Innova H care

Innova H care সেবা এখন হাতের কাছে।

দেশে নারীদের গাইনি ক্যান্সার চিকিৎসা সেবায় ক্যান্সার হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থা ও জেলা উপজেলায় সরকারী উদ্যোগে বিনাম...
23/11/2023

দেশে নারীদের গাইনি ক্যান্সার চিকিৎসা সেবায় ক্যান্সার হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থা ও জেলা উপজেলায় সরকারী উদ্যোগে বিনামূল্যে জরায়ু ক্যান্সার নির্ণয়ের সুযোগ। কষ্ট করে ঢাকায় না এসে দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল থেকেই নিজ নিজ জেলায় যেন রোগীরা সেবা পান সে বিষয়ে সরকারীভাবে বিশেষ উদ্যোগ।

ঢাকার National Institute of Cancer Research and Hospital/ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসেন অসংখ্য ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। কিন্তু বেশির ভাগ রোগীই রোগের প্রাথমিক পর্যায়ে আসেন না । এখানে জরারু মুখের ক্যান্সার নির্ণয়ের জন্য -VIA , Pap Smear এবং Colposcopy বিনামূল্যে করা হয়। এমনকি, সবচেয়ে আধুনিক স্ক্রিনিং HPV- DNA test করা হয় সুলভ মূল্যে। জরায়ু মুখের ক্যান্সার ছাড়াও অন্যান্য গাইনি ক্যান্সার রোগের অপারেশন করে থাকেন এখানের দক্ষ বিশেষজ্ঞ গাইনি অনকোলজিস্টরা। সারা দেশে আরও দক্ষ গাইনি অনকোলজিস্ট তৈরির লক্ষ্যে এখানে চালু আছে পোস্ট গ্রাজুয়েশন কোর্স।

বাংলাদেশে নারীদের মধ্যে ২য় প্রধান ক্যান্সার হলো জরায়ু মুখের ক্যান্সার । প্রতি বছর নতুন করে ১২ হাজারের মতো নারীর শরীরে এই ক্যান্সার সনাক্ত হচ্ছে এবং প্রায় ৬ হাজার নারী মৃত্যু বরণ করছেন ।অথচ অন্য ক্যান্সারের তুলনায় জরায়ু মুখের ক্যান্সার খুব সহজে নির্ণয় করা যায়। এমনকি ক্যান্সার হওয়ার অনেক আগেই শনাক্ত করা সম্ভব। বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতাল, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এটি নির্ণয়ের প্রাথমিক ধাপটি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, প্রায়ই আরও উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশের ক্যান্সার চিকিৎসকদের জন্য দেশি - বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা কর্মশালার আয়োজন করে থাকে। এবং গত ১১-১৫ নভেম্বর হয়ে গেলো ৫ দিন ব্যাপী - Hands on Training on Gynaecological Oncology.

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল থেকে গাইনিকলজিস্টরা এসে রোগ নির্ণয়, ম্যানেজমেন্ট প্রোটোকল ও বিভিন্ন জটিল অপারেশন শেখার সুযোগ পেয়েছেন এই ৫দিন। এতে করে ঢাকার বাইরের রোগীরা ও এখন থেকে বিশেষায়িত সেবা পাবেন, পাশাপাশি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপর অনেকাংশে রোগীর চাপ কমবে বলে আশা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও ওয়ার্কশপ কো- অর্ডিনেটর প্রফেসর ডা এম নিজামুল হক ।

জাতীয় কৃমি সপ্তাহ কর্মসূচী।
09/10/2023

জাতীয় কৃমি সপ্তাহ কর্মসূচী।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন! 🎉🏏 🇧🇩🏆
07/10/2023

আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন! 🎉🏏 🇧🇩🏆

07/10/2023

হার্টের রোগ আছে কিনা বুঝবেন কিভাবে।

07/10/2023

চুল পড়া থামাবেন কিভাবে।

07/10/2023

হার্ট অ্যাটাক বাড়ছে যে কারণে।

প্রতিদিন কিছু সময় হাটাহাটি বা ব্যায়াম রক্তনালী সুস্থ রাখে।
07/10/2023

প্রতিদিন কিছু সময় হাটাহাটি বা ব্যায়াম রক্তনালী সুস্থ রাখে।

স্তন ক্যানসার শনাক্তে নিজেই কীভাবে পরীক্ষা করবেনঅক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস। বাংলাদেশসহ সারা বিশ্বে নারীদের মধ্যে ...
02/10/2023

স্তন ক্যানসার শনাক্তে নিজেই কীভাবে পরীক্ষা করবেন

অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস। বাংলাদেশসহ সারা বিশ্বে নারীদের মধ্যে স্তন ক্যানসার বাড়ছে। ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এ থেকে নিরাময়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তাই স্তন ক্যানসার শুরুতেই শনাক্ত করার জন্য স্ক্রিনিংয়ের ওপর জোর দেওয়া হয়। আর এই স্ক্রিনিং আপনি নিজেই করতে পারেন। ঘরে বসে কারও সহায়তা ছাড়াই এটা করা যায়। স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের এই পদ্ধতি সহজ এবং ব্যয়হীন।

১. প্রথমে আয়নার সামনে দাঁড়ান। হাত দুটি সোজা মাথার ওপর তুলুন। কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কি না, লক্ষ করুন।

২. আয়নার সামনে দাঁড়িয়ে হাত দুটি কোমরে রাখুন। দুই হাতে যত দূর সম্ভব কোমরের ওপর চাপ প্রয়োগ করুন। দুই স্তনে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কি না, লক্ষ করুন। যেমন আকার, আকৃতি, গঠন, চামড়ার রং, বোঁটা ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি।

৩. এই পরীক্ষা দাঁড়ানো অবস্থার চেয়ে শুয়ে করাই শ্রেয়। শোয়া অবস্থায় স্তনের টিস্যু ছড়ানো ও পাতলা থাকে বলে স্তনের টিস্যু পরীক্ষা খুব সহজেই করা যায়। চিত হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের মধ্যখানের তিন আঙুলের ভেতরের অংশ দিয়ে স্তন পরীক্ষা করুন। ডান স্তনের জন্য বাঁ হাত এবং বাঁ স্তনের জন্য ডান হাত ব্যবহার করুন। যে স্তন পরীক্ষা করবেন, সেই পাশের হাত মাথার নিচে রাখুন।

৪. স্তন চামড়ার কাছাকাছি টিস্যু মৃদু, বুকের হাড়ের কাছাকাছি টিস্যু জোরে এবং মাঝামাঝি টিস্যু মাঝামাঝি চাপ দিয়ে পরীক্ষা করুন। কোনো ধরনের সন্দেহ বা অস্বাভাবিকতা শনাক্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

30/09/2023

দুধ আর অনারস একসাথে খেলে কি হয় ?

World Heart Day.
29/09/2023

World Heart Day.

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন ইনোভা এইচ কেয়ার এর মাধ্যমে !!আজই ...
28/09/2023

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন ইনোভা এইচ কেয়ার এর মাধ্যমে !!

আজই যোগাযোগ করুন - 01611414241

এছাড়াও সেকেন্ড অপিনিয়ন, ভিসা ইনভাইটেশন ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইনোভা এইচ কেয়ার এর মাধ্যমে !!

- জটিল ক্যান্সারের চিকিৎসা
- নিউরোসার্জারি
- হার্ট সার্জারি
- ব্রেইন টিউমার সার্জারি
- স্পাইন সার্জারি সহ দেশের বাইরে নানা জটিল চিকিৎসা বিষয়ক তথ্য নিতে ভিজিট করুন আমাদের অফিসে।

আপনার যেকোনো স্বাস্থ্য সমস্যায়, টেলিমেডিসিন সেবা আছে আপনার পাশে। ২৪ ঘন্টা অক্ষুন্ন টেলিমেডিসিন সেবা দিতে আলম মেডিকেল ট্য...
27/09/2023

আপনার যেকোনো স্বাস্থ্য সমস্যায়, টেলিমেডিসিন সেবা আছে আপনার পাশে। ২৪ ঘন্টা অক্ষুন্ন টেলিমেডিসিন সেবা দিতে আলম মেডিকেল ট্যুরিজম আছে আপনার পাশে, ইন্ডিয়ার অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে। তাই যেকোনো স্বাস্থ্য সমস্যায় নির্দ্বিধায় চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুনঃ 01752226660
সময়মতো চিকিৎসা নিন, ভালো থাকুন।

পাকস্থলীর ক্যানসার সম্পর্কে দরকার সচেতনতাপাকস্থলী বা স্টমাক ক্যানসারের হার বেড়ে চলেছে। এর লক্ষণ প্রথমে প্রকাশ পায় না বা ...
26/09/2023

পাকস্থলীর ক্যানসার সম্পর্কে দরকার সচেতনতা

পাকস্থলী বা স্টমাক ক্যানসারের হার বেড়ে চলেছে। এর লক্ষণ প্রথমে প্রকাশ পায় না বা প্রকাশ ঘটে অনেকটা গ্যাস্ট্রিক বা সাধারণ সমস্যার মতো। ফলে ক্যানসার শনাক্ত হতে দেরি হয়ে যায়। এ বিষয়ে ব্যাপক সচেতনতা দরকার।

পাকস্থলীর কাজ খাদ্য হজম করা। পাকস্থলী থেকে খাদ্য ও এনজাইমমিশ্রিত মণ্ড পরিপাকতন্ত্রের অন্যান্য অঙ্গ, যেমন ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রে যায়। যখন পাকস্থলীর মধ্যকার বা দেয়ালের স্বাস্থ্যকর কোষগুলো নিজেদের বৈশিষ্ট্য পরিবর্তন করে ও ক্যানসার কোষে পরিণত হয়, তখন টিউমার তৈরি করে। এই প্রক্রিয়া সাধারণত খুবই ধীরে ধীরে ঘটে। তাই পাকস্থলীর ক্যানসার বহু বছর ধরে বাড়ে।

সাধারণত ষাটোর্ধ্ব মানুষকে এ ধরনের ক্যানসারে আক্রান্ত হতে দেখা যায়। নারীর তুলনায় পুরুষ পাকস্থলী ক্যানসারে বেশি আক্রান্ত হন।

প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করা হলে পাকস্থলী বা রক্তপ্রবাহের মাধ্যমে পাশের অঙ্গগুলোতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছড়ায় যকৃতে ও পেটের অভ্যন্তরে।

পাকস্থলী ক্যানসারের কয়েকটি ধরন রয়েছে—অ্যাডেনোকার্সিনোমা, লিম্ফোমা, কার্সিনয়েড টিউমার। পাকস্থলীতে ক্যানসারের কোষ বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে হেলিকোব্যাকটার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ, পাচনতন্ত্রের অন্যান্য অংশ টিউমার, পাকস্থলীর পলিপস, উত্তরাধিকারসূত্রে পাওয়া জেনেটিক সিনড্রোম; যেমন লিঞ্চ সিনড্রোম ও লি-ফ্রোমেনি সিনড্রোম। এ ছাড়া তামাক বা ধূমপান, অতিরিক্ত ওজন, অত্যধিক অ্যালকোহল পান, খাবারে অতিরিক্ত লবণ খাওয়া এবং ফলমূল ও শাকসবজি না খাওয়া।
লক্ষণ

◾️ প্রাথমিক লক্ষণ হলো দীর্ঘদিন ধরে বদহজম ও পেটের অস্বস্তি। খাওয়ার পর পেট ফুলে যাওয়ার অনুভূতি। হালকা বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য, পেটে জ্বালাপোড়া ভাব।

◾️ গুরুতর লক্ষণ হলো মলের সঙ্গে রক্তপাত ও রক্তবমি। কোনো কারণ ছাড়াই ওজন হ্রাস। পেটব্যথা। চোখ ও ত্বক হলুদ হওয়া। খাবার গিলতে সমস্যা হওয়া।

চিকিৎসা

◾️ অবস্থা বুঝে অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে টিউমার বৃদ্ধি ও আকারের ওপর নির্ভর করে পাকস্থলীর একটি অংশ বা পুরোটা সার্জারির মাধ্যমে সরিয়ে ফেলার দরকার হতে পারে।

◾️ কেমোথেরাপি ও রেডিয়েশন সাধারণত সার্জারির পাশাপাশি চলতে থাকে।

প্রতিরোধ

◾️ জীবনযাত্রায় কিছু পরিবর্তনের মাধ্যমে পেটের ক্যানসারের ঝুঁকি কমানো যায়। প্রতিদিন ব্যায়াম করা উচিত।

◾️ অর্গানিক খাবার খেতে হবে। প্রতিদিনের খাবারে ফরমালিনমুক্ত ফল ও শাকসবজি রাখতে হবে। অতিরিক্ত লবণযুক্ত খাবার ও ভাজাপোড়া না খাওয়া। খাবার সঠিকভাবে সংরক্ষণ ও রান্না করে খাওয়া। তাজা ও গরম খাবার খাওয়া।

◾️ খোলা জায়গার খাবার ও পানি পান করা থেকে বিরত থাকা।

◾️ খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেওয়া।

◾️ ধূমপান ও অ্যালকোহল একেবারেই বাদ দেওয়া।

◾️ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়া। নিজে নিজে গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়া।

◾️ প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে।

26/09/2023

রক্তে হিমোগ্লোবিন কেন কমে যায়। গুরুত্বপূর্ণ পরামর্শটি শুনুন।

Address

Khulna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801752226660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Innova H care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Innova H care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram