হোমিও খুলনা - Homoeo Khulna

হোমিও খুলনা - Homoeo Khulna অরিজিনাল জার্মানী হোমিও ঔষধ

16/06/2024
প্ল্যান্টেগো-মেজর (plantago major)পরিচয়ঃ ইহার অপর নাম প্ল্যান্টেন। একজাতীয় ক্ষুদ্র বৃক্ষ।ব্যবহারস্থলঃ দন্তরোগের একটি শ্র...
26/04/2023

প্ল্যান্টেগো-মেজর (plantago major)
পরিচয়ঃ ইহার অপর নাম প্ল্যান্টেন। একজাতীয় ক্ষুদ্র বৃক্ষ।
ব্যবহারস্থলঃ দন্তরোগের একটি শ্রেষ্ঠ ঔষধ। দন্তশূলের ন্যায় কানের শূলেও উপযোগী। কর্ণশূলসহ দন্তশূল, মুখের স্নায়ুশূল, বিছানায় প্রস্রাব, তামাক-পাতা চিবানোর জন্য দন্ত ও কর্ণের স্নায়ুশূল। ক্ষয়প্রাপ্ত দন্তের শূলে কর্ণ হইতে চক্ষু পর্যন্ত বেদনা প্রসারিত হয়। দন্তশূল ও কর্ণশূল একই সময় আরম্ভ হইলে প্ল্যান্টেগো মূল-আরক বাহ্য প্রয়োেগে যন্ত্রণা উপশম লাভ করে। এতদ্ব্যতীত সবিরাম-জ্বর, স্তন-প্রদাহ, দাঁতে পুঁজ, বহুমুত্র, বিসর্প, অর্শ, ধবজভঙ্গ, স্নায়ুশূল, সর্প-দংশন, ক্রিমি ও ক্ষতরোগের ইহা ব্যবহার্য্য।
কোষ্ঠকাঠিন্য ও অর্শরোগে নাক্স-ভমিকার ন্যায়। রোগী পুনঃ পুনঃ মলত্যাগের আশায় পায়খানায় যায়, কিন্ত মলদ্বারে যন্ত্রণার জন্য মলত্যাগ হয় না। অর্শে এত ব্যাথা হয় যে সে দাঁড়াইতে পারে না। কেহ কেহ এরুপ অর্শরোগে ইহা অ্যভন্তরীণ ও বাহ্যিক ব্যবহারের উপদেশ দেন। শিশু বিছানায় প্রস্রাব করে। তাহার প্রবল জলপিপাসা, আবার সেইরুপ প্রস্রাবও করে। পুরাতন ম্যালেরিয়া জ্বরেও ইহার ব্যবহার আছে, যে সকল জ্বর কুইনাইন সেবনে আরোগ্য হয় না, তাহাতে উপযোগী। অতিরিক্ত দোক্তাপাতা খাইবার ফলে নানাবিধ পীড়া। প্ল্যান্টেগো তাামাক খাইবার ইচ্ছা হ্রাস করে।
প্রদর্শক লক্ষণঃ দাঁতে ব্যথা। সেইসঙ্গে কানেও ব্যথা। দাঁতের ব্যথা চোখ পর্যন্ত পৌছে। চক্ষুগোলক টাটাইয়া থাকে, হাত দেওয়া যায় না। খাইবার সময় দাঁতের ব্যথা কম থাকে বা আদৌ থাকে না। মুখ হইতে প্রচুর লালাস্রাব হয়। এক কানে ব্যথা, সেই ব্যথা মাথার মধ্য দিয়া অন্য কানেও পৌছে। অর্শরোগ, রোগী দাড়াইতে পারে না। পুনঃ পুনঃ বাহ্যে পায় কিন্ত কিছুই হয় না। প্রসাব পরিমাণে অনেক। রাত্রে শয্যামূত্র। নিঃশ্বাসে দুর্গন্ধ। বায়ু নিঃসরণ হয় তাহাতে দুর্গন্ধ।
বৃদ্ধিঃ বাঁদিকে, রাত্রিতে।
স্পর্শে, মানসিক পরিশ্রমেঃ নড়া-চড়ায়, উত্তাপে, সকাল ৮টা হইতে বেলা ১১ পর্যন্ত। কথা কহিলে, পড়িলে, হেঁট হইলে ( হাঁটু )।
হ্রাসঃ খাইলে ( কলিক ) ঠান্ডা হাত দিয়া চাপ দিলে ( মাথা )।
শক্তিঃ মূল অরিষ্ট, ৩X, ৬ ক্রম।
অর্শরোগে প্ল্যান্টেগো - অরিষ্ট ২০ ফোঁটা ১ আউন্স গ্লিসারিণ সহ মিশ্রিত করিয়া তুলি দ্বারা মলদ্বারে দৈনিক ৪/৫ বার ব্যবহার্য্য।
রেফারেন্সঃ তুলনামূলক মেটেরিয়া মেডিকা ( থেরাপিওটিক্যাল ও ক্লিনিক্যাল )
এম্, ভট্রাচার্য্য এন্ড কোং প্রাইভেট লিঃ
হোমিওপ্যাথিক কেমিস্টস্ এন্ড ফার্ম্মাসিস্টস্
৭৩ নেতাজী সুভাষ রোড
কলিকাতা - ৭০০ ০০১

