
23/07/2025
#বার্ন #পার্সেন্টেজ ( ) #কিভাবে #হিসেব #করা #হয়
বার্ন পার্সেন্টেজ (Burn Percentage) হিসেব করার জন্য সবচেয়ে প্রচলিত ও সহজ পদ্ধতি হলো "Rule of Nines" (৯-এর নিয়ম)। এই নিয়মটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এতে শরীরকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে নির্দিষ্ট শতাংশ হিসেবে ধরা হয়।
🔥 Rule of Nines – প্রাপ্তবয়স্কদের জন্য:
শরীরের অংশ এবং শতাংশ (Burn %)
*মাথা ও গলা 9%
*প্রতি হাত 9% (প্রতিটি হাত ৪.৫% সামনে + ৪.৫% পেছনে)
*প্রতি পা 18% (প্রতিটি পা ৯% সামনে + ৯% পেছনে)
*সামনে বুক ও পেট 18%
*পেছনের দিক 18%
*গোপনাঙ্গ (genitalia) 1%
★★শিশুদের ক্ষেত্রে:
শিশুদের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে:
মাথা: 18%
প্রতিটি পা: 13%
অন্যান্য অংশ অনুরূপ ভাগে ভাগ করা হয়
✅ হিসেবের নিয়ম:
উদাহরণ: যদি রোগীর মাথা ও ডান হাত পুড়ে যায়, তাহলে—
মাথা = 9%
ডান হাত = 9%
মোট = 18% বার্ন।