রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna

  • Home
  • Bangladesh
  • Khulna
  • রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna

রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna রুকইয়াহ সার্ভিস খুলনা
হিজামা সার্ভি?

৪০% ছাড়ে হিজামা করতে চলে আসুন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ক্বিরাত সম্মেলনে। বিস্তারিত ক্যাপশনে..👇
26/01/2023

৪০% ছাড়ে হিজামা করতে চলে আসুন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ক্বিরাত সম্মেলনে।
বিস্তারিত ক্যাপশনে..👇

24/01/2023
ডিসকাউন্টে হিজামার সুযোগ===পোস্টটি শেয়ার করুন, জিতে নিন আকর্ষণীয় "১০০% পর্যন্ত ডিসকাউন্টে হিজামার সুযোগ"=== ২৭ ও ২৮ জানু...
24/01/2023

ডিসকাউন্টে হিজামার সুযোগ
===পোস্টটি শেয়ার করুন, জিতে নিন আকর্ষণীয় "১০০% পর্যন্ত ডিসকাউন্টে হিজামার সুযোগ"===
২৭ ও ২৮ জানুয়ারী খুলনায় আর্ন্তজাতিক ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হবে। এই আর্ন্তজাতিক ক্বিরাত মাহফিল উপলক্ষে ২৭-২৮ জানুয়ারী ২০২৩ হিজামার সকল প্যাকেজে সবার জন্য ৪০% ডিসকাউন্ট অফার চলবে। ৪০% ছাড়ে হিজামা করার অফার ২৭ ও ২৮ জানুয়ারীর পর কার্যকর হবে না।
ডিসকাউন্ট অফার ছাড়াও পোষ্ট শেয়ার, মেনশন ও ট্যাগ দিলেই পাচ্ছে ১০০% পর্যন্ত ডিসকাউন্টে হিজামা করার সুযোগ।

, ২০ জানুয়ারী থেকে ২৮ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত ।

====প্রতিযোগীতার নিয়মাবলী====

- এই পোস্টের ব্যানারটি ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে সর্বনিম্ন ৫ জন বন্ধুকে ট্যাগ দিয়ে শেয়ার করুন এবং সর্বনিম্ন ৫ জন ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করুন। পোষ্টটিতে অবশ্যই হ্যাস ট্যাগ থাকতে হবে। শেয়ারকৃত পোস্টে ৩০ জানুয়ারী ২০২৩ পর্যন্ত সবচেয়ে বেশি লাইক, ট্যাগ ও মেনশন (প্রতি ট্যাগ ১ পয়েন্ট, লাইক ১ পয়েন্ট, মেনশন ১ পয়েন্ট) সংগ্রাহক বিজয়ী হিসেবে গণ্য হবেন।
- কোন অবস্থাতেই ভূয়া ফেইসবুক একাউন্ট প্রতিযোগীতার জন্য বিবেচিত হবে না।
- প্রতিযোগীতার সকল নিয়মকানুন রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত।
-প্রথম বিজয়ী পাবে ১০০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ
-দ্বিতীয় বিজয়ী পাবে ৯০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ
-তৃতীয় বিজয়ী পাবে ৮০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ
-চতুর্থ বিজয়ী পাবে ৭০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ
-পঞ্চম বিজয়ী পাবে ৬০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ
এছাড়া অংশগ্রহনকারী সকলেই পাবেন ৫০% ডিসকাউন্টে হিজামা করার সুযোগ।
অফারের সময় পার হওয়ার পর এই ডিসকাউন্টে কাউকে হিজামা করানো হবে না।

রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা
যোগাযোগঃ ০১৭৫৭-২৬৬২২৬
এছাড়াও বদনজর, জিন-যাদুর সমস্যার জন্য আমাদের রয়েছে রুকইয়াহ শরীয়াহ চিকিৎসা।
#রুকইয়াহ #হিজামা #খুলনা

27/04/2022

হুজুরের দেয়া তাবিজ খুলে পাওয়া গেলো চাল, বড়শি, সুই/সুচ ইত্যাদি। এজাতীয় তাবিজ সর্বসম্মতিক্রমে হারাম।

আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমীন...

28/02/2022

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও যাদু তার ক্ষতি করবে না। (বুখারীঃ ৫৪৪৫)

#রুকইয়াহ #খুলনা

আসিফ আদনান ভাইয়ের লেখা:ছেলের গলায় ক্রুশ, মেয়ের মাথায় হিজাব। মেসেজটা কী, বলুন তো? 'দ্বিধাহীন কাছে আসা' অর্থ কী? আল্লাহর ...
11/01/2022

আসিফ আদনান ভাইয়ের লেখা:
ছেলের গলায় ক্রুশ, মেয়ের মাথায় হিজাব। মেসেজটা কী, বলুন তো?
'দ্বিধাহীন কাছে আসা' অর্থ কী?
আল্লাহর বিধান উপেক্ষা করে-
নির্দ্বিধায় যিনা করা?
নির্দ্বিধায় ক। ফi রকে বিয়ে করা?
আচ্ছা, এই ধরনের 'দ্বিধাহীন মেসেজিং এ বেশিরভাগ সময় মেয়েটা কেন মুসলিম হয়?
একটা চিপস বা এ জাতীয় পণ্যের প্যাকেটে লেখা হয়েছিল 'say bismillah'। এ নিয়ে কর্পোরেট সেক্যুলারদের গ্রুপে তুলকালাম কাণ্ড। খুব খারাপ কাজ হয়েছে। ভয়ংকর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হয়েছে। প্যাকেটের গা-থেকে পরে সেই কথা উঠিয়ে দেয়া হয়।
মুসলিমদের দেশে 'বিসমিল্লাহ বল' এই কথাটা বলা বিতর্কিত, আপত্তিকর। কিন্তু দশকের পর দশক ধরে, ক্লোসআপ কিংবা মোবাইল কোম্পানিগুলোর সোশ্যাল এঞ্জিনিয়ারিং - হুকআপ কালচার বা যিনা কালচারার প্রমোশন সমস্যা না। এগুলো সাহসী, ক্রিয়েটিভ মার্কেটিং।
এই লিবারেল বায়াসটা মিডিয়া এবং #কালচাড়াল জগতে বিল্ট-ইন। সহজাত। এই জগতের একটা নিজস্ব দর্শন আছে, আকীদাহ আছে। সেই আকীদাহতে 'দ্বিধাহীন যিনা', 'ক। ফi রকে বিয়ে' করা কিংবা এলgবিt প্রমোট করা সাওয়াবের কাজ। কিন্তু বিসমিল্লাহ বলতে বলা সমস্যা। স্কুল কিংবা কলেজের ছাত্রী হিজাব পরে ক্লাসে যাওয়া সমস্যা। কিন্তু মার্কেটিং এর জন্য হিজাবকে ব্যবহার করা, হিজাবীদের যিনায় উৎসাহ দেয়া ইনোভেইশান।
আমরা ফেইসবুকে অনেক সময় নন-ইস্যু নিয়ে উত্তেজিত হয়ে যাই। কোন বিষয়ে যতোটুক বলা দরকার তার চেয়ে বিশগুণ বেশি বলি। বেশিরভাগই নিজেদের মধ্যেকার তর্ক। যেটাতে আলটিমেটলি তেমন কোন পরিবর্তন আসে না। কিন্তু এই বিষয়টা কথা বলার ফায়দা আছে।
অনলাইনের মাধ্যমে এই ধরনের অ্যাড ক্যাম্পেইনের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি করা কঠিন না। বিশ জন এটা নিয়ে পোস্ট দিলে ২০০ জন কমেন্ট করবে। ৫-৬ জন সেলিব্রিটি লেখক লিখলে বড় বড় বক্তারাও এটা নিয়ে বলবেন। অল্প সময়ের মধ্যে লক্ষ্য মানুষের কাছে কথাটা পৌছানো সম্ভব। ক্লোসআপকে বোঝানো সম্ভব বিশাল সংখ্যক মানুষ তাদের এসব অসভ্যতা পছন্দ করছে না। এবং তাদের কলাকৌশল পরিস্কার বুঝতে পারছে। কাজটা খুব বেশি কষ্টসাধ্য না।
আসেন ট্রাই করি।