হোমিওপ্যাথিক ঔষধঃ ইচিনেসিয়া-রাডবেকিয়াবিভিন্ন চিকিৎসাশাস্ত্র থেকে সারগ্রাহী চিকিৎসকগনের কাছে, আমরা এই মূল্যবান রক্ত দোষমু...
03/09/2022

হোমিওপ্যাথিক ঔষধঃ ইচিনেসিয়া-রাডবেকিয়া
বিভিন্ন চিকিৎসাশাস্ত্র থেকে সারগ্রাহী চিকিৎসকগনের কাছে, আমরা এই মূল্যবান রক্ত দোষমুক্তকারী ঔষধ’টি পেয়ে তাদের নিকট ঋণী। ব্যক্তির নিজের শরীরের সংক্রামক বিষ থেকে সংক্রমণ জনিত কারণে তরুন রোগ সমূহ। রক্তবিষাক্ততার লক্ষণসমূহ সাধারণতঃ রক্তের পচনশীল বা সেপ্টিক অবস্থা।
সান্নিপাতিক জ্বর বা টাইফয়েড রোগে উদরাময়। গনোরিয়া। ফোড়া সমূহ। ইরিসিপেলাম ও দূর্গন্ধ ক্ষত সমূহ। গ্যাংগ্রীন। গলগন্ড, তৎসহ চোখ দুটি বাইরে ঠেলে বেরিয়ে আসার ন্যায়, পূর্ণমাত্রায়, এছাড়াও থাইরয়েড গ্রন্থিতে ৫ থেকে ১০ ফোটা মাত্রায় সরাসরি ইনজেকশন করা হয়। প্রবল ও নাতিপ্রবল রোগ সমূহের উৎকট (ম্যালিগন্যন্ট) পরিনতি। ক্যান্সার রোগের শেষাবস্থায় এই ঔষধ যন্ত্রণার উপশম করে। সাপের বিষ দ্বারা সংক্রমণ।
সেরিব্রো স্পাইন্যাল মেনিনজাইটিস। প্রসবান্তিক সংক্রমক রোগ সমূহ। ক্লান্তির অনুভুতি। অর্শ। পুজঁযুক্ত উদ্ভেদ সমূহ। অ্যাপেন্ডিক্সের উপর এই ঔষধটি কাজ করে, এই কারণে এটি অ্যাপেনডিসাইটিস রোগে ব্যবহার হয়ে থাকে, কিন্ত স্বরণ রাখা প্রয়োজন যে, এই ঔষধের পুজোঁৎপত্তি করার ক্ষমতা আছে এবং পুঁজ যুক্ত অ্যাপেনডিসাইটিস রোগ, যার সঠিক চিকিৎসা করা হয়নি, এই রুপ অবস্থায় যদি এই ঔষধটি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আক্রান্ত অংশটি সম্ভবতঃ ফেটে যাবে। লসিকাগ্রন্থির প্রদাহ, ক্যাশ ইনজুরি। সাপের কামড় এবং সাধারণভাবে যাবতীয় কামড় ও হুলফোটানো। দূর্গন্ধযুক্ত স্রাব তৎসহ শীর্ণতা ও প্রচন্ড দূর্বলতা।
মাথাঃ বিভ্রান্ত, অবসাদ গ্রস্ত। কনকনানি ব্যাথা, তৎসহ এক প্রকার বৈশিষ্ট্য পূর্ণ, সময় অন্তর দেখা দেওয়া মূখমন্ডলের আরক্ততা, এমনকি এই অবস্থা ঘাড়ে ও দেখা যায়, মাথাঘোরা ও প্রচন্ড দুর্বলতা।
নাকঃ দুর্গন্ধযুক্ত স্রাব, ঝিল্লী গঠিত পদার্থ সমূহ বাইরে ঠেলে বেরিয়ে আসে। নাকের পিছনের অংশে সর্দি তৎসহ ক্ষত তৈরী হয় ও দূর্গন্ধ বেরিয়ে থাকে। নাক বন্ধ হয়ে গেছে, এই জাতীয় অনুভূতি , ডানদিকের নাসারন্ধ্রে ক্ষত, রক্তপাত।
