03/09/2022
হোমিওপ্যাথিক ঔষধঃ ইচিনেসিয়া-রাডবেকিয়া
বিভিন্ন চিকিৎসাশাস্ত্র থেকে সারগ্রাহী চিকিৎসকগনের কাছে, আমরা এই মূল্যবান রক্ত দোষমুক্তকারী ঔষধ’টি পেয়ে তাদের নিকট ঋণী। ব্যক্তির নিজের শরীরের সংক্রামক বিষ থেকে সংক্রমণ জনিত কারণে তরুন রোগ সমূহ। রক্তবিষাক্ততার লক্ষণসমূহ সাধারণতঃ রক্তের পচনশীল বা সেপ্টিক অবস্থা।
সান্নিপাতিক জ্বর বা টাইফয়েড রোগে উদরাময়। গনোরিয়া। ফোড়া সমূহ। ইরিসিপেলাম ও দূর্গন্ধ ক্ষত সমূহ। গ্যাংগ্রীন। গলগন্ড, তৎসহ চোখ দুটি বাইরে ঠেলে বেরিয়ে আসার ন্যায়, পূর্ণমাত্রায়, এছাড়াও থাইরয়েড গ্রন্থিতে ৫ থেকে ১০ ফোটা মাত্রায় সরাসরি ইনজেকশন করা হয়। প্রবল ও নাতিপ্রবল রোগ সমূহের উৎকট (ম্যালিগন্যন্ট) পরিনতি। ক্যান্সার রোগের শেষাবস্থায় এই ঔষধ যন্ত্রণার উপশম করে। সাপের বিষ দ্বারা সংক্রমণ।
সেরিব্রো স্পাইন্যাল মেনিনজাইটিস। প্রসবান্তিক সংক্রমক রোগ সমূহ। ক্লান্তির অনুভুতি। অর্শ। পুজঁযুক্ত উদ্ভেদ সমূহ। অ্যাপেন্ডিক্সের উপর এই ঔষধটি কাজ করে, এই কারণে এটি অ্যাপেনডিসাইটিস রোগে ব্যবহার হয়ে থাকে, কিন্ত স্বরণ রাখা প্রয়োজন যে, এই ঔষধের পুজোঁৎপত্তি করার ক্ষমতা আছে এবং পুঁজ যুক্ত অ্যাপেনডিসাইটিস রোগ, যার সঠিক চিকিৎসা করা হয়নি, এই রুপ অবস্থায় যদি এই ঔষধটি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আক্রান্ত অংশটি সম্ভবতঃ ফেটে যাবে। লসিকাগ্রন্থির প্রদাহ, ক্যাশ ইনজুরি। সাপের কামড় এবং সাধারণভাবে যাবতীয় কামড় ও হুলফোটানো। দূর্গন্ধযুক্ত স্রাব তৎসহ শীর্ণতা ও প্রচন্ড দূর্বলতা।
মাথাঃ বিভ্রান্ত, অবসাদ গ্রস্ত। কনকনানি ব্যাথা, তৎসহ এক প্রকার বৈশিষ্ট্য পূর্ণ, সময় অন্তর দেখা দেওয়া মূখমন্ডলের আরক্ততা, এমনকি এই অবস্থা ঘাড়ে ও দেখা যায়, মাথাঘোরা ও প্রচন্ড দুর্বলতা।
নাকঃ দুর্গন্ধযুক্ত স্রাব, ঝিল্লী গঠিত পদার্থ সমূহ বাইরে ঠেলে বেরিয়ে আসে। নাকের পিছনের অংশে সর্দি তৎসহ ক্ষত তৈরী হয় ও দূর্গন্ধ বেরিয়ে থাকে। নাক বন্ধ হয়ে গেছে, এই জাতীয় অনুভূতি , ডানদিকের নাসারন্ধ্রে ক্ষত, রক্তপাত।
মুখগহ্বরঃ মুখক্ষত, মাড়ী, থেকে সহজেই রক্তপাত হয়। মুখ ও ঠোটের কোনগুলি ফাটা। জিহবা শুস্ক ও স্ফীত, টাটানি ব্যাথা, ময়লা, বাদামীবর্ণের। জিহবা, ঠোট ও গলকোষে সুড়সুড় করে, তৎসহ হৃদপিন্ড সম্পর্কিত ভয় ভাব। (একোনাইট) । জিহ্বার উপর সাদা লেপ। তৎসহ কিনারা লালবর্ণ। এই ঔষধ লালাস্রাব বাড়িয়ে থাকে।
গলাঃ টনসিলদ্বয় বেগুনি অথবা কালোবর্ণের, ধুসরবর্ণের রস নিঃসরণ যা নাকের পিছনের অংশ ও শ্বাসনালী পর্যন্ত প্রসারিত হয়। গলার ক্ষতযুক্ত প্রদাহ।
পাকস্থলীঃ টক ঢেকুর ও বুকজ্বালা। বমি-বমি ভাব, শুয়ে থাকলে উপশম।
বুকঃ বুকের ভিতর ও বুক্কাস্থির নীচে একটি পিন্ড আটকিয়ে থাকার ন্যায় বেদনা। বুকের পেশীসমূহের বেদনা (অ্যারিষ্টোলোকিয়া)।
প্রস্রাবঃ অ্যালবিউমিন যুক্ত, অল্প, বারে বারে এবং অসাড়ে প্রস্রাব।
স্ত্রী রোগঃ প্রসবান্তিক রক্ত দূষণ বা সেপ্টিসিমিয়া, স্রাব চাপা পড়ে যায়, পেট অনুভূতি প্রবল ও পেটে বায়ু সঞ্চয়জনিত কারণে স্ফীতি, দূর্ঘন্ধযুক্ত, হাজাকর প্রদর স্রাব।
অঙ্গ-প্রত্যঙ্গ-অঙ্গ-প্রত্যঙ্গের কনকনানি এবং সর্বাঙ্গীন অবসাদ।
চামড়াঃ বারে বারে ফোঁড়া হয়। কার্বাঙ্গল। পোকা মাকড়ের কামড় ও বিষাক্ত উদ্ভিদের সংস্পর্শে উত্তেজনা। নাসিকাগ্রন্থিসমূহের বিবৃদ্ধি। টিবিয়া অস্থির পুরাতন ক্ষত। গ্যংগ্রীণ।
জ্বরঃ শীতবোধ তৎসহ বমি-বমিভাব। সারাপিঠে শীতবোধ। ম্যালেরিয়া জ্বর।
সম্বন্ধঃ তুলনীয়-বেথ্রোপস; আর্সেনিক; ল্যাকেসিস; ব্যাপ্টিসিয়া; রাসটক্স; সিস্টাস; হিপার; ক্যালেন্ডূলা।
শক্তিঃ অরিষ্ট, ১ থেকে ১০ ফোটা মাত্রায়, প্রতি দুই ঘন্টা অন্তর এবং প্রয়োজনে অধিকমাত্রায়।
বহ্যিকভাবেঃ পরিস্কার করার জন্য ও পচা-গলিত অংশ ধোওয়ার জন্য ব্যবহার কার হয়।
রেফারেন্সঃ পকেট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা।
লেখকঃ ডাঃ উইলিয়াম বোরিক, এম.ডি
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা এবং থেরাপিউটিক্সে প্রথম অধ্যাপক। এ কম্পেন্ড অফ দি প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি এবং হ্যানিমানের অর্গাননের ষষ্ঠ সংস্করনের অনুবাদক।
এ বি পাবলিকেশন্স কলেজ স্ট্রিট কলিকাতা কতৃক মূদ্রিত ও প্রকাশিত।