হাবিব
তেরখাদা, খুলনা।
01712234026(Phone & WhatsApp)

Address

Khulna
9230

Telephone

+8801911837019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr S M Ahasan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr S M Ahasan Habib:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category