মুখগহ্বরঃ মুখক্ষত, মাড়ী, থেকে সহজেই রক্তপাত হয়। মুখ ও ঠোটের কোনগুলি ফাটা। জিহবা শুস্ক ও স্ফীত, টাটানি ব্যাথা, ময়লা, বাদামীবর্ণের। জিহবা, ঠোট ও গলকোষে সুড়সুড় করে, তৎসহ হৃদপিন্ড সম্পর্কিত ভয় ভাব। (একোনাইট) । জিহ্বার উপর সাদা লেপ। তৎসহ কিনারা লালবর্ণ। এই ঔষধ লালাস্রাব বাড়িয়ে থাকে।
গলাঃ টনসিলদ্বয় বেগুনি অথবা কালোবর্ণের, ধুসরবর্ণের রস নিঃসরণ যা নাকের পিছনের অংশ ও শ্বাসনালী পর্যন্ত প্রসারিত হয়। গলার ক্ষতযুক্ত প্রদাহ।
পাকস্থলীঃ টক ঢেকুর ও বুকজ্বালা। বমি-বমি ভাব, শুয়ে থাকলে উপশম।
বুকঃ বুকের ভিতর ও বুক্কাস্থির নীচে একটি পিন্ড আটকিয়ে থাকার ন্যায় বেদনা। বুকের পেশীসমূহের বেদনা (অ্যারিষ্টোলোকিয়া)।
প্রস্রাবঃ অ্যালবিউমিন যুক্ত, অল্প, বারে বারে এবং অসাড়ে প্রস্রাব।
স্ত্রী রোগঃ প্রসবান্তিক রক্ত দূষণ বা সেপ্টিসিমিয়া, স্রাব চাপা পড়ে যায়, পেট অনুভূতি প্রবল ও পেটে বায়ু সঞ্চয়জনিত কারণে স্ফীতি, দূর্ঘন্ধযুক্ত, হাজাকর প্রদর স্রাব।
অঙ্গ-প্রত্যঙ্গ-অঙ্গ-প্রত্যঙ্গের কনকনানি এবং সর্বাঙ্গীন অবসাদ।
চামড়াঃ বারে বারে ফোঁড়া হয়। কার্বাঙ্গল। পোকা মাকড়ের কামড় ও বিষাক্ত উদ্ভিদের সংস্পর্শে উত্তেজনা। নাসিকাগ্রন্থিসমূহের বিবৃদ্ধি। টিবিয়া অস্থির পুরাতন ক্ষত। গ্যংগ্রীণ।
জ্বরঃ শীতবোধ তৎসহ বমি-বমিভাব। সারাপিঠে শীতবোধ। ম্যালেরিয়া জ্বর।
সম্বন্ধঃ তুলনীয়-বেথ্রোপস; আর্সেনিক; ল্যাকেসিস; ব্যাপ্টিসিয়া; রাসটক্স; সিস্টাস; হিপার; ক্যালেন্ডূলা।
শক্তিঃ অরিষ্ট, ১ থেকে ১০ ফোটা মাত্রায়, প্রতি দুই ঘন্টা অন্তর এবং প্রয়োজনে অধিকমাত্রায়।
বহ্যিকভাবেঃ পরিস্কার করার জন্য ও পচা-গলিত অংশ ধোওয়ার জন্য ব্যবহার কার হয়।
রেফারেন্সঃ পকেট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা।
লেখকঃ ডাঃ উইলিয়াম বোরিক, এম.ডি
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা এবং থেরাপিউটিক্সে প্রথম অধ্যাপক। এ কম্পেন্ড অফ দি প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি এবং হ্যানিমানের অর্গাননের ষষ্ঠ সংস্করনের অনুবাদক।
এ বি পাবলিকেশন্স কলেজ স্ট্রিট কলিকাতা কতৃক মূদ্রিত ও প্রকাশিত।

