29/08/2025
🔰 পারপিউরা হেমোরেজিক (Purpura Hemorrhagica)
▪️সংঙ্গা :
Purpura = ত্বকের নিচে রক্তপাত (লাল-বেগুনি দাগ)। Hemorrhagica = অতিরিক্ত রক্তপাতের প্রবণতা। অর্থাৎ Purpura Hemorrhagica হলো এক ধরনের রক্তক্ষরণজনিত অবস্থা , যেখানে ত্বক, মিউকাস মেমব্রেন (মুখ, নাক, চোখ ইত্যাদি), ও কোনো কোনো ক্ষেত্রে অভ্যন্তরীণ অঙ্গ থেকেও রক্তপাত হয়।
▪️কারণসমূহ :
1. Platelet-এর ঘাটতি বা কার্যকারিতা কমে যাওয়া
(যেমন ITP).
2. রক্তনালীর প্রদাহ বা ভঙ্গুরতা (Vasculitis).
3. অটোইমিউন রিঅ্যাকশন (যেমন
Post-streptococcal),
4. ড্রাগ-রিঅ্যাকশন।
5. বিষক্রিয়া বা ইনফেকশন (যেমন Dengue,
Meningococcemia).
▪️হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ :
Syphilitic ; ধ্বংসাত্মক প্রবণতা (রক্তপাত, টিস্যু নষ্ট)। Sycotic ; অতিরিক্ততা, জমাট বাঁধার সমস্যা।
▪️রেপার্টরি দৃষ্টিকোণ :
Rubric:
1. Blood, extravasations, skin under .
2. Purpura haemorrhagica .
3. Bleeding, spontaneous .
4. Haemorrhages, passive .
5. Skin, eruptions, purple spots .
6.Thrombocytopenia, idiopathic.
▪️ঔষধ :
1. Phosphorus : রক্তপাত প্রবণ, গলা-মুখ-নাক দিয়ে
রক্ত, ভয়, দুর্বলতা । উজ্জ্বল লাল রক্ত, ঠান্ডা পানি , আইসক্রিম পছন্দ। পেটের পীড়ায় ঠান্ডা পানি পেটে যেয়ে গরম হয়ে ওঠে। প্রেমময়, ভীতু। 👉 ফরাসী।
2. China officinalis : রক্তপাত পরবর্তী দুর্বলতা।
ঘর্মাক্ত, দুর্বল, পেট ফাঁপা। 👉গাছ।
3. Hamamelis : ঠান্ডা রক্ত, ভেইন দুর্বল, রক্তপাত বেশি কিন্তু ব্যথা কম। 👉 গাছ।
4. Lachesis :বাম পাশের উপসর্গ, রক্ত জমে না, গরমে
খারাপ। বাচাল, সন্দেহপ্রবণ, চাপ সহ্য করতে পারে
না। 👉 সাপ।
5. Crotalus horridus : গাঢ় রক্তপাত, জমাট না বাঁধা
রক্ত। বিষক্রিয়া টাইপ অবস্থা, দ্রুত ভেঙে পড়া। 👉
সাপ।
6. Nit-Ac : গভীর ক্ষয় , তীব্র ব্যথা, রক্তপাত , মানসিক
তীক্ষ্ণতা, অপমান সহ্য করে না,ক্ষোভ জমা থাকে,
মনে রাখে, গা থেকে দুর্গন্ধ বের হয়, প্রস্রাবে দুর্গন্ধ,
জ্বালা । 👉এসিড।
7. Carbo veg : শকে চলে যাচ্ছে, রক্তপাতের পর
ব্লু-কালার মুখ | শ্বাসকষ্ট, ঠান্ডা শরীর অথচ বাতাস
চায়। 👉 কয়লা।
📶 স্মৃতি সংরক্ষণ :
নিচের চিত্র দেখুন ও ছন্দ মনে রাখুন :
ফরাসী এসে বলে বাপরে বাপ
দুইটি গাছে দুইটি সাপ ।
এসিড দিয়ে নামিয়ে দাও
কয়লা দিয়ে পুড়িয়ে দাও ।।
-- ডা. জামান
হ্যানিম্যান আশ্রম। চেতনায় অগ্রসর।