27/12/2021

তাদের প্রতি, যারা আমাদের কাছে সুস্থতার নিশ্চয়তা খুঁজেনঃ
=============
আমরা ভবিষ্যত সম্পর্কে অজ্ঞ, এটা আল্লাহ ব্যতীত আর কেউই জানেন না। তবে কিছু অতীত সম্পর্কে আমরা সম্যক অবগত।
আপনার সমস্যাটি ঠিক কতো দিনে ভালো হবে, বা আদৌ ভালো হবে কিনা, তা আমরা জানি না।
তবে আপনার সমস্যার মতো সমস্যা, তার কাছাকাছি ধরণের সমস্যা, তারচেয়ে হালকা বা আরো তীব্র সমস্যা থেকে রুকইয়াহ করে আল্লাহর ইচ্ছায় ভালো হয়েছে, ভালো/সমস্যামুক্ত হওয়ার কাছাকাছি পৌঁছেছে -এরকম বহু মানুষের কথা আমরা আপনাকে বলতে পারবো।
"আল্লাহর কালামে শিফা আছে" এটা নিশ্চিত, যেহেতু এর পক্ষে কুরআনের আয়াত ও হাদিসের বর্ণনা আছে। তবে সেটা আপনি কতোদিন রুকইয়াহ করলে কতোটুকু পাবেন, এটা সম্পর্কে আমাদের জানা নেই।
আর এই অজ্ঞতার কারণেই আমরা কোনো ধরণের নিশ্চয়তা দেয়ার ক্ষমতা রাখি না।
আল্লাহর ফায়সালার পাশাপাশি রুকইয়াহ করে (দ্রুত) সুস্থ হওয়ার সাথে বেশ অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে। যেমনঃ আল্লাহর উপর তাওয়াককুল, হালাল-হারাম বেছে চলা, কুফর-শিরক থেকে দুরে থাকা, অন্তত বাধ্যতামূলক ইবাদতসমূহ ও বিধি-বিধান পালনে সচেষ্ট হওয়া, রুকইয়াহর আমল/কাজগুলির প্রতি গুরুত্ব দেয়া, রিজিক হালাল ও সন্দেহমুক্ত হওয়া ইত্যাদি।
আল্লাহ আমাদের সকলকে সব ধরণের সমস্যা ও সংকট থেকে মুক্তি দিক, আমীন...
#রুকইয়াহ #খুলনা

ফ্রি রুকইয়াহ সার্ভিস পেতে করনীয়ঃ========আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারে নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে 'শতভাগ বিনামূল্...
17/11/2021