হোমিওপ্যাথিক ঔষধ - থুজা অক্সিডেন্টেলিস্হানিম্যানের নিকট এক পাদরী সাহেব চিকিৎসার্থে আসিয়াছিলেন। তাহার রোগ লক্ষণ দেখিয়া শু...
30/08/2022

হোমিওপ্যাথিক ঔষধ - থুজা অক্সিডেন্টেলিস্
হানিম্যানের নিকট এক পাদরী সাহেব চিকিৎসার্থে আসিয়াছিলেন। তাহার রোগ লক্ষণ দেখিয়া শুনিয়া উহা গণরিয়া বলিয়াই উপলদ্ধি হয়। অথচ পাদ্রী সাহেব গর্বিতভাবে তা অস্বীকার করেন।
সুতরাং হ্যানিমান পাদ্রী সাহেবের কথাও অস্বীকার করিতে পারিলেন না।সেই জন্য কোন ঔষধও দিলেন না। ফলতঃ সপ্তাহখানেক পরে পাদ্রী সাহেব প্রত্যাগমন করিয়া বলিয়াছিলেন, তাহার রোগ বিনা ঔষধ সেবনে আরোগ্য হইয়াছিল। ইহা শুনিয়া হানিম্যান তাহাকে নানারুপ প্রশ্ন করিয়াছিলেন - তাহার উত্তরে জানা যায় পাদ্রী সাহেব একদিন এক বিশাল ক্ষেত্র পার হয়ে অন্য গ্রামে যাইবার সময় এক বৃক্ষ হইতে কয়েকটি পাতা ছিড়িয়া চিবাইয়াছিলেন।
অনুসন্ধানে জানা গেলো ঐ পাতা থুজা বৃক্ষের পাতা এবং তাহা ভক্ষনের পর হইতেই উক্ত গণোরিয়া রোগের লক্ষণ সমূহ প্রকাশিত হইয়াছিল। হানিম্যান বুঝিলেন পাদ্রী সাহেব সত্য কথা বলিয়াছিলেন এবং তারপর হইতে থুজার প্রুভিং করিয়া বিবিধ রোগে বিশেষতঃ জননেন্দ্রিয়ের রোগে ইহা ব্যবহার করিয়া সন্তোষজনক ফললাভ করিয়াছেন। তাহার উপদেশ-মত আমরাও থুজার ব্যবহার করিয়া সেইরুপ ফল পাইতেছি।

রেফারেন্সঃ ডাক্তার শ্রী অতুলকৃষ্ণ দাশ দত্ত কতৃক সংকলিত - মেটিরিয়া মেডিকার ১৩৭৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য। কলিকাতা থেকে প্রকাশিত।

Address

৪৪ নং দোকান, পশ্চিম রুপসা কে. সি. সি মার্কেট ( সন্ধ্যা বাজার ) খুলনা।
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801974918918

Alerts

Be the first to know and let us send you an email when হোমিও খুলনা - Homoeo Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিও খুলনা - Homoeo Khulna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram