17/11/2021
ফ্রি রুকইয়াহ সার্ভিস পেতে করনীয়ঃ
========
আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারে নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে 'শতভাগ বিনামূল্যে' রুকইয়াহ সেবা গ্রহণের সুযোগ রয়েছে। বিনামূল্যে রুকইয়াহ সার্ভিস পেতে নিচে দেয়া নির্দেশনা অনুযায়ী বিস্তারিত লিখে আবেদন করতে পারেন। ......
(ক) প্রথমে রুকইয়াহ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা পেতে "রুকইয়াহ শারইয়াহ পরিচিতি" পুরোটা ভালোভাবে পড়ে নিবেন,
Link: https://www.ruqyahijama.com/p/ruqyah.html
(খ) এরপর এই👇 পোস্টে দেয়া নির্দেশনা অনুযায়ী আপনার সমস্যাটি বিস্তারিত লিখে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাবেন,
পোস্টের লিঙ্কঃ
https://web.facebook.com/RHKhulna/posts/608949900521531
আমাদের পেজঃ
https://web.facebook.com/RHKhulna
(গ) তারপর আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ সহ "কেনো আপনি ফ্রি রুকইয়াহ সার্ভিস নিতে চাচ্ছেন?" তা বিস্তারিত লিখে জানাবেন। সাথে রোগীর নাম, ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বর (প্রয়োজনে একাধিক) উল্লেখ করবেন।
(ঘ) ফ্রি সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি,
(১) দ্বীন পালনে রোগী ও তার পরিবারের অবস্থা,
(২) অর্থনৈতিক অবস্থা,
(৩) সমস্যার ধরণ ও তীব্রতা,
(৪) রুকইয়াহ বিষয়ক পরামর্শ মেনে চলার প্রতি আগ্রহ, ইত্যাদি।
যথা নিয়মে বিস্তারিত লিখে জানানোর পর কেহ ফ্রি সার্ভিসের জন্য মনোনীত হলে আমরাই তার সাথে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ। ..
শর্তাবলীঃ
=====
(১) ফ্রি রুকইয়াহ সার্ভিস নিতে হলে রোগীকে অবশ্যই সেন্টারে আসতে হবে, হোম সার্ভিস দেয়া হবে না।
(২) প্রয়োজনীয় জিনিসপত্র (পানি, তেল, মধু ইত্যাদি) নিজ খরচে সংগ্রহ করে সাথে নিয়ে আসতে হবে।
(৩) কেহ ফ্রি সার্ভিস এর জন্য আবেদন করলেই আমরা তাকে রুকইয়াহ করবো বা করতে বাধ্য, বিষয়টি এমন নয়। কাকে, কখন, কতক্ষণ রুকইয়াহ করা হবে বা আদৌ করা হবে কিনা, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেঃ
(৪) রুকইয়াহ করানোর জন্য আসার সময় অবশ্যই মুখ ঢেকে পূর্ণরূপে শরয়ী পর্দাসহ আসতে হবে।
(৫) অন্তত একজন মাহরাম পুরুষ পুরো রুকইয়াহ সেশনের সময় জুড়ে সাথে থাকতে হবে।
আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সব ধরণের সমস্যা ও সংকট থেকে মুক্ত রাখুক, আমিন।
জাঝাকুমুল্লহু আহসানাল জাঝা...
#রুকইয়াহ #হিজামা #খুলনা