ফ্রি রুকইয়াহ সার্ভিস পেতে করনীয়ঃ
========
আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারে নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে 'শতভাগ বিনামূল্যে' রুকইয়াহ সেবা গ্রহণের সুযোগ রয়েছে। বিনামূল্যে রুকইয়াহ সার্ভিস পেতে নিচে দেয়া নির্দেশনা অনুযায়ী বিস্তারিত লিখে আবেদন করতে পারেন। ......
(ক) প্রথমে রুকইয়াহ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা পেতে "রুকইয়াহ শারইয়াহ পরিচিতি" পুরোটা ভালোভাবে পড়ে নিবেন,
Link: https://www.ruqyahijama.com/p/ruqyah.html
(খ) এরপর এই👇 পোস্টে দেয়া নির্দেশনা অনুযায়ী আপনার সমস্যাটি বিস্তারিত লিখে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাবেন,
পোস্টের লিঙ্কঃ
https://web.facebook.com/RHKhulna/posts/608949900521531
আমাদের পেজঃ
https://web.facebook.com/RHKhulna
(গ) তারপর আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ সহ "কেনো আপনি ফ্রি রুকইয়াহ সার্ভিস নিতে চাচ্ছেন?" তা বিস্তারিত লিখে জানাবেন। সাথে রোগীর নাম, ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বর (প্রয়োজনে একাধিক) উল্লেখ করবেন।
(ঘ) ফ্রি সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি,
(১) দ্বীন পালনে রোগী ও তার পরিবারের অবস্থা,
(২) অর্থনৈতিক অবস্থা,
(৩) সমস্যার ধরণ ও তীব্রতা,
(৪) রুকইয়াহ বিষয়ক পরামর্শ মেনে চলার প্রতি আগ্রহ, ইত্যাদি।
যথা নিয়মে বিস্তারিত লিখে জানানোর পর কেহ ফ্রি সার্ভিসের জন্য মনোনীত হলে আমরাই তার সাথে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ। ..
শর্তাবলীঃ
=====
(১) ফ্রি রুকইয়াহ সার্ভিস নিতে হলে রোগীকে অবশ্যই সেন্টারে আসতে হবে, হোম সার্ভিস দেয়া হবে না।
(২) প্রয়োজনীয় জিনিসপত্র (পানি, তেল, মধু ইত্যাদি) নিজ খরচে সংগ্রহ করে সাথে নিয়ে আসতে হবে।
(৩) কেহ ফ্রি সার্ভিস এর জন্য আবেদন করলেই আমরা তাকে রুকইয়াহ করবো বা করতে বাধ্য, বিষয়টি এমন নয়। কাকে, কখন, কতক্ষণ রুকইয়াহ করা হবে বা আদৌ করা হবে কিনা, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেঃ
(৪) রুকইয়াহ করানোর জন্য আসার সময় অবশ্যই মুখ ঢেকে পূর্ণরূপে শরয়ী পর্দাসহ আসতে হবে।
(৫) অন্তত একজন মাহরাম পুরুষ পুরো রুকইয়াহ সেশনের সময় জুড়ে সাথে থাকতে হবে।
আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সব ধরণের সমস্যা ও সংকট থেকে মুক্ত রাখুক, আমিন।
জাঝাকুমুল্লহু আহসানাল জাঝা...
#রুকইয়াহ #হিজামা #খুলনা

07/10/2021
নষ্টকৃত কয়েকটি তাবিজ। ভিতরে ছিলো হাতে লেখা নক্সা, প্রিন্ট করা নক্সা তাবিজ, মাটি (রঙিন), শেকড় ইত্যাদি, সাথে ছিলো রুপার মা...
02/10/2021

নষ্টকৃত কয়েকটি তাবিজ। ভিতরে ছিলো হাতে লেখা নক্সা, প্রিন্ট করা নক্সা তাবিজ, মাটি (রঙিন), শেকড় ইত্যাদি, সাথে ছিলো রুপার মাদুলি, পড়া তেল-পানি...

রোগীর বর্তমান অবস্থা- ব্লাড ক্যান্সারে আক্রান্ত, সার্বক্ষণিক বিছানায়। রুকইয়াহ চলছে, তার সুস্থতার জন্য দোয়া চাই...

#রুকইয়াহ #হিজামা #খুলনা

23/09/2021

কারুন যদি আমাদের পকেটে থাকা এটিএম কার্ডের কথা জানতেন, তবে তার ধনভাণ্ডারের চাবি বহনকারী চাকরের বহর নিয়ে দম্ভ করতেন না!

পারস্য সম্রাট কিসরা যদি আমাদের বাসার ড্রয়িং রুমের বিলাসী সোফায় বসার সুযোগ পেতেন, তবে আর নিজের সিংহাসনের চেয়ার নিয়ে গর্ব করতেন না!

রোম সম্রাট কায়সার যদি আমাদের এয়ারকন্ডিশন দেখতেন, তবে মাথার উপর উটপাখির পালক দিয়ে কৃতদাসদের করা বাতাসকে আয়েশ ভাবতেও লজ্জা পেতেন!

পাইক-পেয়াদাদের লোভাতুর দৃষ্টি উপক্ষা করে হেরাক্লিয়াস গ্রীষ্মকালে মাটির হাড়ি কাত করে আয়েশী ভঙ্গিতে ঠান্ডা পানি পান করতেন। আজ আমাদের সহজলভ্য ফ্রিজের ঠান্ডা পানি পানের স্বাভাবিক দৃশ্য দেখলে হয়তো নিজেকে সম্রাটই ভাবতেন না!

শাহী ভঙ্গিমায় ঘোড়ায় চড়া হালাকু খানের সামনে দিয়ে যদি আপনি চকচকা করোলা গাড়ি কিংবা ইসুজু বাইক হাঁকিয়ে যেতেন, তবে তিনি নিজের বাহন নিয়ে গর্ব করতে লজ্জাবোধ করতেন হয়তো!

রাজা-মহারাজারাও মাসের পর মাস পায়ে হেঁটে কিংবা ক্লান্ত উট বা ঘোড়ায় চড়ে যে পথ পাড়ি দিতেন, আমরা দু’চার ঘন্টায় বিলাসবহুল বাহনে তার চেয়ে কয়েক গুন বেশি পথ অতিক্রম করি!

রাজা-বাদশারাও যে সুখভোগের সুযোগ পায়নি, বরং স্বপ্নেও কল্পনা করে নি, তা আমরা সহজেই উপভোগ করছি প্রতিনিয়ত!

মহান রব অগণিত সুখ-স্বাচ্ছন্দ্যে ডুবিয়ে রেখেছেন আমাদের। আপনি চোখ দুটো যতো বেশি মেলবেন ততো বেশি মাথাটা নিচু হয়ে আসবে...
এরপরও আমরা অনেকে ভাগ্য নিয়ে বিলাপ করি!

‘হে প্রতিপালক, তুমি আমাকে সামর্থ দাও, যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ..’। (সুরা নামাল আয়াত ১৯)
(বেশ কয়েক বছর পূর্বে আরবী থেকে অনুবাদ ও সম্পাদনা করেছিলাম)

-শায়েখ আহমাদুল্লাহ।

20/09/2021

তাবিজ কবচ ব্যবহার করা কি বৈধ?
============

তাবিজ নিজে ব্যবহার করা এবং অন্যকে ব্যবহার করতে দেয়ার হুকুম কি হবে তা কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে।

(ক) যদি তাবিজ-কবচকে স্বয়ং কোনো অকল্যাণ থেকে রক্ষাকারী, বা কল্যাণ দানকারী মনে করে ব্যবহার করা হয় বা ব্যবহার করতে দেয়া হয় তাহলে তার ভেতরে যাই থাকুক না কেনো এটা স্পষ্ট শির্ক হবে। শির্ক হলো সবচেয়ে বড়ো কবিরা গুনাহ।

(খ) যদি ওসিলা হিসাবে ব্যবহার করা হয় এবং মূল কল্যাণ দানকারী, অকল্যাণ দূরকারী হিসাবে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস থাকে তাহলে তাবিজের ভিতরে কি আছে তার উপর ভিত্তি করে এর হুকুম হবে।

(i) যদি স্পষ্ট কুরআনের আয়াত, দোয়া ইত্যাদি থাকে, কোনো অস্পষ্ট কিছু যেমন আবজাদ সংখ্যা, বিভিন্ন অর্থ না জানা চিহ্ন ইত্যাদি না থাকে তাহলে-

(১) অনেক ওলামায়ে কেরামের মতামত হলো এটাকে ব্যবহার জায়েজ হবে না, হাদিসে নিষেধ থাকার কারণে।

(২) কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বৈধ বলেছেন, যদি ব্যবহারকারী কুরআন ও দোয়া পড়তে অপারগ হয়। যেমন ছোটো বাচ্চা।

আমরা প্রথম মতটির পক্ষে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের অভিভাবক কুরআন ও দোয়া পড়ে তাদের গায়ে ফু দিয়ে দিবে, হাতে ফু দিয়ে গায়ে হাত বুলিয়ে দিবে। যতদ্রুত সম্ভব একটু বড়ো হলেই নিরাপত্তার আমলগুলো মুখস্থ করিয়ে দিবে।

(ii) এর বাইরে তাবিজে অন্য কিছু লেখা থাকলে, বা অন্য কোনো জিনিস থাকলে, যেমন কোনো পাথরের টুকরা, বিশেষ কোনো কাপড় বা সুতা, বিশেষ কোনো স্থানের মাটি, কোনো গাছের ডাল, পাতা, শিকড় ইত্যাদি থাকলে তা নিষিদ্ধ বা হারাম হবে।
আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
আল্লাহ আমাদেরকে এবং আমাদের ঈমানকে হেফাজত করুক।।

#রুকইয়াহ #হিজামা #খুলনা

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram